অদৃশ্য শিকল||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। তাইতো মনে যা আসে তাই নিয়ে লিখে ফেলি। এবার চলুন দেখে নেয়া যাক আজকের লেখায় আমি কি উপস্থাপন করতে যাচ্ছি।


অদৃশ্য শিকল:

eyes-g0ee1764de_1920.jpg

Source


আমাদের জীবনের সাথে মিশে আছে অদৃশ্য এক শিকল। হয়তো সেই শিকলের টানে আমরা অনেক কিছুই করতে পারি না। মাঝে মাঝে মনে হয় সেই অদৃশ্য শিকলের মায়া ছেড়ে অনেক দূরে হারিয়ে যাই। হয়তো জীবনের বাস্তবতার সাথে সেই অদৃশ্য শিকল অতপ্রতভাবে জড়িয়ে আছে। মাঝে মাঝে মনে হয় হয়তো নিজের জীবনের অপূর্ন ইচ্ছে গুলো অদৃশ্য শিকলের মাঝে বাঁধা পড়ে আছে। যে শিকল ছেড়ে আমরা বেরোতে চাই। কিন্তু আবারো সেই অদৃশ্য শিকল আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে আমাদের। তাই তো সেই শিকল থেকে নিজেকে মুক্ত করতে আমরা পারিনা। হয়তো কিছু কিছু টান, হয়তো কিছু কিছু মায়া, যায় সবকিছুর সাথেই মিশে আছে অদৃশ্য সেই শিকল।


কেউ নিজের বাস্তবতা নিয়ে ভালো আছে আবার কেউ নিজের অতীত ভেবে দুমড়ে মুছরে যাচ্ছে। হয়তো অতীতের সুখগুলো তার জীবনের বর্তমানকে বিষিয়ে তুলেছে। আবার জীবনের বর্তমান সুখগুলো অতীতের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। তবুও সবাই নিজের জীবনের বাস্তবতাকে মেনে নিয়েছে। হয়তো বাস্তবতার নির্মমতার অদৃশ্য সেই শিকল আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বাস্তবতার শিকার। অনেক সময় নিজের মনের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া গুলো অনেকের কাছে হাস্যকর মনে হয়। আবার নিজের অপূর্ণা ইচ্ছে গুলো প্রকাশ করার সাহস হয়তো হয়ে উঠে না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের যেমন নিজস্ব ভালোলাগা আছে তেমনি নিজস্ব স্বাধীনতা নেই।


শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এরপর ধীরে ধীরে বৃদ্ধ বয়সে পদার্পণ। এভাবেই হয়তো জীবনের পথ চলা। তবে আমরা যখন শৈশব পার করে আসি তখন শৈশবের দিনগুলো খুবই মনে পড়ে। আবার যখন কৈশোর পার করে যৌবনে পদার্পণ করি তখন কৈশরের সেই দুরন্তপনা বারবার মনে পড়ে। বারবার ইচ্ছে করে সেই দিনগুলোর মাঝে ফিরে যেতে। আমরা চাইলেও সেই দিনগুলোর মাঝে হয়তো ফিরে যেতে পারি না। কারণ অদৃশ্য এক শিকল আমাদের পায়ে পরানো আছে। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। কারণ সামাজিকতা আমাদেরকে শিকল পরিয়ে রেখেছে। যে শিকল শুধুই অদৃশ্য।


বারবার ইচ্ছে করে নিজের ইচ্ছে গুলোকে হাতছানি দিয়ে ডাকতে। হয়তো সেই ইচ্ছেগুলোকে আমরা জোর করে রাখতে পারিনা। কারণ অদৃশ্য এক শিকড় আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। তাই তো নিজের ইচ্ছে গুলোকে অতীত মনে করে ভাসিয়ে দেই কোন অজানায়। যে অজানায় নিজের ইচ্ছে গুলো হয়তো ভেঙেচুরে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। কারণ নিজের জীবনের ইচ্ছে গুলো হয়তো শুধুই নিজের। তবুও আমরা সেই ইচ্ছে গুলোকে তুলে ধরতে পারি না। হয়তো আমরা চাইলেও অদৃশ্য সেই শিকল থেকে নিজেকে মুক্ত করতে পারিনা। কারণ সেই অদৃশ্য শিকল আমাদের জীবনের সাথে একেবারে জড়িয়ে গেছে।


