Diy-পোস্টার রং দিয়ে গ্রামের পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার ভালো লাগে। তবে কয়েকদিন থেকে ভীষণ অসুস্থ। পেইন্টিং করতে বসে যেন আর উঠে দাঁড়াতে পারছিলাম না। অর্ধেক পেইন্টিং করা যখন হয়েছে তখনই বেশ অসুস্থ লাগছিল। তবুও নিজের এই পেইন্টিং শেষ করার চেষ্টা করেছি।


পোস্টার রং দিয়ে গ্রামের পেইন্টিং:

IMG_20230212_153303.jpg
Device-OPPO-A15


পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে আমার ভালো লাগে। বিশেষ করে গ্রামের পেইন্টিং দেখতে ভালো লাগে এবং রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলতে ভালো লাগে। এই পেইন্টিং করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। শরীর খারাপের মাঝেও চেষ্টা করেছি এই পেইন্টিংটি করার জন্য। আসলে মাঝে মাঝে কি পোস্ট করব সেটা ভেবে পাই না। তাই অবশেষে অসুস্থতার মাঝেও এই পেইন্টিং করার চেষ্টা করেছি। যদিও খুব একটা ভালো হয়নি তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230211140730.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230211141016.jpg
Device-OPPO-A15
IMG20230211141140.jpg
Device-OPPO-A15


পোস্টার রং দিয়ে পেইন্টিং করার জন্য প্রথমে হালকা হলুদ রং দিয়েছি। এরপর হালকা কমলা রং দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230211141330.jpg
Device-OPPO-A15
IMG20230211141427.jpg
Device-OPPO-A15


এবার গ্রামীণ ছোট ছোট ঘরবাড়ি অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি যাতে করে এই পেইন্টিং দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230211141532.jpg
Device-OPPO-A15
IMG20230211141627.jpg
Device-OPPO-A15


এবার গাছ অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর নিচের দিকে সবুজ ঘাস গুলো অঙ্কন করার জন্য সবুজ রঙের ব্যবহার করেছি।


ধাপ-৪

IMG20230211141731.jpg
Device-OPPO-A15
IMG20230211141840.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে সবুজ রঙের ব্যবহার করে গ্রামীন মাঠঘাট সুন্দর করে তোলার চেষ্টা করেছি। এরপর নদী অঙ্কন করার জন্য হালকা নীল রঙের ব্যবহার করেছি।


ধাপ-৫

IMG20230211142017.jpg
Device-OPPO-A15
IMG20230211142044.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে গাছ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230211142152.jpg
Device-OPPO-A15
IMG20230211142351.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতাগুলো সবুজ রং দিয়ে সুন্দর করে এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230211142547.jpg
Device-OPPO-A15
IMG20230211143003.jpg
Device-OPPO-A15


গ্রামীন প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য এবং ছোট ছোট ঘর গুলো সুন্দর করে তোলার জন্য লাল রঙের ব্যবহার করেছি। এরপর হালকাভাবে সাদা রং ব্যবহার করেছি।


ধাপ-৮

IMG20230211143044.jpg
Device-OPPO-A15
IMG20230211143225.jpg
Device-OPPO-A15


ছোট ছোট ঘর গুলো আরো বেশি সুন্দর করার জন্য কালো রঙের ব্যবহার করেছি এবং সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230211143524.jpg
Device-OPPO-A15
IMG20230211143605.jpg
Device-OPPO-A15


এবার কালো রঙের ব্যবহার করে সম্পূর্ণ ঘর গুলো আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১০

IMG20230211143702.jpg
Device-OPPO-A15
IMG20230211143715.jpg
Device-OPPO-A15


এভাবে পেইন্টিং আরও বেশি সুন্দর করার জন্য নদীর পাশের অংশ সুন্দর করার চেষ্টা করেছি এবং ছোট ছোট ঘাসগুলো অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-১১:

IMG20230211143809.jpg
Device-OPPO-A15
IMG20230211144140.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভেবে গাছ অঙ্কন করার চেষ্টা করেছি এবং আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20230212_152504.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতাগুলো আরো সুন্দর করার চেষ্টা করেছি। এরপর চারপাশের কিছু অংশ আরো সুন্দরভাবে পেইন্টিং করে এই পেইন্টিংটি সম্পূর্ণ রূপে শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230212_154600.jpg
Device-OPPO-A15


যেকোনো ধরনের পেইন্টিং করতে ভালো লাগে। আসলে আমি ভাবতেই পারিনি শেষ পর্যন্ত পেইন্টিংটি সম্পূর্ণরূপে শেষ করতে পারবো। ভীষণ খারাপ লাগছিল। তবুও ধীরে ধীরে পেইন্টিংটি করে এই পেইন্টিংটি সম্পূর্ণরূপে শেষ করেছি। জানিনা আপনাদের কাছে কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

পোস্টার রং দিয়ে গ্রামের পেইন্টিং করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমারও পেইন্টিং করতে বেশ ভালো লাগে😊।যাই হোক আপনার আকাঁ পেইন্টিং টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

