DIY-এসো নিজে করি:ডিমের খোসা দিয়ে প্রজাপতির ক্রাফট তৈরি🦋||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা একটি প্রজাপতির ক্রাফট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আজ আমি ডিমের খোসা ব্যবহার করে সুন্দর একটি প্রজাপতির ক্রাফট তৈরি করার চেষ্টা করেছি। ডিমের খোসা কাজে লাগিয়ে প্রজাপতির সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি। আমি আশা করছি আমার তৈরি প্রজাপতির ক্রাফট আপনাদের কাছে ভালো লাগবে।



🦋ডিমের খোসা দিয়ে প্রজাপতির ক্রাফট তৈরি:🦋

IMG20211230122054.jpg
Device-OPPO-A15
IMG20211230081329.jpg
Device-OPPO-A15



ডিমের খোসা দিয়ে প্রজাপতি ক্রাফট তৈরি করার জন্য আমি ফেলে দেওয়া কিছু ডিমের খোসা ব্যবহার করেছি। আঁকাআঁকি করতে এবং বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি একটি প্রজাপতি চিত্র অংকন করে সেই প্রজাপতিটি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আমার অংকন চিত্র ও ডিমের খোসা ব্যবহার করে নতুন একটি ক্রাফট তৈরি করার। ডিমের খোসা দিয়ে আমি আমার অঙ্কিত প্রজাপতির চিত্রটি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। আমার কাজের মধ্যে নতুনত্ব সৃষ্টি করার চেষ্টা করেছি। নতুন কিছু সৃষ্টির মধ্যে অনেক বেশি আনন্দ পাই। তাই আমি সুন্দর একটি প্রজাপতির ক্রাফট তৈরি করেছি। এজন্য আমি ফেলে দেওয়া ডিমের খোসা ব্যবহার করেছি। আশা করছি আমার তৈরি করা এই প্রজাপতির ক্রাফট আপনাদের কাছে ভালো লেগেছে।



🦋প্রয়োজনীয় উপকরণ:🦋

১. ডিমের খোসা।
৩. সাদা কাগজ।
৪. পেন্সিল।
৬. লাল কলম ও কালো কলম।
৮. আঠা।
৯. রাবার

IMG20211230072836.jpg
Device-OPPO-A15



🦋ডিমের খোসা দিয়ে প্রজাপতির ক্রাফট তৈরি:🦋



🦋ধাপ-১🦋

IMG20211230073348.jpg
Device-OPPO-A15



ডিমের খোসা দিয়ে প্রজাপতির ক্রাফট তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। এরপর সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে প্রজাপতির ছোট্ট শরীরের অংশ অংকন করেছি।



🦋ধাপ-২🦋

IMG20211230073553.jpg
Device-OPPO-A15
IMG20211230073754.jpg
Device-OPPO-A15



এরপর প্রজাপতির পাখা অংকন করার চেষ্টা করেছি। প্রথমে আমি এক পাশের অংশের পাখা অংকন করেছি। এরপর ধীরে ধীরে অন্যপাশের অংশের পাখা অংকন করেছি। আমি প্রজাপতির পাখা সুন্দর করার জন্য খুব ধীরে ধীরে অংকন করেছি।



🦋ধাপ-৩🦋

IMG20211230073844.jpg
Device-OPPO-A15
IMG20211230074023.jpg
Device-OPPO-A15



এবার প্রজাপতিটি দেখতে সুন্দর করার জন্য কালো কলম দিয়ে অংকন করার চেষ্টা করেছি। কালো কলম দিয়ে অংকন করার জন্য আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। কারণ একটুখানি দাগ পরে গেলে তা আর ওঠানো সম্ভব হবে না।



🦋ধাপ-৪🦋

IMG20211230074231.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সাবধানতার সাথে প্রজাপতির সম্পূর্ণ অংশ কালো কলম দিয়ে অংকন করেছি।



🦋ধাপ-৫🦋

IMG20211230074315.jpg
Device-OPPO-A15
IMG20211230074348.jpg
Device-OPPO-A15



প্রজাপতি সুন্দর করে অংকন করা হয়ে গেলে এবার ডিমের খোসা দিয়ে প্রজাপতি তৈরি করার জন্য প্রথমে ডিমের খোসা গুলো ভেঙ্গে নিয়েছি। আমি ডিমের খোসা ছোট ছোট করে ভেঙেছি। এরপর অংকন করে রাখা প্রজাপতিটির ওপর আঠা লাগিয়েছি ডিমের খোসা লাগানোর জন্য।



🦋ধাপ-৬🦋

IMG20211230074449.jpg
Device-OPPO-A15
IMG20211230074644.jpg
Device-OPPO-A15



এবার আমি ডিমের খোসা প্রজাপতির উপর লাগানোর জন্য আঠার উপর ধীরে ধীরে ডিমের খোসা গুলো বসিয়েছি। আমি খুব সাবধানে ডিমের খোসা গুলো আঠার উপর লাগিয়েছি।



