DIY-গাছের ছায়ায় একটি ছোট্ট হরিণ ছানার পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তাই সময় পেলেই পেইন্টিং করি। তাই আজকে আমি গাছের ছায়া একটি ছোট্ট হরিণ ছানার পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সকলের ভালো লাগবে।


গাছের ছায়ায় একটি ছোট্ট হরিণ ছানার পেইন্টিং:

IMG_20221224_110322.jpg
Device-OPPO-A15


গাছের ছায়ায় একটি ছোট্ট হরিণ ছানা দাঁড়িয়ে থাকলে দেখতে ভীষণ সুন্দর লাগে। তাইতো এই সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে সুন্দর একটি হরিণ ছানা দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা তবে চেষ্টা করেছি সুন্দর ভাবে এই দৃশ্যটি ফুটিয়ে তোলার। পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝেই পেইন্টিং করার চেষ্টা করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20221220145222.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20221220145348.jpg
Device-OPPO-A15
IMG20221220145419.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে হালকা কমলা রঙের ব্যবহার করেছি।


ধাপ-২

IMG20221220145456.jpg
Device-OPPO-A15
IMG20221220145539.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে হালকা হলুদ রঙের ব্যবহার করেছি এবং সম্পূর্ণ পেজ সুন্দরভাবে রঙিন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20221220145634.jpg
Device-OPPO-A15
IMG20221220145641.jpg
Device-OPPO-A15


এবার আমি এই পেইন্টিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রথমে সুন্দর একটি গাছের চিত্র অঙ্কনের চেষ্টা করেছি। পেন্সিল দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নিয়েছি।


ধাপ-৪

IMG20221220145745.jpg
Device-OPPO-A15
IMG20221220145829.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে গাছের চিত্রটি অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি। সুন্দরভাবে গাছ অঙ্কনের জন্য নিচের দিকে কালো রঙের ব্যবহার করেছি।


ধাপ-৫

IMG20221220145948.jpg
Device-OPPO-A15
IMG20221220150254.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে গাছের ডাল অঙ্কন করেছি। খুব ধীরে ধীরে সুন্দর করে ডালগুলো অঙ্কন করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20221220150556.jpg
Device-OPPO-A15


এবার আমি ধীরে ধীরে ছোট্ট হরিণটি অঙ্কন করার চেষ্টা করেছি। পেন্সিল দিয়ে সুন্দর করে অঙ্কন করেছি।


ধাপ-৭

IMG20221220150615.jpg
Device-OPPO-A15
IMG20221220150712.jpg
Device-OPPO-A15


এবার কালো রঙের ব্যবহার করে হরিণটিকে দেখতে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি এবং পেইন্টিং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20221220151017.jpg
Device-OPPO-A15
IMG20221220151103.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু অংশ পেইন্টিং করেছি এবং হরিণ ছানাটিকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার নিচের দিকের কিছু অংশ কালো করেছি।


ধাপ-৯

IMG20221220151133.jpg
Device-OPPO-A15
IMG20221220151223.jpg
Device-OPPO-A15


এবার আমি ছোট ছোট ঘাসগুলো অঙ্কনের চেষ্টা করেছি। যাতে করে এই পেইন্টিং আরো বেশি সুন্দর হয়।


ধাপ-১০

IMG20221220151522.jpg
Device-OPPO-A15
IMG20221220151911.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে পাতাগুলো অঙ্কনের চেষ্টা করেছি। গাছের পাতাগুলো দেখতে যাতে সুন্দর লাগে সেই ভাবে অঙ্কনের চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20221224_110426.jpg
Device-OPPO-A15


গাছের ছায়ায় একটি ছোট্ট হরিণ ছানার পেইন্টিং করে আপনাদের সকলের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে সত্যি অনেক ভালো লাগে। তাই তো মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু পেইন্টিং করে উপস্থাপন করার জন্য। জানিনা কেমন হয়েছে তবুও চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি ছবি এঁকেছেন বরাবরের মতো। একটি গোধূলি সময়ে গাছের নিচে একটি সুন্দর হরিণ।।আহা সত্যি যদি এরকম একটি দৃশ্য চাক্ষুষ দেখতে পেতাম, চোখ দুটো ধন্য হয়ে যেত। কল্পনাশক্তিতে এত সুন্দর একটা ছবি এঁকেছেন সত্যি বিস্ময়কর।

 2 years ago 

গোধূলির আলোয় প্রকৃতি যখন নতুন ভাবে সেজে ওঠে তখন ছোট্ট একটি হরিণের ছানা গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলে সত্যি অনেক ভালো লাগে। তাইতো আমিও চেষ্টা করেছি সে দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,গাছের ছায়ায় একটি ছোট্ট হরিণ ছানা দাঁড়িয়ে থাকলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনার পেইন্টিং টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা দেখতে খুবই মনোমুগ্ধকর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে পেইন্টিংটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

