Diy-খাঁচায় বন্দি পাখি ও একটি মুক্ত পাখির পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার ভালো লাগে। তবে কেন জানি কয়েকদিন থেকে কোন কাজে মন বসাতে পারছি না। এমনকি নিজের মনের মত করে পেইন্টিং করতে পারছি না। তবুও চেষ্টা করেছি খাঁচায় বন্দি পাখি ও একটি মুক্ত পাখির পেইন্টিং করার জন্য।


খাঁচায় বন্দি পাখি ও একটি মুক্ত পাখির পেইন্টিং:

IMG_20230117_123006.jpg
Device-OPPO-A15


যখন একটি খাঁচায় বন্দি পাখি মুক্ত হওয়ার জন্য ছটফট করে তখন সত্যিই খারাপ লাগে। যখন তার পাশ দিয়ে উড়ে যায় কোন মুক্ত পাখি তখন তার ছটফটানি আরো বেড়ে যায়। সেই চিন্তাধারা থেকে আমি এই পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা আমার এই পেইন্টিং কেমন হয়েছে। কয়েকদিন থেকে শরীর মন কোনটাই ভালো নেই। তাই তো ভালোভাবে পেইন্টিং করতে পারছিনা। আসলে মন মানসিকতা ঠিক না থাকলে কোন কাজে মন বসে না। তবুও চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230116164702.jpg
Device-OPPO-A15
IMG20230116164727.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে উপরের দিকে নীল রঙের ব্যবহার করেছি। কারণ নীল আকাশ দেখতে ভালো লাগে।


ধাপ-২

IMG20230116164827.jpg
Device-OPPO-A15
IMG20230116165002.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের দিকে হালকা কমলা রঙের ব্যবহার করেছি। এরপর হলুদ রঙের ব্যবহার করে সম্পূর্ণ অংশ সুন্দর করে নিয়েছি।


ধাপ-৩

IMG20230116165126.jpg
Device-OPPO-A15
IMG20230116165228.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নিয়েছি। যাতে করে পরবর্তীতে সুবিধা হয়।


ধাপ-৪

IMG20230116165342.jpg
Device-OPPO-A15
IMG20230116165558.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে বাকি অংশগুলো এবং খাঁচা সুন্দর করে পেন্সিল দিয়ে এঁকে কিনেছি। এরপর পাখি অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230116165731.jpg
Device-OPPO-A15
IMG20230116165758.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে চিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিচের দিকে দেয়াল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230116165849.jpg
Device-OPPO-A15
IMG20230116170035.jpg
Device-OPPO-A15


দেয়াল সুন্দরভাবে অঙ্কন করে নিয়েছি। এরপর গাছের ডাল গুলো অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230116170143.jpg
Device-OPPO-A15
IMG20230116170351.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গাছের ডালগুলো আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230116170448.jpg
Device-OPPO-A15
IMG20230116170624.jpg
Device-OPPO-A15


গাছের ডালগুলো অঙ্কন করা হয়ে গেলে এবার পাখিগুলো সুন্দর করে অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230116170718.jpg
Device-OPPO-A15
IMG20230116170857.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে পাখির খাঁচা অঙ্কন করেছি এবং এই পেইন্টিং আরো বেশি সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আমি এই পেইন্টিংটি শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230117_122513.jpg
Device-OPPO-A15


খাঁচায় বন্দি পাখি ও একটি মুক্ত পাখির পেইন্টিং করা শেষ হয়ে গেলে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। জানিনা আমার এই পেইন্টিং কেমন হয়েছে। তবে আমি চেষ্টা করেছি চিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভাল লাগলে আমার ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

মন খারাপ থাকলে আসলে কাজে মন বসানো যায় না। আপনি তারপরেও খুব সুন্দর একটা পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দারুন হয়েছে। খাঁচায় বন্দী একটি পাখি আর বাইরে একটি পাখি খুব সুন্দর এঁকেছেন আপু। কালার কম্বিনেশন দারুন ছিল।আপনি খুব সুন্দর করে আঁকা শেষ করলেন, আমার খুব ভাল লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যিই আপু মন খারাপ থাকলে কাজে মন বসানো যায় না। আসলে মানসিক ভাবে প্রস্তুতি না থাকলে কোন কিছু সফলভাবে করা যায় না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 2 years ago 

খাঁচা বন্দি পাখির ও একটি মুক্ত পাখির পেন্টিং জাস্ট অসাধারণ হয়েছে আপু। তবে আমার মনে হয় খাঁচা বন্দি পাখিটি কে মুক্ত আকাশে ছেড়ে দিলে অনেক ভালো হতো। পরপর আপনার অনেক কয়েকটি পেইন্টিং দেখতে পেলাম। এরকম সুন্দর পেইন্টিং আমাদের মাঝে আরো শেয়ার করুন আপু।

 2 years ago 

খাঁচায় বন্দি পাখিকে মুক্ত আকাশে ছেড়ে দিলে মনের আনন্দে উড়ে বেড়াবে। তবুও অনেকে খাঁচায় বন্দি পাখির পুষতে পছন্দ করে। তাইতো আমি সেই পাখির কষ্ট তুলে ধরার জন্য এই পেইন্টিং করার চেষ্টা করেছি আপু।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত বেশ সুন্দর সুন্দর পেইন্টিং করেন দেখতে আমার অনেক ভালো লাগে।সুন্দর করে খাঁচাই বন্দি পাখি এবং মুক্ত পাখির একটি পাখির পেইন্টিং করেছেন।যদিও আজ আপনার পেইন্টিং করতে ভালো লাগেনি কিন্তু তবুও দেখতে দারুণ হয়েছে।অনেক অনেক ধন্যবাদ দারুন একটি খাঁচায় বন্দি পাখিও মুক্ত একটি উড়ন্ত পাখির পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করতে পারি কিনা জানিনা তবে চেষ্টা করি। আসলে পেইন্টিং করতে ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে পেইন্টিং করতে গিয়ে এলোমেলো হয়ে যায়। যাই হোক আপু ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