🦋ধাপ-৭🦋

IMG20211230075243.jpg
Device-OPPO-A15
IMG20211230075303.jpg
Device-OPPO-A15



এভাবে প্রজাপতির পাখার এক পাশের অংশে ডিমের খোসা গুলো লাগিয়েছি। প্রজাপতির পাখার এক পাশের অংশ সুন্দর করে ডিমের খোসা লাগানো হয়ে গেলে অন্যপাশে লাগানোর জন্য আঠা লাগিয়েছি।



🦋ধাপ-৮🦋

IMG20211230075441.jpg
Device-OPPO-A15
IMG20211230080257.jpg
Device-OPPO-A15



প্রজাপতির এক পাশের পাখা দেখতে সুন্দর করার পর অন্যপাশের পাখার অংশ সুন্দর করার জন্য আঠার উপর ধীরে ধীরে ডিমের খোসা গুলো লাগিয়েছি। খুব সাবধানতার সাথে ডিমের খোসার ছোট ছোট অংশগুলো আঠার উপর লাগিয়েছি।



🦋ধাপ-৯🦋

IMG20211230080332.jpg
Device-OPPO-A15
IMG20211230080354.jpg
Device-OPPO-A15
IMG20211230080522.jpg
Device-OPPO-A15



এবার আমার অঙ্কিত প্রজাপতিটি দেখতে আরো বেশি সুন্দর করার জন্য এবার আমি কালো কলম ও লাল কলম নিয়েছি। এরপর কালো কলম দিয়ে প্রজাপতির চারপাশের অংশ সুন্দর করে গারো করেছি। এরপর প্রজাপতির পাখার কিছু কিছু অংশে কালো কলমের ব্যবহার শুরু করেছি।



🦋ধাপ-১০🦋

IMG20211230080745.jpg
Device-OPPO-A15
IMG20211230080859.jpg
Device-OPPO-A15



প্রজাপতির পাখা গুলো দেখতে আরো বেশি সুন্দর করার জন্য ছোট ছোট অংশগুলোতে লাল কলম ব্যবহার করেছি। লাল কলম ব্যবহার করার ফলে প্রজাপতির পাখাগুলো দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।



🦋শেষ ধাপ🦋

IMG20211230081143.jpg
Device-OPPO-A15



এভাবে আমি অন্যান্য ছোট ছোট অংশের কিছু কাজ শেষ করে ডিমের খোসা দিয়ে প্রজাপতি তৈরীর কাজ শেষ করেছি।



🦋উপস্থাপনা:🦋

IMG20211230081335.jpg
Device-OPPO-A15



ডিমের খোসা দিয়ে প্রজাপতি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আমি ডিমের খোসা কাজে লাগিয়ে এই সুন্দর প্রজাপতির ক্রাফট তৈরি করেছি। আশা করছি আমার তৈরি প্রজাপতির ক্রাফট আপনাদের কাছে ভালো লেগেছে।



❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

এই রকম ভাবে কিছু করার আইডিয়া সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য দিদি। খুব সুন্দর হয়েছে প্রজাপতি টি দেখতে। একদম নতুন ভাবে শিখতে পারলাম একটা কাজ।

 3 years ago 

ফেলে দেয়া ডিমের খোসার সঠিক ব্যবহার। দারুন আইডিয়া। মনে হচ্ছে প্রজাপতি ডিম ফুটে বের হয়েছে। অসাধারন। ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি কাজ করেছেন আপু। ডিমের খোসা দিয়ে এত সুন্দর করে একটি প্রজাপতি তৈরি করেছেন, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর ধাপগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে এই ক্রাফট এর কাজটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু ইউনিক আইডিয়া ডিমের খোসা দিয়ে প্রজাপতির ক্রাফট দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপু আপনি ডিমের খোসা দিয়ে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন প্রজাপতি বানিয়ে । অসম্ভব সুন্দর লাগছে প্রজাপতিটি ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর করে প্রজাপতি বানানো যায় ,ক্রিয়েটিভিটির দেখানো যায় তা আপনার মাধ্যমে জানতে পারলাম। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে প্রজাপতি বানানোর প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন ।এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হোয়াট এ ডাই একদম ইউনিক লাগলো পরিত্যাক্ত ডিমের খোসা দিয়ে প্রজাপতি সত্যি দারুন লাগছে। বেশ গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার প্রজাপতি অংকন করাটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে অঙ্কন করেছেন এবং ডিমের খোসা দিয়ে ক্রাফট তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনার ইউনিক বুদ্ধির প্রশংসা করতেই হয় আপনি ডিমের খোসা দিয়ে খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আসলে ডিমের খোসা দিয়ে যেরকম প্রজাপতি তৈরি করা যায় আগে কখনো ভেবে দেখি নি।।

 3 years ago 

অসাধারন! অসাধারন!! অবাক করার মতো একটি ডাই আমাদের সাথে শেয়ার করেছেন। ডিমের খোসা দিয়ে প্রজাপতি তৈরি সত্যি অসাধারন একটি আইডিয়া। আমার কাছে আপনার ডাইটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago (edited)

ডিমের খোসা দিয়ে অসাধারণ একটি আইডিয়া বের করেছেন। আমরা সাধারণত ডিমের খোসা ফেলে দিয়ে থাকি। আপনি এই ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা আইডিয়া নিয়ে আসার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51