নাটক রিভিউ-তোমার পিছু ছাড়বো না|

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। কয়েকদিন থেকেই চোখের সামনে এই নাটকটি ভেসে বেড়াচ্ছিল। তাই তো ভাবলাম নাটকটি দেখে ফেলি। এবার চলুন এই নাটকের সম্পর্কে কিছু কথা জেনে নেয়া যাক।


IMG_20230806_003843.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামতোমার পিছু ছাড়বো না
প্রযোজকশেখ সাহেদ আলী পাপ্পু
পরিচালনামোহাম্মদ মিফতা অনান
সম্পাদনাআরিফিন সরকার
অভিনয়েজোভান, তাসনিয়া ফারিন ও আরো অনেকে
দৈর্ঘ্য৪১ মিনিট
মুক্তির তারিখ২৬জুলাই ২০২৩
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • জোভান- সজল
  • তাসনিয়া ফারিন- সোনিয়া
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-08-06-00-02-26-47.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এই নাটকের শুরুতেই দেখতে পাই সজল নামের একটি ছেলে ব্যাগে ৩০ হাজার টাকা নিয়ে যাচ্ছিল। এরপর রাস্তার মাঝে ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেয় এবং ব্যাগ ছিনিয়ে নেয়। এবার সজলের সাথে দেখা হয় সোনিয়ার। সোনিয়া অনেকটা ছেলেদের মত সেজে থাকতো এবং সেও ছিনতাই, পকেটমার এসব কাজের সাথে যুক্ত ছিল। সজল কাঁদতে কাঁদতে যাচ্ছিল। এরপর সোনিয়া তাকে ডেকে সবকিছু জানতে চায়। এবার সেই ছিনতাইকারীর হাত থেকে সোনিয়া ব্যাগ উদ্ধার করে সজলকে দেয়। যখন সে তার মাকে ব্যাগ দেয় তখন তার মা বলে এর ভিতরে কোন টাকা নেই। এরপর সজলের মা সজলকে বাসা থেকে বের করে দেয় এবং টাকা ফিরিয়ে আনতে বলে। সজল আবারও সেই মেয়েটির কাছে আসে অর্থাৎ সোনিয়ার কাছে আসে। কিন্তু সোনিয়া কোন ভাবেই তাকে পাত্তা দিচ্ছিল না।


Screenshot_2023-08-06-00-04-03-09.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


অন্যদিকে সজল সোনিয়ার পিছে ঘুরছিল আর টাকা চাইছিল। এভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সজল সোনিয়ার পিছু ঘুরতে লাগে। এর ফলে সোনিয়া নিজের কাজকর্ম ঠিকভাবে করতে পারছিল না। অন্যদিকে সজল আরো বেশি অবাক করা কাণ্ড করে ফেলে। সে ফুল নিয়ে সোনিয়াকে প্রপোজ করে। সজলের এই কান্ড দেখে সোনিয়া অবাক হয়ে যায়। সোনিয়া সজলকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু সজল কিছুতেই তার কিছু ছাড়তে চায় না। এমনকি সজল একটি বড় কাগজে আই লাভ ইউ লিখে সোনিয়ার পিছে ঘুরতে লাগে। সোনিয়া যেখানে যায় সেখানেই সজল তার পিছে পিছে যায় এবং তাকে ভালোবাসে এই কথাটি জানায়। সজলের পাগলামি দেখে সোনিয়া প্রথম প্রথম ভীষণ বিরক্ত হয়। সজলকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে তাদের দুজনের মাঝে অনেক ফারাক রয়েছে। একদিন তো সোনিয়া সজলের সাথে বাজি ধরে সে যদি ৫০ টা সেদ্ধ ডিম খেতে পারে তাহলে সে তার সাথে প্রেম করবে। এরপর সজল পনেরোটা ডিম সেদ্ধ খেয়ে ফেলে। পরে হেরে যায়।


Screenshot_2023-08-06-00-14-12-13.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


সকাল হতে না হতে আবারও সজল চলে আসে। এবার সোনিয়া সজলকে বলে সে যদি ছুরি ঠেকিয়ে ছিনতাই করে আনতে পারে তাহলে সে তার সাথে প্রেম করবে। প্রথমে সজন ছুরি ভালো করে ধরতে পারছিল না। এরপর যখন সে ছিনতাই করতে যায় তখন মানুষকে অনুরোধ করে তারা যেন ফোন এবং মানিব্যাগ তাকে দিয়ে দেয়। তার এই ব্যবহারে সবাই হাসতে লাগে এবং সবার কাছে ফান মনে হয়। এরপর সজল একটি লোকের মাথার চুল নিয়ে দৌড় দেয়। লোকটি এসে সজলকে অনেক মার দেয়। এটা দেখে সোনিয়ার ভীষণ খারাপ লাগে। ধীরে ধীরে তাদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর ধীরে ধীরে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়।


