দায়িত্ব||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আজ আমি ছোট্ট একটি কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সত্যি কথা বলতে দায়িত্ব শব্দটি অনেক ছোট কিন্তু এই শব্দটির বিশালতা আমরা কখনও অনুভব করতে পারি না। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু দায়িত্ব আছে। তবুও আমরা নিজ দায়িত্বে অটল থেকে আমাদের এই জীবনের পথ চলা কে অনেক বেশি সুন্দর করতে চাইনা। হয়তোবা নিজের দায়িত্ববোধের কারণে অনেক কিছু বদলাতে হয়। আজ আমি আমার মনের অভিব্যক্তি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে।


দায়িত্ব:

hands-g5fad295fa_1920.jpg

Source


আমাদের এই ক্ষুদ্র জীবনে দায়িত্ব এমন একটি শব্দ যে শব্দটি হয়তো কয়েকটি অক্ষরের মাঝেই সীমাবদ্ধ। কিন্তু এই দায়িত্ব শব্দটির মাঝে যে তাৎপর্য আছে তার বিশালতা অনেক বেশি। যে শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসলে আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা আমাদের দায়িত্ব গুলো থেকে অনেক সময় বেরিয়ে আসতে চাই। আবার অনেক সময় বেরিয়ে আসতে বাধ্য হই। এই ক্ষুদ্র জীবনের প্রত্যেকটি মানুষের জীবনেই দায়িত্ব অনেক বেশি। যেমন বাবা মায়ের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে একটি মেয়েকে বড় করেন। আর একটি মেয়ে যখন বড় হয়ে চাকরি করে তখন যদি তার বাবা-মার পাশে দাঁড়াতেই না পারে তাহলে কেন তার এই সফলতা। সত্যি কথা বলতে এই সফলতা খুবই মূল্যহীন। কারণ যে সফলতা তার বাবা-মায়ের মুখে শুধুমাত্র হাসি ফোটাতে পারে কিন্তু শেষ বয়সের অবলম্বন হতে পারে না সে সফলতার চেয়ে জীবনের ব্যর্থতা অনেক বেশি শ্রেয়। অনেকের কাছে হয়তো সংসারের দায়িত্ব নেওয়া হয়ে ওঠে না। কারণ তারা মেয়ে বলে তাদের নিজের সেই পরিবারের পাশে দাঁড়াতে পারে না। যখন দায়িত্ব নিয়ে নিজের উপলব্ধিগুলো কল্পনা করি তখন মাঝে মাঝে এই হৃদয় আঁতকে উঠে। আসলে একজন ছেলে যখন তার পরিবারের দায়িত্ব নিতে পারে ও তার বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে তখন একজন মেয়ে কেন তার নিজের পরিবারের দায়িত্ব নিতে পারে না? নিজের বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে না? আমরা তো সবাই মানুষ তাহলে কেন আমাদের মধ্যে এত ভেদাভেদ।


