DIY-কাগজ দিয়ে গিফট কার্ড তৈরি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। কয়েকদিন আগে সুন্দর একটি গিফট কার্ড তৈরি করেছিলাম। আজকে গিফট কার্ড তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


কাগজ দিয়ে গিফট কার্ড তৈরি:

IMG_20240815_141528.jpg
Device-OPPO-A15
IMG_20240815_192650.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে কার্ড তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আর গিফট কার্ডের ভিতরে ছিল আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগের নাম। তাই এই কার্ডটি আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। সুন্দর একটি কার্ড তৈরি করে যদি কাউকে উপহার দেওয়া যায় তাহলে সেই মানুষটি যেমন খুশি হবে তেমনি এই ধরনের গিফট কার্ড নিজের হাতে তৈরি করতেও ভালো লাগে। আর খুব সহজেই এই সুন্দর কার্ডগুলো তৈরি করা যায়। গিফট কার্ড তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর গিফট কার্ড তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পুঁথি।

IMG20240815132700.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240815132910.jpg
Device-OPPO-A15
IMG20240815133157.jpg
Device-OPPO-A15


এই সুন্দর কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি কাগজ গোল করে কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20240815133328.jpg
Device-OPPO-A15
IMG20240815134347.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের একটি পার্ট তৈরি করার জন্য সাদা রংয়ের কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমার বাংলা ব্লগ লিখাটি লিখেছি।


ধাপ-৩

IMG20240815134700.jpg
Device-OPPO-A15
IMG20240815134731.jpg
Device-OPPO-A15


এবার লেখা আরো বেশি সুন্দর করেছি এবং কার্ডের একটি অংশ লাগিয়ে নিয়েছি।


ধাপ-৪

IMG20240815134848.jpg
Device-OPPO-A15
IMG20240815135143.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের অন্যান্য পার্টগুলো ধীরে ধীরে লাগানোর চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240815135221.jpg
Device-OPPO-A15
IMG20240815135510.jpg
Device-OPPO-A15


কার্ডের সবগুলো পার্ট সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং কার্ডের ডেকোরেশন সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240815135643.jpg
Device-OPPO-A15
IMG20240815135707.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু কাগজ লম্বা করে কেটে নিয়েছি আর লাগিয়ে নিয়েছি।


ধাপ-৭

IMG20240815135751.jpg
Device-OPPO-A15
IMG20240815140034.jpg
Device-OPPO-A15


লম্বা করে কাটা কাগজ দিয়ে কার্ডের উপরের ডেকোরেশনটা সুন্দর করার চেষ্টা করেছি। এরপর আরো কিছু কাগজ কেটে নিয়েছি উপরের অংশে ডিজাইন করার জন্য।


ধাপ-৮

IMG20240815140227.jpg
Device-OPPO-A15
IMG20240815140308.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের ডিজাইন আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240815140551.jpg
Device-OPPO-A15


এবার সাদা রংয়ের পুঁথি দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর আরো কিছু অংশে কাজ করেছি।


উপস্থাপনা:

IMG_20240815_141859.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি আমার এই কার্ডটি আকর্ষণীয় করে তোলার জন্য ডেকোরেশন করে তুলেছি। আর মাঝে মাঝে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। আর যখন নিজের তৈরি করা কোন কিছু দেখতে ভালো লাগে তখন নতুন কিছু তৈরি করার প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হয়। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক দক্ষতার সহিত এই গিফট কার্ডটি তৈরি করেছেন যা দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। ভিতরে আমার বাংলা ব্লগ লেখার জন্য গিফট কার্ডটি আরো সুন্দর হয়ে উঠেছে।যাইহোক আপু নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি গিফট কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 2 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে আর গঠনমূলক মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ।

 2 months ago 

কাগজ দিয়ে চমৎকার একটি গিফট কার্ড তৈরি করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি গিফট কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আর এই কার্ড তৈরি করতেও ভালো লেগেছে ভাইয়া।

 2 months ago 

কাগজ দিয়ে গিফট কার্ড তৈরি অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুক্ত হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। আপনার ডাই পোস্ট দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

মাঝে মাঝে কার্ড তৈরি করতে ভালো লাগে। তাইতো এই সুন্দর কার্ড তৈরি করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি গিফট কার্ড তৈরি করেছেন। কার্ডের ভিতরে আমার বাংলা ব্লগ লেখাটাও খুব সুন্দর হয়েছে। কার্ডের উপরে খুব সুন্দর ডিজাইন করেছেন। কার্ডের কালার খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার। ডিজাইন টা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 months ago 

আপনি প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কিছু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকে খুবই সুন্দর একটি গিফট কার্ড তৈরি করেছেন । দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজগুলো সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে ভাইয়া। তাই চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার।

 2 months ago 

আপু আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গিফট কার্ড তৈরি করেছেন। গিফট কার্ডটি দেখতে খুবই চমৎকার লাগছে। কার্ড তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। গিফট কার্ড এর কালারটাও বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আমার তৈরি করা গিফট কার্ড আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার।

 2 months ago 

গিফট কার্ডটি দেখতে খুবই চমৎকার হয়েছে।

 2 months ago 

আপনার হাতের কাজগুলো আসলেই খুব সুন্দর হয়। রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর গিফট কার্ড তৈরি করেছেন। খুব ভালো লাগলো আপনার তৈরি এই গিফট কার্ড দেখে। বেশ দারুণ হয়েছে এটা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা গিফট কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনি দেখছি কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি গিফট বক্স তৈরি করেছেন। তাছাড়া কিন্তু এই গিফট বক্সটি দেখতে খুবই সুন্দর লাগছে । গিফট বক্স তৈরি করে উপরে যে পুঁথি দিয়েছেন মনে হচ্ছে এটার জন্য আরও এর আকর্ষণীয়তা বৃদ্ধি পেয়েছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

বাহ আপু অসাধারণ হয়েছে আপনার গিফট কার্ড তৈরি। আজকে আপনি রঙিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর করে গিফট কার্ড তৈরি করেছেন। এই গিফট কার্ড কাউকে যদি গিফট করে সে অনেক খুশি হবে। এবং গিফট কার্ড এর মধ্যে পুঁথি ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত গিফট কার্ড তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50