রেসিপি-কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রমজান মাসে মাঝে মাঝেই ইফতারিতে খিচুড়ি করা হয়। খিচুড়ির সাথে যে কোন প্রকারের চাটনি খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় টবে কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম। সেই টমেটো গাছ থেকে পাওয়া কাঁচা টমেটো গুলো দিয়ে একটি মজার রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি খেতে দারুন লাগে। তাইতো এই মজার রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি:
কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি খেতে দারুন লাগে। গরম গরম খিচুড়ির সাথে একেবারে জমে যায়। টক ঝাল মিষ্টির কম্বিনেশনে এই টমেটোর চাটনি খেতে বেশ মজার হয়েছিল। যদিও এখনো খেয়ে দেখিনি। কারণ রোজা রেখেছি🤭। তবে আমার ছোট বোন টেস্ট করে বলেছে খেতে দারুণ হয়েছে। তাইতো ভাবলাম ঝটপট এই রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করে ফেলি। আসলে নতুন কিছু তৈরি করলে আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। আর নতুন কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করলে সবাই এই মজার রেসিপি শিখতে পারে। যারা টক মিষ্টি ঝাল চাটনি খেতে পছন্দ করেন তারা এভাবে কাঁচা টমেটো দিয়ে চাটনি তৈরি করে খেয়ে দেখতে পারেন। যদিও এটা সংরক্ষণ করার জন্য তৈরি করিনি। তবে যারা সংরক্ষণ করতে চান তারা রাখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যেদিন তৈরি করা হয় সেদিন খেতেই বেশি ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
নাম | পরিমান |
---|---|
কাঁচা টমেটো | পরিমান মত |
তেতুলের টক | পরিমান মত |
চিনি | পরিমান মত |
কাঁচামরিচ | পরিমান মত |
রসুন | ১টি |
কালোজিরা | ১/২ চামচ |
পাঁচফোড়ন | ১ চামচ |
হলুদের গুঁড়া | ১/২ চামচ |
লবণ | পরিমাণমতো |
সরিষার তেল | ৪ চামচ |
কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি তৈরি করার জন্য প্রথমে পাঁচফোড়ন নিয়েছি। এরপর হালকা করে ভেজে নিয়েছি। এবার সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি।
ধাপ-২
এবার টমেটো গুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি। যাতে করে চাটনি খেতে ভালো লাগে।
ধাপ-৩
এবার একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী পাঁচফোড়ন দিয়েছি এবং কালোজিরা দিয়েছি। কালোজিরা দিলে আলাদা রকমের টেস্ট হয় আর খেতে ভালো লাগে।
ধাপ-৪
এবার কেটে রাখা টমেটো গুলো তেলের মধ্যে দিয়েছি।
ধাপ-৫
এবার হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। যাতে খেতে ভালো লাগে। এরপর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়েছি এবং সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৬
এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ভালোভাবে মিক্স হয়েছে এবার পরিমাণ অনুযায়ী লবন ও চিনি দিয়েছি।
ধাপ-৭
এবার প্রস্তুত করে রাখা তেঁতুলের টক দিয়েছি। তেতুলের টক দিলে আলাদা রকমের টেস্ট হয় আর খেতে ভালো লাগে।
ধাপ-৮
এভাবে কিছুক্ষণ সময় রান্না করার পর আরও কিছু পরিমাণে তেল দিয়েছি এবং গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন দিয়েছি।
শেষ ধাপ
এভাবে আরো কিছুক্ষণ সময় নাড়াচড়া করার পর সুন্দরভাবে এই চাটনি তৈরি হয়েছে। আপনারা যারা গলে যাওয়া চাটনি খেতে পছন্দ করেন তারা একদম গলিয়ে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে চাটনি তৈরি করলে খেতে বেশি ভালো লাগে।
উপস্থাপনা:
কাঁচা টমেটো দিয়ে তৈরি করা টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খেতে কেমন হয়েছে সেটা জানি না। তবে এর আগে যখন তৈরি করেছিলাম তখন খেতে বেশ ভালো হয়েছিল। ইফতারিতে খিচুড়ির সাথে এই খাবারটি খেতে দারুন লাগবে। আশা করছি আমার তৈরি করা এই রেসিপি সবার কাছে ভালো লেগেছে।
কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি দেখে তো লোভ লেগে গেল আপু। অনেক চমৎকার ভাবে রেসিপিটি সম্পাদন করেছেন এবং সম্পাদনের প্রক্রিয়াগুলো খুব সুন্দর ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।
কাঁচা টমেটো দিয়ে তৈরি করা টক মিষ্টি ঝাল চাটনি দেখে আপনার লোভ লেগেছে জেনে ভালো লাগলো আপু। এই খাবারটি খেতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
