DIY - এসো নিজে করি:💞মোবাইল ফোনের পুরনো ব্যাকপার্ট নতুন করে সাজানো ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি নতুন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা যারা বিভিন্ন ধরনের ওয়ালমেটের কাজ ও রেসিপি তৈরি করি এবং আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করি তাদের অনেকেরই ফোনের ব্যাকপাটের অবস্থা আমার মনে হয় খারাপ হয়ে গেছে। তেমনি আমার ফোনের ব্যাকপার্ট হলুদের দাগ এবং আঠা লেগে খুবই বাজে অবস্থা তৈরি হয়েছিল। তাই আজ আমি আমার ফোনের ব্যাকপার্ট একটু সুন্দর করে নতুন রূপে সাজিয়ে তুললাম।



💞মোবাইল ফোনের পুরনো ব্যাকপার্ট নতুন করে সাজানো:💞

IMG20211024124941.jpg
Device-OPPO-A15
IMG20211024124429.jpg
Device-OPPO-A15



আজ আমি পুরাতন ফোনের কভার ও কাগজ দিয়ে সুন্দর ব্যাকপার্টটি তৈরি করেছি। এই সুন্দর ব্যাকপার্টটি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি এটি আমার মোবাইল ফোনের সাথে ব্যবহার করতে পারবো। এটি দেখতে অনেক সুন্দর হয়েছে।



"মোবাইল ফোনের পুরনো ব্যাকপার্ট নতুন করে সাজানো" এই কাজটি করতে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. মোবাইল ফোনের একটি পুরনো ব্যাকপার্ট
২. রঙিন ও উজ্জ্বল কাগজ।
৩. কলম
৪. কাঁচি
৫. আঠা

IMG20211024112430.jpg
Device-OPPO-A15



💞"মোবাইল ফোনের পুরনো ব্যাকপার্ট নতুন করে সাজানো" ধাপসমূহ:💞



💞ধাপ-১💞

IMG20211024112656.jpg
Device-OPPO-A15
IMG20211024114229.jpg
Device-OPPO-A15



প্রথমে আমি মোবাইল ফোনের পুরাতন একটি ব্যাকপার্ট নিয়েছি। এরপর আমি একটি রঙিন ও উজ্জ্বল কাগজ নিয়েছি। এই কাগজটি দিয়ে আমি আমার পুরাতন ব্যাকপার্টটি নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করবো।



💞ধাপ-২💞

IMG20211024114211.jpg
Device-OPPO-A15
IMG20211024114307.jpg
Device-OPPO-A15



প্রথমে আমি কাগজটির উপর আমার মোবাইল ফোনের পুরাতন ব্যাকপার্টটি রেখেছি। ব্যাকপার্টের মাপ অনুযায়ী কলম দিয়ে ব্যাকপার্টের কভারের চারপাশ দাগিয়ে নিয়েছি।



💞ধাপ-৩💞

IMG20211024114534.jpg
Device-OPPO-A15
IMG20211024114804.jpg
Device-OPPO-A15



এবার দাগ অনুযায়ী কাঁচি দিয়ে সম্পূর্ণ অংশ সুন্দরভাবে ধীরে ধীরে কেটে নিয়েছি।



💞ধাপ-৪💞

IMG20211024114924.jpg
Device-OPPO-A15
IMG20211024114955.jpg
Device-OPPO-A15



এবার সেই কাটা অংশ মোবাইল ফোনের কভারের মধ্যে লাগিয়ে দেখেছি মাপ সঠিকভাবে হয়েছে কিনা। এরপর আমি ফোনের ক্যামেরার মাপ অনুযায়ী সেই অংশটুকু দাগিয়ে নিয়েছি।



💞ধাপ-৫💞

IMG20211024115300.jpg
Device-OPPO-A15



এরপর আমি ক্যামেরার জন্য ফাঁকা অংশ তৈরি করার জন্য কাঁচি দিয়ে সুন্দর ভাবে কেটে নিয়েছি।



💞ধাপ-৬💞

IMG20211024120304.jpg
Device-OPPO-A15
IMG20211024120826.jpg
Device-OPPO-A15



একইভাবে আমি ফোনের ফিঙ্গারলকের অংশ সুন্দর করে গোল করে কেটে নিয়েছি।



💞ধাপ-৭💞

IMG20211024121031.jpg
Device-OPPO-A15
IMG20211024121108.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সম্পূর্ণ অংশ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আমি খুব ধীরে ধীরে এবং সাবধানতার সাথে এই কাজগুলো করেছি।



💞ধাপ-৮💞

IMG20211024121119.jpg
Device-OPPO-A15
IMG20211024121135.jpg
Device-OPPO-A15
IMG20211024121252.jpg
Device-OPPO-A15



এবার দুটি অংশ একসাথে ভালো ভাবে লাগানোর চেষ্টা করেছি। যেহেতু আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি তাই মোবাইল ফোনের কভারের ভিতর সুন্দর কাগজের অংশটি লাগাতে কোন প্রকার সমস্যা হয়নি।



💞ধাপ-৯💞

IMG20211024122442.jpg
Device-OPPO-A15
IMG20211024122534.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার মোবাইল ফোনের ব্যাকপার্টটি সুন্দর করে তোলার জন্য প্রজাপতি তৈরির চেষ্টা করেছি। প্রজাপতি তৈরি করার জন্য প্রথমে আমি কাগজ কেটে নিয়েছি।