Screenshot_2023-08-06-00-17-13-09.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার যখন সজল তার ফ্যামিলির সামনে সোনিয়াকে নিয়ে যায় তখন সজলের ফ্যামিলির সবাই সোনিয়াকে ভীষণ অপমান করে। বিশেষ করে সজলের মা সোনিয়াকে অনেক অপমান করে এবং বাসা থেকে বের করে দেয়। সোনিয়া ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। সোনিয়া নিজের বাসায় ফিরে এসে যখন মন খারাপ করে কাঁদছিল তখন হঠাৎ করে দেখে সজল সেখানে চলে এসেছে। এবার সজল তাকে বলে সে তাকে সত্যি সত্যি ভালোবাসে এবং কোন কিছুর বিনিময়ে তাকে হারাতে চায় না। এরপর দুজনে সিদ্ধান্ত নিয়ে তারা বিয়ে করবে। এরপর কাজী অফিসে বিয়ে করতে যায়। কিন্তু কেউ বিয়ের সাক্ষী দিতে চাচ্ছিল না। এরপর সোনিয়া জোর করে একজনকে ধরে নিয়ে গিয়ে সাক্ষী দিতে বলে এবং তাদের বিয়ে হয়ে যায়। এরপর নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2023-08-06-00-20-50-67.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


এই নাটকটি একেবারে ব্যতিক্রম ধরনের একটি নাটক ছিল। খুব একটা ভালো লেগেছে সেটাও বলবো না আমার খুব একটা খারাপ লেগেছে সেটাও বলবো না। প্রথমের দিকে নাটকটা বেশ ভালো লেগেছিল। এই নাটকটি কমেটিতে ভরপুর ছিল। নাটক দেখার সময় মনের অজান্তেই অনেকবার হেসে ফেলেছিলাম। তবে শেষে কেন জানি আর ভালো লাগেনি। শেষের দৃশ্যটা দেখার সময় একবারও মনে হয়নি নাটকটি শেষ হয়েছে। মনে হয়েছে আরো কিছুটা সময় নাটকটি হলে আরো বেশি পূর্ণতা পেত। যাই হোক একেবারে ভিন্ন ধরনের একটি নাটক দেখে ভালোই লেগেছে। সময় পেলে আপনারাও নাটকটি দেখতে পারেন।


ব্যক্তিগত রেটিং:

৭/১০

নাটকের লিংক


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 last year 

আসলে বুঝলাম না। কোথায় যেন আপনার সাথে আমার একটি মিল আছে। আমি যেই নাটকটি রিভিউ করতে চাই সেটাই আপনি আগে আগে রিভিউ করে নেন। নাটকটি যে সুন্দর সেটা কিন্তু নাটকের ট্রেলার দেখেই বুঝতে পেরেছি। তাও আজ আপনার রিভিউ পড়ে তো বুঝতেই পারলাম নাটকটি অনেক দারুন করেছে। সত্যি বলতে জোভানের নাটকও আমার ভালো লাগে।

 last year 

মনের মিল আছে বলেই সব সময় মিলে যায় আপু। ট্রেলার দেখে আমারও বেশ ভালো লেগেছিল। তাই তো নাটকটি দেখেছি এবং রিভিউ শেয়ার করলাম। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

তোমার পিছু ছাড়বো না, নাটকটার রিভিউ পোস্ট পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে আপু। আপনি অনেক সুন্দর করে এই নাটকটার রিভিউ লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। এই নাটকটা যদিও আমার এখনো দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই চেষ্টা করব নাটকটা দেখে নেওয়ার। আপনার নাটকের রিভিউ পোস্ট লেখা সব সময় খুবই সুন্দর হয়। এমনিতে আমার কাছে তাসনিয়া ফারিন এর নাটকগুলো ভালো লাগে।

 last year 

নাটক রিভিউটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। নাটকটি দেখে বেশ ভালো লেগেছিল। আপনি সময় পেলে এই নাটকটি দেখতে পারেন ভাইয়া। তাসনিয়া ফারিনের নাটক আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো ভাইয়া।

 last year 

জোভান আমার প্রিয় একজন অভিনেতা।তা নাটক গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে আপনি জোভানের 'তোমার কিছু ছাড়বো না'এই নাটকের সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন।এই নাটকটি আমি এখনো দেখিনি। কিন্তু আজকে আপনার নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে এই নাটকটির দেখা উচিত। ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর ভাবে সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

