Diy- ক্রিসমাস কার্ড তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। প্রথমেই সবাইকে ক্রিসমাস ডের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজ ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা ক্রিসমাস কার্ড সবার কাছে ভালো লাগবে।


ক্রিসমাস কার্ড তৈরি:

IMG_20221225_171301.jpg
Device-OPPO-A15
IMG_20221225_170225.jpg
Device-OPPO-A15


ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করে সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। ক্রিসমাস ডে তে সবাই অনেক আনন্দ উদযাপন করে। এই ধর্মীয় উৎসবে পুরো বিশ্ব নতুনভাবে সেজে ওঠে। তাইতো আমিও নিজের মতো করে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা কার্ড আপনাদের কাছে কেমন হয়েছে। তবে অনেকটা সময় লেগেছে এই কার্ড তৈরি করতে। আসলে সকাল থেকে খুব একটা ভালো লাগছিল না। তাইতো এই কাজ করতে আরও বেশি সময় লেগেছে। জানি খুব একটা ভালো হয়নি তবুও চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ক্রিসমাস কার্ড তৈরি করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।

IMG20221225154608.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG_20221225_171359.jpg
Device-OPPO-A15
IMG20221225155234.jpg
Device-OPPO-A15


ক্রিসমাস ডে উপলক্ষে এই সুন্দর কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা রঙের কাগজ নিয়েছি এবং মাঝখানে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG_20221225_171550.jpg
Device-OPPO-A15
IMG_20221225_171624.jpg
Device-OPPO-A15


এবার উপরের দিকের অংশে কেটে নেওয়ার জন্য সুন্দর করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG_20221225_171648.jpg
Device-OPPO-A15
IMG20221225155538.jpg
Device-OPPO-A15


এবার কাঁচি দিয়ে উপরের অংশে দাগ অনুযায়ী কেটে নিয়েছি।


ধাপ-৪

IMG20221225155758.jpg
Device-OPPO-A15
IMG20221225155835.jpg
Device-OPPO-A15


এবার সুন্দরভাবে ভেতরের দিকের অংশে একটি লাল কাগজ লাগিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20221225160106.jpg
Device-OPPO-A15
IMG20221225160311.jpg
Device-OPPO-A15


এবার সান্তা ক্লজের মুখের অংশ তৈরি করার জন্য গোল করে কাগজ কেটে নিয়েছি।


ধাপ-৬

IMG20221225160427.jpg
Device-OPPO-A15
IMG20221225160446.jpg
Device-OPPO-A15


এবার সান্তা ক্লজের মাথার টুপিটি তৈরি করার জন্য লাল রঙের কাগজ নিয়ে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৭

IMG20221225160510.jpg
Device-OPPO-A15
IMG20221225160552.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে কাগজটি সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20221225161125.jpg
Device-OPPO-A15
IMG20221225161340.jpg
Device-OPPO-A15


এবার সান্তা ক্লজের মুখের অংশ সুন্দর করে তোলার জন্য বিভিন্ন অংশ তৈরি করে নিয়েছি।


ধাপ-৯

IMG20221225161430.jpg
Device-OPPO-A15
IMG20221225161530.jpg
Device-OPPO-A15


এবার সান্তা ক্লজের মুখের অংশ সুন্দর করে আঠা দিয়ে লাগিয়েছি। এরপর মাথার টুপির অংশ লাগিয়েছি।


ধাপ-১০

IMG20221225162044.jpg
Device-OPPO-A15
IMG20221225162131.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সান্তা ক্লজের মুখের অংশ সুন্দর করে তোলার জন্য চোখগুলো লাগিয়ে নিয়েছি।


ধাপ-১১

IMG20221225162257.jpg
Device-OPPO-A15
IMG20221225162521.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে অন্যান্য অংশ সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১২

IMG20221225163011.jpg
Device-OPPO-A15
IMG20221225163635.jpg
Device-OPPO-A15


এবার মেরি ক্রিসমাস লেখাটি পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে। এরপর রঙিন কলম দিয়ে একে নিয়েছি।


ধাপ-১৩

IMG20221225164312.jpg
Device-OPPO-A15
IMG20221225164403.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট ক্রিসমাস ট্রি তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে এই কার্ড দেখতে ভালো লাগে। এরপর আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১৪

IMG20221225164731.jpg
Device-OPPO-A15
IMG20221225165414.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট স্টার তৈরি করার জন্য লাল রঙের কাগজে দাগ দিয়ে নিয়েছি। এরপর সুন্দর করে কাগজ কেটে নিয়েছি। এরপর অন্যান্য অংশগুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20221225_170153.jpg
Device-OPPO-A15


ক্রিসমাস ডে তে ক্রিসমাস কার্ড উপহার দিলে সবাই অনেক খুশি হয়। তাইতো আমি রঙিন কাগজের ব্যবহার করে একটি সুন্দর ক্রিসমাস কার্ড তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা কার্ড সকলের কাছে কেমন লেগেছে। তবে এই কার্ডটি তৈরি করতে আবার অনেকটা সময় লেগেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আমার কাছে কার্ডটি ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে ক্রিসমাস ডে তে পুরো বিশ্ব বেশ আনন্দে মেতে ওঠে। আজকের এই দিনে চমৎকার একটি কার্ড উপহার দিয়েছেন।

