হৃদয় গহীনে||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। গল্প লিখতে আমার খুবই ভালো লাগে। তাই তো মাঝে মাঝে গল্প লিখি। জানিনা কতটুকু ভালো লিখতে পারি। তবে চেষ্টা করি নিজের মতো করে গল্প লিখতে। আজকে নতুন একটি গল্প লিখে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


হৃদয় গহীনে:

face-ge13d67993_1920.jpg

Source


হৃদয় গহীনে ভালোবাসা আজীবন রয়ে যায়। হয়তো প্রিয় মানুষটি হারিয়ে যায়। কিংবা চোখের আড়াল হয়ে যায়। কিন্তু হৃদয় গহীনে জমা ভালোবাসা সারা জীবন থেকে যায়। কারণ ভালোবাসা কখনো হারায় না। কিংবা ভালোবাসার অস্তিত্ব কখনো বিলীন হয়ে যায় না। রুদ্র ভালোবেসেছিল নীলাকে। নীলার নামের সাথে যেন তার সৌন্দর্যের বেশ মিল ছিল। নীলা নামটি যেমন মিষ্টি নীলা দেখতেও ছিল তেমন মিষ্টি। রুদ্র গান করতো। গানই ছিল রুদ্রের প্রাণ। ভার্সিটির ক্যাম্প জুড়ে সবাই রুদ্রের গান শুনে মুগ্ধ হত। রুদ্রের গান মাতিয়ে রাখতো চারপাশ। রুদ্র গান গাইতে আর আড়াল থেকে নীলাকে দেখতো। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো নীলার দিকে। তার গানের সুর যেন নীলাকে দেখে আরো ভালোবাসায় পরিণত হতো। গানের সুরের মাঝে নীলাকে ভালোবাসার কথাগুলো বলে যেত। এভাবেই কাটছিল তাদের দিনগুলো।


রুদ্র একদিন আনমনে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখল। রুদ্র চমকে উঠল। পিছন ফিরে দেখে সে আর কেউ নয় তার ভালোবাসার নীলা। নীলাকে দেখে রুদ্র অনেকটা অবাক হয়ে গেল। নীলার মিষ্টি হাসিতে রুদ্র যেন সবকিছুই ভুলে গেল। আর অবাক নয়নে নীলার দিকে তাকিয়ে রইল। এবার নীলা নীরবতা ভেঙে বলল, আপনি কি আমায় একটা গান শোনাবেন? নীলার কথায় রুদ্র নীরবতা ভেঙে দিল। এরপর সে নীলাকে একটি গান গেয়ে শোনালো। রুদ্রের গান শুনে নীলা যেন আনমনে কোথায় হারিয়ে গেল। এভাবে মাঝে মাঝেই নীলা রুদ্রের কাছে আসতো। এসে গান শোনার বায়না করত। রুদ্র তার পছন্দের মানুষকে গান শোনাতে আনন্দ পেত। কিন্তু কেন জানি রুদ্র নীলাকে তার ভালোবাসার কথা বলতেই পারছিল না। রুদ্র ভয় পাচ্ছিল যদি নীলা হারিয়ে যায় তাই তো নিজের না বলা কথাগুলো বলতে পারছিল না। এভাবেই কাটছিল রুদ্র নীলার দিনগুলো।


