Diy-প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার করা একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে ভালো লাগে। বিশেষ করে ছুটির দিনে পেইন্টিং করতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি এই পেইন্টিং করেছি। আশা করছি প্রাকৃতিক দৃশ্যের এই পেইন্টিং সকলের ভালো লাগবে।


প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং:

IMG_20221028_161933.jpg
Device-OPPO-A15


প্রাকৃতিক দৃশ্য সব সময় আমাদেরকে মুগ্ধ করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে মন ভরে যায়। সকালবেলায় প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। বিকেলের গোধূলি লগ্নে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে আরো ভালো লাগে। আর চাঁদনী রাতের সৌন্দর্য দেখলে তো হৃদয় জুড়িয়ে যায়। সবকিছু মিলে প্রকৃতি সবসময় নতুন ভাবে নিজেকে উপস্থাপন করে। তাই আজকে আমি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করে শেয়ার করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর পেইন্টিং করেছি এবং এই পেইন্টিং করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20221028121356.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20221028121545.jpg
Device-OPPO-A15
IMG20221028121612.jpg
Device-OPPO-A15


প্রাকৃতিক দৃশ্য পেইন্টিংয়ের জন্য প্রথমে নীল রং দিয়েছি। নীল আকাশ দেখতে ভালো লাগে। তাইতো নীল আকাশের সৌন্দর্য তুলে ধরেছি।


ধাপ-২

IMG20221028121740.jpg
Device-OPPO-A15
IMG20221028121920.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গোধূলির আলো ফুটিয়ে তোলার জন্য হালকা কমলা রঙের ব্যবহার করেছি।


ধাপ-৩

IMG20221028122043.jpg
Device-OPPO-A15
IMG20221028122411.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে হালকা হলুদ রঙের ব্যবহার করেছি। এরপর কিছুটা সবুজ রং করেছি।


ধাপ-৪

IMG20221028123206.jpg
Device-OPPO-A15


এবার কিছুক্ষণ সময় অপেক্ষা করেছি রং শুকিয়ে যাওয়ার জন্য। এরপর পেন্সিল দিয়ে সূর্য অঙ্কন করেছি এবং হালকাভাবে গাছের চিত্র অঙ্কন করেছি।


ধাপ-৫

IMG20221028123412.jpg
Device-OPPO-A15
IMG20221028124040.jpg
Device-OPPO-A15


এবার সূর্য অঙ্কন করেছি। সুন্দরভাবে হালকা সাদা রং দিয়ে সূর্য অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20221028124518.jpg
Device-OPPO-A15
IMG20221028124710.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে গাছের চিত্র অঙ্কনের চেষ্টা করেছি। গাছের আকৃতি তৈরির চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20221028124820.jpg
Device-OPPO-A15
IMG20221028130431.jpg
Device-OPPO-A15


এবার আমি গাছের চিকন চিকন পাতাগুলো অঙ্কনের চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20221028130547.jpg
Device-OPPO-A15
IMG20221028130825.jpg
Device-OPPO-A15


অন্যান্য অংশগুলো অঙ্কন করা হয়ে গেলে নিচের দিকে ঘাস অঙ্কন করেছি এবং উড়ন্ত কয়েকটি পাখি অঙ্কনের চেষ্টা করেছি। এভাবে ছোট ছোট কিছু অংশের কাজগুলো করে এই পেইন্টিং সম্পন্নরূপে শেষ করেছি।


উপস্থাপনা:

CamScanner 10-28-2022 13.12_3.jpg
Device-OPPO-A15


প্রকৃতি এত সুন্দর যে রং তুলিতে কখনো এর সৌন্দর্য তুলে ধরা সম্ভব হয় না। তবুও নিজের কল্পনা থেকে একটুখানি চেষ্টা করেছি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার। হয়তো এই পেইন্টিং আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না তবে চেষ্টা করেছি প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে তুলতে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের পেইন্টিং করলেন। আপনার প্রকৃতির সৌন্দর্যময় পেইন্টিংটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করলেন, অসাধারণ ছিল।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য সকলের মাঝে তুলে ধরতে ভালো লেগেছে তাই তো এই সুন্দর পেইন্টিং করেছি। আপনার ভালো লেগেছে এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং অঙ্কন করেছেন। গাছগুলো বাঁকা করে দেওয়ার কারণে পেইন্টিংটি দেখতে দারুন লাগতেছে। অনেক সুন্দর করে কালার কন্ডিশন দিয়েছেন। খুব সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে এই প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করার জন্য। গাছগুলো বাঁকা করে দেওয়ার কারণে আপনার কাছে পেইন্টিংটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কালার কম্বিনেশন সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি আপু। অনেক সুন্দর করে মন্তব্য প্রকাশ করেছেন এবং উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অপরুপ সুন্দর একটি পেইন্টিং ছিল আপু। গোধূলি বেলায় আকাশ এবং প্রকৃতি চমৎকার সাজে সজ্জিত হয়। আপনি অসাধারণ দক্ষতায় অংকন করতে সমর্থ হয়েছেন। ভালো লেগেছে ছবিটি আমার কাছে।

 2 years ago 

গোধূলি বেলায় আকাশ চমৎকার ভাবে সেজে ওঠে। তাইতো এই সুন্দর মুহূর্ত পেইন্টিং এর মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তবে কতটুকু করতে পেরেছি জানিনা। এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61039.43
ETH 2460.28
USDT 1.00
SBD 2.66