Diy-একটি কালারফুল মাছের পেইন্টিং🐠||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি কালারফুল পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আজ আমি সুন্দর একটি কালারফুল মাছের পেইন্টিং করেছি। তাই আজ আমার এই কালারফুল পেইন্টিং সকলের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি একটি কালারফুল মাছের পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।


🐠একটি কালারফুল মাছের পেইন্টিং

IMG_20220408_194745.jpg
Device-OPPO-A15
IMG_20220408_194352.jpg
Device-OPPO-A15
IMG20220408154519.jpg
Device-OPPO-A15


একটি কালারফুল মাছের পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে। কারণ এই কালারফুল মাছের পেইন্টিং দেখতে অনেক বেশী সুন্দর হয়েছে। কালারফুল সব কিছুই দেখতে ভালো লাগে। রং তুলির ছোঁয়ায় যদি কালারফুল কোন পেইন্টিং করা হয় তাহলে সেই পেইন্টিং দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। তাই আজ আমার হঠাৎ করে মনে হল একটি মাছের কালারফুল পেইন্টিং তৈরি করার। তাই আমি একটি কালারফুল মাছের পেইন্টিং তৈরি করে ফেললাম। এই পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. মাসকিন টেপ।

IMG20220408144213.jpg
Device-OPPO-A15


একটি কালারফুল মাছের পেইন্টিং করার ধাপসমূহ:


🐠ধাপ-১🐠

IMG20220408144718.jpg
Device-OPPO-A15
IMG20220408145001.jpg
Device-OPPO-A15


একটি কালারফুল মাছের পেইন্টিং করার জন্য প্রথমে একটি সুন্দর মাছের চিত্র অংকন করেছি। আমি অনেক সুন্দর করে পেন্সিলের সাহায্যে এই মাছের চিত্রটি অংকন করেছি।


🐠ধাপ-২🐠

IMG20220408145428.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার এই চিত্রটি অর্থাৎ মাছের চিত্রটি কালারফুল করে তোলার জন্য মাছের মাথার অংশে রং দিয়েছি।


🐠ধাপ-৩🐠

IMG20220408145846.jpg
Device-OPPO-A15
IMG20220408150008.jpg
Device-OPPO-A15


এবার আমার এই পেইন্টিং দেখতে সুন্দর করার জন্য ও মাছের পেইন্টিং অনেক বেশি কালারফুল করার জন্য হলুদ রং দিয়েছি। হলুদ রং দেওয়ার ফলে এই কালারফুল মাছের পেইন্টিং দেখতে সুন্দর হয়েছে।


🐠ধাপ-৪🐠

IMG20220408150414.jpg
Device-OPPO-A15
IMG20220408151006.jpg
Device-OPPO-A15


এই মাছের পেইন্টিং দেখতে সুন্দর করার জন্য ও অনেক বেশি কালারফুল করার জন্য নীল রং দিয়েছি। নীল রং দেওয়ার ফলে এই পেইন্টিংটি দেখতে আরো সুন্দর হয়েছে ও মাছের পেইন্টিংটি আরো বেশি কালারফুল হয়েছে।


🐠ধাপ-৫🐠

IMG20220408151118.jpg
Device-OPPO-A15
IMG20220408152433.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং দেখতে অনেক বেশি আকর্ষণীয় করে তোলার জন্য ও মাছটি আরো বেশি কালারফুল করে তোলার জন্য লাল রং দিয়েছি। লাল রংয়ের ছোঁয়ায় এই পেইন্টিংটি আরো বেশি কালারফুল করে তুলেছি। লাল রঙের ছোঁয়ায় পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।


🐠ধাপ-৬🐠

IMG20220408152843.jpg
Device-OPPO-A15


এবার আমি চারপাশের অংশে সুন্দর করে মার্জিন করে নিয়েছি। মার্জিন করার জন্য আমি লাল রং ব্যবহার করেছি। এই মার্জিন করার ফলে আমার অঙ্কন করা মাছ দেখতে অনেক সুন্দর হয়েছে।


🐠ধাপ-৭🐠

IMG20220408153316.jpg
Device-OPPO-A15
IMG20220408153457.jpg
Device-OPPO-A15


এবার আমি মাছের পাখনা অনেক সুন্দর করে অংকন করার জন্য রং দিয়েছি। রং দেওয়ার ফলে মাছের পাখনা দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। এবার আমি ধীরে ধীরে আমার এই পেইন্টিং সুন্দর করার জন্য মাছের লেজের দিকের অংশ সুন্দর করেছি।


🐠ধাপ-৮🐠

IMG20220408153618.jpg
Device-OPPO-A15
IMG20220408153906.jpg
Device-OPPO-A15
IMG20220408154157.jpg
Device-OPPO-A15


মাছের পেইন্টিং দেখতে আরো বেশি সুন্দর করার জন্য আরও বিভিন্ন অংশের কারুকার্য গুলো করেছি। এর ফলে কালারফুল মাছের পেইন্টিং আরো বেশি সুন্দর হয়েছে।