হয়তো কোন একদিন সেই অদৃশ্য শিকল থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারব। তবে সেই দিনের প্রতীক্ষায় আজও আমরা সবাই দিনগুলি। জানিনা কবে সেই দিনটি আসবে। তবুও সবাই আশার থাকি নিজেদের সব ইচ্ছে গুলোকে পূর্ণ করার এবং অদৃশ্য সেই শিকল থেকে নিজেদেরকে মুক্ত করার। হয়তো সেই অদৃশ্য শিকলের মাঝে আমরা আর নিজেকে বেঁধে রাখতে চাই না। কিন্তু জীবনের বাস্তবতার কাছে হার মেনে গিয়ে সেই অদৃশ্য শিকলের সাথে আমরা নিজেদেরকে জড়িয়ে রেখেছি।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন যা পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনি ঠিকই বলেছেন এই অদৃশ্য শিকল আমাদের বাস্তবতার সাথে এমন ভাবে মিশে রয়েছে যা আমরা চাইলেই কিছু করতে পারবো না। ভালোই লিখেছেন পড়ে বেশ ভালোই লাগলো। অনেক চিন্তাভাবনা নিয়ে এই ব্লগটি আপনি লিখেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমাদের জীবনের বাস্তবতার কাছে আমরা অনেক সময় হার মেনে যাই। হয়তো কোন অদৃশ্য শিকল আমাদেরকে বেঁধে রেখেছে। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

কিছু কিছু স্বপ্ন আসলে হাস্যকর মনে হয়। কারণ আসলেই তা অদৃশ্য শিকড়ে বন্দী। যেগুলো কখনোই পূরণ হবে না তা ভাবলেই অজান্তেই ঠোটের কোলে হাসি হাসি। এটা কি আনন্দের হাসি? না সবাই তা বুজবেনা😌। শুধু এটাই বলবো নিজের ইচ্ছে পূরন নাইবা হোক তবে নিজেকে বুজার মত একজন সরল মনের মানুষ পাই।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু কিছু কিছু স্বপ্ন মাঝে মাঝে খুবই হাস্যকর মনে হয়। তবুও পাওয়া না পাওয়ার মাঝে আমাদের ইচ্ছে গুলো অদৃশ্য শিকলে বন্দি। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। দোয়া করি আপনি এমন একজন মানুষ পান যিনি আপনাকে বুঝবে।

 2 years ago 

খুবই ভালো লেখা ও ভাবনা। আপনি যে বিষয়টি তুলে ধরেছেন প্রকাশ খুবই সুন্দর ছিল । এভাবেই লিখে যান। আমরা এভাবেই কিছু ভালো লেখা পড়তে থাকি।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি আমার ভাবনা থেকে কিছু কথা তুলে উপস্থাপন করার জন্য। আমার এই পোস্ট পড়ার জন্য এবং সুন্দরভাবে মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু সকাল সকাল আপনার পোষ্টটি পরে অনেক ভালো লাগলো ৷ঠিক বলেছেন আমাদের সবার মনের ভিতরে একটি অদৃশ্য সিকল আছে ৷আর বাস্তবতা এমন জিনিস যাই চাইলেও পরিবর্তন করতে পারি না ৷
ধন্যবাদ আপু

 2 years ago 

ভাইয়া আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি আমার চিন্তাধারা থেকে জীবনের বাস্তবতা তুলে ধরেছি। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার লেখায় খুবই সুন্দর ভাবে বাস্তবতা তুলে ধরেছেন, আর সত্যি যেঅদৃশ্য শিকল আমাদের বাস্তবতার সাথে এমন ভাবে আষ্টেপিষ্টে রয়েছে যা আমরা চাইলেই হয়তো কিছু করতে পারবো না , আপনার লিখা প্রতিটা লাইন বাস্তব, আমরা সব সময় আমাদের ফেলে আশা দিন গুলা মিস করি,
লিখা এবং ছবি বাছাই দুইটাই খুব সুন্দর হয়েছে,দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য, আরো সুন্দর সুন্দর লিখার অপেক্ষায় রইলাম

 2 years ago 

বাস্তবতার প্রেক্ষাপটে আমি আমার এই পোস্টটি সাজিয়েছি। তাই তো বাস্তবতার অদৃশ্য শিকল নিয়ে কিছু কথা তুলে ধরেছি। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42