Diy-গোধূলি বেলার সুন্দর পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে। আর শরীরটাও খুব একটা ভালো নেই। তাই পেইন্টিং করার সুযোগ হয়েছে না। তবুও আজকে চেষ্টা করলাম ছোট একটি পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি গোধূলি বেলার সুন্দর এই পেইন্টিং আপনাদের কাছে ভালো লাগবে।


গোধূলি বেলার সুন্দর পেইন্টিং

IMG_20230128_184807.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলায় প্রকৃতি সেজে উঠে ভিন্ন সাজে। প্রকৃতির এই ভিন্নরূপ দেখতে ভালো লাগে। তাই তো মাঝে মাঝে গোধূলি বেলার সৌন্দর্যের পেইন্টিং করার চেষ্টা করি। যখন প্রকৃতি নতুনভাবে নিজেকে সাজিয়ে তোলে তখন দেখতে ভালো লাগে। আর গোধূলির সৌন্দর্য পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তাইতো আমি বারবার গোধূলির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। যদিও ভালো পেইন্টিং করতে পারি না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় গোধূলির অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230128161040.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230128161630.jpg
Device-OPPO-A15
IMG20230128161655.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার প্রকৃতি সুন্দর ভাবে তুলে ধরার জন্য প্রথমে কমলা রঙের ব্যবহার করেছি।


ধাপ-২

IMG20230128161804.jpg
Device-OPPO-A15
IMG20230128161845.jpg
Device-OPPO-A15


এবার সম্পূর্ণ অংশে হালকা হলুদ রঙের ব্যবহার করেছি। যাতে করে গোধূলির সৌন্দর্য ফুটে উঠে।


ধাপ-৩

IMG20230128162050.jpg
Device-OPPO-A15
IMG20230128162143.jpg
Device-OPPO-A15


এবার গোধূলির আকাশে ডুবন্ত সূর্যটি অঙ্কন করার জন্য গোল বৃত্ত অঙ্কন করেছি। এরপর নিচের দিকে কিছু অংশ অঙ্কন করার চেষ্টা করেছি


ধাপ-৪

IMG20230128162337.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশ এবং গাছ সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি


ধাপ-৫

IMG20230128162416.jpg
Device-OPPO-A15
IMG20230128162955.jpg
Device-OPPO-A15


এবার রংয়ের ব্যবহার করে পেইন্টিংটি আরও বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। এজন্য প্রথমে গাছটি সুন্দরভাবে অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230128163131.jpg
Device-OPPO-A15
IMG20230128163424.jpg
Device-OPPO-A15


এবার গাছের ছোট ছোট পাতা অঙ্কনের চেষ্টা করেছি। গাছের ছোট ছোট পাতা গুলো দেখতে ভালো লাগে। তাইতো আমি চেষ্টা করেছি পেইন্টিং এর এই সুন্দর গাছটিকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য।


ধাপ-৭

IMG20230128163528.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের অংশ সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি


ধাপ-৮

IMG20230128163611.jpg
Device-OPPO-A15
IMG20230128163654.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট পাখিগুলো সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230128163747.jpg
Device-OPPO-A15
IMG20230128163948.jpg
Device-OPPO-A15


এবার তার দিয়ে তৈরি প্রাচীরের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য কালো রং দিয়ে অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230128164023.jpg
Device-OPPO-A15
IMG20230128164344.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে সুন্দরভাবে ঘাসের চিত্র অঙ্কন করেছি। যাতে করে ঘাস গুলো দেখতে ভালো লাগে এবং সৌন্দর্য ফুটে উঠে। এবার অন্যান্য কিছু অংশের কাজগুলো করে এই পেইন্টিংটি সম্পূর্ণরূপে শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230128_172357.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। তবে অনেক সময় পেইন্টিং করতে গেলেই এলোমেলো হয়ে যায়। আসলে সময় নিয়ে পেইন্টিং না করলে এলোমেলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবুও গোধূলির অপরূপ সৌন্দর্য পেইন্টিং এর মাঝে তুলে ধরার জন্য এই ক্ষুদ্র পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

গোধুলি বেলার পেইন্টিংটা দারুন হয়েছে আপু। আপনি সব সময় সুন্দর আঁকেন। আপনার আর্টগুলো বেশ ভালোই লাগে। উপস্থাপনা দারুন হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

