Diy-বারান্দা ও চাঁদনী রাতের পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে ভালো লাগে। তবে খুব একটা ভালো পেইন্টিং করতে পারিনা। মাঝে মাঝে চেষ্টা করি। তেমনি আজকে আমি বারান্দা ও চাঁদনী রাতের একটি পেইন্টিং করার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


বারান্দা ও চাঁদনী রাতের পেইন্টিং:

IMG_20230114_111039.jpg
Device-OPPO-A15


বারান্দা থেকে চাঁদনী রাত দেখতে ভীষণ সুন্দর লাগে। আসলে চাঁদনী রাতের প্রকৃতি দেখতে সবারই অনেক ভালো লাগে। আকাশের সুন্দর চাঁদ ও প্রকৃতি সব কিছু মিলে দেখতে ভীষণ ভালো লাগে। তাইতো আমি প্রকৃতির সৌন্দর্যকে আরও বেশি রাঙিয়ে তুলতে এই পেইন্টিংটি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230111154909.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230111155250.jpg
Device-OPPO-A15
IMG20230111155356.jpg
Device-OPPO-A15


প্রথমে সম্পূর্ণ পেজ সুন্দর করে নীল রং করে নিয়েছি। যাতে করে পেইন্টিংটি করতে সুবিধা হয়।


ধাপ-২

IMG20230111155523.jpg
Device-OPPO-A15
IMG20230111155529.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। পেন্সিল দিয়ে এঁকে নিলে পরবর্তীতে রং করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20230111155617.jpg
Device-OPPO-A15
IMG20230111155909.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে বারান্দার অংশ এঁকে নিয়েছি। যাতে করে বারান্দা থেকে চাঁদের আলো দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20230111155959.jpg
Device-OPPO-A15
IMG20230111160032.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশের চিত্র অঙ্কন করেছি এবং ল্যাম্পপোস্ট অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230111160120.jpg
Device-OPPO-A15
IMG20230111160256.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে একটি চাঁদ অঙ্কন করার চেষ্টা করেছি। চাঁদের আলো দেখতে কেমন ভালো লাগে তেমনি অঙ্কন করতেও ভালো লাগে।


ধাপ-৬

IMG20230111160320.jpg
Device-OPPO-A15
IMG20230111160546.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে গাছ অঙ্কন করার চেষ্টা করেছি এবং গাছের ডালপালা অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230111160850.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু ডালপালা অঙ্কন করেছি। যাতে দেখতে ভালো লাগে এবং আরো বেশি সুন্দর ভাবে ফুটে ওঠে।


ধাপ-৮

IMG20230111160938.jpg
Device-OPPO-A15
IMG20230111161147.jpg
Device-OPPO-A15


গাছের ডালপালাগুলো অঙ্কন করা হয়ে গেলে ছোট ছোট কথাগুলো অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230111161238.jpg
Device-OPPO-A15
IMG20230111161355.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে সাদা রংয়ের ব্যবহার করে চাঁদের আলো রাঙিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230111161611.jpg
Device-OPPO-A15
IMG20230111161651.jpg
Device-OPPO-A15


এবার পাখি অঙ্কন করার জন্য পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপর রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230111161843.jpg
Device-OPPO-A15
IMG_20230114_111606.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে রং এর ব্যবহার করে পাখিগুলো অঙ্কন করেছি এবং অন্যান্য কিছু অংশের কাজগুলো করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

CamScanner 01-11-2023 16.27_1.jpg
Device-OPPO-A15


বারান্দা ও চাঁদনী রাতের পেইন্টিং করতে আমার ভালো লেগেছে। আসলে সময় পেলেই পেইন্টিং করার চেষ্টা করি। কিন্তু সময়ের অভাবে মাঝে মাঝেই করা হয়ে ওঠে না। তবুও আজকে আমি চেষ্টা করেছি এই পেইন্টিংটি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আশা করছি আমার এই পেইন্টিং আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আকাশের চাঁদ ও প্রকৃতি দেখতে আসলেই অনেক ভালো লাগে। আপনার বারান্দা ও চাঁদনী রাতের পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে। নীল কালারটা অনেক সুন্দর ফুটেছে। আপনার মনে হয় নীল রঙ অনেক পছন্দ এজন্য আপনার বেশিরভাগ পেইন্টিং দেখি নীল কালারের হয়ে থাকে ভালই লাগে দেখতে।

 2 years ago 

চাঁদ এবং প্রকৃতি দেখতে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। নীল কালার করে আমি এই পেইন্টিং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। নীল রং আমার ভীষণ প্রিয়। তাই তো বেশিরভাগ পেইন্টিং এর ক্ষেত্রে নীল রং ব্যবহার করার চেষ্টা করি।