🐠ধাপ-৯🐠

IMG20220408154309.jpg
Device-OPPO-A15
IMG20220408154528.jpg
Device-OPPO-A15


এবার আমি কালো রং দিয়ে মাছের চোখ অংকন করেছি। এরপর কালো রংয়ের সাথে হালকা ভাবে সাদা রং দিয়ে মাছের চোখ আরো বেশি সুন্দর করেছি।


🐠ধাপ-১০🐠

IMG20220408154817.jpg
Device-OPPO-A15


আমার এই পেইন্টিং আরো বেশি কালারফুল করার জন্য ও মাছের পেইন্টিং অনেক বেশি কালারফুল করার জন্য বিভিন্ন রঙের মিশ্রণে আমার এই পেইন্টিংটি রঙিন করে দিয়েছি।


🐠শেষ ধাপ🐠

IMG20220408155505.jpg
Device-OPPO-A15


এভাবে আরো বিভিন্ন অংশের কিছু কাজগুলো করার মাধ্যমে একটি কালারফুল মাছের পেইন্টিং সম্পূর্ণরূপে তৈরি করেছি।


🐠উপস্থাপনা:🐠

IMG_20220408_194225.jpg
Device-OPPO-A15
IMG_20220408_211558.jpg
Device-OPPO-A15


একটি কালারফুল মাছের পেইন্টিং তৈরি হয়ে গেলে দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি আমার এই কালারফুল মাছের পেইন্টিং অনেক সুন্দর করে তৈরি করেছি। এরপর আপনাদের মাঝে উপস্থাপন করেছি। একটি কালারফুল মাছের পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি আমার এই পেইন্টিং সকলের ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু আপনার তৈরি মাছের পেইন্টিং। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সত্যি আপনার দক্ষতা আছে বলতে হবে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মাছের পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে কালার কম্বিনেশন টা ভালো ছিল এবং এর কারণ এই মাছটি বেশি ফুটে উঠেছে। আর বর্ণনাগুলো আপনি যথাযথভাবে আমাদের সাথে তুলে ধরেছেন, এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

 2 years ago 

আপনার কালারফুল মাছের পেইন্টিং টা অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার পেন্টিং টা খুবই ভাল লেগেছে।সত্যি বলেছেন আপু কালারফুল কোনো জিনিস দেখলে ব্যাস ভালো লাগে । কালারফুল মাছের পেইন্টিং টা তৈরি করার প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।শুভকামনা রইলো।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করেছি অনেক সুন্দর ভাবে এই কালারফুল মাছের পেইন্টিং তৈরি করার জন্য। আমার এই পেইন্টিং আপনার কাছে ভাল লেগেছে সেটা জেনে ভালো লাগলো।

 2 years ago 

আসলেই ভালো লেগেছে,আপনার আঁকা কালারফুল মাছ।সব গুলো কালার অনেক সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি বিভিন্ন কালার দিয়ে এই সুন্দর মাছের পেইন্টিং করার জন্য। কালারফুল মাছের পেইন্টিং করতে আমার ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

পোস্টার রং দিয়ে করা আপনার কালারফুল মাছের পেইন্টিংটা আসলে অনেক কালারফুল হয়েছে। আপনি খুব চমৎকার করে মাছের পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাছের পেইন্টিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার ব্যবহার করাতে দারুনভাবে ফুটে উঠেছে। তাছাড়া আপনি পেইন্টিং এর সবগুলো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কালারফুল মাছের পেইন্টিং টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বী ভাইয়া আমি চেষ্টা করেছি আমার এই পেইন্টিং অনেক সুন্দরভাবে কালারফুল করার জন্য। আমি অনেক সুন্দর ভাবে বিভিন্ন কালার ব্যবহার করে এই পেইন্টিং কালারফুল করেছি। আমার কালারফুল মাছের পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। সুন্দর করে মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ওয়াও দারুন অঙ্কন করেছেন। এতগুলো রঙের মাছ বাস্তবে আছে কিনা জানিনা তবে একুরিয়ামের মধ্যে কালারফুল মাছ আমি দেখেছি। আপনার কল্পনাশক্তি প্রবল যে কারণেই চিত্রটি সুন্দরভাবে অঙ্কন করতে পেরেছেন। খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপু, কালারফুল মাছটিকে অঙ্কন করতে আপনার যতটা ভালো লেগেছে তার চেয়েও বেশি ভালো লেগেছে আমাদের কাছে মাছটিকে দেখতে। সত্যিই আপু বিভিন্ন রঙে রাঙিয়ে কালারফুল একটি মাছের পেইন্টিং করেছেন যা দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। আর এই আকর্ষণীয় কালারফুল মাছটিকে কিভাবে পেইন্টিং করেছেন তার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সাজিয়ে রাখার মতো একটা মাছের পেইন্টিং করেছেন আপু।আপনার পেইন্টিং আমার খুবই ভালো লাগে। এর আগে আপনার অনেক পেইন্টিং দেখেছি। আপনার এই অসাধারণ পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32