লাইফস্টাইল-প্রিয় ক্যাম্পাসে কাটানো কিছুটা সময়||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নতুন নতুন পোস্ট করতে ভালো লাগে। আজকে আমি লাইফ স্টাইল নিয়ে একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


প্রিয় ক্যাম্পাসে কাটানো কিছুটা সময়:

IMG_20231105_140718.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231105_125510.jpg
Device-OPPO-A15
Location


কথায় আছে সময় যেমন হারিয়ে যায় তেমনি সময়ের সাথে পাল্লা দিয়ে প্রিয় সবকিছুই হারিয়ে যায়। একটা সময় ছিল যখন এই ক্যাম্পাসে অনেক সময় কাটাতাম। গল্প গুজব, আড্ডা আর হাসি আনন্দে কেটে যেত সময়। সময়ের সাথে সাথে পেরিয়ে গেছে কয়েকটা বছর। তাই এখন আর সেই চেনা চিরচেনা ক্যাম্পাসে যাওয়া হয়ে ওঠে না। সেই প্রিয় মুখগুলো আর দেখা হয় না। সবুজ মাঠ দেখেও আগের মত আর প্রশান্তি খুঁজে পাই না। নিজের ডিপার্টমেন্টের বেলকনিতে গিয়ে কেন জানি হঠাৎ করে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। মনে হয় যেন এই তো সেদিন আমরাও ছিলাম এখানে।


IMG20231105095215.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231105_141144.jpg
Device-OPPO-A15
Location


কলেজ ক্যাম্পাসে গিয়ে হঠাৎ করে মনে হল যেন সময়টা অনেক পেরিয়ে গেছে। বদলে গেছে অনেক কিছু। আর হয়তো আমরা নিজেরাও বদলে গেছি। সময়ের সাথে পাল্লা দিয়ে চিরচেনা সেই ক্যাম্পাস কেন জানি অপরিচিত লাগছিল। মনে হচ্ছিল হয়তো সবকিছু আগের মতো আছে কিন্তু হারিয়ে গেছে নিজের অনুভূতিগুলো। আর হারিয়ে গেছে প্রিয় মানুষগুলো। সেই চিরচেনা মুখগুলো আর বছরেও দেখি না। সেই মানুষগুলোর সাথে হয়তো আর কখনো সেভাবে দেখাও হবে না। কোন একদিন চলার পথে হয়তো দেখা হয়ে যাবে। আসলে জীবনের বাস্তবতা গুলো এমনই হয়।


IMG20231105095454.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231105_141513.jpg
Device-OPPO-A15
Location


সবুজ ঘাস আর মাঠের প্রান্তর দেখলে মনে হয় যেন এই তো সেদিন এখানে ছুটে বেড়াতাম। মাঠের সবুজ ঘাসের উপর বসে বাদাম খেতাম। এইতো সেদিন সবাই মিলে আড্ডা দিয়েছিলাম। কিন্তু সময়টা অনেক পেরিয়ে গেছে। সবকিছু আজও চোখের সামনে ভাসছিল। মনে হচ্ছিল যেন আবারও নিজের স্মৃতিগুলোতে হারিয়ে গিয়েছিলাম। আসলে স্মৃতিগুলো সব সময় স্মৃতির পাতায় থেকে যায়। হয়তো অনুভূতি গুলো একটু পাল্টে যায়।


IMG_20231105_125754.jpg
Device-OPPO-A15
Location


বারবার যখন তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছিলাম তখন পুরনো স্মৃতিগুলো বার বার মনে পড়ছিল। প্রিয় ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় স্মৃতি জড়িয়ে আছে। প্রত্যেকটি স্মৃতি যেন ভোলার মতো নয়। একেক জায়গায় যেন একেক রকমের স্মৃতি রয়েছে। প্রিয় মানুষগুলোর সাথে কাটানো মুহূর্ত হয়তো ভোলা যায় না। তাইতো এখনো স্মৃতির পাতায় সব কিছু অমলিন রয়ে গেছে। স্মৃতির পাতায় আজও খুঁজি তাদের। যাদেরকে হারিয়ে ফেলেছি। যে যার মত ব্যস্ত হয়ে পড়েছে। হয়তো সবাই ভালো আছে।