আমিও বিভিন্ন সমস্যার কারনে বেশ কিছুদিন হলো কাজে মন বসাতে পারছি না আপু। মাঝে মাঝে এমনই হয় আপু। বনের পাখি তো বনেই মানায় খাঁচায় কি আর সে বন্দী থাকতে চায়। তাই আমিও খাঁচায় বন্দী থাকা পাখিগুলোর ছটফটানি দেখলে বেশ কষ্টই পাই। তাদের যে কি কষ্ট হয় তা আর কি বলতে। যাই হোক আপু খাঁচায় বন্দি পাখি ও একটি মুক্ত পাখির পেইন্টিং টি অনেক সুন্দর ফুটে উঠেছে। উপস্থাপনাও ছিল বেশ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সমস্যার মধ্যে থাকলে নিজের কাজ করা খুবই ঝামেলার হয়ে যায়। কাজে মন বসে না একদম। তবুও চেষ্টা করেছি। আসলে বনের পাখি বনেই সুন্দর। খাঁচাতে থাকতে চায়না তারা। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসে না। বনের পাখিতো বনেই সুন্দর পাখিরা মুক্ত খোলা আকাশে উরতে পছন্দ করে। একটা পাখি খাঁচায় বন্দী করলে পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা এবং ছটফট করে। ওই খাঁচা থাকা পাখিটি যদি বাইরের কোনো পাখি দেখে তাহলে তো আরো বেশি ছটফট করতে থাকে। আপু আপনার এই মুক্ত পাখি আর খাঁচা বন্দী থাকা পাখির পেইন্টিং খুব সুন্দর হয়েছে ধাপ গুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মন মানসিকতা ভালো না থাকলে কিছুতেই মন বসে না। যাই হোক মাঝে মাঝে ইচ্ছে করে বনের ওই পাখির মত মুক্ত হতে। তবে জীবন যদি খাঁচায় বন্দী হয় তাহলে সেখান থেকে বেরোনোর উপায় থাকে না। যাই হোক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর খাঁচায় বন্দি পাখিও একটি মুক্ত পাখির পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। কোন পশু পাখি যদি কেউ খাঁচায় বন্দি করে রাখে আমার তা দেখতে খুব খারাপ লাগে। পশুরা সবসময় উন্মুক্ত অবস্থায় থাকতে ভালোবাসে আর এই অবস্থা তাদের দেখতেও ভালো লাগে। বন্ধ ঘরে কেউ থাকতে চায়না। সবাই চাই সুন্দর পৃথিবীটাকে ঘুরে দেখতে। আপনি খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পাখিরা সব সময় মুক্ত হয়ে বেড়াতে পছন্দ করে। খাঁচায় বন্দি থাকতে পছন্দ করেনা। খাঁচায় বন্দি করে রাখলে অনেক কষ্ট পায় তারা। তাইতো আমি সুন্দর এই পেইন্টিং করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু সত্যি মন ভালো না থাকলে কোন কিছুতেই মন বসে না। তবে আপনার মন মানসিকতা যে কারণে খারাপ থাক,আশাকরি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।তবে আপু আপনার প্রেইন্টিং কিন্তু চমৎকার হয়েছে। খাঁচায় বন্দি পাখি ও একটি মুক্ত পাখির পেইন্টিং অসাধারণ হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

মন ভালো না থাকলে কোন কিছু ভাল লাগে না। আর কোন পেইন্টিং করতে গেলেও ভালো ভাবে করা যায় না। দোয়া করবেন আপু তাড়াতাড়ি যেন সবকিছু ঠিক হয়ে যায়। যাই হোক আমি চেষ্টা করেছি খাঁচায় বন্দি পাখি ও একটি মুক্ত পাখির পেইন্টিং করার জন্য।

 2 years ago 

মন মানসিকতা ভালো না থাকলে আসলে কোনো কাজেই আমাদের মন বসে না। মানসিকভাবে সুস্থ্য থাকলেই কাজে মনে বসে। যাক, আপনার পেইন্টিংটি সুন্দর হয়েছে আপু। খাঁচার ভিতরে পাখি থাকলে আসলেই অনেক ছটফট করে। সেই মুহুর্তটা আপনি পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

কোন কাজ ভালোভাবে করতে গেলে সব সময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। আসলে মানসিক প্রস্তুতি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাইহোক তবুও এই পেইন্টিং করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ খুব সুন্দর পেইন্টিং করেছেন। পাখি দুটো দেখতে খুব সুন্দর হয়েছে। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পাখি দুটো দেখতে আপনার কাছে সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি আপু পেইন্টিং এর মাধ্যমে পাখি দুটোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপু মতামতের জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

চমৎকার এক পেন্টিং শেয়ার করেছেন আপু ৷ খাচা বন্দি পাখি আর মুক্ত পাখির সুন্দর একটি পেইন্টিং করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে ৷ আপনার চিন্তাধারা সত্যিই চমৎকার ৷ ভালো লাগলো পেন্টিং টি দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আমার এই পেইন্টিং আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো। খাঁচায় বন্দি পাখি এবং একটি মুক্ত পাখির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আসলে খাঁচায় বন্দি পাখি থাকতে চায় না। তাইতো ছটফট করে। ধন্যবাদ ভাইয়া মতামত প্রকাশের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44