গাছের ছায়া ছোট্ট একটি হরিণ ছানা দাঁড়িয়ে আছে দেখতে সত্যি অনেক ভালো লাগছে। আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লেগলো। ধন্যবাদ আপু মতামত প্রকাশ করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু গাছের ছায়ায় ছোট্ট হরিণ ছানার পেইন্টিং টি খুব সুন্দর লাগছে। সূর্যের আলোর কারনে হরিণের চোখ মুখ দেখা যাচ্ছে না। চোখ মুখ গুলো দেখা গেলে আরো সুন্দর লাগতো। গাছ গুলো পার্ফেক্ট হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

গাছের ছায়াতে ছোট হরিণের পেইন্টিং করতে আমারও খুবই ভালো লেগেছে। সূর্য যখন একেবারে পড়ে যায় তখন চারপাশ হালকা অন্ধকার হয়ে যায়। সেই সময় হরিণের প্রকৃত দৃশ্য ফোটানো সম্ভব হয় না। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি এখন মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করেন এটা জেনে খুবই ভালো লাগলো। প্রকৃতির মাঝে গাছের ছায়ায় হরিণ ছানাটি দাঁড়িয়ে আছে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। হরিণ ছানার দাঁড়িয়ে থাকার দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মনে হচ্ছে এটা যেন সত্যিকারের হরিণ ছানা। আপনার এই অংকন দেখে আমি মুগ্ধ এই অংকন দেখলেই বোঝা যায় আপনি অঙ্কন করাই অনেক বেশি পারদর্শী। এত চমৎকার একটি অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেইন্টিং করতে ভালো লাগে তাই মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করতে। আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মতামত প্রকাশের মাধ্যমে অনেক উৎসাহ প্রদান করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

গাছের ডালে ছোট হরিণ ছানার পেইন্টিং দেখতে চমৎকার লাগছে আপু। আপনার পেইন্টিং গুলো জাস্ট অসাধারন হয়ে থাকে আপু। পেইন্টিং তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনি একটু হয়তো একটু ভুল লিখেছেন। গাছের ডালে নয় গাছের নিচে হরিণ ছানাটি দাঁড়িয়ে আছে। যাইহোক সুন্দরভাবে মতামত তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

একটি হরিণের বাচ্চা গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যকে কল্পনা করে খুব চমৎকার একটি চিত্রাংকন করেছেন। যেটি অনেক মনমুগ্ধকর হয়েছে।কালার কম্বিনেশনও বেশ ভালো ছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া একটি ছোট্ট হরিণের বাচ্চা গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য সুন্দরভাবে আমি এই পেইন্টিং করার চেষ্টা করেছি। কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে পোস্টার রং দিয়ে একটি গাছের ছায়ায় ছোট হরিণের বাচ্চা দাঁড়িয়ে আছে তা অনেক সুন্দর করে পেইন্টিং করেছেন। এ ধরনের পেইন্টিং গুলো দেখতে খুব ভালো লাগে। হরিণের বাচ্চা দাঁড়িয়ে থাকা দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগলো। আপনি অনেকগুলো ধাপ দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি গাছের ছায়ায় ছোট হরিণটি দাঁড়িয়ে থাকার পেইন্টিং করার। প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

গাছের ছায়ায় একটি ছোট্ট হরিণ ছানার পেইন্টিংটি বেশ চমৎকার হয়েছে । অসম্ভব সুন্দর দেখতে হয়েছে
পেইন্টিংটি। বেশ চমৎকারভাবে পেইন্টিংটি আমাদের মাঝে তুলে ধরেছেন। দশটি ধাপের মাধ্যমে বেশ সুন্দরভাবে পেইন্টিংটি একেছেন।

 2 years ago 

আমার এই পেইন্টিংটা আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো। আসলে নতুন কিছু পেইন্টিং করতে কিংবা রং তুলিতে কিছু ফুটিয়ে তুলতে আমার ভালো লাগে। আর আপনাদের মন্তব্যগুলো পেলে আরো বেশি উৎসাহ পাই।

 2 years ago 

আপু আপনার গাছের ছায়ায় ছোট্ট হরিণ ছানার পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।কালার কম্বিনেশন দারুন লাগছে দেখতে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি রং তুলিতে প্রকৃতির মাঝে ছোট্ট সুন্দর একটি হরিণ ছানার পেইন্টিং করার জন্য। আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। কালার কম্বিনেশন সবসময় পারফেক্ট ভাবে করার চেষ্টা করি আপু। কতটুকু পারি জানি না তবে আপনাদের মন্তব্য গুলো আরো উৎসাহ দেয়।

 2 years ago 

গাছের ছায়ায় ছোট একটি হরিণের ছানার ছবি এঁকে শেয়ার করেছেন,দেখতে খুবই চমৎকার হয়েছে।আপনি সব সময়ই সুন্দর আঁকেন,আজ ও এর ব্যতিক্রম হয়নি।কালার কম্বিনেশন দারুন হয়েছে।সুন্দর এই পেইন্টিং টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু সব সময় চেষ্টা করি নিজের দক্ষতা প্রদর্শন করার জন্য। যদিও প্রফেশনাল পেইন্টার নই তবুও নিজের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। মতামত প্রকাশ করে উৎসাহ দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62311.78
ETH 2418.00
USDT 1.00
SBD 2.67