পোস্টার রং দিয়ে করা গ্রামের পেইন্টিং টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। পেইন্টিং করতে আপনারও ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। আসলে নিজের দক্ষতায় রং তুলির ছোঁয়ায় কোন কিছু পেইন্টিং করতে সত্যিই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ওয়াও অসাধারণ গ্রামের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই ধরনের দৃশ্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এই ধরনের দৃশ্যগুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম আপু। এভাবে সবসময় মন্তব্য করে উৎসাহ দিবেন। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার সুস্থতা কামনা করছি।।
গ্রাম্য পরিবেশের অসাধারণ একটি চিত্র প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন।।
ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 last year 

দোয়া করবেন ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। গ্রাম্য পরিবেশের সাধারণ একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে এবং সুন্দরভাবে নিজের মতামত তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। পোস্টার রং দিয়ে গ্রামের পেইন্টিং করেছেন দেখতে অসাধারণ হয়েছে আপু। আপনি যে পেইন্টিং করতে ভালোবাসেন। তা আপনার পোস্ট গুলো দেখলেই বোঝা যায়। আপনার পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো।

 last year 

আমার সুস্থতা কামনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমি চেষ্টা করেছি পোস্টার রঙের ব্যবহার করে গ্রামীন প্রকৃতির একটি সুন্দর চিত্র ফুটিয়ে তোলার জন্য। এভাবে সব সময় মন্তব্য করে উৎসাহ দিবেন এবং পাশে থাকবেন এই প্রত্যাশাই করি।

 last year 

আপু আপনার পোস্টার রং দিয়ে গ্রামের পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 last year 

আমার করা এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আসলে আপনাদের মন্তব্য গুলো পড়ে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি কযেকদিন ধরেই বেশ অসুস্থ তা শুনে আসছি ৷ তবুও অসুস্থতার মাঝেও যে এতো সুন্দর পেইন্টিং করেছেন ৷ সেটাই ভাবছি জানি না আপনি এখন কতটা সুস্থ ৷ তবে ঈশ্বরের নিকট প্রার্থনা আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুন এমনটাই কামনা৷
আপনার জল রঙ দিয়ে আকাঁ গ্রামের মনোমুগ্ধকর পরিবেশের পেইন্টিং সত্যি অসাধারণ ছিল ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

ভাইয়া আমি অসুস্থতার মাঝেও চেষ্টা করেছি এই পেইন্টিং করার জন্য। এখন আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আশা করছি ধীরে ধীরে একেবারে সুস্থ হয়ে উঠবো এবং আবারো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

 last year 

অসুস্থ থাকার পরও সুন্দর একটা পেইন্টিং শেয়ার করেছেন আপু। পেইন্টিং টা নিখুঁতভাবে সম্পন্ন করেছেন।কালার গুলো সুন্দর ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে পেইন্টিং করার জন্য। জানি খুব একটা ভালো হয়নি। তবে আপনারা সব সময় মন্তব্য করে উৎসাহ দেন এজন্য আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

অনেক অসুস্থতার মাঝেও পোস্টার রং দিয়ে খুব সুন্দর করে একটি পেইন্টিং করেছেন আপু দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।পোস্টার রং দিয়ে অনেক সুন্দর করে গ্রামের দৃশ্যটি পেইন্টিং করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আপনার সুস্থতা কামনা করছি এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

অসুস্থতার মাঝেও চেষ্টা করেছি এই পেইন্টিং করার জন্য। আসলে পোস্ট দেওয়ার মতো তেমন কিছু ছিল না। তাই পেইন্টিং করার চেষ্টা করেছি। আপু আপনি নিজের মতামত তুলে ধরেছেন এবং আমার জন্য দোয়া করেছেন এজন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

পোস্টার রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। সত্যি আপনার পেইন্টিং দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি পেইন্টিং ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার করা পোস্টের রং দিয়ে পেইন্টিং দেখে আপনার ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন যেনে খুশি হলাম। এভাবেই সব সময় মন্তব্য করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

আপু প্রথমে আপনার জন্য দোয়া রইল আপনার সুস্থতা কামনা করি। তবে আপনি অসুস্থ মাঝেও খুব চমৎকার ভাবে পোস্টার রং দিয়ে গ্রামের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং গুলো সব সময় অসাধারণ হয়। আমি তো আপনার পেইন্টিং গুলো দেখেই মুগ্ধ হয়ে যায়। পেইন্টিংটি করতে আপনার অনেক কষ্টই হয়েছে। কিছু পেইন্টিং করার পর আপনার শরীর খারাপ লাগলো তারপরও অনেক সুন্দর করে পেইন্টিং টা শেষ করলেন।খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আপু আমি চেষ্টা করেছি পোস্টার রং দিয়ে গ্রামের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্য। আপু আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। পেইন্টিংটি করতে অনেকটা সময় লেগেছে এবং কষ্ট হয়েছে। এরপরেও শেষ করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপু মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 60026.85
ETH 3332.58
USDT 1.00
SBD 2.41