রেসিপি-মজাদার আম পরোটা রেসিপি|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পাকা আম খেতে আমরা সকলেই পছন্দ করি। এই সময় পাকা আম খুব সহজেই পাওয়া যাচ্ছে। তাই হঠাৎ করেই মন চাইলো পাকা আম দিয়ে কোন রেসিপি তৈরি করতে। তাই আমি মজাদার আম পরোটা রেসিপি তৈরি করেছি। এই রেসিপি খেতে দারুণ হয়েছিল।


মজাদার আম পরোটা রেসিপি:

IMG_20220719_145829.jpg
Device-OPPO-A15


আম পরোটা রেসিপি খেতে যেমন সুস্বাদু হয়েছিল তেমনি খুব সহজেই তৈরি করেছি। এই রেসিপি আমার খুবই ভালো লেগেছে। যদিও প্রথমবার আমি আম পরোটা রেসিপি তৈরি করেছি। তবে খেতে বেশ ভালো লেগেছে আমরা। আমরা যদি খাবারের মাঝে ভিন্নতা আনতে চাই তাহলে মাঝে মাঝেই ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করতে পারি। তবে এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজার রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
ময়দা২ কাপ
পাকা আম১টি
চিনি৩০ গ্রাম
পানিপরিমাণমতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG20220719120637.jpg


মজাদার আম পরোটা রেসিপি তৈরির ধাপসমূহ:


🍲ধাপ-১🍲

IMG20220719120748.jpg

IMG20220719120826.jpg


আম পরোটা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে পরিমাণ অনুযায়ী ময়দা নিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী চিনি নিয়েছি।


🍲ধাপ-২🍲

IMG20220719120838.jpg

IMG20220719120901.jpg


চিনি দেওয়া হয়ে গেলে সবগুলো ভালোভাবে মেশানোর চেষ্টা করেছি। এরপর লবণ দিয়েছি। চিনি ও লবণ যেন ভালোভাবে মেশানো হয় তাই কিছুক্ষণ সময় নাড়াচাড়া করেছি। এরপর পাকা আম নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য।


🍲ধাপ-৩🍲

IMG20220719120930.jpg

IMG20220719121004.jpg


আমের রসের সাথে ময়দা ও অন্যান্য উপকরণ ভালোভাবে মেশানোর জন্য নাড়াচাড়া করেছি। এরপর সামান্য পরিমাণে পানি দিয়েছি। খুবই কম পরিমাণে পানি দিতে হবে না হলে বেশি নরম হয়ে যাবে।


🍲ধাপ-৪🍲

IMG20220719121839.jpg

IMG20220719121847.jpg


কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করার পর সুন্দরভাবে পরোটা তৈরির জন্য প্রস্তুত হয়েছে।


🍲ধাপ-৫🍲

IMG20220719121907.jpg

IMG20220719122026.jpg


পরোটা তৈরি করার জন্য একটি বেলুন নিয়েছি। এরপর ছোট করে পরোটা তৈরির জন্য একটি ডো কেটে নিয়েছি।


🍲ধাপ-৬🍲

IMG20220719122135.jpg

IMG20220719122522.jpg


এরপর বেলে নিয়েছি। খেয়াল রেখেছি যাতে করে পরোটা খুব একটা পাতলা না হয় এবং খুব একটা মোটা না হয়। এবার একটি ফ্রাইপেন চুলার উপর দিয়েছি। এরপর ফ্রাইপেন গরম হলে এর মধ্যে তেল দিয়েছি আম পরোটা ভাজার জন্য।


🍲ধাপ-৭🍲

IMG20220719122534.jpg

IMG20220719122715.jpg


তেল গরম হওয়ার পর এর মধ্যে পরোটা দিয়েছি ভাজার জন্য। এক পাশের অংশ ভাজা হয়ে গেলে অন্যপাশের অংশ ভাজার জন্য উল্টে দিয়েছি।


🍲ধাপ-৮🍲

IMG20220719122730.jpg

IMG20220719122941.jpg


ভালোভাবে ভাজার পর আম পরোটা তেলে ভাজা হয়েছে এবং বেশ নরম হয়েছে। এভাবে আরো কিছু পরোটা ভেজে নিয়েছি।


