রেসিপি-পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ছোট মাছ খেতে আমার ভালো লাগে। নদীর ছোট মাছ হলে তাহলে তো কোন কথাই নেই। তাই আজকে আমি পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এবার দেখে নেয়া যাক আমি কিভাবে এই মজার রেসিপি তৈরি করেছি।


পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি:

IMG_20220812_180158.jpg
Device-OPPO-A15


পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি দারুন হয়েছিল খেতে। নদীর ছোট মাছগুলো একটু ঝাল বেশি দিয়ে ভুনা করলে খেতে বেশ ভালো লাগে। আর সাথে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে তো কথাই নেই। মজার দিক থেকে নদীর ছোট মাছের কোন তুলনাই হয় না। তাইতো আমি এই লোভনীয় রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। এবার চলুন দেখে না যাক কিভাবে আমি পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি তৈরি করেছি এবং এই রেসিপি তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
ছোট মাছ২৫০ গ্রাম
ধনিয়া পাতাপরিমান মত
পেঁয়াজ কুচি৩ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG20220808195904.jpg

IMG20220808200547.jpg


পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি তৈরির ধাপসমূহ:


🍲ধাপ-১🍲

IMG20220808200700.jpg

IMG20220808200754.jpg


পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি তৈরির জন্য প্রথমে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি।


🍲ধাপ-২🍲

IMG20220808200825.jpg

IMG20220808200958.jpg


পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ ভেজে অনেকটা বাদামী রং করেছি।


🍲ধাপ-৩🍲

IMG20220808201101.jpg

IMG20220808201129.jpg


এবার পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়েছি। এবার জিরা বাটা ও রসুন বাটা দিয়েছি। সবকিছু দেয়ার পর চামচ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি।


🍲ধাপ-৪🍲

IMG20220808201155.jpg

IMG20220808201222.jpg


কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর মসলাগুলো ভালোভাবে ভুনা হয়েছে। এবার ভুনা মসলা আরো ভালোভাবে ভুনা করার জন্য পানি দিয়েছি।


🍲ধাপ-৫🍲

IMG20220808201518.jpg


আরো কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। এর মধ্যেই মসলাগুলো ভুনা হয়েছে।


🍲ধাপ-৬🍲

IMG20220808201543.jpg

IMG20220808201621.jpg


এবার কেটে পরিষ্কার করে রাখা মাছগুলো ভুনা মসলার ভেতরে দিয়েছি রান্না করার।


🍲ধাপ-৭🍲

IMG20220808201642.jpg

IMG20220808201710.jpg


এবার চামচ দিয়ে নেড়ে চড়ে নিয়েছি ভালোভাবে ভুনা করার জন্য। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি ও ঢেকে দিয়েছি।


🍲ধাপ-৮🍲

IMG20220808201725.jpg

IMG20220808201738.jpg


এবার এই পাঁচমিশালী মাছের রেসিপি খেতে আরও বেশি মজার করার জন্য ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিলে যেকোন মাছের রেসিপি খেতে ভালো লাগে।


🍲ধাপ-৯🍲

IMG20220808201754.jpg


পাঁচমিশালী এই মাছের রেসিপি খেতে আরও বেশি মজার করার জন্য হালকাভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি।


🍲শেষ ধাপ🍲

IMG20220808202501.jpg


আর অল্প কিছুক্ষণ সময় রান্না করার মাধ্যমে এই রেসিপি তৈরি হয়েছে। তবে খেতে কিন্তু দারুণ লেগেছে।


🍲উপস্থাপনা:🍲

IMG_20220812_175834.jpg
Device-OPPO-A15

পাঁচমিশালী মাছের ঝাল রেসিপি খেতে যারা পছন্দ করেন তারা এভাবে রেসিপি তৈরি করতে পারেন। পাঁচমিশালী মাছের ঝাল রেসিপি খাওয়ার মজাই আলাদা। একসাথে অনেকগুলো মাছ খাওয়া যায় এবং ভিন্ন ভিন্ন মাছ খেতে ভালই লাগে। আশা করছি আমার তৈরি করা রেসিপি আপনাদের কাছে ভালই লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

পাঁচমিশালী তোমায় ছেড়ে ঝোল রেসিপি অনেক চমৎকার হয়েছে ছোট মাছ আমার অনেক প্রিয়। ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের সবারই উচিত মাঝে মাঝে ছোট মাছ ভুনা করে খাওয়া। আপনার রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে।

 2 years ago 

ছোট মাছ খেতে আমার ভালো লাগে। নদীর ছোট মাছ হলে তাহলে তো কোন কথাই নেই।

ঠিক বলেছেন আপু আপনি ছোট মাছ খেতে সবার কাছে আসলে অনেক ভালো লাগে কিন্তু সেই মাছ যদি আবার নদীর হয় তাহলে তো আর কোথায় থাকে না। আসলে ছোট মাছ খেলে মানুষের চোখের অনেক জতি বাড়ে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি 😋
আহা ছোট মাছের এরকম তরকারি হলে খাওয়া জমে যাবে 😋
চমৎকার উপস্থাপনা করেছেন আপু 🤗

 2 years ago 

আপু প্রথমে বলতে আপনার করা প্রতিটি রেসিপি আমার অনেক ভালো লাগে ৷আর আজকেও আপনি বেশ সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ৷আপু আপু পাচঁমিশালী মাছ আবার অনক ভালো লাগে ৷আমি নিজেও খেয়েছি ৷আর আজকের রেসেপি টা অনেক লোভনীয় ছিল৷
ধন্যবাদ আপু এতো একটি রেসিপি শেয়ার করার জন্য

 2 years ago 

আপনি অসাধারণ ভাবে পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপি। দেখে লোভ সামলাতে পারছিনা জিভে জল এসে যাচ্ছে। অনেক সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে রেসিপিটা দারুন ছিল। অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পাঁচমিশালী মাছ এভাবে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়।আজকে আপনার তৈরি পাঁচমিশালী মাছের রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। ধন্যবাদ জানাচ্ছি আপু আমাদের মাঝে এত সুন্দর ভাবে রেসিপিটা তুলে ধরার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ছোট মাছ খেতে সবাই কাছেই ভালো লাগে।আর নদীর মাছ হলে তো কথায় নেই। আপনার পাঁচমিশালি ছোট মাছের ঝাল রেসিপি দেখে অনেক খেতে হচ্ছে করছে আপু। ধন্যবাদ আপু সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা পাঁচমিশালী ছোট মাছের ঝাল রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো । আপনি অনেক সুন্দর ও কষ্ট করে রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। তাছাড়া সুন্দরভাবে রেসিপি তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উচ্চারণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

আপু ঠিক বলেছেন এই মাছগুলোর একটু বেশি ঝাল দিয়ে আর সাথে যদি ধনিয়া পাতা দিয়ে ঝোল রান্না করা যায় তাহলে খেতে সত্যি অনেক সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর ভাবে পাঁচমিশালী মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। রেসিপির কালার দেখতে খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89