DIY - এসো নিজে করি:🛋️রঙিন কাগজ ও ম্যাচের বক্স দিয়ে "রঙিন সোফা" তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার হাতে তৈরি রঙিন কাগজ ও ম্যাচের বক্স দিয়ে "রঙিন সোফা" আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই "রঙিন সোফা" আপনাদের খুবই ভালো লাগবে।



🛋️রঙিন কাগজ ও ম্যাচের বক্স দিয়ে তৈরি "রঙিন সোফা":

IMG20210923163610.jpg
Device-OPPO-A15



নতুন কিছু সৃষ্টির মধ্যে রয়েছে অবিরাম আনন্দ। আমি ছোট খাটো ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে খুবই ভালোবাসি।আজ আমি ফেলে দেওয়া ম্যাচ বক্স দিয়ে "রঙিন সোফা" তৈরি করেছি। আমার এই "রঙিন সোফা" সুন্দরভাবে সাজানোর জন্য আমি রঙিন কাগজের ব্যবহার করেছি।



🛋️"রঙিন সোফা" তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. রঙিন কাগজ
২. ম্যাচ বক্স
৩. আঠা
৪. কাঁচি

IMG20210923112651.jpg
Device-OPPO-A15



🛋️"রঙিন সোফা" তৈরির ধাপসমূহ:🛋️



🛋️ধাপ-১🛋️

IMG20210923112836.jpg
Device-OPPO-A15
IMG20210923112905.jpg
Device-OPPO-A15
IMG20210923113017.jpg
Device-OPPO-A15



প্রথমে আমি ম্যাচ বক্স নিয়েছে। এরপর আমি দুটি ম্যাচ বক্সকে উপরের ছবির ন্যায় আঠা দিয়ে একটির সাথে আরেকটি লাগিয়ে দিয়েছি। আমি যেহেতু এই ম্যাচ বক্স দিয়ে সোফা তৈরি করবো তাই আমি খুব ভালোভাবে আঠা দিয়ে একটির সাথে আরেকটি ম্যাচ বক্স লাগিয়ে নিয়েছি।



🛋️ধাপ-২🛋️

IMG20210923113158.jpg
Device-OPPO-A15
IMG20210923114305.jpg
Device-OPPO-A15



এভাবে আমি আমার রঙিন সোফা তৈরীর জন্য আরো কিছু ম্যাচবক্স একটির সাথে আরেকটি আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।



🛋️ধাপ-৩🛋️

IMG20210923114357.jpg
Device-OPPO-A15
IMG20210923114455.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার "রঙিন সোফা" তৈরি করার জন্য রঙিন কাগজের ব্যবহার করেছি। ম্যাচ বক্স দেখতে অনেক সুন্দর করে তোলার জন্য লাল রংয়ের রঙিন কাগজ ব্যবহার করেছি। আমি লাল রঙের রঙিন কাগজ ম্যাচের বক্সের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি।



🛋️ধাপ-৪🛋️

IMG20210923114547.jpg
Device-OPPO-A15
IMG20210923114811.jpg
Device-OPPO-A15
IMG20210923114856.jpg
Device-OPPO-A15



আমি খুব ভালোভাবে কাগজটি ম্যাচ বক্স এর সাথে লাগিয়ে দিয়েছি। এবার দুই পাশের অংশ সুন্দরভাবে ভাঁজ করে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি।আপনারা উপরের ছবিগুলো দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজগুলো করেছি।



🛋️ধাপ-৫🛋️

IMG20210923114920.jpg
Device-OPPO-A15
IMG20210923115255.jpg
Device-OPPO-A15
IMG20210923115503.jpg
Device-OPPO-A15



এবার আমি লাল রঙের ও হলুদ রঙের কাগজ দিয়ে ম্যাচ বক্স "রঙ্গিন সোফা" তৈরীর উপযোগী করেছি।



