বিরহের অন্তরালে💔||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। ভালোবাসা যেমন আমাদের জীবনের অংশ তেমনি ভালবাসার সাথে মিশে রয়েছে বিরহ। প্রেমিক হৃদয় পুড়ে পুড়ে ছাই হয় সেই বিরহের আগুনে। সবকিছুই যেন বিরহের অন্তরালে। তাই আমি আজ ভালবাসার সেই বিরহের অনুভূতি নিয়ে দেখা কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি লিখতে ভালোবাসি তাই পাঠকের মন বোঝার চেষ্টা করি। পাঠক মনের বিরহের অনুভূতিগুলো আমি আমার লেখনীর মাঝে প্রকাশ করার চেষ্টা করছি।


💔বিরহের অন্তরালে:💔

love-gfa58dc48f_1920.jpg

Source


ভালোবাসা আমাদের জীবনের অংশ। বিরহ বিনা ভালোবাসা কখনো খাঁটি হয় না। বিরহের আগুন ভালোবাসাকে পুড়ে পুড়ে আরো বেশি খাঁটি করে দেয়। যে ভালোবাসার মাঝে কষ্ট নেই, বিরহ নেই সেই ভালোবাসা ক্ষণিকের অনুভূতি। যে অনুভূতিগুলো যেকোনো সময় ঠুনকো কাঁচের মতো ভেঙে যেতে পারে। যে ভালোবাসা বিরহের আগুনে পুড়ে পুড়ে হৃদয়কে সিক্ত করে নিয়েছে সেই হৃদয়ে প্রিয় মানুষের জন্য জমা ভালোবাসা সারাজীবন রয়ে যায়। এই পৃথিবীর মানুষগুলো ভালোবাসার পিছনে ছুটতে ছুটতে ব্যস্ত। কিন্তু সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যে ভালোবাসায় বিরহ নেই সেই ভালোবাসা কখনো খাঁটি হতে পারে না। বিরহের অন্তরালে খাঁটি ভালোবাসা লুকিয়ে থাকে।


couple-gcfc4ef09f_1920.jpg

Source


দুটি অবুঝ মনের মিলনে সৃষ্টি হয় ভালোবাসা। ক্ষনিকের ভালোবাসা কখনোই বিরহ এনে দেয় না। ক্ষনিকের ভালোবাসা গুলো যেমন ক্ষণিকের জন্য আসে ঠিক তেমনি স্বপ্ন দেখার মতোই হারিয়ে যায়। আমাদের জীবনের বাস্তবতা ক্ষনিকের মোহের কাছে বড় বেশি অসহায়। এই ক্ষুদ্র জীবনে ভালোবাসা চাওয়া না পাওয়ার মাঝে কেটে যায়। জীবনে ভালোবাসার অনুভূতি গুলো আজকাল ফ্যাকাশে মনে হয়। ভালবাসার অন্তরালে লুকানো বিরহের সেই সুরগুলো হৃদয়ের কোনে বেজে ওঠে। প্রতিটি ভালোবাসার গল্পের পিছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার বিরহের কান্না। সে কান্না লোকচক্ষুর আড়াল করা গেলেও নিজের বিবেকের কাছে কখনোই আড়াল করা যায়। বিরহের অন্তরালে লুকানো কান্নাগুলো নিভৃতে মনের অজান্তে জেগে ওঠে। যে কান্নার শব্দ শুধু নিজের হৃদয় শুনতে পায়। হুহু করে কেঁদে ওঠে হৃদয়। হয়তো সেই কান্না বাহিরে প্রকাশ করা যায় না। কিছু কিছু অনুভূতি আছে যেগুলো শুধুমাত্র একান্তই নিজের। যে অনুভূতি গুলো কারো সাথে ভাগ করে নেওয়া যায়না। নিজের কষ্টের অনুভূতি গুলো ও বিরহের অনুভূতি গুলো কাউকে বলে বোঝানো যায় না।


couple-g8bca745f3_1920.jpg

Source

ক্ষনিকের সেই ভালোলাগা যখন ভালোবাসায় রূপ নেয় তখন এই প্রেমিক হৃদয় আনন্দে আত্মহারা হয়ে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র ভালোলাগাগুলো সময়ের সাথে সাথে ভালবাসায় পরিনত হয়। যখন সেই ভালবাসাগুলো ঠুনকো কাঁচের মত ভেঙে যায় তখন এই হৃদয়ের কোনে জমা ভালোবাসাগুলো কাটা হয়ে হৃদয়ে বিধে। সেই কাঁটাগুলো এতটাই বিষাক্ত যে সব সময় হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে। বিরহের অন্তরালে লুকানো হৃদয়ের রক্তক্ষরণ হৃদয় ক্ষত বিক্ষত করে দেয়। হয়তো হৃদয় চিরে সেই ক্ষত বিক্ষত হৃদয় কাউকে দেখানো যায়না। নিজের ভেতরে লুকানো চাপা কষ্টগুলো ধুকে ধুকে নিজেকে শেষ করে দেয়। বিরহের অন্তরালে লুকানো চাপা কান্না ও হৃদয়ের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে। যে অশ্রুর মাঝে মিশে রয়েছে হৃদয় থেকে ঝরে পড়া কয়েক ফোঁটা রক্ত। রক্তগুলো কান্না হয়ে চোখের কোনায় নদীর ধারার মতো বয়ে চলে। সেই কান্নার অনুভূতি প্রিয় মানুষটির কাছে অজানাই রয়ে যায়।