রুদ্র বেশ কিছুদিন থেকেই খেয়াল করছিল নীলা কেমন জানি আনমনে তাকিয়ে থাকে ঐ আকাশের দিকে। নীলার এই বদলে যাওয়া রুদ্রকে বেশ চিন্তিত করে তুলছিল। নীলা কেন জানি আর আগের মতো হাসে না। প্রাণ খোলা হাসি ছাড়া নীলাকে যেন বড্ড বেমানান লাগে। যেই নীলা তার মিষ্টি হাসিতে চারপাশ মাতিয়ে রাখতো সেই নীল যেন হাসতে ভুলে গেছে। নীলার এই বদলে যাওয়া রুদ্রকে বেশ কষ্ট দিচ্ছিল। কিন্তু নীলা কিছুই যেন প্রকাশ করতে চাইছিল না। হঠাৎ একদিন রুদ্র সিদ্ধান্ত নিল আজ তার মনের কথা নীলাকে বলবে। নীলাকে সে ভালোবাসে সেই কথাটি নীলাকে জানাবে। আজ নীলা সাদা রঙেরা একটি শাড়ি পড়েছে। শুভ্র সাদায় নীলাকে আজ দারুন লাগছে। আর কপালে ছোট্ট একটি টিপ পরলে বোধয় নীলাকে আরো সুন্দর লাগতো। খোলা চুলে যখন নীলা পুকুর পাড়ে দাঁড়িয়েছিল তখন রুদ্র সেখানে গেল। রুদ্র অনেক চেষ্টার পর নিজের মনের কথা নীলাকে বলে ফেলল। রুদ্রের কথা শুনে নীলা কেন জানি নিস্তব্ধ হয়ে গেল। নীলা দৌড়ে সেখান থেকে চলে গেল। নীলার চলে যাওয়ার পানে রুদ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল।


এভাবে কেটে গেল আরো কয়েকটি দিন। রুদ্র আর নীলার দেখা পেল না। নীলাকে হারিয়ে রুদ্র বেশ কষ্ট পাচ্ছিল। প্রতিদিন ক্যাম্পাসে বসে থাকতো নীলার প্রতীক্ষায়। হয়তো নীলা আসবে সেই আশায় প্রতিটি প্রহর গুনতো রুদ্র। রুদ্র আজকাল আর গান গায় না। তার গলার সুর যেন হারিয়ে গেছে। শুধু আনমনে তাকিয়ে থাকে ওই দূর আকাশের দিকে। রুদ্র যখন সেই পুকুর পাড়ে আনমনে বসেছিল তখন হঠাৎ করে অনুভব করল কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। পেছন ফিরে দেখল সে আর কেউ নয় সে তার নীলা। নীলাকে দেখে রুদ্র অনেক খুশি হলো। সেই সাথে অনেকটা অবাক হল। নীলা নীল রঙের শাড়ি পড়েছে। তবুও কেন জানি তাকে বিষন্ন লাগছে। তার মুখে কোনো হাসি নেই। হাজার চেষ্টা করেও হয়তো এক টুকরো হাসি এনে তার মুখে ফুটাতে পারছে না নীলা। অপলক দৃষ্টিতে নীলা আজ তাকিয়ে আছে রুদ্রের দিকে। নীলার এই তাকানো দেখে রুদ্রের বেশ ভয় লাগছে। কারণ নীলার সেই দৃষ্টিতে ছিল অনেক অসহায়ত্ব। মনে হচ্ছিল যেন কোন অসহায় মানুষ সাহায্যের জন্য তাকিয়ে আছে। হয়তবা নিজের ভালোবাসাকে অসহায়ত্ব ভেবে ভুল করছে।