রেসিপি-কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি রেসিপিটি বেশ মজাদার হয়েছে। খেতে মনে হয় খুবই সুস্বাদু হবে । টমেটোর ঝাল চাটনি আমার খুবই ভালো লাগে। আপনি খুবিই চমৎকারভাবে নয়টি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ঠিক বলেছেন আপু কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি খেতে দারুন হয়েছিল। আপনি যেহেতু টমেটোর চাটনি খেতে পছন্দ করেন তাই সময় করে এই মজার রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পাবেন আপু।
নিজের গাছের টমেটো দিয়ে এই চাটনি তৈরি করেছিলেন নিশ্চয়ই খুবই ভালো লেগেছে আপনার। যাইহোক ঠিক বলেছেন খিচুড়ির সাথে মাঝে মাঝে আচার বা চাটনি খেতে বেশ ভালো লাগে। কাঁচা টমেটো দিয়ে কখনো এভাবে চাটনি তৈরি করেনি আপনার রেসিপিটির মাধ্যমে শিখলাম। ।
নিজের গাছের টমেটো দিয়ে এই চাটনি তৈরি করতে আমার খুবই ভালো লাগেছে। খেতে দারুন হয়েছিল আপু। একদিন এভাবে চাটনি তৈরি করে খেয়ে দেখতে পাবেন আপু। আশা করছি ভালো লাগবে।
টবে টমেটো গাছ লাগিয়ে ভাল করেছেন আর সেই জন্য এর মজার চাটনি তৈরী করেছেন। আপনার কাঁচা টমেটো দিয়ে চাটনি তৈরীর রেসিপি দারুন হয়েছে। এই চাটনি খেতে আমার দারুন ভাল লাগে বিশেষ করে ভাতের সাথে। আপনার রেসিপি খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। পরিবেশন ভাল হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া টমেটো গাছ লাগিয়ে বেশ ভালো হয়েছে। কাঁচা টমেটো দিয়ে চাটনি তৈরি করতে পেরেছি। আর নিজের হাতে লাগানো গাছের টমেটো খেতে ভালো লেগেছে।
এই ধরনের চাটনি দেখলে কোনভাবেই লোভ সামলানো যায় না। আজকে আপনি আমাদের মাঝে খুবই লোভনীয় কাঁচা টমেটো দিয়ে টক-ঝাল চাটনি তৈরি করে শেয়ার করেছেন আপু। ইফতারিতে খিচুড়ির সাথে এই তা খেতে খুবই ভালো লাগে আমারও।
ঠিক বলেছেন ভাইয়া যে কোন প্রকারের চাটনি দেখলেই লোভ সামলানো যায় না। আসলে চাটনি মানেই লোভনীয় খাবার। যাই হোক ইফতারিতে খিচুড়ির সাথে খেতে দারুন লেগেছিল।
আপনি ঠিক বলছেন আপু রমজানের দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তার সাথে যদি এমন টক মিষ্টি ঝাল চাটনি থাকে তাহলে তো দারুণ হবে। নিজের ঘরের টবে হওয়া টমেটো দিয়ে অনেক মজার করে চাটনি তৈরি করেছেন বেশ আনন্দের কথা। আর রোজার দিনে রেসিপির টেস্ট করা বেশ মুশকিল আপু🤣🤭।
মাঝে মাঝে ইফতারিতে খিচুড়ি তৈরি করা হয়। মাঝে মাঝে ইফতারিতে খিচুড়ি খেতে ভালোই লাগে। আর চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই তো নিজের গাছের টমেটো দিয়ে এই মজার রেসিপি তৈরি করেছি। সত্যি আপু রোজার দিনে রেসিপি তৈরি করা ভীষণ মুশকিল।
এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি আপনার বাসায় টবের উপর টমেটো গাছ লাগিয়েছিলেন এবং সেখান থেকে কাঁচা টমেটোর দিয়ে চাটনি তৈরি করেছেন। কাঁচা টমেটো দিয়ে চাটনি তৈরির প্রক্রিয়াটি আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। যদিও এভাবে কখনো কাঁচা টমেটোর চাটনি খাওয়া হয়নি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
গাছের টমেটোগুলো ছিঁড়তে আমার খুবই ভালো লেগেছিল। আর চাটনি বানাতেও ভালো লেগেছে। তাই তো এই রেসিপি শেয়ার করেছি। একদিন এভাবে কাঁচা টমেটো দিয়ে চাটনি তৈরি করে খেয়ে দেখতে পারেন।
আপনি তো দেখছি অনেক সুন্দর করে কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি রেসিপি করেছেন। তবে ঠিক বলেছেন খিচুড়ির সাথে এ ধরনের চাটনি খেতে অনেক মজাই লাগে। তবে আপনার রেসিপি দেখে সত্যি আমার জিভে জল এসে গেল। আচার বা এই ধরনের চাটনি গুলো দেখলে যে কোন লোকের খেতে ইচ্ছে করবে। সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া খিচুড়ির সাথে এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। তাইতো আমি সব সময় বাসায় আচার বা চাটনি তৈরি করার চেষ্টা করি। আসলে টমেটো দিয়ে এভাবে চাটনি তৈরি করতে আমার ভালো লেগেছে।
কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি দেখে তো জিভে পানি চলে আসার অবস্থা আপু। রোজার মাস তো সেজন্য অনেক কষ্টে লোভ সামলিয়েছি। এককথায় দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। ধাপে ধাপে এত মুখরোচক একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কাঁচা টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি দেখে আপনার জিভে জল চলে এসেছে তাই খুব দ্রুত এভাবে চাটনি তৈরি করে খেয়ে দেখতে পারেন ভাইয়া। আশা করছি আপনার কাছে খেতে ভালো লাগবে।
বাহ্ কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি।একদমই ইউনিক একটি রেসিপি ছিল আপু।এভাবে কখনও খাওয়া হয়নি টমেটোর চাটনি।এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আমি চেষ্টা করেছি ভিন্নভাবে এই রেসিপি তৈরি করার জন্য। আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।