boy-g6a6af52b4_1920.jpg

Source


একজন ছেলে যদি তার পুরো পরিবারের দায়িত্ব নিয়ে তার বাবা-মা ভাই-বোন সবাইকে ভালো রাখতে পারে ও তাদের মুখে হাসি ফোটাতে পারে তাহলে একজন মেয়ে কেন পারে না নিজের আপন জনদের মুখে হাসি ফোটাতে। তাহলে একজন মেয়ের কাছে কেন তার বাবা-মা মায়ের দায়িত্ব এসে পড়ে না। এটা কি শুধু মাত্র ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য? আমার মনে হয় এই ধারনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা যারা মেয়েরা ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছি তারাও যদি আমাদের প্রিয় মানুষগুলোর দায়িত্ব নিতে পারি তাহলে হয়তো সম্পর্ক গুলো আরো সুন্দর হত। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি একজন চাকুরিজীবি ছেলে তার বাবা-মা,ভাই-বোন সকলের দায়িত্ব নিয়েছে। কিন্তু একজন চাকরিজীবী মেয়ে কখনোই তার বাবা-মা, ভাই বোনের দায়িত্ব নিতে পারেনি। কারন সমাজের সেই অদৃশ্য বাধা এবং সামাজিকতা তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। যখন সে তার বাবা-মাকে সফলতার ভোরের আলো দেখিয়েছে তখন সমাজ হয়তো সেই মেয়েটিকে বাহবা দিয়েছে। কিন্তু যখন একটি মেয়ে তার প্রিয় মানুষগুলোর দায়িত্ব নিতে চেয়েছে তখনই সমাজের সেই অদৃশ্য বাঁধা থাকে বুঝিয়ে দিয়েছে সে মেয়ে। সমাজ তাঁকে বারবার বোঝাতে চেয়েছে সে অপারগ। এই কাজের জন্য আসলে আমরা অপারগ নিজেরাই হয়েছি। আমরা এ কাজের জন্য যদি আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতাম তাহলে হয়তো ছেলেদের মত আমরাও নিজেরা নিজেদের বাবা মায়ের দায়িত্ব নিতে পারতাম। বিশেষ করে ছেলে মেয়ে সন্তানের ভেদাভেদ না করে সবাই যদি বাবা মায়ের দায়িত্ব নিতে পারে তাহলে হয়তো সবাই নিজের দায়িত্ববোধের প্রতি সচেতন হবে। সেইসাথে ছেলেদের পাশাপাশি মেয়েরাও বাবা মায়ের বৃদ্ধ বয়সের অবলম্বন হবে।


parents-g40c9d91c2_1920.jpg

Source


আসলে আমাদের সমাজের এই চিত্রটা বড়ই ভিন্ন। একটি ছেলে যেমন তার বাবা-মায়ের বৃদ্ধ বয়সের অবলম্বন তেমনি একটি বিবাহিত মেয়ে কখনো তার বাবা-মায়ের বৃদ্ধ বয়সের অবলম্বন হতে পারেনা। স্বামী সংসার সবকিছু সামলে সে যখন নিজের কর্মস্থলে টিকে থাকে তার পরেও তার উপার্জিত টাকা দিয়ে তার বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারে না। এটা কেমন সামাজিকতা আমি আজও বুঝলাম না। আসলে এটা আমাদের মানসিকতার সমস্যা। হয়তো দেওয়ার ইচ্ছা থাকলেও সেই মেয়েটি তার বাবা-মাকে দিতে পারেনা কারন সমাজের সেই অদৃশ্য বাধা এসে তাকে জানান দিয়ে যায় তুমি মেয়ে এই দায়িত্ব তোমার নয়। তাই আমার মনে হয় দায়িত্ব সবার নেওয়া উচিত। ছেলে ও মেয়ে দুজনের মধ্যে ভেদাভেদ না করে আমরা নিজেরা যদি নিজেদের প্রিয় মানুষগুলোর দায়িত্ব নেই তাহলে হয়তো সবাই ভালো থাকতে পারবে। সেই অদৃশ্য বাধা যদি উপেক্ষা করে আমাদের সমাজের নারীরা এগিয়ে চলেন তাহলে হয়তো তাদের সেই প্রিয় মানুষগুলো ভালো থাকতে পারবে। হয়তো তাদের প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে পারবে।


old-age-g8728ae59f_1920.jpg

Source


সমাজে অনেক শিক্ষিত মানুষকে দেখেছি যারা উপার্জন করে ঠিকই কিন্তু তাদের উপার্জনের টাকা দিয়ে কখনো নিজের বাবা মায়ের অবলম্বন হতে পারে না। আসলে আমাদের মেন্টালিটি যদি ঠিক না হয় তাহলে কখনই এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আমরা যদি আমাদের মেন্টালিটিকে পরিবর্তন করি তাহলে হয়তো এই সমাজের চিত্র পাল্টে যাবে। তাহলে হয়তো ছেলেদের পাশাপাশি মেয়েরাও নিজের বাবা-মায়ের দায়িত্ব নিতে পারবে। আসলে দায়িত্ব শব্দটির সাথে মেয়েদের পরিচিত হওয়া উচিত। শুধুমাত্র ছেলেরাই যে তাদের পরিবারের দায়িত্ব নিতে পারবে এমনটা নয়। মেয়েদের একটি নিজস্ব পরিবার আছে। মেয়েরাও তো কোন না কোন পরিবার থেকে বড় হয়েছে। তাহলে কেন তারা তাদের এই দায়িত্ববোধ ভুলে যায়। আমরা যদি আমাদের দায়িত্ববোধ ভুলে না গিয়ে শেষ বয়সে নিজেদের প্রিয় মানুষের অবলম্বন হই তাহলে হয়তো এ সমাজের চিত্র টি আরো বেশি পাল্টে যাবে। দায়িত্ববোধ সবার মধ্যেই জাগ্রত হওয়া উচিত।


