DIY - এসো নিজে করি:❤️"এক মুঠো চাল ও রং দিয়ে ওয়ালমেট তৈরি"||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি নতুন একটি ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ আমি "এক মুঠো চাল ও রং দিয়ে ওয়ালমেট তৈরি" করেছি। এক মুঠো চাল দিয়ে তৈরি ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার তৈরি ওয়ালমেটটি আপনাদের ভালো লাগবে।



❤️"এক মুঠো চাল ও রং দিয়ে ওয়ালমেট তৈরি":❤️

IMG20211027165347.jpg
Device-OPPO-A15



অনেক সময় আমাদের চালের পাত্রের নিচের অংশে কিছু চাল নষ্ট হয়ে যায়। আর এই চালগুলো সাধারণত খাওয়ার উপযোগী থাকে না। এগুলো সাধারণত ফেলে দিতে হয়। তাই আজ আমি এই চালগুলো ফেলে না দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। এক মুঠো চাল ও রং এর ব্যবহার করে আমি সুন্দর ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আমার তৈরি ওয়ালমেটটি আপনাদের অনেক ভালো লেগেছে।



"এক মুঠো চাল ও রং দিয়ে ওয়ালমেট তৈরি" এই ওয়ালমেটটি তৈরি করতে যেসকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. এক মুঠো চাল
২. বিভিন্ন কালারের রং
৩. আর্ট পেপার
৪. তুলি
৫. আঠা
৬. পেন্সিল
৭. একটি গ্লাস

IMG20211027135505.jpg
Device-OPPO-A15



❤️"এক মুঠো চাল ও রং দিয়ে ওয়ালমেট তৈরি" ধাপসমূহ:❤️



❤️ধাপ-১❤️

IMG20211027135931.jpg
Device-OPPO-A15
IMG20211027150036.jpg
Device-OPPO-A15



প্রথমে একটি সাদা আর্ট পেপার নিয়েছি।এরপর পেন্সিল দিয়ে নারিকেল গাছের চিত্র অংকন করার চেষ্টা করেছি। এরপর আমি পেন্সিল দিয়ে দুটো নারিকেল গাছের চিত্র সুন্দরভাবে অংকন করেছি।



❤️ধাপ-২❤️

IMG20211027150139.jpg
Device-OPPO-A15
IMG20211027150232.jpg
Device-OPPO-A15



এই নারকেল গাছ দুটো সুন্দর করে তোলার জন্য এবার আমি গাছের নিচের অংশে কালো রং ব্যবহার করেছি। আমি প্রথমে তুলির সাথে কালো রং লাগিয়ে নিয়েছি। এরপর ধীরে ধীরে গাছের নিচের অংশে কালো রং লাগিয়েছি।



❤️ধাপ-৩❤️

IMG20211027150626.jpg
Device-OPPO-A15



একই ভাবে আমি অন্য গাছটির নিচের অংশেও কালো রং লাগিয়েছি। এভাবে দুটি গাছেই কালো রঙের ব্যবহার করেছি।



❤️ধাপ-৪❤️

IMG20211027151211.jpg
Device-OPPO-A15
IMG20211027153113.jpg
Device-OPPO-A15



এবার গাছের গোড়ার নিচের অংশে দুই পাশে কালো রং ব্যবহার করেছি।



❤️ধাপ-৫❤️

IMG20211027153628.jpg
Device-OPPO-A15
IMG20211027153717.jpg
Device-OPPO-A15



এরপর আমি পাতা তৈরি করার জন্য প্রথমে পাতার অংশে আঠা লাগিয়েছি। আমি পাতার সম্পূর্ণ অংশে আঠা লাগিয়ে নিয়েছি।



❤️ধাপ-৬❤️

IMG20211027153742.jpg
Device-OPPO-A15
IMG20211027153915.jpg
Device-OPPO-A15



এবার আমি ধীরে ধীরে আঠার উপর চাল লাগিয়েছি। আমি যেহেতু চাল ব্যবহার করে নারিকেল গাছের পাতার অংশ তৈরি করবো তাই আমি আঠার উপর সুন্দর ভাবে চালগুলো বসিয়েছি।



❤️ধাপ-৭❤️

IMG20211027155059.jpg
Device-OPPO-A15
IMG20211027155808.jpg
Device-OPPO-A15



এভাবে আমি নারিকেল গাছের পাতার সম্পূর্ণ অংশ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আমি খুব ধীরে ধীরে ও সাবধানতার সাথে এই অংশের কাজ করেছি। আমি একদম সমানভাবে পাতার উপর চালগুলো লাগিয়েছি।



❤️ধাপ-৮❤️

IMG20211027160153.jpg
Device-OPPO-A15
IMG20211027160237.jpg
Device-OPPO-A15



আমার ওয়ালমেটটি সুন্দর করে তোলার জন্য এবার আমি একটি গোল সূর্য অংকন করার চেষ্টা করেছি। গোল সূর্য অংকন করার জন্য আমি একটি পরিষ্কার গ্লাস নিয়েছি। এরপর গ্লাসের গোল মাপ অনুযায়ী সুন্দর করে গোল বৃত্ত করেনিয়েছি।



❤️ধাপ-৯❤️

IMG20211027160326.jpg
Device-OPPO-A15
IMG20211027160357.jpg
Device-OPPO-A15



এবার এই সূর্যটি সুন্দর করে সাজানোর জন্য গোল বৃত্তের মধ্যে আঠা লাগিয়েছি। আমি গোল বৃত্তের সম্পূর্ণ অংশে ভালোভাবে আঠা লাগিয়েছি। এরপর ধীরে ধীরে সম্পূর্ণ অংশে চালের দানাগুলো বসিয়েছি।