🍲উপস্থাপনা:🍲

IMG20220719124249.jpg
Device-OPPO-A15


আম পরোটা রেসিপি তৈরি হয়ে গেলে এবার হালকাভাবে আম পরোটার উপরে ও ভিতরের অংশে আম দিয়েছি। এরপর সুন্দরভাবে গোল করে রোল করে দিয়েছি। যাতে করে পাকা আমের সাথে এই আম পরোটা খেতে ভালো লাগে। আম পরোটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে আপনারাও এই রেসিপি তৈরি করতে পারেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

একদম ইউনিক এবং ভিন্ন ধরনের পোস্ট ছিল। আপনি আম পরোটা রেসিপি করেছেন একদমই সুন্দর হয়েছে। অনেকদিন পরে এরকম স্পেশাল রেসিপি পোস্ট দেখলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমি আম পরোটা রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে। আমি আগে কখনো এই রেসিপি খেয়েছি বলে মনে হয় না। তবুও দেখে ভীষণ ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং এমনি হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

মজাদার আম পরাটা দারুন রেসিপি তৈরি করেছেন। যেটা দেখেই খাওয়ার ইচ্ছে জাগলো। খুবই সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো এভাবে আপনিও বাসায় তৈরি করে খেতে পারেন ভাইয়া আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

যদিও আমি কখনো আমপরাটা খাইনি ।তো খেতে কেমন তাও জানিনা ।তবে আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। দেখি এরকম রেসিপি তৈরি করে খাব একদিন ।।শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

ভাইয়া এই রেসিপি এর আগে আমিও কখনো তৈরি করিনি। হঠাৎ করেই ইচ্ছে হলো ভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে। খেতে কিন্তু দারুণ লেগেছিল। আপনি এই রেসিপি তৈরি করে খেতে পারেন।

 2 years ago 

আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখেই জিভে জল চলে এসেছে। দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমার তৈরি করা এই রেসিপি আপনার কাছে ভালো লেগেছে এবং খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো। আপু আপনিও এই রেসিপি খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আম পরোটা রেসিপি দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি এ ধরনের কাপড় আগে কখনো খাইনি। আপনার এই পোস্টটি দেখে আমি নিজে একদিন তৈরি করার চেষ্টা করব শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই খাবারটি খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল ভাইয়া। আপনি বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনার কাছে ভাল লাগবে। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু ভিন্ন ধর্মী একটি রেসিপি ছিল। আলু পরোটা ,ডিম পরোটা খেয়েছি কিন্তু আম পরোটা কখনো খাওয়া হয়নি। আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি নিয়েছি। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মত উপস্থাপন করেছেন তাই খুব সহজে আমরা এটি বাসায় তৈরি করতে পারব। আপনাকে ধন্যবাদ এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালোবাসা নেবেন আপু।

 2 years ago 

মাঝে মাঝে যদি খাবারের মাঝে ভিন্নতা আসে তাহলে খেতে ভালো লাগে আপু। তাইতো আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু তৈরি করার জন্য। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মজাদার আম পরোটা রেসিপি বাহ্ বাহ্ দারুন হয়েছে। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে শিখে নিলাম।‌‌ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

সুস্বাদু লোভনীয় মজাদার এবং আকর্ষণীয় একটি খাবার প্রস্তুত করেছেন। আম দিয়ে ময়দার রুটি অনেকবারই খেয়েছি কিন্তু পরোটা প্রস্তুত করে কখনো খাওয়া হয়নি তবে খাবারটা খুবই লোভনীয়

 2 years ago 

আমরা যেমন ময়দার রুটি খেতে পছন্দ করি তেমনি আম পরোটা তৈরি করে একদিন খেয়ে দেখবেন ভাইয়া খেতে দারুন লাগে। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আম পরোটার নাম এ প্রথম শুনলাম। এর আগে কখনো এর নাম শুনিনি। আজকে আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখলাম। দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু নতুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39