🛋️ধাপ-৬🛋️

IMG20210923115918.jpg
Device-OPPO-A15
IMG20210923120005.jpg
Device-OPPO-A15



এবার আমি এক সিটের সোফা তৈরি করার জন্য একটি ম্যাচ বক্স সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। আমি আঠার সাহায্যে রঙিন কাগজ দিয়ে ম্যাচ বক্স রঙিন করে নিয়েছি।



🛋️ধাপ-৭🛋️

IMG20210923121841.jpg
Device-OPPO-A15
IMG20210923123014.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার "রঙিন সোফা" তৈরীর জন্য যে কয়টি ম্যাচ বক্স এর প্রয়োজন সেগুলো খুব সুন্দর ভাবে লাল ও হলুদ রঙের রঙিন কাগজ দিয়ে তৈরি করে নিয়েছি। ম্যাচ বক্স এর উপরে রঙিন কাগজের ব্যবহার করায় ম্যাচ বক্স গুলো আর চেনাই যাচ্ছিল না।



🛋️ধাপ-৮🛋️

IMG20210923123424.jpg
Device-OPPO-A15
IMG20210923123522.jpg
Device-OPPO-A15
IMG20210923123546.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার পছন্দের "রঙিন সোফা" তৈরি করার জন্য প্রথমে হলুদ রঙের অংশটি নিয়েছি। এই হলুদ রঙের অংশটি সোফার সিট তৈরিতে ব্যবহার করেছি। এবার আমি রঙিন সোফার অন্য একটি অংশ লাগানোর জন্য আঠার ব্যবহার করেছি। এরপর আমি খুব সাবধানতার সাথে সিটের হেলান দেওয়ার স্থানটি তৈরি করে নিয়েছি।



🛋️ধাপ-৯🛋️

IMG20210923123604.jpg
Device-OPPO-A15



এবার আমি কিছুক্ষণ সময় ধরে শুকাতে দিয়েছি। ভালো করে না শুকালে আঠা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।



🛋️ধাপ-১০🛋️

IMG20210923123750.jpg
Device-OPPO-A15
IMG20210923123852.jpg
Device-OPPO-A15
IMG20210923123933.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার রঙিন সোফার হাতল তৈরি করে নিয়েছি। আমি খুব সুন্দর ভাবে আঠা দিয়ে হাতল লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি এক পাশে হাতল লাগিয়ে নিয়েছি।



🛋️ধাপ-১১🛋️

IMG20210923124400.jpg
Device-OPPO-A15



এবার আমি আরেক পাশের হাতল খুব সাবধানতার সাথে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।দুইপাশে হাতল লাগানোর ফলে রঙিন সোফা দেখতে অনেক সুন্দর লাগছিল।



🛋️ধাপ-১২🛋️

IMG20210923124440.jpg
Device-OPPO-A15
IMG20210923124513.jpg
Device-OPPO-A15



এবার আমি এক সিটের সোফা তৈরি করার জন্য প্রথমে লাল ও হলুদ অংশ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আমি খুব সাবধানতার সাথে এক অংশের সাথে অন্য অংশটি লাগিয়ে নিয়েছি।



🛋️ধাপ-১৩🛋️

IMG20210923124728.jpg
Device-OPPO-A15
IMG_20210923_132740.jpg
Device-OPPO-A15



এবার আমি দুই পাশের হাতল লাগিয়ে নিয়েছি। হাত লাগানোর ফলে এক সিটের সোফা দেখতে অনেক সুন্দর হয়েছে।



🛋️শেষ ধাপ🛋️

IMG20210923125147.jpg
Device-OPPO-A15
IMG20210923125242.jpg
Device-OPPO-A15



এবার আমি টি টেবিল তৈরি করার জন্য ম্যাচ বক্স এর উপরের অংশ সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে আঠা লাগিয়ে নিয়েছি। এভাবে আমি আমার "রঙিন সোফা" তৈরি করেছি।



