সফলতা ও হতাশা||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। লেখালেখি করতে আমার ভালো লাগে। তাই আজ আমি আমার মনের অগোচরের কিছু কথা ও আমার উপলব্ধি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি জানিনা আমার লেখা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে। তবে আজ আমি সফলতা ও হতাশার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার লেখা কথা গুলো সকলের কাছে ভালো লাগবে।


সফলতা ও হতাশা:

people-ge3e0fc777_1920.jpg

Source


সফলতা ও হতাশার গল্পের পিছনে লুকিয়ে আছে আমাদের এই ক্ষুদ্র জীবন। হয়তো কখনো সফলতার গল্প লুকিয়ে আছে। না হয়ত হতাশার সেই অজানা গল্প লুকিয়ে আছে। আসলে সফলতার গল্প গুলো সবাই জানে। কিন্তু সফলতার পেছনের সেই হতাশা ও সেই দিনগুলোর কথা কেউ জানে না। একজন মানুষের সফলতা যখন তার জীবনে এসে ধরা দেয় তখন সবাই সেই সফলতার গল্প জানতে চায়। সেই সফলতার গল্প শুনে সবাই অনুপ্রাণিত হয় এবং সেই মানুষটিকে বারবার তার সফলতার গল্প জানাতে বলা হয়। কিন্তু সেই সফলতার গল্পের পেছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার হতাশা ও হাজার হাজার ব্যর্থতার গল্প তা মানুষ কখনোই উপলব্ধি করতে পারে না। একজন মানুষ যখন সফল হয় তখন হয়তো সে সমাজের কাছে পরিচিতি পায় বা মানুষের কাছে পরিচিতি পায়। কিন্তু তার সফলতা অর্জনের পেছনের গল্প গুলো সেই সমাজের মানুষগুলোর কাছে অজানাই রয়ে যায়। যখন সেই মানুষটি হতাশায় দিন কাটিয়েছে দিনের পর দিন তখন কেউ খবর রাখেনি। আসলে কেউ যখন হতাশাগ্রস্ত হয়ে সময় পার করে তখন কেউ খোঁজ নেয় না। কিন্তু যখন সেই মানুষটি হতাশা থেকে কাটিয়ে ওঠে সফলতার পথে নিজেকে ধাবিত করে এবং সফলতার পথে এগিয়ে যায় তখনই মানুষ তাকে সাধুবাদ জানায়। কিন্তু হতাশাগ্রস্ত সেই সময়ে কেউ এসে পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা যোগায় না।


girl-gd26e140ff_1280.jpg

Source


অনেকের কাছে সফলতা ও হতাশা দুইটি প্রান্ত। কিন্তু আমার উপলব্ধি থেকে আমি এতটুকু বলতে পারি সফলতা ও হতাশা দুটোই হচ্ছে আমাদের জীবনের অংশ। আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর প্রতি আমাদের আগ্রহ তৈরী হয়। কারণ সেই সময়টিতে জীবনের সঠিক উপলব্ধিগুলো অনুধাবন করা যায়। হয়তো ক্ষণিকের সেই হতাশা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগে। কিন্তু সেই হতাশা থেকে আমরা হাজার হাজার শিক্ষা লাভ করি। হয়তো সেই শিক্ষা দিয়ে যায় এই সমাজের মানুষগুলো। যাদের লাঞ্ছনা-বঞ্চনা ও কথার তীব্র আঘাতে ক্ষতবিক্ষত করে। তারা মনের অজান্তেই আমাদেরকে সফলতার পথে এগিয়ে যেতে সহায়তা করে। তখন হয়তো সেই হতাশাগুলো আর জীবনের সাথে তাল মেলাতে পারে না। কারণ জীবনের সাথে তাল মেলাতে গেলে হয়তো সেই হতাশা অনেক বেশি পিছনে পড়ে যায়। আর আমরা যদি সেই হতাশাকে শক্তি মনে করে ও সেই সময়কে কাজে লাগিয়ে সফলতার পথে এগিয়ে যাই তবেই আমাদের জীবন সার্থক হবে। তবেই আমরা হতাশা ও সফলতা দুটো মিলেমিশে আমাদের এই জীবন সুন্দর করে গড়ে তুলতে পারব। কিন্তু আমরা যদি হতাশায় পড়ে সফলতাকে ভুলে যাই তাহলে সারা জীবন হতাশার মাঝে দিন কাটাতে হবে। তখন সফলতা আমাদের জীবনে সোনার হরিণের মত হয়ে যাবে।


