"নারী ও সমাজের কথা" // আমার বাংলা ব্লগ //

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আর আমার ব্লগের মূল বিষয়বস্তু হচ্ছে "নারী ও সমাজের কথা"। আমি আমার লেখনীর মাধ্যমে নারী ও সমাজ সম্পর্কে আমার অনুভূতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



নারী ও সমাজের কথা:

indian-woman.png

Source



নারী ও সমাজ যেন একে অন্যের প্রতিপক্ষ। কাজী নজরুল ইসলামের কবিতায় তিনি লিখেছেন পৃথিবীর সব কল্যাণকর কাজেই পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেছে। কবি কাজী নজরুল ইসলামের মতো যদি এই সমাজ স্বীকৃতি দিত নারী সকল কল্যাণকর কাজেই তাদের সহযোগিতা করেছে তাহলে এই সুন্দর সমাজ আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হতো। বর্তমান সমাজে নারীরা প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষের পাশাপাশি নারীরাও তাদের কাজে সহযোগিতা করে। কিন্তু এই সমাজের লোকেরা নারীদের সাফল্য দেখতে পায় কিন্তু স্বীকার করতে চায় না। এই সুন্দর সমাজের মানুষগুলো নারীদের প্রতি কেন এই অবহেলা তাই আজও বুঝলাম না। প্রতিটি ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিসীম। আজকের সমাজে নারীরা পুরুষের থেকে কোন অংশে কম নয়।



কর্মক্ষেত্রে নারী:

cash-business-woman-professional-suit-elegant-female-person-business-consultant-women-coin-advisor-credit-currency-finance-gold-golden-market-money-pile-pound-savings-stack-stock-wealth-product-1454049.jpg

Source



আজকের সমাজে নারীরা শুধুমাত্র ঘর সংসারের কাজে ব্যস্ত নয়। তারা ঘর সংসারের কাজের পাশাপাশি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে তাদের কর্ম ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আজকের সমাজের নারীরা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলছে। কিন্তু সমাজ নারীদের সাফল্য চোখে দেখতে পেলও তা প্রকাশ করতে চায় না। এই সমাজের মানুষগুলো যদি এসব নারীদেরকে অনুপ্রেরণা যোগায় তাহলে হয়তো এই নারীরাও একদিন পুরুষের পাশাপাশি সমাজের সকল ক্ষেত্রে দক্ষতার সাথে এগিয়ে যাবে। পুরুষের কর্মক্ষেত্রের কোন বাধ্যবাধকতা নেই। তবে একজন নারী যদি কোন একটি কর্মক্ষেত্রে প্রবেশ করতে চায় এজন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়। আবার সমাজের মানুষগুলো তাকে নিরুৎসাহিত করে তার এসব কাজের জন্য। হয়তো তারা মনে করে নারীদের অংশগ্রহণ শুধুমাত্র ছোটখাটো কাজগুলোতে। কিন্তু নারীরাও যে পুরুষের পাশাপাশি এই সমাজের উন্নতিতে কাজে লাগতে পারে এটা সমাজ মানতেই চায়না। নারী ও পুরুষের কর্মক্ষেত্রের মধ্যে এই সমাজ বিভেদ তৈরি করে দেয়। সমাজে নারী ও পুরুষের যদি সমান অধিকারী হয় তবে কেন এই বিভেদ।



মাতৃরুপে নারী:

mother-2518562_1280.png

Source



মাতৃরুপে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মা শত কষ্টের মাঝে তার সন্তানকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। তিনি অনেক পরিশ্রম করে এবং নিরলসভাবে তার সন্তানের দেখাশোনা করেন। যখন একটি সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে থাকে নিষ্পাপ। কিন্তু যখন সময়ের সাথে সাথে সন্তান বড় হয়ে যায় সন্তান কোন অপরাধে জড়িয়ে পড়লে সেই অপরাধের জন্য মাকে দোষারোপ করা হয়। তখন মাকে দোষারোপ করা হয় যে তিনি তার সন্তানকে ভালো হবে মানুষ করতে পারেননি। এই সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তিনি ব্যর্থ একজন মা। এই সমাজের লোক গুলো শুধু তার ব্যর্থতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো কিন্তু কখনো ভেবে দেখলনা একজন মা কখনোই তার সন্তানের খারাপ চায়না। সত্যিই কি এই সমাজের মানুষগুলো একজন মায়ের কষ্ট অনুভব করতে পারে?



পুরুষের অর্ধাঙ্গিনী রূপে নারী:

relationship-question-mark-male-female-brain-head-understand-silhouette-couple-love-woman-man-marriage-decide-advice-ask-friendship-mental-problem-therapist-illustration-black-and-white-clip-art-conversation-1574913.jpg

Source



নারী-পুরুষের অর্ধাঙ্গিনী এ কথাটি শুধু প্রবাদ বাক্যে সীমাবদ্ধ। বাস্তবিক অর্থে ওই সমাজের চোখে নারীরা কখনোই তার যোগ্য সম্মান পায় না। পুরুষের চোখে ও সমাজের চোখে নারী অতি নগন্য একজন ব্যক্তিত্ব। একজন নারী অনেক স্বপ্ন নিয়ে একজন পুরুষের জীবন সঙ্গী হয়। কিন্তু এই সমাজ নারীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নারী পুরুষের উপর নির্ভরশীল। কিন্তু এই সমাজ কখনোই বুঝতে চায় না নারী ও পুরুষ দুজনেই এই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন নারী তার সকল আশা, আকাঙ্ক্ষা ও সপ্ন গুলোকে বিসর্জন দিয়ে একজন পুরুষের যোগ্য অর্ধাঙ্গিনী হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়। সকল স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে সত্যিই কি সেই নারী একজন যোগ্য অর্ধাঙ্গিনী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে?



নারী ও সমাজের বিভিন্ন প্রতিচ্ছবি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার লেখনীতে কোন প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই সম্প্রদায়ের সম্মানিত সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্টটি পড়ার জন্য।



Cc:-
@rme
@blacks
@amarbanglablog
@photoman
@hafizullah



❣️ধন্যবাদ সকলকে।❣️

Sort:  

অনেক শিক্ষণীয় একটা পোস্ট। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। নারীদের ঘরের মধ্যে রাখতে নেই তাদেরকে মুক্ত আকাশে ছড়িয়ে দিতে হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের সব ভালো ভালো জায়গায় নারীদের অবস্থান রয়েছে

 3 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

পুরুষ তুমি বন্ধু হয়ে হাতটি রাখো নারীর হাতে

মিলেমিশে করব কাজ একত্রে সর্বাজ্ঞে।।

ধন্যবাদ।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্টস করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43