অরিগ্যামি- প্রজাপতির অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। গত তিন দিন থেকে ভীষণ অসুস্থ। নিজের কাজ করতেই পারছি না। আসলে শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে হয়তো সময়টা ফুরিয়ে এসেছে😔। কেন জানি অস্থিরতায় দিন কাটছে। কি পোস্ট করব সেটা ভেবে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ করে ভাবলাম ছোট্ট কিছু তৈরি করি। তাইতো সুন্দরভাবে কাগজের প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


প্রজাপতির অরিগ্যামি তৈরি:

IMG_20230531_121445.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ কেটে কেটে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে যখন এই কাজগুলো করছিলাম তখন অস্থিরতায় প্রচন্ড খারাপ লাগছিল। মনে হচ্ছিল যেন কখন শেষ করব। আসলে শরীর যদি ভালো না থাকে তাহলে মন ভালো থাকে না। আর এই কাজগুলো যদি মনের মাঝে উৎসাহ নিয়ে না করা হয় তাহলে দেখতে যেমন খারাপ লাগে তেমনি কাজটি সম্পন্ন করেও ভালো লাগেনা। প্রজাপতি গুলো দেখতে খুব একটা ভালো হয়নি সেটা আমি নিজেও বুঝতে পারছি। তবুও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. পেন্সিল।
৩. আঠা।
৪. কাঁচি।
৫. পুঁথি।

IMG_20230531_123509.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG_20230531_123541.jpg
Device-OPPO-A15
IMG_20230531_123603.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার জন্য কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু আমি দুইটি প্রজাপতি তৈরি করব তাই একসাথে কাগজ সুন্দর করে কাগজ ভাঁজ করে নিয়েছি যাতে কেটে নিতে সুবিধা হয়।


ধাপ-২

IMG20230531120210.jpg
Device-OPPO-A15
IMG_20230531_123636.jpg
Device-OPPO-A15


এবার ভাঁজ করে রাখা কাগজের উপরের অংশ প্রজাপতির আকৃতি অনুযায়ী পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। পেন্সিল দিয়ে কোন কিছু অঙ্কন করা হলে কাটতে যেমন সুবিধা হয়। তেমনি দেখতেও ভালো লাগে।


ধাপ-৩

IMG20230531120241.jpg
Device-OPPO-A15
IMG_20230531_123657.jpg
Device-OPPO-A15


এবার এই প্রজাপতি তৈরির জন্য সুন্দর করে দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করেছি। সাবধানতার সাথে কিছু অংশ কাটার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG_20230531_123724.jpg
Device-OPPO-A15
IMG20230531120409.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু অংশ সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার সুন্দর ভাবে প্রজাপতির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG_20230531_123751.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কেটে রাখা প্রজাপতিগুলোর ভাঁজ খুলে নিয়েছি এবং সুন্দর প্রজাপতি তৈরি হয়েছে।


ধাপ-৬

IMG_20230531_123809.jpg
Device-OPPO-A15
IMG_20230531_123827.jpg
Device-OPPO-A15


দেখতে যেন আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় হয় এজন্য পুঁথির ব্যবহার করার চেষ্টা করেছি। এজন্য প্রথমে পাঠা লাগিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে পুঁথি গুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230531_121314.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি হয়ে গেলে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর ভাবে ফটোগ্রাফি করে নিয়েছি। দেখতে খুব একটা ভালো হয়নি। তবে এই প্রজাপতিগুলো তৈরি করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আসলে আমি কখনো এতো শর্ট সময় নিয়ে কোন পোস্ট তৈরি করিনি। তবুও আজকে কেন জানি আর কিছুই করতে পারছিলাম না। শরীর ভীষণ খারাপ লাগছে। তাই তো খুব সংক্ষিপ্ত ভাবে পোস্ট শেয়ার করেছি। দয়া করে সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। 🙏🙏