IMG_20231105_125529.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে মনে হয় সময়টা সত্যিই অনেক দ্রুত কেটে গেল। কখন যে প্রিয় মানুষগুলো চোখের আড়াল হল বুঝতেই পারলাম না। যেই মানুষগুলোর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম তারা আজ অনেক দূরে। প্রয়োজনের তাগিদেও কারো সাথে দেখা করার সময় নেই। আড্ডা দেওয়া তো অনেক দূরের কথা। সবাই যে যার মত ব্যস্ত হয়ে পড়েছে। আর হারিয়ে গেছে আমাদের পুরনো সেই আনন্দের দিনগুলো। হয়তো এভাবেই সবাই ভালো আছে। কখনো স্মৃতিগুলো মনে করছে কখনো বা অতীতের মাঝে হারিয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় আমার মত প্রত্যেকটি মানুষের কলেজ লাইফের জীবনটা অনেক বেশি আনন্দে ছিল। আর সেই সাথে সময় গুলো সত্যি দারুন কেটেছিল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 11 months ago 

সময় আসলেই খুব দ্রুত অতিবাহিত হয়ে যায়। আমাদের জীবনটা এমনই আপু। একসময়ের চিরচেনা জায়গায় বছরের পর বছর যাওয়া হয় না। আর জীবন জীবিকার তাগিদে কাছের মানুষজনেরা দূরে চলে যায়। মাঝেমধ্যে এসব ভাবলে আসলেই অবাক লাগে। গভীরভাবে চিন্তা করলে মনে হয় দিনশেষে প্রতিটি মানুষ একা। একা এসেছি পৃথিবীতে এবং একাই চলে যেতে হবে পরপারে। যাইহোক পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সময় দ্রুত পার হয়ে যায়। আর জীবন থেকে হারিয়ে যায় সব স্মৃতিগুলো। তাইতো আমরা শেষে একা হয়ে পড়ি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 11 months ago 

আপু আপনার পোস্ট পড়ে আমারো প্রিয় ক্যাম্পাস এর কথা মনে পড়ে গেল। সত্যি আপু সময় যেন দূত চলে যায়।আসলে ক্যাম্পাসে বসে প্রিয় মানুষ গুলোর সাথে হয়তো আর সেই ভাবে বাদাম খাওয়া হবে না।এটা সত্যি আপু প্রিয় মানুষগুলো হয়তো নিজেদের মতো করে অনেক ভালো আছে। যাইহোক আপু ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

সত্যি আপু পুরনো সেই স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। তাইতো আমারও সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

সত্যিই বলতে স্কুল কলেজের স্মৃতিগুলো ভোলার মতো নয়। কারণ আমরা যখন শিশু থেকে একটু বড় হয় তখন থেকেই আমরা বেশিরভাগ সময়ই স্কুলে কাটাই। আর স্কুল কলেজে আমাদের অনেক বন্ধু-বান্ধব তৈরি হয়। আর যার জন্যই থেকে যায় এই স্কুল কলেজে অনেক অনেক স্মৃতি। আর যেগুলো পরবর্তীতে মনে পড়লে ফিল হয় যে হৃদয়ে কোন কিছুটা টানছে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া স্কুল কিংবা কলেজ জীবনের স্মৃতি গুলো কখনো ভোলা যায় না। আর প্রত্যেকটি মুহূর্ত মনে পড়ে যায়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 11 months ago 

ক্যাম্পাসে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে ক্যাম্পাসে গেলে মধুর অনেক মুহূর্ত গুলো মনে পড়ে যায়। ক্যাম্পাসে কাটানো মুহূর্তগুলো অনুভূতি কখনো ভুলা যায় না। ক্যাম্পাসের বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ক্যাম্পাসে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এত দুর্দান্ত পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

সত্যি ভাইয়া অনেক সময় কাটিয়েছি আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 11 months ago 