❤️ধাপ-১০❤️

IMG20211027160814.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সম্পূর্ণ অংশে চাল বসানোর কাজ শেষ করেছি। আমি যেহেতু এক মুঠো চাল ও রং দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করবো তাই প্রথমে আমি চালের ব্যবহার শেষ করেছি।



❤️ধাপ-১১❤️

IMG20211027160932.jpg
Device-OPPO-A15
IMG20211027161132.jpg
Device-OPPO-A15
IMG20211027161401.jpg
Device-OPPO-A15



এবার চালগুলো সুন্দর করে তোলার জন্য আমি লাল রং ব্যবহার করেছি। আমি তুলি দিয়ে ধীরে ধীরে চালের উপর লাল রং লাগিয়েছি। লাল রং লাগানোর ফলে আমার তৈরি ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর লাগছিল।



❤️ধাপ-১২❤️

IMG20211027161559.jpg
Device-OPPO-A15
IMG20211027161803.jpg
Device-OPPO-A15



একইভাবে আমি সূর্যের অংশে লাগানো চালগুলো সুন্দর করে তোলার জন্য তুলি দিয়ে ধীরে ধীরে লাল রং লাগিয়েছি। লাল রঙের ব্যবহারের ফলে সূর্য দেখতে অনেক সুন্দর হয়েছে।



❤️ধাপ-১৩❤️

IMG20211027162141.jpg
Device-OPPO-A15
IMG20211027163012.jpg
Device-OPPO-A15



এভাবে সম্পূর্ণ অংশের চালের উপরে লাল রং ব্যবহার করা শেষ হয়ে গেলে আমার তৈরি ওয়ালমেটটি দেখতে সুন্দর করে তোলার জন্য লাল রঙের চারপাশে কালো রং দিয়ে এঁকে দিয়েছি।



❤️শেষ ধাপ❤️

IMG20211027163748.jpg
Device-OPPO-A15



এবার আমার তৈরি ওয়ালমেটটি সুন্দর করে তোলার জন্য ওয়ালমেট এর বিভিন্ন অংশে বিভিন্ন রঙের ব্যবহার করেছি। বিভিন্ন রং এর ব্যবহারের ফলে আমার তৈরি ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে আরো কিছু অংশে রঙের ব্যবহার করে আমি আমার ওয়ালমেট তৈরীর কাজ শেষ করেছি।



❤️উপস্থাপন:❤️

IMG20211027165345.jpg
Device-OPPO-A15
IMG20211027170422.jpg
Device-OPPO-A15



"এক মুঠো চাল ও রং দিয়ে ওয়ালমেট তৈরি" কাজ শেষ হয়ে গেলে আমি উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি। আমি অনেকটা সময় নিয়ে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করেছি। এই ওয়ালমেটটি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আমি খুব সাবধানতার সাথে এবং ধীরে ধীরে সুন্দর ওয়ালমেটটি তৈরি করেছি। আপনারা চাইলে নষ্ট হয়ে যাওয়া এক মুঠো চাল ও রং দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারেন।



❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 3 years ago 

আমার জীবনে দেখা প্রথম এরকম কোন চিত্রকর্ম। যেখানে চাল ব্যবহার করা হয়েছে। আমি ভাবতেও পারিনাই চাল দিয়েও এমন সুন্দর ছবি অঙ্কন করা যায়। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এরকম একটি ইউনিক অঙ্কন আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার ইউনিক কাজ গুলা সত্যি অনেক অনুপ্রেরণা দেয়। এই ভাবেই নিকের ভিতর যা আছে তা প্রকাশ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো কিছুই হবে আশা করা যায়।🥰🥰🥰🥰🥰

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু পোস্টি যখন দেখলাম খুবই অবাক হলাম। মানুষের সৃজনশিলতা কতো প্রকার।চাউল দিয়ে এতো সুন্দর একটি চিত্র সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে।আপনার জন্য শুভ কামনা আপু।

 3 years ago 

এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এক মুঠো চাল ও রং দিয়ে ওয়ালমেট টি সত্যিই অসাধারণ এবং অনেক সুন্দর হয়েছে আপুমনি।শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago 

ধন্যবাদ আপু। ❤️❤️

 3 years ago 

আপনার পোষ্টের প্রশংসা করে শেষ করা যাবেনা। আপনি অনেক সময় ধরে কষ্ট করে দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। অসাধারণ এই পোষ্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আপনি আপনি চাল এবং রং কে ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আর দেখে খুব ভালো লাগলো। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্ট টি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ দারুন তো এক মুঠো চাল ও রং দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুবই ভালো লাগছে আমার কাছে। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

এই সুন্দর কাজটি বহুদিন পর দেখলাম, সেই ছোট বেলায় দেখেছি। আজকে আপনার এত সুন্দর সৃজনশীলতা দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে
গেলো। আপনার প্রতিভা আছে আপু,আপনি আসলেই প্রশংসা পাবার অধিকার রাখেন। আপনি এমন প্রতিভা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক শুভ কামনা রইলো আপু আপনার প্রতি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

আপু আপনার পোস্টটি দেখে আমি অবাক হয়ে যাই।আপনার অনেক দক্ষতা দিয়ে ছবিটি অংকন করছেন।আপনার জন্য অনেক শুভ কামনা রইল ।

 3 years ago 

আপু দেখেই বুঝা যাচ্ছে কতটা পরিশ্রম ছিল তৈরি করতে। খুব খুব সুন্দর হয়েছে ওয়ালমেট টি। অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59060.44
ETH 2608.94
USDT 1.00
SBD 2.43