success-g62df863c6_1920.jpg

Source


প্রত্যেকটি মানুষের জীবনে হতাশা একটি অংশ। কারণ হতাশার সাথে হয়ত আমাদের গভীর সম্পর্ক রয়েছে। কারণ আমরা মানব জাতি। আমাদের দুঃখ কষ্ট ও অনুভূতিগুলো হতাশার মাঝে মিশে আছে। হয়তো আমরা কারণে-অকারণে হতাশ হই। হয়তো কারণ ছাড়াই আমাদের উপলব্ধিগুলো হতাশায় পরিণত হয়। হয়তো বা আমাদের জীবনের ব্যর্থতা গুলো হতাশায় পরিণত হয়। তবুও আমরা যদি সেই হতাশাকে আমাদের জীবনের সফলতার চাবিকাঠি তৈরি করে এগিয়ে যাই তবে আমরা সফলতা অর্জন করতে পারব। সফলতা অর্জন করতে হলে হতাশাকে দূরে সরিয়ে সফলতাকে আপন করে নিতে হবে। আর সেজন্য নিজের হতাশাকে শক্তিশালী রুপ থেকে ধীরে ধীরে বদলে ফেলতে হবে। হতাশাকে চাবিকাঠি করে সফলতাকে বেছে নিতে হবে। তবেই আমরা হতাশা থেকে মুক্তি পেয়ে সফলতার পথে এগিয়ে যাব।


sunset-g9f5bc76e7_1920.jpg

Source


কোন সফল মানুষের সফলতার গল্পের পিছনে যে হতাশা লুকিয়ে আছে সে হতাশার গল্প হয়তো আমরা জানি না। তবে আমরা যদি কাছ থেকে তাদের সফলতার গল্প গুলো অনুধাবন করি এবং সফলতার গল্পের পিছনে হতাশা গুলোকে মনে করি তাহলে মনে হবে আমরা নিজেরাই দায়ী আমাদের সফলতা অর্জনের ব্যর্থতার জন্য। আমাদের সফলতা অর্জনের জন্য মানসিকতাকে স্থির করতে হবে। প্রত্যেকটি সফলতা এমনিতেই আসেনি। সফলতা অর্জন করে নিতে হয়। সফলতা অর্জন করে নিতে অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা থাকা জরুরী। আমাদের যদি অক্লান্ত পরিশ্রম করার মানসিকতা না থাকে তাহলে কখনোই হতাশাকে দূরে সরিয়ে সফলতার কাছে যেতে পারবো না। আর আমরা যদি নিজের হতাশার মাঝেও অক্লান্ত পরিশ্রম করে যাই এবং সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আমাদের মানসিকতা হয়তোবা আজও সেই নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে আছে। তখন বারবার মনে হয় আমরা হতাশ। আসলে আমরা হতাশ নিজেরা হয়েছি। কারণ আমাদের মস্তিষ্কের মাঝে গেথে গেছে সেই হতাশা নামক শব্দটি। আর আমরা যদি মস্তিষ্ক থেকে হতাশা নামক শব্দটি বের করে দিতে পারি তাহলে হয়তো আমাদের জীবনের হতাশা একেবারে কেটে যাবে। তখন সফলতা আমাদেরকে ধরা দিবে।


people-g73b653301_1920.jpg

Source

যখন আমরা কোন বিখ্যাত মানুষের জীবনী পড়ি তখন হয়তো তাদের জীবনের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। কারন তাদের জীবনে বিখ্যাত হওয়ার পেছনের গল্প গুলো অনেক বেদনাদায়ক। তারা অনেক ত্যাগ তিতিক্ষার মাঝেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কারণ তাদের মাঝে ছিল সফলতা অর্জনের প্রচেষ্টা। তাদের প্রচেষ্টা ছিল বলেই আজ তারা সফল। আর আমরা যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতা গুলো কে সঙ্গী করে নিয়ে হতাশায় ডুবে যায় তাহলে কখনই সেই হতাশা থেকে নিজেকে মুক্ত করতে পারবো না। হয়তো সেই হতাশা একদিন আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। তখন হয়তো সময় অনেক দেরি হয়ে যাবে। যখন সফলতা অর্জনের পথ একেবারেই বন্ধ হয়ে যাবে। তাই সময় থাকতেই যদি আমরা সফলতাকে বেছে নেই এবং হতাশাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করি তাহলেই আমরা সফল হতে পারব।


beach-ge3e12a447_1920.jpg

Source

আমাদের এই ক্ষুদ্র জীবনের প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে হতাশার শিকার। হয়তো সেই হতাশা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে চাই না বা পারি না। কারণ আমাদের মানসিকতা আমরা আজও বন্দি করে রেখেছে সেই সীমার মাঝে। আমরা যদি হতাশাকে দূরে ঠেলে দিয়ে নিজের মানসিকতাকে বিস্তার করি এবং সেই সফলতার পথে এগিয়ে যাই তবেই আমরা নিজেকে হতাশা মুক্ত করতে পারব। সেই সাথে সুন্দর একটি ভবিষ্যত পাব। হয়তো ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও হতাশা থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। আমরা যখন নিজের মস্তিষ্ককে হতাশা থেকে বের করতে পারব তখন সফলতার পথে এগিয়ে যেতে পারব। আর সেই সফলতার পথ প্রদর্শক হলো আমাদের জীবনের প্রচেষ্টা। হতাশার কালোছায়া আমাদের জীবন থেকে চিরতরে মুছে দিয়ে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তবেই আমরা সফল হতে পারব।