ঠিক বলছেন সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। সে সাথে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সেই শৈশবের সোনালী স্মৃতিগুলো থেকে যায়। কিন্তু স্মৃতির পাতায় অনেক কিছু জমে থাকে। প্রিয় মানুষের এমন কিছু স্মৃতি আছে যেগুলো আসলে ভুলার মত নয়। কলেজ ক্যাম্পাস মানে আলাদা একটা ভালো লাগার জায়গা। সেখানে প্রতিদিন যাওয়া আসা অনেক ভালো মন্দ জড়িয়ে থাকে। অনেক সুন্দর অনুভূতি শেয়ার করলেন আপু ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ভালো লেগেছে আপনার অনুভূতি গুলো পড়ে।

 11 months ago 

সত্যিই আপু সময়ের সাথে সাথে জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায়। আর স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 11 months ago 

আমাদের স্মৃতি ঘেরা এই জায়গা গুলো কে খুব আপন মনে হয়। কিন্তু যখন দেখি আমাদের জায়গা গুলোতে অন্য কেউ আছে তখন সত্যিই খুব খারাপ লাগে। আসলে সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়। আর পরিবর্তনের সাথে আগের সময় গুলো আমাদের স্মৃতি হয়ে থাকে। আপনার কলেজ ক্যাম্পাস টা দেখে ভালো লাগলো।

 11 months ago 

ঠিক বলেছেন আপু আমাদের স্মৃতি ঘেরা জায়গা গুলো সত্যি অনেক আপন মনে হয়। কিন্তু যখন অনেক দিন পর সেখানে যাওয়া হয় তখন অচেনা লাগে। কারণ স্মৃতির সাথে সবকিছুই অতীত হয়ে গেছে।

 11 months ago 

এভাবেই হারিয়ে যায় আমাদের শৈশব, চিরচেনা বিকেল, একট দীর্ঘরাত, প্রিয় ক্যাম্পাস, প্রিয় বন্ধু! সময়ই বুঝি এতো বদলে দেয়! কিন্তু স্মৃতিগুলো যে আমলিন! ঠিকই আমাদের নিউরনের শিরায় শিরায় রয়ে যায়। আপনার কথাগুলো পড়ে ভালো লাগলো আপু ☘️

 11 months ago 

সত্যি ভাইয়া এভাবেই আমাদের জীবন থেকে শৈশব হারিয়ে গেছে আর সেই সাথে হারিয়ে গেছে প্রিয় মুহূর্তগুলো। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

পিছনে ফেলে আসা জীবনের সেই অধ্যায় গুলো স্মরণ করিয়ে দিলেন আজকের পোস্টের মধ্য দিয়ে। ঠিক এভাবে আমরা বন্ধুরা মিলে একসাথে ঘুরাঘুরি করতাম বাদাম খেতাম বসে ছবি তুলতাম। কত আনন্দ কত সুন্দর অনুভূতি ছিল। আজকে যে যার মত নিজ অবস্থানে চলে গেছে শুধু পড়ে রয়েছে স্মৃতিগুলো। খুবই ভালো লাগলো অতীতের স্মৃতিগুলো স্মরণ করে দিয়েছেন আপনার এই পোষ্টের মধ্য দিয়ে।

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া পিছনে ফেলে আসা প্রত্যেকটি সময় অনেক মনে পড়ে। আর সেই স্মৃতিগুলো এখন মনে হলে সত্যি একা ফিল হয়। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 11 months ago 

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। তবে স্মৃতিগুলো যেন চিরজীবন একই রকম থেকে যায় আপনার ক্যাম্পাসের সৌন্দর্যটা পরিবর্তন হলেও আপনার সেই স্মৃতিগুলো কিন্তু এখন আগের মতই আছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। সবকিছুর পরিবর্তন হলেও স্মৃতিগুলো ঠিক আগের মতই রয়ে যায়।

 11 months ago 

আপনার আজকের পোস্ট পড়ে আমিও অতীতের সেই দিনগুলোতে হারিয়ে যাচ্ছিলাম।ফেলে আসা সেই প্রিয় মানুষগুলোকে আজ ও মিস করি।সবাই আমরা আলাদা আলাদা জায়গায়। দেখা হয়না অনেক বছর।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ভালো লাগলো আপু।আপনার ক্যাম্পাসের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।

 11 months ago 

সত্যি আপু অতীতের সময় গুলো কখনো ভোলা যায় না। তাই সেই প্রিয় মানুষগুলোকে অনেক মিস করি আমরা। আপু আপনার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56