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

রঙিন কাগজ কেটে অসাধারণভাবে প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।
বিশেষ করে ফটোগ্রাফির মাধ্যমে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন।। শুভেচ্ছা রইল আপনার জন্য

 last year 

প্রথমেই আপনার সুস্বাস্থ্য কামনা করছি। প্রজাপতির অরিগ্যামি তৈরি দেখে ভালো লাগলো। মাঝখানে পুঁতি দেওয়ার কারনে দেখতে অসাধারন লাগতেছে।

 last year 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন। রঙ্গিন কাগজের এই প্রজাপতি দেখতে অনেক ভালো লাগছে। মাঝখানে পুতি দেওয়াতে দেখতে আরো বেশি ভালো লাগছে। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস বানালে দেখতে খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর প্রজাপতির অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

প্রজাপতির অরিগমি তৈরি করার কারন একটা পদ্ধতি আছে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পুঁথি ব্যবহার করার ফলে এই প্রজাপতিগুলো দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।

 last year 

আপু আপনি অনেক অসুস্থ এটা জেনে খারাপ লেগেছে। সেজন্য প্রথমে আপনার সুস্থতা কামনা করি। এরকম অসুস্থতার মধ্যে দিয়েও আপনি আমাদের মাঝে উপস্থিত থাকার চেষ্টা করতেছেন। কি পোস্ট করবেন খুঁজে পাচ্ছিলেন না, পরে ভাবলেন রঙিন কাগজ দিয়ে সহজ কিছু তৈরি করা যাক। সেই ভাবনা থেকে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে ফেলেছেন। প্রজাপতির মাঝখানের অংশে চারটি করে পুঁতি দিয়েছেন, যার কারণে দেশ আকর্ষণীয় লাগছে প্রজাপতি গুলো দেখতে। ছোট-বড় বেশ কয়েক রকমের প্রজাপতি এভাবে তৈরি করে ঘরে লাগালে খুবই সুন্দর লাগবে দেখতে।

 last year 

প্রজাপতির দারুন অরিগামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে এই ধরনের কাজ করলে নিজের দক্ষতা বাড়ে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজে লাগানো যায় ভালো লাগলো।

 last year 

রঙিন কাগজ দিয়ে এরকম সুন্দর জিনিস তৈরি করতে আমারও বেশ ভালো লাগে। আপনি দুর্দান্ত প্রজাপতি তৈরি করেছেন দেখে ভালোই লাগলো। এরকম প্রজাপতি তৈরি করে ঘরে দেওয়ালে টাঙালে দেখতে আরো আকর্ষণীয় দেখায়। ছোট বড় সবাই চেষ্টা করলে আপনার পোস্ট দেখে এই প্রজাপতি তৈরি করতে পারবেন। এত সুন্দর ভাবে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার মত এরকম মাঝে মাঝে আমার মনে হয়। আমারও দিনগুলো অনেক বেশি অস্থিরতা মধ্যে কাটছে আশা করছি এই সময়টা পেরিয়ে ভালো সময় আসবে। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। একদম ঠিক বলেছেন আপনি উৎসাহ কোন কাজ না করলে সেই কাজ করার পরও ভালো লাগেনা। উৎসাহ নিয়ে কোন কাজ করার অনুভূতি অন্যরকম। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কাগজের প্রজাপতি তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

দোয়া করে যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে অসুস্থ থাকলে কোন কাজ করতে ভালো লাগেনা। তাও অসুস্থ শরীর নিয়ে খুব সুন্দর একটি প্রজাপতির অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। মাঝখানে পুতিগুলো ব্যবহার করায় খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি আপু। বেশ কয়েকদিন যাবত আপনার শরীরটা অনেক অসুস্থ এটা জেনে খুবই খারাপ লেগেছে। রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর দুটি প্রজাপতি তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে খুবই সুন্দর লাগে। মাঝখানের অংশে পুঁতি গুলো দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। ‌ আপনার আজকের প্রজাপতি তৈরি বেশ ভালোই ছিল বলতে হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62345.27
ETH 2427.57
USDT 1.00
SBD 2.49