রেসিপি-মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাছের পেটি খেতে সবাই অনেক পছন্দ করে। তেল তেল মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি:

IMG_20220709_123821.jpg
Device-OPPO-A15


মাছের পেটি খেতে আমরা কমবেশি সকলেই পছন্দ করি। তাই মাছের পেটি দিয়ে যদি কাঁঠালের বিচি ভুনা করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি আমার খুবই প্রিয়। তাই তো আমি মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। কাঁঠালের বিচি দিয়ে এই মাছের পেটি খেতে দারুন লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
কার্প মাছের পেটি ও তেল৩ পিস
কাঁঠালের বিচি২০০ গ্রাম
পেঁয়াজ কুচি২ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৪ চামচ

IMG20220705095151.jpg

IMG20220705095707.jpg

IMG20220705101643.jpg


মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি তৈরির ধাপসমূহ:


🍲ধাপ-১🍲

IMG20220705095323.jpg

IMG20220705095332.jpg


মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি তৈরির জন্য প্রথমে মাছের পিস গুলো হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।


🍲ধাপ-২🍲

IMG20220705095548.jpg

IMG20220705101022.jpg


এবার এই মাছগুলো গরম তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। যাতে করে মাছ ভালোভাবে ভাজা হয় এবং খেতে ভালো লাগে।


🍲ধাপ-৩🍲

IMG20220705100021.jpg

IMG20220705100926.jpg


এবার কাঁঠালের বিচি গুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি অন্যরকম পদ্ধতি ব্যবহার করেছি। এজন্য প্রথমে কাঁঠালের বিচি গুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর শিল পাটার মধ্যে হালকা ভাবে ছেচা দিয়ে নিয়েছি। যাতে করে কাঁঠালের বিচির খোসা ভালোভাবে ছেড়ে যায়।


🍲ধাপ-৪🍲

IMG20220705101838.jpg

IMG20220705101905.jpg


এবার এই মজার রেসিপি তৈরীর জন্য কড়াই এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। এরপর জিরা বাটা, রসুন বাটা দিয়েছি।


🍲ধাপ-৫🍲

IMG20220705101937.jpg

IMG20220705101951.jpg


এবার এর মধ্যে পরিমান অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।


🍲ধাপ-৬🍲

IMG20220705102019.jpg

IMG20220705102231.jpg


এবার মসলা ভুনা করার জন্য পানি দিয়েছি। এরপর মসলা ভালোভাবে ভুনা করেছি।


🍲ধাপ-৭🍲

IMG20220705102319.jpg

IMG20220705102405.jpg


মসলা ভুনা হওয়ার পর কাঁঠালের বিচি গুলো এর মধ্যে দিয়েছি ভালভাবে ভুনা করার জন্য।


🍲ধাপ-৮🍲

IMG20220705102424.jpg

IMG20220705102736.jpg


এবার চামচ দিয়ে নাড়াচাড়া করার মাধ্যমে কাঁঠালের বিচি গুলো ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিয়েছি।


🍲ধাপ-৯🍲

IMG20220705102803.jpg

IMG20220705102833.jpg


যখন ভুনা হয়েছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।


🍲ধাপ-১০🍲

IMG_20220709_170402.jpg

IMG_20220709_170448.jpg


এবার সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এই রেসিপি তৈরি হয়েছে। মজার রেসিপি তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি।


🍲উপস্থাপনা:🍲

IMG_20220709_124814.jpg
Device-OPPO-A15


মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি খেতে দারুণ হয়েছিল। তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এই খাবারটি খেতে অনেক ভালো লেগেছিল বলে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আপনারাও চাইলে এই রেসিপি তৈরি করে খেতে পারেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা😋😋😋দেখে জিভে জল চলে আসল। খেতে ও অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে। রন্ধন প্রণালী খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।। শুভেচ্ছা রইল।।

 2 years ago 

মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা খেতে অনেক মজার হয়েছিল। তাইতো আমি এই মজার রেসিপি তৈরির পদ্ধতি উপস্থাপন করেছি। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু আপনার তৈরি মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। রেসিপির কালারটা বেশ দারুণ এসেছে। তাই খেতেও নিশ্চয়ই স্বাদ হয়েছে। রন্ধন প্রণালী এত সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই এই রেসিপি তৈরি করতে পারব। এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এই রেসিপি দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতে অনেক ভালো লেগেছিল। তাইতো এই মজার রেসিপি তৈরির সম্পূর্ণ প্রসেস উপস্থাপন করেছি। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মাছের পেটে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আমি আগে কখনো খেয়ে দেখিনি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করে দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি আপনি কখনো খাননি তবে এবার যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা সুস্বাদু হয়। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি তৈরি করেছেন দেখে যেন আর লোভ সামলাতে পারছি না। সত্যি একেবারে দুর্দান্ত হয়েছে এবং কালারটা দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা করে একদিন খাবেন আপু। আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আপনার মতামত প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি 😋
কাঁঠালের বিচি দিয়ে যেকোন খাবার আমার কাছে অসাধারণ লাগে ☺️
আর এভাবে মাছ দিয়ে রান্না করলে জাষ্ট অসাধারণ লাগবে খেতে 😋
দারুন অনবদ্য রেসিপি ছিল।
শুভ কামনা রইলো ✨

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে যে কোন রেসিপি তৈরি করলেই খেতে ভালো লাগে। কাঁঠালের বিচি আমার খুবই প্রিয়। আর মাছের পেটি দিয়ে এই রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কাঁঠালের বিচি আমার অতি প্রিয় একটি খাবার। কোন সবজি বা মাছ গোস্তের সাথে রান্না করলেও খেতে ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর রেসিপি দেখে।

 2 years ago 

কাঁঠালের বিচি আমারও খুবই প্রিয়। যে কোন সবজির সাথে যদি কাঁঠালের বিচি রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মাছের পেটি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপিটি একটি ইউনিক রেসিপি। খুব চমৎকার ভাবে ১০ টি ধাপের মাধ্যমে আপনার অসাধারণ রেসিপিটি আমদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

মাছ দিয়ে কাঁঠালের বিচি ভুনা রেসিপি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। এভাবে মাছ দিয়ে এই রেসিপি খেতে ভালো লাগবে। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলে ভাই মাছের পেটি খেতে খুবই সুস্বাদু হয় ।তবে যদি তেল তেলে মাছের পেটে খাওয়া যায় তবে এটির স্বাদ আরো বৃদ্ধি পায়। আপনি কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করে খেতে খুব পছন্দ করে আসলে কাঁঠালের বিচি মাছের সাথে ব্যবহার করলে মাছের স্বাদ বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আমি আপু। যাইহোক আপনার কাছে এই রেসিপি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করে খেতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63