Diy-দোলনায় বসা ছোট্ট একটি মেয়ের পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আজ আমার জন্মদিন। জন্মদিনে কিছুই ভালো লাগছিল না। তবুও ভাবলাম একটি পেইন্টিং শেয়ার করি। এবার চলুন দেখে নেয়া যাক আমার করা পেইন্টিংটি।


দোলনায় বসা ছোট্ট একটি মেয়ের পেইন্টিং:

IMG_20230120_120659.jpg
Device-OPPO-A15


ছোটবেলায় গাছের সাথে রশি বেঁধে দোলনায় দোল খেতাম। সেই আনন্দ যেন হারিয়ে গেছে। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই বিলীন হয়ে গেছে। ছোটবেলার সেই অনাবিল আনন্দ এখন আর খুঁজে পাওয়া যায় না। হয়তো আর কখনো সেই সময় ফিরে আসবে না। তাই তো নিজের কল্পনা থেকে আজকে দোলনায় বসা ছোট্ট একটি মেয়ের পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230120094715.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230120095555.jpg
Device-OPPO-A15
IMG20230120095637.jpg
Device-OPPO-A15


দোলনায় বসা ছোট্ট একটি মেয়ের সুন্দর এই পেইন্টিং করার জন্য প্রথমে গারো কমলা রঙের ব্যবহার করেছি। যাতে করে গোধূলির সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়।


ধাপ-২

IMG20230120095824.jpg
Device-OPPO-A15
IMG20230120100008.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে হালকা হলুদ রঙের ব্যবহার করেছি নিচের দিকের অংশ রাঙ্গিয়ে তোলার জন্য।


ধাপ-৩

IMG20230120100042.jpg
Device-OPPO-A15
IMG20230120100151.jpg
Device-OPPO-A15


এবার আরেকটু নিচের অংশে সাদা রঙের মিশ্রণে এই অংশটি রাঙিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর কালো রং দিয়েছি।


ধাপ-৪

IMG20230120101251.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে একটি গোল বৃত্ত অঙ্কন করে নিয়েছি ডুবন্ত সেই সূর্যটি ফুটিয়ে তোলার জন্য।


ধাপ-৫

IMG20230120101332.jpg
Device-OPPO-A15
IMG20230120101742.jpg
Device-OPPO-A15


এবার সাদা এবং হলুদ রঙের মিশ্রণে ডুবন্ত সেই সূর্যটিকে ফুটিয়ে তোলার সৃষ্টি করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230120101848.jpg
Device-OPPO-A15
IMG20230120103020.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে একটি গাছে চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি এবং কালো রঙের ব্যবহারে গাছ অঙ্কনের চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230120103118.jpg
Device-OPPO-A15
IMG20230120104824.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গাছটি সুন্দর করে অঙ্কন করে নিয়েছি এবং এই পেইন্টিং আরো সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230120105043.jpg
Device-OPPO-A15
IMG20230120105115.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে সুন্দর করে দোলনায় বসা একটি মেয়ের চিত্র অঙ্কন করেছি এবং তার পাশে বসা একটি ছোট্ট কুকুর ছানা অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর কালো রং দিয়ে অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230120105210.jpg
Device-OPPO-A15
IMG20230120105328.jpg
Device-OPPO-A15


কালো রঙের ব্যবহার করে সুন্দর করে মেয়েটিকে অঙ্কনের চেষ্টা করেছি এবং তার পাশে বসা ছোট্ট কুকুর ছানাটি অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230120105426.jpg
Device-OPPO-A15
IMG20230120105740.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে দোলনাটি আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি। এরপর ডালগুলো আরো একটু সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20230120105756.jpg
Device-OPPO-A15
IMG20230120105849.jpg
Device-OPPO-A15


নিচের দিকে ছোট ছোট ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে পেইন্টিং দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230120110033.jpg
Device-OPPO-A15


অন্যান্য কিছু অংশের চিত্রগুলো সুন্দর করে অঙ্কন করা হয়ে গেলে আমি এই পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20230120_121248.jpg
Device-OPPO-A15


দোলনায় বাসা একটি মেয়ের সুন্দর এই পেইন্টিং করা হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করেছি। পেইন্টিং করতে ভালো লাগে তাই মাঝে মাঝেই পেইন্টিং করার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই পেইন্টিং করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের শৈশব স্মৃতি এই পেইন্টিং এর মাঝে আছে। হয়তো শৈশবে আপনারাও এরকম সুন্দর সময় কাটিয়েছেন। কারা কারা শৈশবে এই সুন্দর সময় কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আপনার এই পেইন্টিং এর লাস্ট দৃশ্য দেখে মনে হচ্ছে যেন বাস্তবে একটি মেয়ে দোলনায় বসে রয়েছে যার অন্ধকার মুহূর্ত ফটোগ্রাফি করেছেন আপনি। একদম বাস্তবিক দৃশ্যর সাথে অনেকটা মিল রয়েছে। সত্যিই সুন্দর দক্ষতা নিয়ে এমন একটা দৃশ্য আমাদের মাঝে অংকন করে দেখাতে পেরেছেন আপনি।

 2 years ago 

বাস্তবের কল্পনা থেকেই পেইন্টিং গুলো করা হয়। আপনার কাছে বাস্তবের মত লাগছে জেনে সত্যিই ভালো লাগলো। আসলে বাস্তবতার সাথে মিল রেখেই দৃশ্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আজ। আপনার আজকের পেইন্টিংটি আমাকে যেন নিয়ে গেল সেই ছেলেবেলায়। কত যে দোলনায় চড়তাম। আর সেই সময় ফিরে আসবে না। আপু আপনার ছেলেবেলায় হারিয়ে যাওয়া দোলনায় বসে থাকা একটি মেয়ের দোল খাওয়ার দৃশ্যটি অসাধারণ হয়েছে।

