পরিশ্রম ও সফলতা||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে। তবে আমার লেখালেখির নির্দিষ্ট কোন বিষয় বস্তু নেই। ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা থেকে ছোট ছোট লেখা লিখতে বেশ ভালো লাগে। তাই আজ আমি পরিশ্রম ও সফলতা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার লেখা আপনাদের ভালো লাগবে।



পরিশ্রম ও সফলতা:

graph-g05414e8c6_1920.jpg

Source



পৃথিবীটা বড়ই অদ্ভুত। আর অদ্ভূত হচ্ছে আমাদের চারপাশের মানুষগুলো। আমরা সকলে সফলতা চাই কিন্তু পরিশ্রম করতে চাইনা। সফলতাকে ঘিরে থাকতে সবাই অনেক ভালোবাসে। কিন্তু এটা কেউ ভেবে দেখে না পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। একজন মানুষের সফলতার পেছনে রয়েছে হাজার পরিশ্রমের কাহিনী। যদি কেউ সফল হতে চায় তাহলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। নিজেকে সফলভাবে তৈরি করতে হলে অবশ্যই লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য অনুযায়ী এগোতে হবে। জীবনে পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। একজন পরিশ্রমী ব্যক্তি কখনো সফলতার কথা চিন্তা করে পরিশ্রম করে না তার কর্মের ফল সে নিজেই পেয়ে যায়। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে বা সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের কোন বিকল্প নেই।



success-g3f7e20328_1920.jpg

Source



একজন মানুষের সফলতার পিছনে লুকিয়ে রয়েছে হাজারো ঘামের গন্ধ। কারণ পরিশ্রম করলে সফলতা আসবে এটাই মূল কথা। শরীর থেকে ঝরা বিন্দু বিন্দু পরিমাণ ঘাম একসময় সফলতার পথ তৈরি করবে। তবে জীবনে সফল হতে গেলে অবশ্যই ধৈর্যশীল এবং পরিশ্রমী দুটোই হতে হবে। একজন পরিশ্রমী ব্যক্তি অবশ্যই ধৈর্যশীল। তাই ধৈর্যশীল হলে এবং নিজের লক্ষ্যে এগোনোর জন্য পরিশ্রম করলে সফলতা অর্জন করা যাবে। পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করার কথা চিন্তা করা মানে বোকামি। ঘুমিয়ে স্বপ্ন দেখা আর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করার কথা চিন্তা করা একই কথা। ঘুম থেকে উঠলে যেমন স্বপ্ন ভেঙে যায় তেমনি জীবনের এক পর্যায়ে এসে যখন আমাদের ঘোর কেটে যায় তখন সময় অনেক দেরি হয়ে যায়। তখন সফলতা যেন স্বপ্নের মত মনে হয়। স্বপ্নকে যেমন ছোঁয়া যায় না তেমনি সফলতা দূরে চলে যায়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে সারাজীবন চেষ্টা করলেও সফলতা অর্জন করা সম্ভব হয় না। নিজেকে সফলভাবে গড়ে তুলতে হলে অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। লক্ষ্যবিহীন জীবন কখনো সফল হতে পারেনা।



ladder-g6782f92a6_1920.jpg

Source



একজন সফল মানুষ তার মেধা শক্তিকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করছে। আর আমরা যদি পরিশ্রম ছাড়াই সফলতা অর্জন করতে চাই সেটা সব সময় আমাদের স্বপ্নই রয়ে যাবে। সফলতা সবাই দেখতে পারে কিন্তু ভেতরে লুকানো কষ্ট গুলো এবং পরিশ্রম গুলো কখনো কেউ অনুভব করতে চায়না। অন্যের সফলতা দেখে আমরা ঈষান্বিত হয় কিন্তু তার সফলতার পেছনে লুকিয়ে থাকা হাজার পরিশ্রমের কথাগুলো আমরা কখনো বুঝতেও চাইনা। আমরা যদি সফলতার পিছনে লুকানো কথাগুলো বুঝতে পারতাম তাহলে অবশ্যই পরিশ্রমী হয়ে নিজের সফলতার পথে এগিয়ে যেতাম। ওপরের চাকচিক্য এবং সফলতা সবাই অনেক ভালোবাসে কিন্তু তার পেছনের পরিশ্রম কেউ দেখতে চায় না। পরিশ্রম ছাড়া একজন মানুষ কখনোই নিজের লক্ষ্যে পৌছাতে পারেনা। সবাইকে অবশ্যই মনে রাখতে হবে সফলতা কখনো একদিনে তৈরি হয় না। এর জন্য দিনের পর দিন পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া সফলতা যেন মরীচিকা। মরিচা যেমন দূর থেকে দেখা যায় তেমনি পরিশ্রম ছাড়া সফলতা মরীচিকার মত।