রুদ্র এবার নীরবতা ভেঙে বলে ফেলল তুমি ফিরে এসেছ দেখে আমি খুশি হয়েছি। আর কয়েকটি দিন পরে এলে হয়তো আমাকে খুঁজেই পেতে না। হয়তো ওই দূর আকাশের মাঝে হারিয়ে যেতাম। এবার নীলা রুদ্রের দুটো হাত শক্ত করে ধরল। আর বলল তুমি কি আমায় বিয়ে করবে? নীলার মুখে এই কথা শুনে রুদ্র অনেকটা অবাক হল। এরপর রুদ্র অনেক খুশি হয়ে বলল আমি তোমার এই দুটো হাত আজ থেকে শক্ত করে ধরলাম। আর সারা জীবন ধরে রাখতে চাই। নীলার চোখ বেয়ে পানি পড়ছে। নীলা কোন কিছুই যেন বলতে পারছে না। এবার নীলা রুদ্রকে বলল আমি তোমার জীবনে ক্ষণিকের অতিথি। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। কিন্তু বলতে পারিনি। কারণ আমি শুধু মাত্র অতিথি হয়ে এই পৃথিবীতে এসেছিলাম। হয়তো তোমার জীবনেও আমি ক্ষনিকের অতিথি। এরপর নীলা বলল তুমি হয়তো আমাকে অনেক ভালোবাসো। তাইতো তোমার থেকে একটি সত্য গোপন করেছিলাম তুমি কষ্ট পাবে বলে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আমি আর তোমায় মিথ্যা বলতে পারছি না। আসলে আমি এই পৃথিবীতে আর খুবই অল্প দিন বেঁচে থাকব। কারণ সৃষ্টিকর্তা আমাকে সারা জীবন তোমার পাশে থাকার সুযোগ দেননি। আমার ব্রেন টিউমার।


নীলার মুখে কথাগুলো শুনে রুদ্র যেন নিস্তব্ধ হয়ে গেল। রৌদ্র কোন কিছুই যেন বলতে পারছিল না। সে নীলাকে কিছুই বলতে পারছিল না শুধু কেঁদছিল। এরপর রুদ্র নীলাকে বলল ভালোবাসা কখনো ক্ষণিকের হয় না। আমি আমার ভালোবাসাকে আগলে রাখতে চাই। এরপর দুজনে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিল। নীল সেদিন রুদ্রকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। আর বলছিল রুদ্র আমি তোমার সাথে আরও কিছুটা দিন বাঁচতে চাই। তুমি আরো আগে কেন বলনি যে তুমি আমায় ভালোবাসো? তাহলে হয়তো আর কিছুদিন আমরা দুজন একসাথে এই পৃথিবীতে বাঁচতে পারতাম। এই ক্ষণিকের পৃথিবীতে আর একটু না হয় সময় পেতাম। তাদের বিয়ের দু'দিন যেতে না যেতেই নীলা খুবই অসুস্থ হয়ে পড়ল। নীলার মুখে কোনো কথা নেই। কিন্তু একটুকরো হাসি লেগে রয়েছে তার ঠোঁট জুড়ে। এ যেনো কষ্টের হাসি। কিন্তু তার চোখ জুড়ে ছিল বাঁচার আকুতি আর অসহায়ত্ব। নীলাকে হসপিটালে নিয়ে যাওয়ার কিছুটা সময় পর ডক্টর নীলাকে মৃত ঘোষণা করল। রুদ্র নীলা কে হারিয়ে ফেলল। তার ভালোবাসার নীলাকে আর ফেরাতে পারল না। না ফেরার দেশে চলে গেল নীলা। হয়তো রুদ্রের ভালোবাসা তাকে কাঁদিয়ে চলে গেল। আজ নীলার জন্মদিন। নীলার জন্মদিনে রুদ্র নীলার কবরের পাশে এসে দাঁড়িয়ে আছে। আর মনে মনে সেই দিনগুলোর কথা ভাবছে। রুদ্র বারবার চিৎকার করে বলছে তুমি আজও আছো আমার হৃদয় গহীনে।


গল্প লিখতে আমার ভালো লাগে। তাই তো গল্প লেখার চেষ্টা করি। জানিনা আমার লেখা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আমার লিখা গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