আসলে মন ভালো না থাকলে কাজে ভীষণ দেরি হয়। তবুও চমৎকারভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছেন।

 2 years ago 

সত্যি ভাইয়া এই কাজটি করতে আমার অনেকটা দেরি লেগেছে। আসলে কোন কাজ দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বোঝা যায় কতটা দেরি হয়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

ক্রিসমাস ডে উপলক্ষে ক্রিসমাস কার্ড বেশ দারুন হয়েছে। আসলেই প্রত্যেকটি মার্কেট বেশ সুন্দর করে সাজিয়েছে। যাই হোক আপু কার্ড টা বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে সান্তা ক্লজটা বেশ ভালো লেগেছে আমার কাছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

ক্রিসমাস ডে তে ক্রিসমাস কার্ড তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে আপু। সত্যিই সব জায়গায় সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক আমার কার্ড আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজ ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে এই কাজটি সম্পুর্ন করেছেন। ইউনিক আইডিয়া শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া ক্রিসমাস ডে উপলক্ষে কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আমার কার্ড দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে এই কাজগুলো করতে সত্যি অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এই কাজটি করতে আমার অনেকটা সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কে বলেছে আপনার তৈরি ক্রিসমাস কার্ডটি ভালো হয়নি। জাস্ট অসাধারণ হয়েছে আপু। লাল ও সাদা রঙিন কাগজ ব্যবহার করে দেখতে আরো সুন্দর লাগছে। সত্যি আপু অনেক সুন্দর হয়েছে। আজ সারা দেশে ক্রিসমাস উপলক্ষে উদযাপন করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমার তৈরি করা কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। লাল এবং সাদা রঙের ব্যবহারে ক্রিসমাস কার্ড সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

ভুলেই গেছিলাম আজকে বড়দিন। অবশ্য বড়দিনের ছুটি কাটাচ্ছিলাম নানান ব্যস্ততাই,সে জন্য স্মরণে ছিল না। তবে এই দিনের সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মন মুগ্ধ হয়ে গেল। টুপি তৈরি করার জন্য লাল রঙ্গের ভাস করাটা ছিল অসাধারণ। সব মিলিয়ে দারুন হয়েছে কার্ডটি।

 2 years ago 

আপনি হয়তো ব্যস্ততার মাঝে ছিলেন তাই এই ক্রিসমাসডের কথা ভুলে গিয়েছিলেন। যাইহোক এবার যেহেতু মনে পড়েছে আশা করছি আপনি ব্যস্ততার মাঝেও এই দিনটি স্মরণ করতে পেরেছেন। টুপি তৈরি করার জন্য লাল রঙের কাগজ ব্যবহার করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আইডিয়া দারুন ছিল আপু।ক্রিসমাস উপলক্ষ্যে সুন্দর একটা কার্ড তৈরি করেছেন। আসলে এই ধরনের ডাই পোস্ট গুলো আপনার অনেক সুন্দর হয়ে থাকে। আজকের ডাই পোস্ট টি মনোমুগ্ধকর ছিল। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

নতুন আইডিয়াইতে নতুন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি ভাইয়া। আমার এই পোস্ট দেখে আপনার ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন জেনে সত্যি ভালো লাগলো। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

ক্রিসমাস ডে উপলক্ষে আপনি খুব সুন্দর একটা কার্ড তৈরি করেছেন আপু।আপনার আইডিয়া টা অনেক ভালো লেগেছে।আর আপনার কার্ডটা অনেক সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা কার্ড বানানোর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ক্রিসমাস ডে উপলক্ষে এই সুন্দর কার্ড তৈরি করার জন্য। আমার তৈরি করা কার্ড এবং আইডিয়া আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। মতামত প্রকাশের মাধ্যমে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ক্রিসমাস কার্ডটি বেশ সুন্দর হয়েছে আপু।

ক্রিসমাস ডে তে ক্রিসমাস কার্ড উপহার দিলে সবাই অনেক খুশি হয়।

এইজন্যে আমিও ভেবেছিলাম এই বড়দিনে এমন একটি কার্ড তৈরি করে কাছের মানুষেদের উপহার করবো কিন্তু সময় এর অভাবে তা আর করে ওঠা হয় নি।

 2 years ago 

সত্যি ভাইয়া ক্রিসমাস ডের বিশেষ দিনে কাছের মানুষদের উপহার দিলে সবাই অনেক খুশি হয়। আপনি যেহেতু কার্ড তৈরি করার সময় পাননি তাই হয়তো দিতে পারেননি। আগে জানলে আমার কার্ডটি পাঠিয়ে দিতাম। 🤪🤪

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62571.47
ETH 2429.90
USDT 1.00
SBD 2.66