goal-g4aced63f0_1920.png

Source



জীবনে সফল হতে গেলে সর্বপ্রথম ধৈর্যশীল হতে হবে। কারণ একজন ধৈর্যশীল ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়। হাজার ব্যর্থতা থেকে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে সে ব্যর্থতাকে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া উচিত। ব্যর্থ হলে কখনোই থেমে থাকতে নেই। কারণ একেকটি ব্যর্থতা একেকটি সফলতার সিঁড়ি। সেই ব্যর্থতার সিঁড়ি বেয়ে সফলতার দিকে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। ব্যর্থতা থেকে সব সময় আমাদের সফলতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাওয়া উচিত। ব্যর্থতা সফলতা অর্জনের অনুপ্রেরণা যোগায়। যদি আমাদের জীবনের ব্যর্থতার সেই গল্পগুলো থেকে নিজের জীবনের সফলতা অর্জনের অনুপ্রেরণা পাই তাহলে জীবনকে সার্থক ভাবে গড়ে তুলতে পারবো। আর যদি ব্যর্থতার গ্লানি জীবনকে স্তব্ধ করে দেয় তাহলে কখনোই নিজেকে আর তৈরি করতে পারবোনা। হয়তো ব্যর্থতার সাথে সাথে সফলতার সিঁড়ি ভেঙে চুরমার হয়ে যাবে। তাই ব্যর্থতাকে সিঁড়ি করে সফলতার পথে এগোতে হবে সবসময়। এক একটি সিঁড়ি বেয়ে যেমন মানুষ উপরে উঠে যায় তেমনি ব্যর্থতাকে কেন্দ্র করে সেই সিঁড়ি দিয়ে সফলতার দিকে এগোতে হবে।



success-geaaf39334_1280.jpg

Source



প্রত্যেকটি সফলতার পেছনে লুকিয়ে রয়েছে অনেক অনেক ব্যর্থতার কাহিনী। হয়তো আমরা সফলতাকে দেখতে পারি কিন্তু সেই ব্যর্থতা গুলোকে উপলব্ধি করতে পারিনা। আমরা যদি সফলতার পেছনে লুকিয়ে রাখা ব্যর্থতাগুলো অনুভব করতে পারতাম তাহলে নিজের জীবনে হাজার ব্যর্থতা ও হতাশাগুলো থেকে শিক্ষা লাভ করে সফলতার দিকে এগিয়ে যেতাম। হতাশা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। কারণ হতাশা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। একজন মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন তার ভিতর লুকিয়ে রাখা সম্ভাবনাগুলো হতাশার মাঝে ডুবে যায়। সফলতা অর্জনের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে সে। তাই আমাদের সবসময় হতাশাকে দূরে সরিয়ে দিয়ে নিজের পরিশ্রম ও মেধায় সফলতার দিকে এগিয়ে যাওয়া উচিত। হতাশা হচ্ছে আমাদের সফলতার বিপরীত। তাই হতাশাকে দূরে ঠেলে দিয়ে সফলতাকে বন্ধু ভেবে এগিয়ে যাওয়া উচিত। হয়তো জীবনে চলার পথে নানান পরিস্থিতির কারণে হতাশা জীবনে নেমে আসে। কিন্তু সেই হতাশাকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে জীবনে সফল হতে পারবো। হতাশাকে দূরে ঠেলে দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আরো বেশি পরিশ্রমী হতে হবে। পরিশ্রম কখনো বৃথা যাবেনা। কারণ পরিশ্রম ও সফলতা একে অন্যের বন্ধু।



