জীবন ও জীবিকা||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আমাদের এই মানব জীবন বড়ই অদ্ভুত। বেঁচে থাকার জন্য কতই না লড়াই করতে হয়। জীবন ও জীবিকা মানব জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই জীবন জীবিকার তাগিতে ছুটে চলে সারাক্ষণ। কেউ ছুটে দুবেলা খাবারের আশায় কেউবা ছুটে পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার আশায়। তাই আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


জীবন ও জীবিকা:

girl-g9ff582590_1920.jpg

Source


জীবন ও জীবিকা এই কথাটি হয়তো সত্যিই অনেক ছোট। কিন্তু এর অর্থ অনেক বিশাল। বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকেরই নিজস্ব জীবিকা থাকা উচিত। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা-মা আমাদেরকে বড় করে তুলেছেন ও অনেক স্বপ্ন দেখতেন। অনেক আশা নিয়ে তারা আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছেন। তাদের মনে হাজারো স্বপ্ন এসে আবার ফিরে গেছে। কারণ তারা নিজের সন্তানদের জীবন সুন্দর করে সাজিয়ে দিতে নিজের সবটুকু বিসর্জন দিয়েছে। বাবা-মা হয়তো সন্তানের কাছে অর্থ চায় না। তারা শুধু চায় তাদের সন্তান যেন ভালোভাবে বেড়ে ওঠে। যখন আমরা ছোট ছিলাম তখন বাবা-মা আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তারা স্বপ্ন দেখত বড় হয়ে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব কিংবা কোন ভালো চাকরি করব। তাদের চোখে মুখে কতই না স্বপ্ন ছিল।


সময় যত পার হতে লাগলো আমরা তাদের স্বপ্নগুলোকে এলোমেলো করে দিতে লাগলাম। হয়তো ডাক্তার কিনবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারিনি আমরা। তবুও তারা স্বপ্ন দেখত হয়তো আমরা নিজের ভালো অবস্থান তৈরি করতে পারব। এখান থেকে সেখানে না হয় অন্যখানে এভাবে তারা আমাদেরকে নিয়ে দৌড়েছে। হয়তো ভালো কোথাও সুযোগের আশায় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে। সন্তানের কথা চিন্তা করে তারা নিজের সবটুকু শেষ করে দিয়েও সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছে। আর আমরা সন্তানেরা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করিনা। এখন আমরা সবাই অনেক বড় হয়েছি। নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে শিখেছি। মাঝে মাঝে মনে হয় এই জীবনে আরো অনেক কিছুই পাওয়ার ছিল। হয়তো অর্জন করতে পারিনি নিজের খামখেয়ালীপনার জন্য। যারা আমাদেরকে এত বড় করেছেন ও আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারিনি। হয়তো তারা খুব বেশি কিছু আমাদের কাছে চায়নি। শুধু চেয়েছিল তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলোকে পূর্ণ করতে।


যখন আমরা ছোট ছিলাম তখন অনেকে হয়তো এসে জিজ্ঞাসা করতো তুমি বড় হয়ে কি হতে চাও? তখন আমাদের চোখে মুখে অনেক স্বপ্ন থাকতো। অনেকেই নিজের ইচ্ছে গুলোকে প্রকাশ করতো। কিন্তু বাস্তবতায় আমরা সেটা করতেই চাই না। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। সময় যেমন বদলে যায় তেমনি আমাদের মানসিকতাও ধীরে ধীরে বদলে যায়। সময়ের সাথে সাথে আমাদের ইচ্ছেগুলো অনেকটা কাল্পনিক মনে হয়। কারণ আমরা জিততে শিখিনি। নিজের সফলতা অর্জন করে আনতে শিখিনি। যখন ধীরে ধীরে পড়াশোনার গণ্ডি শেষ হয়ে যায় তখন জীবনের বাস্তবতা এসে আমাদের চারপাশে ভিড় করে। মনে হয় যেন এই জীবন পুরোই বৃথা। জীবনের অনেক ভুল সিদ্ধান্ত গুলো জীবনের বাস্তবতার কাছে হার মেনে যায়। অনেক সময় নিজেকে বড় অসহায় মনে হয়। কেউবা জীবিকার তাগিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে কেউবা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চাকরির চেষ্টা করছে। আর আমরা বিলাসিতায় জীবন পার করে দিচ্ছি। মাঝে মাঝে ভাবলে অবাক লাগে তারাও বাবা মায়ের সন্তান আমরাও বাবা মায়ের সন্তান। তাদের বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য তারা যদি পরিশ্রম করতে পারে তবে আমরা কেন পারি না।