গোধূলি বেলার পেইন্টিং আপনার কাছে দারুণ লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। আমি চেষ্টা করি সব সময় প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং-এর মাধ্যমে তুলে ধরার জন্য। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যিই গোধূলি বেলা প্রকৃতি সেজে ওঠে নতুন এক রূপে আর এই নতুন রূপ দেখতে খুবই ভালো লাগে। গোধূলি বেলার খুবই চমৎকার একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। এত চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গোধূলি বেলায় প্রকৃতি নতুন ভাবে সেজে উঠে। আর প্রকৃতির এই নতুন রূপ দেখতে ভালো লাগে। তাই তো আমি পেইন্টিং এর মাধ্যমে সেই সুন্দর রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 2 years ago 

আপনার প্রেইন্টিং এর কথা কি বলবো। আপনার প্রেইন্টিং গুলো সব সময় ভালো হয়, আজ ও তার ব্যতিক্রম হয়নি। গোধূলি বেলার সুন্দর প্রেইন্টিং করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপু গাছের ছোট ছোট পাতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এত সুন্দর ভাবে প্রশংসা করেছেন আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। সত্যি আপু প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। যাই হোক আমি চেষ্টা করেছি সুন্দর করে পেইন্টিং করার জন্য। আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনুপ্রেরণা পেলাম।

 2 years ago 

আপনি অসুস্থতার মধ্যেও সুন্দর একটি পেইন্টিং করেছেন গোধূলি বেলার মুহূর্তের অনেক সুন্দর হয়েছে।যখন সূর্যাস্ত যাই অন্ধকার নেমে আসে সেই আগ মুহূর্তে গোধূলি লগ্নের প্রকৃতি দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে।পাখিরা উড়ে নীড়ে যায় অনেক ব্যস্তময় শহর অসংখ্য সুন্দর একটি পেন্টিং করেছেন আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সত্যি আপু সেদিন শরীর খুবই খারাপ লাগছিল। তারপরেও পেইন্টিং করতে বসেছিলাম। বারবার হাত কাঁপছিল। ছবিও তুলতে পারছিলাম না। বারবার ঘোলা হয়ে আসছিল। তবুও অবশেষে কোনরকমে শেষ করেছি পেইন্টিং।

 2 years ago 

ওয়াও!আপনি গোধূলির খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন।দেখতে খুব অসাধারণ লাগছে। আমার পেইন্টিং করতে ভীষণ ভালো লাগে। অবসর সময় পেলেই আর্ট কিংবা পেইন্টিং করতে ভালোবাসি।এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি গোধূলির অপরূপ সৌন্দর্য পেইন্টিং করতে। আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো। অবসর সময় পেলেই পেইন্টিং করে রাখার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গোধূলি বেলার সুন্দর পেইন্টিং করেছেন। এধরনের গোধূলি বেলার দৃশ্য গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপু আপনার পেইন্টিং আমার সব সময়ই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি গোধূলি বেলার সৌন্দর্য সুন্দরভাবে পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার জন্য। এই দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। তাইতো আমি পেইন্টিং করার চেষ্টা করেছি ভাইয়া।

 2 years ago 

গোধূলি বেলার পেইন্টিং গুলা দেখতে সুন্দর দেখা যায়। আপনি খুবই সুন্দর করে গোধূলি বেলার পেইন্টিং করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গোধূলি বেলার পেইন্টিং গুলো দেখতে সুন্দর লাগে। তাই তো গোধূলির পেইন্টিং করার চেষ্টা করেছি। আর বর্ণনা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার পেইন্টিং টি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করার জন্য। আসলে পেইন্টিং করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জল রং দিয়ে আঁকা পেইন্টিং খুব দুর্দান্ত হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে গোধূলি বেলার সুন্দর পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং খুব অসাধারণ হয়েছে। এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

রং তুলি দিয়ে প্রকৃতির পেইন্টিং করতে ভালো লাগে। তাই চেষ্টা করেছি গোধূলি বেলার সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার জন্য। আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গোধূলি বেলায় প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আপনার রং তুলিতে ফুটে উঠেছে। খুবই সুন্দর হয়েছে আপনার পেইন্টিং। আপনার পেইন্টিং এর দক্ষতা অনেক ভাল। এই পেইন্টিং গুলো করতে অনেক সময় এবং ধৈর্য দরকার । আপনার পেইন্টিং এ তার দিয়ে প্রাচীর দেয়ার আইডিয়াটা আমার ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

গোধূলি বেলার প্রকৃতির সৌন্দর্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে খুব একটা ভালো পেইন্টিং করতে পারি না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করেছি ভাইয়া। পেইন্টিং করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। পেইন্টিং এর আইডিয়াটা আপনার ভালো লেগেছে যেন ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60255.54
ETH 2640.76
USDT 1.00
SBD 2.55