success-gff98d4294_1920.jpg

Source



নিজের ওপর ভরসা রেখে আত্মবিশ্বাসের সাথে আমরা যদি সফলতার পথে এগিয়ে যাই তাহলে একদিন সফলতা আমাদের পিছে দৌড়াবে। নিজের আত্মবিশ্বাস সফলতার অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। আত্মবিশ্বাস ছাড়া কখনই সফলতা অর্জন করা যায় না। আত্মবিশ্বাস মানুষকে পরিশ্রমী করে তুলে। নিজের মধ্যে যদি ইচ্ছাশক্তি প্রবল হয় তাহলে অনেক কঠিন কাজও খুব সহজে করা সম্ভব হয়। আর নিজের মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে তাহলে সহজ জিনিস গুলোও খুব সহজে ভুল হয়ে যায়। আত্মবিশ্বাস মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে সহায়তা করে। একজন মানুষ তার আত্মবিশ্বাসের সাথে যদি সফলতার পথে এগিয়ে যায় তাহলে একদিন ঠিকই সে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। আর আমাদের ভিতরে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে ও মনোবলের অভাব থাকে তাহলে আমরা কখনই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবোনা। একদিকে যেমন আমাদেরকে পরিশ্রমী হতে হবে অন্যদিকে নিজের মনোবল স্থির করতে হবে। তবেই আমরা নিজের লক্ষ্য অর্জন করতে পারবো এবং জীবনে সফল হতে পারবো।



আমার এই লেখাগুলো পড়ে আপনাদের কেমন লেগেছে জানিনা তবে আমি চেষ্টা করেছি আমার মন থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। পরিশ্রম ও সফলতা নিয়ে আমার কিছু কথা আপনার লেখনীর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।



❣️আমার লিখাটি পড়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।❣️

Sort:  
 3 years ago 

পরিশ্রম এবং সফলতা একে অপরের পরিপূরক।সফলতার কোনো শর্টকাট পথ নেই।এর জন্য পরিশ্রম অবশ্যই দরকার। এজন্য আমাদের সকলকে মনে আত্মবিশ্বাস রেখে শ্রম দিতে হবে।সুন্দর লিখেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপু আজ আপনি সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই পৃথিবীতে সবাই সফলতা পেতে চাই কিন্তু পরিশ্রম করতে চায় না। পরিশ্রম না করে যে সফলতা পাওয়া যায় সেই সফলতায় কখনো সার্থকতা থাকেনা কিন্তু সেটা কেউ বোঝেনা। আমাদের অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে সফলতার পথ যত কঠিনই হোক না কেন আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।

 3 years ago 

খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আসলেই পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয়। সফল হতে হলে আমাদের অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে। এবং আপনি যে কথাটি বলেছেন যে সফল হতে হলে আমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কারণ জীবনে সফল হতে গেলে এর পেছনে অনেক ব্যর্থতার গল্প থাকে আর ব্যর্থতার সময় আমরা যদি ধৈর্য্য হারা হয়ে পড়ি তাহলে আমাদের জীবনে সফল হওয়া সম্ভব না। তাই আমাদের ধৈর্য ধরে নিজের লক্ষ্য স্থির রেখে কাজ করে যেতে হবে। আপনার লেখাটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাংলা প্রভাতে আছে -পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রমের ফলেই মানুষ সফলতার মূল দরজায় পৌঁছাতে পারে। নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস রেখে যদি পরিশ্রম করা যায় তাহলে সফলতা অর্জন হবেই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বিষয় গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে সাফল্যতার বিষয়গুলো তুলে ধরেছেন। আসলেই পরিশ্রম ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। যে ব্যক্তি পরিশ্রম করেছে সেই সফলতা অর্জন করেছে। সফলতার মূল চাবিকাঠি পরিশ্রম একমাত্র পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। আর এই পরিশ্রমটা হতে হবে সৎ ভাবে। তাহলে জীবনটা আনন্দময় হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41