সফলতা ও হতাশা নিয়ে আমার উপলব্ধিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি জানিনা আমার এই লেখনী আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমি চেষ্টা করেছি আমার উপলব্ধি থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর কথা লিখেছেন। জীবনের সফলতা পেতে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্ধকারে পরেই থাকে আলো। আমরা কোন কিছু হারিয়ে ফেললে হতাশ হবো না। প্রচেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ অনেক সুন্দর কথা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন জীবনে সফলতা পেতে গেলে চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্ধকারের পরে আলোর দেখা পাওয়া যায়। তাই হতাশ হলে চলবে না এগিয়ে যেতে হবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

জীবনের সুদিনের সাক্ষী সবাই হতে চায় কিন্তু দুর্দিনের সাক্ষী কেউই থাকেনা ।এটাই প্রকৃতির নিয়ম ও বাস্তব উদাহরণ ।প্রতিটি মানুষের জীবনের সুখ-দুঃখ অন্তর্নিহিত থাকে যেটা সফলতার অনেক বড় পাওয়া। অনেক ভালো লাগলো আপনার সফলতার গল্প ও হতাশার গল্প পড়ে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি একদম ঠিক কথাই বলেছেন জীবনের ভালো দিনের সাথী সবাই হতে চায় দুর্দিনের সাথী কেউ হতে চায়না। তেমনি সবাই সুদিনের সাক্ষী হতে চায় দুর্দিনের সাক্ষী হতে চায় না। অনেক সুন্দর ভাবে আপনি আপনার মন্তব্য প্রকাশ করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সফলতা আর হতাশা কে কেন্দ্র করে আমাদের জীবন। তবে হতাশাকে কখনোই আমাদের মনের গভীরে স্থান দেওয়া উচিত নয়। আমরা যত হতাশগ্রস্ত হবে ততই জীবন থেকে পিছিয়ে পড়বো। জীবনের সফলতার পথ হারাবো। আমাদের চাওয়া যখন বেশি থাকে সেই অনুসারে যখন পরিশ্রম না করি তখনই হতাশার জন্ম হয়। আমাদের অবশ্যই পরিশ্রমই হতে হবে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্যশীল নয় তারাই হতাশা গ্রস্থ হয়। আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি একদম ঠিক কথাই বলেছেন সফলতা ও হতাশাকে ঘিরে আমাদের জীবন। তবুও আমরা হতাশাকে পেছনে ফেলে সফলতার পথে যদি এগিয়ে যাই তাহলেই সফলতা অর্জন করতে পারব। এজন্য অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

হতাশায় ভোগেনি এমন মানুষ খুজে পাওয়া দুস্কর। তবে ব্যর্থতার থেকেই হতাশার জন্ম। কিছু বলতে হয়। আমাদের মত দেখে হতাশায় আছন্ন মানুষ বেশী পাওয়া যাবে। কারন দূনীর্তি স্বজনপ্রীতি এগুলো হতাশা তৈরীতে সহায়তা করে। যোগ্য ব্যক্তি যখন সঠিক ভাবে কোন কিছু পায় না তখন সে হতাশায় ভোগে। মূলত এই হতাশা থেকে ঘুড়ে দাড়ানোর চেষ্টা করার পরই আসে সফলতা। তবে সেটা নিজের সফলতা। তখন সে আর কাউকে তোয়াক্কা করে না। কারন সে ব্যর্থ হয়েছিল যাদের জন্য তাদের সে ভুলেও ক্ষমা করে না। যাই লেখাটি বাস্তবসম্মত । ভাল লাগলো পড়ে। ধন্যবাদ। শুভেচ্ছা।

 3 years ago 

ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন হতাশায় ভোগেনি এমন মানুষ খুবই কম রয়েছে। আসলে ব্যর্থতা থেকে হতাশার জন্ম। আর প্রত্যেকটি মানুষের জীবনেই ব্যর্থতার গল্প লুকিয়ে আছে । তবুও আমাদেরকে ব্যর্থতা থেকে বের হয়ে এসে নিজের সফলতা অর্জন করতে হবে। অনেক সুন্দর করে আপনি আপনার মন্তব্য তুলে ধরেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

অনেকের কাছে সফলতা ও হতাশা দুইটি প্রান্ত। কিন্তু আমার উপলব্ধি থেকে আমি এতটুকু বলতে পারি সফলতা ও হতাশা দুটোই হচ্ছে আমাদের জীবনের অংশ।

এই কথাটি দারুন বলেছেন আপনি । আপু আপনার এই পোস্টটি পড়ে সত্যিই নতুন করে অনেক কিছু শিখলাম ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62690.68
ETH 2463.17
USDT 1.00
SBD 2.62