🛋️উপস্থাপনা:🛋️

IMG20210923163612.jpg
Device-OPPO-A15



আমি রঙিন কাগজ ও ম্যাচের বক্স দিয়ে এই চমৎকার "রঙিন সোফা" তৈরি করেছি। এই।"রঙিন সোফা" তৈরি করতে আমার বেশ কিছু সময় লেগেছে। আমি খুব সাবধান এবং ধীরে ধীরে এই "রঙিন সোফা" তৈরি করেছি। আশা করি আপনারা সকলেই আমার তৈরি রঙিন কাগজ ও ম্যাচের বক্স দিয়ে তৈরি সাজানো গোছানো "রঙিন সোফা" পছন্দ করবেন।



❣️ধন্যবাদ সকলকে ।❣️

Sort:  
 3 years ago 

সত্যি কথা বলতে আপনি ম্যাচের বক্স ও রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি সোফা সেট তৈরি করেছেন। আপনার এই ক্রিয়েটিভ সত্যিই প্রশংসার দাবিদার। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি রঙিন কাগজ আর ম্যাচ বক্স দিয়ে খুব সুন্দর সোফা তৈরি করেছেন খুব সুন্দর করে ফটো তুলে বর্ণনা করেছেন বিশেষ করে লাল কালারের মধ্যে হলুদ কালার টা খুব সুন্দর ফুটেছে সুন্দর দেখাচ্ছে শুভকামনা আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্টস করার জন্য।

 3 years ago 

সাধুবাদ জানাই আপনারা এমন সুন্দর দক্ষতা কে। সত্যিই আপনার চিন্তাধারা সকলের থেকে আলাদা এবং অন্যতম

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যিই আপনি অনেক সুন্দর করে কাগজ দিয়ে এই সোফাসেট বানিয়েছেন। আমার কাছে তো অনেক দারুন লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ক্রিয়েটিভ জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু। আমার কাজ আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক।

সত্যি আপনার ক্রাফট এর প্রশংসা করতেই হবে।অনেক সুন্দর ভাবে আপনার হাতের কাজ উপস্থাপন করেছেন। ম্যাচের বক্স দিয়ে খুব সুন্দর ভাবে শোভা তৈরি করেছেন আপনি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সুন্দর একটি কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ সুন্দর হয়েছে আপনার রঙিন সোফা।রঙিন সোফাটি তৈরির মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনার নিপুণ কারুকার্য। সৃষ্টির মাঝেই তো সুখের উল্লাস।আপনি আপনার এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি অবশ্যই আরো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো।

 3 years ago 

বাহ্ আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষ হাত দিয়ে সোফা তৈরি করেছেন। আপনার সোফা তৈরি টা আমার কাছে খুবই ভালো লেগেছে,আপনার বানানো সোফায় আমি বসে এক কাপ কফি খাওয়ার খুবই ইচ্ছা জাগছে🤣🤣
যাইহোক,শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ভাইয়া আমার তৈরি সোফায় বসে আপনি এক কাপ কফি অবশ্যই খেতে পারেন তবে পড়ে গিয়ে হাত পা ভাঙলে আমার দোষ নাই।

 3 years ago 

😃😃😃

 3 years ago 

আপু এক কথায় অসাধারণ নিজের দক্ষতা দিয়ে আপনি এটি তৈরি করেছেন এবং অনেক সুন্দর হয়েছে এটা আমাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করেছেন তা দেখার মত ছিল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার সোফা গুলা সত্যিই দেখতে একেবারে বাস্তব এর মত হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে এধরনের একটি DIY প্রজেক্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমার DIY প্রজেক্টটি আপনার ভালো লেগেছে এটা জেনে খুব খুশি হলাম। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে ভালো কাজ করার অনুপ্রেরণা পাই।

 3 years ago 

আপু আপনার ডাই প্রজেক্ট অনেক সুন্দর ছিলো।আপনার জন্য শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40