জোভান আপনার প্রিয় অভিনয়শিল্পী জেনে ভালো লাগলো ভাইয়া। এই নাটকটিতে তাসনিয়া ফারিন এবং জোভান দুজনই বেশ ভালো অভিনয় করেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি সময় পেলে নাটকটি দেখতে পারেন ভাইয়া।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। তোমায় কিছু ছাড়বো না নাটকের নাম শুনেই মনে হচ্ছে নাটকটি দেখতে বেশি রোমান্টিক হবে। আসলে এই নাটকটি এখনো আমার দেখা হয়নি তবে আপনার মাধ্যমে নতুন একটি নাটকের সন্ধান পেলাম। সময় পেলে অবশ্যই চেষ্টা করবো আপনার শেয়ার করা এই নাটকটি দেখার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

নাটকটি সত্যিই অনেক রোমান্টিক ছিল। আর ভিন্ন রকমের একটি গল্প দিয়ে সাজানো ছিল। আপনি সময় পেলে অবশ্যই দেখতে পারেন ভাইয়া। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে।

 last year 

তোমার পিছু ছাড়বো না নাটকটি দেখেছি বেশ ভালো লেগেছে। সামাজিক এবং শিক্ষা মূলক একটি নাটক। তবে নাটকটির অভিনয় গুলো বেশ সুন্দর হয়েছে। দেখলে ভীষণ হাসি পায়। ধন্যবাদ আপনাকে আপু চমৎকার একটি নাটক রিভিউ করার জন্য।

 last year 

এই নাটকের অভিনয় শিল্পীদের অভিনয় সত্যি অনেক সুন্দর ছিল। আর বেশ হাসির নাটক ছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল ভাইয়া। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 last year 

নাটক টা সেদিন সামনের পরে এসেছিল ইউটিউব এ৷ কিন্তু দেখা হয়নি। ভাবলাম ভাল লাগবে না।কিন্তু আপনার পোস্ট পরে বেশ ভাল লাগলো আজকেই দেখে নিবনে সুন্দর হয়েছে রিভিউ ধন্যবাদ

 last year 

ইউটিউবে আমিও কয়েকদিন আগে দেখেছিলাম। এরপর সময় করে দেখে নিয়েছি ভাইয়া। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনি সময় পেলে দেখতে পারেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যদি এই নাটকটি এখনো দেখিনি। সময় করে নাটকটি খুব তাড়াতাড়ি দেখব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

নাটকের রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সময় পেলে অবশ্যই দেখে নিবেন আপু। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 last year 

দুই তিন দিন আগে এই নাটকটা হঠাৎ আমার মোবাইলে সামনে এসেছিল হালকা একটু দেখেছি। নাটকটা দেখে যা মনে হয়েছিল পুরুষ যেন মহিলা মহিলা যেন পুরুষের ভূমিকা নিয়েছে। তবে যাই হোক আপনার এই রিভিউ দেখে বুঝতে পারলাম বেশ ভালোলাগার ছিল নাটকটা। সময় সুযোগ করে দেখার চেষ্টা করব।

 last year 

নাটকটি আমিও প্রথমে বিভিন্ন জায়গায় দেখেছিলাম। এরপর সময় করে দেখে নিয়েছি। নাটকের গল্পটা একেবারে আলাদা ছিল ভাইয়া। একজন মেয়ে তার চলাফেরা একেবারে ছেলেদের মত ছিল।

 last year 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। জোভানের নাটক আমার কাছে অনেক ভালো লাগে। নাটকের কাহিনী পড়ে মনে হচ্ছে খুবই সুন্দর একটি নাটক আমি সময় করে নাটকটি দেখে নেব।

 last year 

নাটকের গল্পটি সত্যি অনেক সুন্দর ছিল আপু। আমার কাছেও বেশ ভালো লেগেছে। তাই তো রিভিউ শেয়ার করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58447.11
ETH 2624.03
USDT 1.00
SBD 2.45