heartsickness-g57fa3f121_1920.jpg

Source

হৃদয়ের কান্না যদি প্রিয় মানুষেরটিকে দেখানো যেত তাহলে হয়তো সে আঁতকে উঠতো। বিরহের অন্তরালে হৃদয় যখন ক্ষতবিক্ষত হয়ে যায় সেই ক্ষতবিক্ষত হৃদয় দেখে বিরহী মন আঁতকে ওঠে। মাঝে মাঝে ক্ষত হৃদয় নিজেই শিহরিত হয়ে যায়। আর সেই কষ্টের অনুভূতি গুলো প্রিয় ভালোবাসার মানুষের কাছে অব্যক্তই রয়ে যায়। কিছু কিছু কথা রয়েছে সারাজীবন হৃদয়ে রয়ে যায়। এগুলো প্রিয় মানুষটিকে কখনো বলা হয়ে ওঠেনা। কিছু কিছু কথা মুখ ফুটে বলতে গেলেই হাজারো জড়তা এসে ভিড় করে। সময়ের প্রেক্ষাপট কিংবা জীবনের প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে না বলা কথাগুলো না বলাই থেকে যায়। মনের মাঝে হাজারো কথা অব্যক্ত রয়ে যায়। সেই অব্যক্ত কথাগুলো হৃদয়ের মাঝে ক্ষতবিক্ষত করে দেয়। বিরহের অন্তরালে লুকানো ক্ষতবিক্ষত হৃদয় সেই প্রিয় মানুষটি কখনোই দেখেনো হয় না। কারণ ক্ষত বিক্ষত হৃদয়ের কথা হয়তো সেই প্রিয় মানুষটিকে জানানো হয় না বা জানোর মতো সুযোগ হয় না। অভিমান মানুষকে অনেক বেশি ধৈর্যশীল করে। কষ্টে ভিতরটা তছনছ হয়ে গেলেও অভিমান কমেনা। অভিমানের চাদরে ঢাকা পড়ে যায় সেই ভালবাসার মধুর অনুভূতিগুলো।


love-g662f701d0_1920.jpg

Source

বিরহের সাথে অভিমানের গভীর সম্পর্ক রয়েছে। বিরহ যেমন ভালোবাসাকে দূরে সরিয়ে দেয় তেমনি অভিমানের চাদরে বিরহ নিজেকে ঢেকে রাখে। ভিতরে পুড়ে ছাই হয়ে গেলেও অভিমান ভালোবাসাকে প্রকাশ করতে দেয় না। এই হৃদয় বড়ই অভিমানী। অভিমানের চাদর ক্ষতবিক্ষত হৃদয়কে নিজের চাদরে ঢেকে রাখে। অভিমানের কারণে হাজার হাজার সম্পর্ক ওই নীল আকাশের তারার মত হারিয়ে যায়। শুধুমাত্র অভিমানের কারণে একটি মধুর প্রেমের সম্পর্ক বিরহের অন্তরালে হারিয়ে যায়। দুটি হৃদয়ের কোনে জমা ভালোবাসাগুলো অভিমানের কারণে অপূর্ণই রয়ে যায়। অভিমান তার শক্তিশালী আবরণে ভালোবাসাকে বিরহের রূপ দান করে। প্রত্যেকটি ভালোবাসার বিরহের গল্পের পেছনে লুকিয়ে রয়েছে অনেক বেশি অভিমান। কারণ অভিমান ছাড়া বিরহ তৈরি হয় না। অভিমানকে দূরে সরিয়ে দুটি প্রেমিক হৃদয় যদি এক হয়ে নিজের অব্যক্ত কথাগুলোকে ব্যাক্ত করে তাহলে হয়তো বিরহের অন্তরালে থেকে নিজেকে মুক্ত করে ভালোবাসায় রাঙিয়ে দিতে পারে তাদের দুটি জীবন।


people-gdfab80530_1920.jpg

Source

এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের মনে লুকানো ভালোবাসা যখন অভিমানের চাদর থেকে বেরিয়ে আসবে তখন এই বিরহের সুর গুলো ভালোবাসায় রূপ নিবে। ভালোবাসা ছাড়া যেমন জীবন চলে না তেমনি ভালবাসার মাঝে বিরহের সুর না থাকলে ভালোবাসা পূর্ণতা পায় না। বিরহ ভালোবাসাতে পুড়ে পুড়ে আরো বেশি পূর্ণ করে। যে খাঁটি ভালোবাসা সারাজীবন দুটি হৃদয়কে একত্রিত করে। তাই সকলের কাছেই প্রত্যাশা অভিমানকে দূরে সরিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন যেন সকলে সুখে থাকতে পারে। বিরহের অন্তরালে লুকানো কষ্ট গুলো যেন কেউ অনুভব করতে না পারে সেই কামনাই করছি।


বিরহের অন্তরালে এই বিষয়বস্তুর উপর লেখা আমার কিছু কথা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার লেখনী সার্থক হবে। আমি আমার লেখার মাঝে হাজারো প্রেমিকযুগলের মনের অব্যক্ত কথা আমার অনুভূতিতে ও আমার লেখনীতে প্রকাশ করেছি। আশা করছি আমার লেখনী সকলের কাছে ভালো লেগেছে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি খুবই সুন্দর লিখেছেন। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো। বিরহের অন্তরালে এই বিষয় বস্তুর উপর লেখা খুব ভালো ছিলো। আশা করি সামনে আরো এমন কিছু লেখা আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমার লেখা আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে একটি পোষ্ট লিখেছেন। আপনার পোষ্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65811.20
ETH 3178.05
USDT 1.00
SBD 2.54