 2 years ago 

সত্যি আপু ছোটবেলার এই দৃশ্যগুলো এখনো মনে পড়ে। আসলে সেই দিনগুলো কখনো ফিরে আসবে না। তবে স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার আর্ট করার দক্ষতা দেখে খুব ভাল লাগে। যারা আঁকতে পারে তারা রঙের ছোঁয়ায় সবকিছু রঙিন করতে পারে। আপনার আজকের অংকনটি ও দারুন হয়েছে। মেয়েটির দোলনায় দোল খেতে দেখে আমারও ইচ্ছে করছে দোল খাই। সুন্দর আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আর্ট দেখে আপনার ভালো লাগে জেনে সত্যি ভালো লাগলো। আসলে খুব একটা ভালো আর্ট করতে পারি না। তবুও চেষ্টা করি আপু। আপনাদের মন্তব্য পড়ে আরো উৎসাহ পাই আপু।

 2 years ago 

ছোটবেলা যাদের গ্রামে কেটেছে তারা গাছে রশি বেধে দোলনায় দোল খাওয়ার অভিজ্ঞতা আছে। আপনি খুব সুন্দর একটি দোলনায় দোল খাওয়া বাচ্চার চিত্র অংকন করেছেন। সাথে গাছ আর চাদ দেখতেও সুন্দর লাগছে। আমার কাছে আপনার পেইন্টিং খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ছোটবেলা যাদের গ্রামে কেটেছে তারা সেই আনন্দ বুঝতে পারবে। আসলে গাছের ডালে রশি বেঁধে দোলনা খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার পেইন্টিং গুলো সবসময়ই খুব ভালো লাগে। দোলনায় বসা ছোট্ট একটি মেয়ের পেইন্টিং টি অনেক বেশি সুন্দর হয়েছে। কালার গুলো বেশ ভালো হয়েছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি ছোট্ট একটি মেয়ের সুন্দর এই পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

আমরা তো বটের ঝুড়ি দিয়েও দোলনা বানিয়েছি।খুবই সুন্দর হয়েছে আপনার আর্টটি। পড়ন্ত বিকেলে ছোট বাচ্চা দোলনায় দোল খাচ্ছে।আপনার চিত্রাঙ্কনের দক্ষতা নিয়ে নতুন কিছু বলার নেই। ধন্যবাদ আপু সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বটের ঝুড়ি দিয়ে কখনো দোলনা বানানো হয়নি। তাহলে তো আপনি আরো বেশি মজা করেছেন। যাইহোক দোলনায় দোল খেতে সত্যি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আমি তো এখনও পার্কে গেলে দোলনায় দোল খাই😜।ছেলের জন্য বেতের দোলনা কিনেছিলাম মাঝে মাঝে আশে পাশে কেউ না থাকলে নিজেই বসে বসে দোল খাই😜।যাই হোক বেশ সুন্দর এঁকেছেন। কালার কম্বিনেশন টা বেশ দারুন হয়েছে। দোলনায় বসা ছোট্ট একটি মেয়ের পেইন্টিং প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি আবার পার্কে যান কি করতে😅। পার্কে গেলে চোখ যেন অন্য দিক না যায়। কারণ আজকাল তো সবাই পার্কে গল্প করতে যায় আর কি 🤭। যাইহোক মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

দোলনায় বসা ছোট্ট একটি মেয়ের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ দক্ষতা আপনার, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দরভাবে একটি মেয়ের সুন্দর এই মুহূর্ত পেইন্টিংয়ের মাধ্যমে তুলে ধরার জন্য। আসলে দোলনায় বসে থাকা ছোট্ট মেয়েটির সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে।

 2 years ago 

আপু অতীতকে যদি ফিরে পাওয়া যেত তাহলে সোজা কথা বলতাম যে আমি অতীতকে ফিরে পেতে চাই।ছোট বেলাকে স্মরণ করে সুন্দর করে দোলনায় থাকা একটি মেয়ের পেন্টিং করেছেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে।ছোটবেলার সেই প্রিয় স্মৃতিকে ধরে রাখার জন্য অনেক সুন্দর একটি স্মৃতিচারণ করেছেন পেইন্টিং এর মাধ্যমে।ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি অতীতকে যদি ফিরে পাওয়া যেত তাহলে সবাই অতীতে ফিরে যেতে তাইতো। আসলে ছোটবেলার সেই মুহূর্তগুলো এখনো মনে পড়ে। সেই মুহূর্তগুলোর মাঝে এখনো কল্পনায় হারিয়ে যাই। তাই তো এই পেইন্টিং করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমে জানাই আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনি জন্মদিনের ব্যস্ততার মাঝেও খুব সুন্দর একটি দোলনায় বসে থাকা ছোট্ট একটি মেয়ের পেইন্টিং করেছেন। এই দোলনাটি এবং মেয়েটির পেইন্টিং দেখে ছোটকালের কথা মনে পড়ে গেল। তবে আপনার পেইন্টিং গুলো সব সময় অসাধারণ হয়ে থাকে। এবং আজকের পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। যাই হোক ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করার জন্য। আপনার কাছে পেইন্টিং ভালো লেগেছে এবং ছোটবেলার কথা মনে পড়েছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66