💞ধাপ-১০💞

IMG20211024122553.jpg
Device-OPPO-A15
IMG20211024122643.jpg
Device-OPPO-A15



এবার প্রজাপতি তৈরীর জন্য কেটে রাখা কাগজটি ভাঁজ করে নিয়েছি। এরপর প্রজাপতির পাখা তৈরির জন্য কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি।



💞ধাপ-১১💞

IMG20211024122706.jpg
Device-OPPO-A15
IMG20211024122755.jpg
Device-OPPO-A15



এইবার আমি দাগ অনুযায়ী কাঁচি দিয়ে খুব সাবধানতার সাথে প্রজাপতির সম্পূর্ণ অংশ কেটে নিয়েছি।



💞ধাপ-১২💞

IMG20211024122849.jpg
Device-OPPO-A15
IMG20211024123245.jpg
Device-OPPO-A15



একইভাবে আমি দুইটি সুন্দর প্রজাপতি তৈরি করেছি। প্রজাপতি দুটো দেখতে অনেক সুন্দর হয়েছে।



💞শেষ ধাপ💞

IMG20211024123433.jpg
Device-OPPO-A15
IMG20211024123757.jpg
Device-OPPO-A15
IMG20211024124520.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার মোবাইল ফোনের ব্যাকপার্টিটি সুন্দর করে তোলার জন্য আমার তৈরি প্রজাপতিগুলো ব্যাকপার্টের উপর লাগানোর চেষ্টা করেছি। এজন্য আমি প্রথমে একটি প্রজাপতি ব্যাকপার্টের মাঝের অংশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি আর একটি প্রজাপতি ব্যাকপার্টের মধ্যে লাগিয়েছি। এর ফলে আমার তৈরি মোবাইল ফোনের ব্যাকপার্টটি দেখতে অনেক সুন্দর হয়েছে।



💞উপস্থাপনা:💞

IMG20211024124227.jpg
Device-OPPO-A15



"মোবাইল ফোনের পুরনো ব্যাকপার্ট নতুন করে সাজানো" হয়ে গেলে আমি আপনাদের সামনে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছি। আমার তৈরি মোবাইল ফোনের ব্যাকপার্টটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর আমি সেই ব্যাকপার্টটি আমার ফোনের সাথে লাগিয়েছি। তবে আমি সেই ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি কারণ আমি এই ফোন দিয়ে সবগুলো ছবি তুলেছি।



💞ধন্যবাদ সকলকে💞

Sort:  
 3 years ago 

আপনি অনেক বুদ্ধি মাথার সাথে পুরনো মোবাইলের ব্যাক পার্ট দিয়ে একটি নতুন মোবাইল ব্যাক পার্ট তৈরি করেছেন। দেখে আমার খুব ভাল লাগল। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মোবাইল ফোনের পুরনো ব্যাকপার্ট নতুন করে সাজানো পদ্ধতিটি অসাধারণ হয়েছে এবং আমার ভীষণ ভালো লেগেছে।তবে আপনার পোস্ট দেখে আমি কিন্তু শিখে নিয়েছি অবশ্যই আমিও এটা ট্রাই করব ভালো থাকবেন♥♥

 3 years ago 

জি আপু পুরাতন জিনিস দিয়ে এভাবেই ব্যবহারযোগ্য জিনিস তৈরি করতে পারবেন।

 3 years ago 

মোবাইল ফোনের পুরনো ব্যাকপার্ট দিয়ে নতুন ব্যাকপার্ট সাজানো সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো ব্যাকপর্টটি।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু অসাধারণ ওয়াও এতো সুন্দর হয়েছে।
আমার ফোনের ব্যাক পাট এমন হয় বেশি সময় এখন আর ফেলে দিতে হবে না এভাবেই নতুন ব্যাক পাট তৈরি করে নিবো😋😍

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু এভাবেই পুরাতন ব্যাকপার্ট নতুন করে সাজাতে পারবেন।

 3 years ago 

আপু আপনার মাথায় এতোগুলো আইডিয়া আসে কি করে বলেন তো?
কত কত পুরনো কভার ফেলে দেই, আপনার এই আইডিয়া তো কোনোদিনো ভাবিনি। জাস্ট অসাধারণ হয়েছে আপু।

 3 years ago 

একটু চিন্তা করলেই নতুন নতুন আইডিয়া তৈরি হয়ে যায়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আপু অনেক সুন্দর একটা পোস্ট সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আগেই ধন্যবাদ দেওয়ার কারণ, আমরা অনেকেই পুরনো ফোনের কভার ফেলে দেই রাস্তা পথে বা বসতবাড়ির আনাছে কানাছে। আপনার পোষ্টের মাধ্যমে শিখলাম নতুন ফোনের কভার নতুন করার পদ্ধতি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

মোবাইল ফোনের পরনো কাভার টি আপনি নতুন করে সাজিয়েছেন।আমার ফোনের কাভারটি নষ্ট হয়ে গেছে আমিও আপনার এই পদ্ধতি অবলম্বন করবো ভাবছি। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে আপনাকে ধন্যবাদ

খুবই সুন্দর ইউনিক আইডিয়া।

ভালো লেগেছে আমার।

শুভকামনা রইলো

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65800.35
ETH 3464.66
USDT 1.00
SBD 2.68