 2 years ago 

আর কত দেখবো এই চাদঁনী রাতের দৃশ্য ৷ সত্যি বলতে দারুন হয়েছে আপু ৷ একদম নিখুঁত আর অনেক যত্নের সাথে অংকন করেছেন ৷ অনেক ভালো লাগে আপনার রং পেন্সিল দিয়ে এসব চাদঁনি রাতের দৃশ্য ৷
অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি চাদঁনি রাতের দৃশ্য টি ৷

 2 years ago 

চাঁদনী রাতের সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে। তাই তো পেইন্টিং করার চেষ্টা করি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া নিজের মতামত সুন্দর করে তুলে ধরার জন্য।

 2 years ago 

খুবই অসাধারণ একটি চাঁদনী রাতের দৃশ্য আর্ট করেছেন আপনি। পাখিগুলো অনেক সুন্দর করে আর্ট করেছেন। কালো, নীল, সাদা এই রংগুলোর সমন্বয়ে বেশ সুন্দর করে আর্ট ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

আমার অংকন চিত্রটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু আর্ট করতে। তাইতো কালো নীল এবং সাদা রঙের সমন্বয়ে এই পেইন্টিং করার চেষ্টা করেছি আপু।

 2 years ago 

আপু আপনার প্রেইন্টিং গুলো দেখতে অনেক সুন্দর হয়, আজ ও তার ব্যতিক্রম হয়নি।বারান্দা ও চাঁদনী রাতের প্রেইন্টিং দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছেন যাতে রঙ করতে সুবিধা হয়। পাখি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা পেইন্টিং আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো আপু। বারান্দা এবং চাঁদনী রাতের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পাখিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু চাঁদনী রাতে পাখিগুলো বারান্দায় কি করে😉 মনে হয় ডেটিং এ এসেছে।হা হা। যাই হোক বারান্দা ও চাঁদনী রাতের পেইন্টিং বেশ দারুন হয়েছে। কালার কম্বিনেশন টা ভালো ছিলো।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। সময় নিয়ে পেইন্টিং করে আমাদের কে উপহার দেওয়ার জন্য।ধন্যবাদ

 2 years ago 

পাখিগুলো চাঁদনী রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছে আপু। তারা পাখি বলে কি চাঁদনী রাত দেখার সৌভাগ্য তাদের নেই? একটু উকিঝুকি মারতে এসেছিল বারান্দায়।

 2 years ago 

চাঁদনি রাতে পাখিও টাইম স্পেন্ড করে আর আমি একা একা চাঁদ দেখি,ওহ কি কপাল!
সুন্দর এবং আকর্ষণীয় ছিল আর্টটা।শুভ কামনা রইলো।

 2 years ago 

পাখিরাও মনে হয় আপনার চেয়ে রোমান্টিক। তাই তারাও টাইম স্পেন্ড করতে চলে এসেছে। আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন🤪। যাই হোক ভাইয়া জীবনে কেউ চলে আসুক এই দোয়া করি।

 2 years ago 

চাঁদনী রাতে অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের পেইন্টিং সত্যি অসাধারণ হয়েছে। উপস্থাপন ছিল খুবই সুন্দর, ভালো লাগলো।

 2 years ago 

চাঁদনী রাতের সৌন্দর্য পেইন্টিং আপনার ভালো লেগেছে এবং উপস্থাপন ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

পোস্টার রং দিয়ে খুব চমৎকারভাবে বারান্দা ও চাঁদনী রাতে দৃশ্য অঙ্কন করেছেন, যেটি অনেক চমৎকার হয়েছে।আর কালার কম্বিনেশন ও ভালো ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

পোস্টার রং দিয়ে বারান্দা এবং চাঁদনী রাতের সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। আসলে কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। তবে পেইন্টিং করতে ভালো লেগেছে।

 2 years ago 

বেশ চমৎকার ছিল আপনার পেইন্টিংটি। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago (edited)

বারান্দা ও চাঁদনী রাতের পেইন্টিং দারুণ করে করেছেন আপনি। পুরো আর্ট আমার খুব ভালো লেগেছে আপু। আমি আগে ক্যানভাসে করেছি,এখন দেয়ালে করি।আমাদের মাঝে এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago (edited)

প্রতিবারের মতো এবারও আপনি চাঁদনী রাতের চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দেখতে দেখতে আপনার অনেকগুলো পেইন্টিং দেখতে পেলাম। প্রতিটি পেইন্টিং জাস্ট অসাধারণ ছিল। এরকম আরো সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দিন আপু। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42