নীলা এবং রুদ্রের এই গল্পটি পড়ে যেমন ভালো লেগেছে তেমনি খারাপ লেগেছে। শেষ পর্যন্ত রুদ্র তার ভালোবাসার কথা নীলাকে বলতে পারলেও খুবই অল্প সময় পর্যন্ত তারা দুইজন একসাথে ছিল। সত্যি প্রিয় মানুষগুলো যখন নিজের কাছ থেকে হারিয়ে যায় তখন ভীষণ কষ্ট লাগে। নীলা বাঁচতে চেয়েও বাঁচতে পারেনি। নীলা এই শেষ মুহূর্তেও কিন্তু একটু কষ্টের ভেতর হাসিমুখে ছিল কারণ তার ভালোবাসার মানুষ তার পাশে ছিল। রুদ্রের কথা শুনে খুবই খারাপ লাগলো অনেক কষ্ট পেয়েছে ভালোবাসার মানুষকে হারিয়ে। নীলা কিন্তু রুদ্রের হৃদয় গহীনে থেকে গিয়েছে।

 2 years ago 

সত্যি ভাইয়া ভালোবাসার শেষ পরিণতি গুলো হয়তো খুবই কষ্টের হয়। তাইতো তারা দুজনকে পেয়েও হারিয়ে ফেলল। নীলা হয়তো সারা জীবন বেঁচে থাকবে রুদ্রের হৃদয়ে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভালোবাসার মানুষ সবসময়ই হৃদয়ের মাঝে গেঁথে থাকে, মৃত্যু কখনো ভালোবাসা কেড়ে নিতে পারে না। এখানে নীলার মৃত্যু হলেও সে বেঁচে থাকবে যুগের পর যুগ রুদ্রের হৃদয়ে।
ভালো ছিল আপু গল্পটি।

 2 years ago 

সত্যি ভাইয়া ভালোবাসার মানুষ হয়তো সারা জীবন হৃদয় গহীনে থেকে যায়। মৃত্যু তাকে দূরে নিয়ে যেতে পারে না। তাইতো নীলার অস্তিত্ব সারা জীবন রুদ্রের হৃদয়ে থেকে যাবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ভালোবাসা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম ৷যে মানুষ টিকে একবার মনের মধ্যে বসে ৷তাহলে তাকে কোনো দিন ভুলে যাওয়া যায় না ৷
যেমনটা প্রকাশ পেয়েছে নীলা রুদ্র ভালোবাসা ৷ কিন্তু সে ভালোবাসার মানুষটি কে বাচতে পারলো না৷
আসলেই কিছু কিছু ভালোবাসা ক্ষনিকের তবে মনে রয়ে যায় চিরদিন ৷
ধন্যবাদ আপনার লেখা গল্প টি পড়ে ভালো লাগলো ৷

 2 years ago 

সত্যি ভাইয়া আমাদের জীবনে ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হয়তো প্রিয় মানুষটি হারিয়ে যায়। কিংবা সারা জীবন দূরে থেকেও মনের মাঝে রয়ে যায়। ভাইয়া আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সত্যি ভালোবাসার মানুষ যতই হারিয়ে যায় হোক না কেন তাকে কখনোই ভুলা যায় না। নীলা এবং রুদ্রর কথাটি শুনে খুবই খারাপ লাগলো। রুদ্র যদি নীলাকে তার ভালোবাসার কথা আরো কয়েকদিন আগে জানা তো তাহলে তারা শেষ মুহূর্তে একটু একসাথে থাকতে পারতো। সত্যি ভালোবাসা এরকমই হয়। রুদ্র আর নীলার ভালোবাসার গল্পটি আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন। রুদ্র নীলাকে তার নিজের চেয়েও বেশি ভালবাসে তাইতো নীলার সাথে তার শেষ সময়টুকু পর্যন্ত ছিল। যে না ফেরার দেশে চলে যায় তাকে আর কখনোই ফিরে পাওয়া যায় না বিশেষ করে যখন প্রিয় মানুষগুলো চলে যায় তখন খুবই কষ্ট লাগে। নিজের বেঁচে থাকার আকাঙ্ক্ষা ও যেন মরে যায়। যে যতই দূরে চলে যাক না কেন হৃদয় গহীনে সে সবসময় থেকে যায়।