baby-g180970f72_1920.jpg

Source


সমাজের এই মানুষগুলোর ভিন্ন চিত্র দেখলে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই। আসলে বাবা-মা তাদের সন্তানকে বড় করে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে। আর সন্তান বড় হয়ে যদি তাদের পাশে দাঁড়াতে না পারে তাহলে তাদের সব স্বপ্নই শেষ হয়ে যায়। তাই আমার মনে হয় একটি ছেলে যেমন তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে তাদের ভবিষ্যৎ জীবনের অবলম্বন হয় তেমনি একটি মেয়েকেও তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে তার বাবা-মায়ের ভবিষ্যৎ জীবনের অবলম্বন হওয়া উচিত। কারণ মেয়ে বলে যে তার বাবা মা তাকে কষ্ট করে মানুষ করেনি এমন কিন্তু নয়। একটি ছেলেকে মানুষ করতে যেমন কষ্ট হয়েছে ঠিক তেমনি একটি মেয়েকে মানুষ করতেও তার বাবা মায়ের সমান কষ্ট হয়েছে। তাহলে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কেন এত ভেদাভেদ। ছেলে হলেই যে বাবা মায়ের দায়িত্ব নিতে পারে আর মেয়ে হলে যে বাবা-মার দায়িত্ব নিতে পারবে না এমন কোন কথা নেই। আমাদের দায়িত্ব নিজেরাই যদি আমরা এড়িয়ে চলি তাহলে এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। দায়িত্ব নিজেকেই বুঝে নিতে হবে।


আমি জানিনা আমার লেখাগুলো পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমি আমার অভিব্যক্তি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার লেখা কথাগুলো সকলের কাছে ভালো লেগেছে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

আপনি দায়িত্ব নিয়ে অনেক সুন্দর আর্টিকেল লিখেছেন । বাস্তবধর্মী কথা বলেছেন । আসলে দায়িত্ব নিজের কাঁধে একদিন এসে ভর করবে। এখনো বাবা-মায়ের উপরে চলছি দেখে হয়তো বুঝতে পারছি না । একদিন আমরাও ওই পর্যায়ে যাব। তখন ঠিক ই বুঝতে পারবো

 2 years ago 

বাহ অনেক সুন্দর বিষয়ে আলোচনা করেছেন আপু। আমিও আপনার সঙ্গে একমত সবসময় ছেলেরাই কেন পরিবারের দায়িত্ব নেবে এটা মেয়েদেরও নিতে হবে। কিন্তু আমাদের সমাজ এই দায়িত্ব গুলো ছেলেদের উপরই দিয়ে থাকে। এবং দায়িত্ব অনেক বড় একটি বিষয় সবাই নিতে পারে কিন্তু সেটা পালন করা সহজ কথা নয়। ছেলেমেয়ে উভয় পারে সমভাবে দায়িত্ব পালন করতে। ভালো লিখেছেন।।

 2 years ago 

আসলে দায়িত্ব জিনিসটা ছেলে মেয়ের মধ্যে সীমাবদ্ধ না। কারণ কোনো পরিবারে ছেলে না থাকলে সেই পরিবারের মেয়েই সংসারের দায়িত্ব গ্রহন করে। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো।

 2 years ago 

দায়িত্ববোধ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাবা মা যেমন আমাদেরকে ছোট থেকে বড় করেন তেমনি পরবর্তীতে গিয়ে আমাদের উচিত তাদের দায়িত্ব গ্রহণ করা। এছাড়াও দেশ এবং রাষ্ট্রের জন্য কিছু করতে হবে এই দায়িত্ব দাও আমাদেরকে নিতে হবে। "সেটা কোন ছেলে হোক কিংবা মেয়ে হোক"- কোন ভেদাভেদ নেই। সুন্দর ভাবে সব কিছু আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33