আমাদের সফলতাই বাবা মায়ের মুখে খুশি এনে দিতে পারে। আমাদের সফলতাই খুশি এনে দিতে পারে পরিবারের মানুষগুলোর মুখে। একটুখানি খুশির ছোঁয়া হয়তো আমাদের পরিবারকে ভালো রাখতে পারে। আমাদের সফলতার সাথে জড়িয়ে আছে আমাদের পরিবারের ভালো থাকা। আমরা যদি নিজেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে হয়তো আমাদের প্রিয় মানুষগুলো ভালো থাকবে না। যে বাবা-মা আমাদেরকে মানুষ করার জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন সেই বাবা-মায়ের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে আমরা কেমন সন্তান? যেই ভাই বোন তাকিয়ে থাকে আমাদের দিকে তাদের ইচ্ছে গুলোকে যদি আমরা পূর্ণ করতে না পারি তাহলে কেমন মানুষ আমরা? প্রত্যেকটি পরিবারেই বড়দের প্রতি ছোটদের অনেক প্রত্যাশা থাকে। আমরা যদি বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই এবং ছোট ভাইবোনদের প্রত্যাশা গুলো পূর্ণ করতে চাই তাহলে অবশ্যই নিজের জীবিকার সন্ধান করতে হবে। তবেই তাদের পাশে দাঁড়াতে পারবো। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারো নয়। নিজের পরিবারের পাশে অন্য কেউ কখনো দাঁড়াবে না। তাই নিজের পরিবারকে ভালো রাখতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। এই সমাজের মানুষগুলোর সাথে টিকে থাকতে হলে নিজেকে এগিয়ে যেতে হবে। তবেই জীবন ও জীবিকার খোঁজে আমরা এগিয়ে যেতে পারবো।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

আপু সুন্দর লিখেছেন।আসলেই মানব জীবন বড়ই নিষ্ঠুর। আমাদের নিজের পরিবাররের মানুষের পাশে দাঁড়াতে হলে আগে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে।আর বাবা-মায়ের ভালবাসার কথা, সে কথা বলে তো শেষ করা যাবে না। নিজের সন্তানকে মানুষ করার প্রচেষ্টা কোন কিছুর সাথে তুলনা যাবে না।অতুলনীয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমাদের এই বাস্তব জীবন বড়ই নিষ্ঠুর। নিজের পরিবারের পাশে আমরা যদি নিজে দাঁড়াতে না পারি তাহলে কেউ দাঁড়াবে না। তাই প্রত্যেককেই নিজের পরিবারের পাশে দাঁড়ানো উচিত।

 2 years ago 

ওয়াও? আপু জীবনজীবিকা নিয়ে খুব চমৎকারভাবে আপনি এর তাৎপর্য ফুটিয়ে তুলেছেন সত্যিই পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আজকের এই পোষ্টের জীবন জীবিকার যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন বাবা-মাকে দেখাশোনা ছোট ভাইবোনদের ছোট ছোট প্রত্যাশা পূরণ সবকিছুই আসলে বাস্তবতা আর বাস্তব জিনিস গুলোকে আপনি খুব সুন্দর ভাবে আপনার পোষ্টের মাঝে সাজিয়ে তুলেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমার পোস্টটি পরিদর্শন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পোস্টের মাধ্যমে আমি নিজের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমাদের জীবন এমনই হওয়া উচিত। যার মাধ্যমে আমরা পরিবারের পাশে দাঁড়াতে পারবো।

সত্যি বলতে অনেকটা এরকম একটা লেখাই আমিও লিখেছিলাম দুই তিন দিন আগে নিজের আক্ষেপ থেকে। " আমি নষ্ট করেছি সময় আর আজ সময় নষ্ট করছে আমায় "। লেখাগুলো পড়ছিলাম আর নিজের খামখেয়ালিপনা গুলো মিলিয়ে দেখছিলাম। মা-বাবার স্বপ্নগুলোকে আজ কোথায় দাঁড় করিয়েছি!! মিথ্যে বলবো না অনেক কিছু লিখতে গিয়ে আটকে যাচ্ছি বার বার। থাক ওসব কথা ।
ভালো লিখেছেন আপু। ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আমাদের মনের কথাগুলো একই রকমের তাইতো লেখার ধরন একই রকমের। সত্যি কথা বলতে যারা আমাদের জন্য এত কিছু করল তাদের জন্য আমরা কিছুই করতে পারলাম না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41