 2 years ago 

হয়তো ভালোবাসার মানুষটি হারিয়ে যায় কিংবা দূরে চলে যায়। কিন্তু মনের মাঝে ভালোবাসা গুলো সারা জীবন থেকে যায়। হয়তো প্রিয় মানুষগুলো কাঁদিয়ে এভাবেই দূরে চলে যায়। আপু আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভালোবাসার গল্পগুলো সবশেষে বেদনা দিয়ে শেষ হয়। যখন ভালোবাসা মিলিত হয় তার কিছুদিন পরেই সে ভালোবাসার অধ্যায়ের শেষ হয়ে যায়। এই জনমে তারা দীর্ঘদিন একসাথে কাটাতে পারে নাই হয়তো পরবর্তী জীবনে তারা একসাথে কাটাতে পারবে। ভালো লিখেছেন আপু গল্পটা অনেক রোমান্টিক ছিল।

 2 years ago 

সত্যি ভাইয়া ভালোবাসার গল্পগুলো বেদনা দিয়েই শেষ হয়। আসলে ভালোবাসা আমাদের জীবনে ক্ষণিকের। তাইতো বেদনা সারা জীবন বয়ে বাড়াতে হয়। তারপরেও আমরা প্রিয় মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ভালোবাসা আসলে কখনোই ভুলা যায় না। আমরা শুধু ভালোবাসা ভুলে যাওয়ার অভিনয় করি। নীলা আর রুদ্রের ভালোবাসার গল্পটি আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলে পৃথিবীতে এমন অনেক ভালোবাসার ইতিহাস রয়েছে। যেগুলো সঠিক সময় প্রকাশ করতে না পারায়। নিঃশেষ হয়ে গেছে। সুন্দর ছিল আপনার উপস্থাপন আপু।

 2 years ago 

ভালোবাসা কখনো ভুলা যায় না। হয়তো আমরা ভালোবাসা ভুলে যাওয়ার অভিনয় করি। নীলা ও রুদ্রের ভালোবাসার গল্পটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে আরও একটু রোমান্টিক গল্প পড়তে পারলাম।কিন্তু এটার শেষ পরিণতিও একজন এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে পারলোনা।রুদ্র আর নীলার গল্পটা ভালো লেগেছে আপু।আপনি খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।তবে নীলার ব্রেন টিউমারে এর জন্য পৃথিবী থেকে বিদায় নিতে হলো।সত্যিকারের ভালোবাসার শেষ পরিণতি গুলো হয়তো এমন ই হয়।ধন্যবাদ সুন্দর গল্পটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্টের মাধ্যমে আপনি দারুন একটি গল্প পড়েছেন জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে গল্প লিখে উপস্থাপন করার জন্য। আসলে সত্যিকারের ভালোবাসার শেষ পরিণতি গুলো হয়তো এমনই হয়। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ভালবাসা হারিয়ে যায় না,ভোলাও যায় না।নীলা ও রুদ্রের ভালবাসার গল্পটি আপনি খুব সুন্দরভাবে উপস্হাপন করেছেন,পড়ে ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি আপু ভালোবাসা হারিয়ে যায় না হয়তো ভুলাও যায় না। কিন্তু প্রিয় মানুষটি হারিয়ে যায়। আমার লিখা গল্পটি আপনি পড়েছেন এবং সুন্দরভাবে মতামত তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সত্যিই, জমানো ভালোবাসা কখনো হারায় না।গল্পের সমাপ্তি অনেক করুন,সুন্দর লিখেছেন।এইরকম একটি মুভি দেখেছিলাম, যাইহোক সব ভালোবাসা পূর্ণতা না পেলেও হৃদয়ে বেঁচে থাকে আজীবন।ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি আপু সব ভালোবাসা পূর্ণতা না পেলেও সারা জীবন হৃদয়ে থেকে যায়। এরকম একটি মুভি আপনি দেখেছিলেন জেনে ভালো লাগলো। যদিও এই মুভি আমার দেখা হয়নি। তবে যাই হোক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81