ধ্রুবতারা||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। গল্প পড়তে হয়তো সবার ভালো লাগে। আমারও গল্প লিখতে ভালো লাগে। তেমনি সুন্দর একটি প্রেমের গল্প আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


ধ্রুবতারা:

sunset-gebdce68a0_1920.jpg

Source


ওই দূর আকাশের তারার মতোই তারা নামের একটি মেয়ে ছিল। ধ্রুব সেই নাম না জানা মেয়েটির নাম দিয়েছিল তারা। অচেনা মেয়েটিকে ভালোবেসে ধ্রুব সুখ খুঁজে নিতে চেয়েছিল। যখন কলেজে পড়ে তখন নেটওয়ার্কিং সাইটে তারার সাথে তার পরিচয় হয়। যদিও সে তারার সঠিক নাম জানেনা। তবে ধ্রুব তার নাম দিয়েছে তারা। ধ্রুব ও তারার মাঝে বন্ধুত্ব হয় অনেক। ধ্রুব ধীরে ধীরে মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে। ধ্রুব তারাকে ভালবাসতে শুরু করে। মেয়েটি নিজেকে সবসময় গুটিয়ে রাখত। অচেনা কোন মানুষকে ভালবেসেছিল ধ্রুব। নাম না জানা অচেনা সেই মেয়েটির ভালোবাসায় তার হৃদয় সিক্ত হয়েছিল। মেয়েটি কবিতা লিখতে পছন্দ করত। তবে মেয়েটির লেখা কবিতাগুলো ছিল একেবারেই ভিন্ন। যে কবিতাগুলো পড়লে ধ্রুব অন্য কোন জগতের মাঝে নিজেকে হারিয়ে ফেলতো।


তারার লিখা কবিতাগুলোর মাঝে অনেক কষ্টের অনুভূতি চাপা ছিল। যে কষ্টগুলো কবিতার ভাষায় ফুটে উঠেছে। হয়তো প্রতিটি লাইনের ভাঁজে তারা নিজের মনের আবেগ তুলে ধরেছে। যে কবিতাগুলো পড়ে ধ্রুব ধীরে ধীরে তারার প্রেমে পড়ে। মনে প্রাণে তারাকে ভালোবাসতে শুরু করে। তারা ও ধ্রুবর বেশ বন্ধুত্ব হয়েছিল। কিন্তু তারা সবসময় নিজেকে আড়াল করে রাখতে চাইতো। নিজের সম্পর্কে খুব একটা বলতে চাইতোনা ধ্রুবকে। এভাবে ধীরে ধীরে ধ্রুবতারার গল্প এগোতে লাগলো। যে গল্পের মাঝে ভিন্ন রকমের অনুভূতি ছিল। হয়তো ধ্রুব তারাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। কিন্তু তারা কাউকে ভালবাসতে চায় না এই কথা বলে সব সময় ধ্রুবকে এড়িয়ে যেত। কিন্তু ধ্রুব বুঝতে পারতো তারাও তাকে ভালোবাসে। কারণ তারাও তার সাথে কথা বলত সবসময়।


এভাবে যখন ধ্রুবতারার গল্প চলছিল এরই মাঝে হঠাৎ করে তারা কবিতা লিখা বন্ধ করে দিল। ধ্রুব মনে মনে ভাবতে লাগলো হয়তো তারা তার ব্যস্ততার কারণে কবিতা লিখতে পারছে না। এরপর দিন গেল সপ্তাহ গেল তবুও তারা কোনভাবে ধ্রুবের সাথে যোগাযোগ করল না। এমনকি একটি কবিতাও লিখল না। যে তারা কবিতা লিখতে ভালোবাসতো সেই তারা এতটা দিন কবিতা লিখছে না ভেবে ধ্রুব মনে মনে অবাক হয়ে গেল। সেই সাথে ধ্রুব অনেক কষ্ট পাচ্ছিল তারার জন্য। এরপর আরো কিছুদিন কেটে গেল। এবার ধ্রুব প্রায় পাগলের মত হয়ে গেল। তারাকে ছাড়া তার একটি মুহূর্তও যেন কাটছে আর। সারাক্ষণ মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকতো সে। তখন তারা তাকে কল করে। সেও কিছুক্ষণ পরপর তারার সাথে কথা বলার চেষ্টা করছিল। কিন্তু তারার মোবাইলটি বন্ধ ছিল। হঠাৎ একদিন ধ্রুবর ফোনে তারার নাম্বার থেকে ফোন চলে আসলো।


night-g6e880b812_1920.jpg

Source

এবার ধ্রুব কিছুটা শান্ত হলো এরপর অনেক উৎসাহ নিয়ে ফোন রিসিভ করল। ওপাশ থেকে একটি গলা ভেসে আসছিল যে গলার মাঝে কোন মাধুর্য ছিল না। যেই কথাগুলো ফোনের ওপার থেকে শোনা যাচ্ছিল সেই কথাগুলো অনেকটা অস্পষ্ট। এবার ধ্রুব অনেকটা চিন্তায় পড়ে গেল। এরপর বারবার তারাকে বলতে লাগলো সেভাবে কথা বলছে কেন? তারা কেঁদে ফেলল। তারার কান্নার মাঝে অনেক কষ্ট ছিল। যে কষ্ট হয়তো কাউকে বোঝানো যাবে না। ধ্রুবতারার মাঝে যে অনুভূতি তৈরি হয়েছিল সেই অনুভূতি তাদের হৃদয়ে কষ্ট তৈরি করেছিল। এবার ধ্রুব অনেকক্ষণ চুপ থাকলো। ওপাশ থেকেও কোন শব্দ আসলো না। শুধুমাত্র জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছিল ধ্রুব।


হঠাৎ করেই ধ্রুব লক্ষ্য করল একটি এসএমএস এর মাধ্যমে তারা তাকে একটি কবিতা লিখে পাঠিয়েছে। আর নিচে লিখেছে এটাই আমার জীবনের শেষ কবিতা। হয়তো আর কোনদিন তোমাকে কবিতা শোনাতে পারবো না। তবে জীবনে যতটা দিন বেঁচেছি ততটা দিন তোমার সাথে আনন্দ বেঁচেছি। জানিনা আর কতটুকু সময় আমার জীবনে আছে। তবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি। হয়তো এই পৃথিবীতে আমার সময় খুবই অল্প। তাই তো শেষবারের মতো তোমাকে কবিতা শোনাতে পারলামনা। তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার দেওয়া ঠিকানা অনুযায়ী তুমি যদি কখনো আসো তাহলে একটিবার হলেও আমার কবরের পাশে গিয়ে দাঁড়িও। তাহলে আমি অনেক শান্তি পাব। ধ্রুব এখন তারার লেখা কবিতা এবং এই লেখাগুলো পড়ছিল তখন ধ্রুব অনেকটা স্তব্ধ হয়ে গেলো। এই পরিস্থিতির জন্য ধ্রুব মোটেও প্রস্তুত ছিল না। এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ল সেই ঠিকানার উদ্দেশ্য। ধ্রুব যখন সেই ঠিকানায় গিয়ে পৌঁছালো তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার তারা ঐ দূর আকাশের তারা হয়ে গিয়েছে। হয়তো সেই তারাকে আর কাছে পাওয়া সম্ভব না। হয়তো সেই তারাকে দূর থেকেই দেখতে হবে। আর দূর থেকেই ভালোবেসে যাবে তারাকে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88