DIY - এসো নিজে করি: 🦚"ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি"// আমার বাংলা ব্লগ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার হাতের কাজ "ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি" ওয়ালমেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি ডিমের খোসা দিয়ে সুন্দর এই ওয়ালমেটটি অনেকটা সময় নিয়ে তৈরি করেছি। আশা করি আমি আমার দক্ষতা ও পরিশ্রমে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে সক্ষম হয়েছি।



🦚"ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি":🦚

IMG_20211005_185943.jpg
Device-OPPO-A15



"ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি" ওয়ালমেটটি করতে আমার অনেক ভালো লেগেছে।আমি ডিমের খোসা দিয়ে নতুন কিছু তৈরির মাধ্যমে আমার দক্ষতাকে কাজে লাগিয়েছি। আমি খুবই দক্ষতার সাথে ডিমের খোসা দিয়ে সুন্দর ময়ূর তৈরি করেছি। নতুনত্ব ও নতুন কিছু তৈরীর মধ্যে রয়েছে অনেক বেশি আনন্দ ও অনেক বেশি ভালোলাগা। আমি নতুন নতুন জিনিস তৈরি করতে অনেক ভালোবাসি। তাই আমি আজ ডিমের খোসা কাজে লাগিয়ে সুন্দর একটি ময়ূর তৈরি করার চেষ্টা করেছি।



🦚"ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি" ওয়ালমেটটি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:🦚

১. আর্ট পেপার
২. ডিমের খোসা
৩. আঠা
৪. পেন্সিল
৫. রঙিন কলম
৬. রাবার

IMG20211005164248.jpg
Device-OPPO-A15
IMG20211005164254.jpg
Device-OPPO-A15



🦚"ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি" ধাপসমূহ:🦚



🦚ধাপ-১🦚

IMG20211005164944.jpg
Device-OPPO-A15
IMG20211005165347.jpg
Device-OPPO-A15



ডিমের খোসা দিয়ে সুন্দর ময়ূর তৈরি করার জন্য প্রথমে আমি ময়ূরের মাথার অংশ অঙ্কন করেছি। এরপর আমি ধীরে ধীরে পেটের অংশ অঙ্কন করেছি।



🦚ধাপ-২🦚

IMG20211005165608.jpg
Device-OPPO-A15
IMG20211005170405.jpg
Device-OPPO-A15



মাথার অংশ ও পেটের অংশ অঙ্কন করা হয়ে গেলে আমি আমার অঙ্কিত ময়ূরটি সুন্দর করার জন্য পায়ের অংশ অঙ্কন করেছি। এরপর আমি আমার ময়ূরের সুন্দর পেখম অঙ্কন করার চেষ্টা করেছি।



🦚ধাপ-৩🦚

IMG20211005170611.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার ময়ূরটি সুন্দর করে তোলার জন্য চোখ অঙ্কন করেছি। এরপর ময়ূরের ঝুটি অঙ্কন করেছি।



🦚ধাপ-৪🦚

IMG20211005170757.jpg
Device-OPPO-A15
IMG20211005171113.jpg
Device-OPPO-A15



আমি যেহেতু ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি করবো সেজন্য আমি প্রথমে ডিমের খোসা গুলো ভালভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি ডিমের খোসা গুলো ছোট ছোট করে গুঁড়া করে নিয়েছি। আমি ডিমের খোসা গুলো ছোট ছোট অংশ তৈরি করে নিয়েছি। উপরের ছবিটি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ডিমের খোসা গুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এভাবে আমি আমার অঙ্কিত ময়ূর ও ডিমের খোসা প্রস্তুত করেছি।



🦚ধাপ-৫🦚

IMG20211005171140.jpg
Device-OPPO-A15
IMG20211005171158.jpg
Device-OPPO-A15



আমি ডিমের খোসাগুলো আমার ময়ূরের উপরে বসানোর জন্য আঠার ব্যবহার করেছি। আমি প্রথমে খুব ভালোভাবে আঠা আমার অঙ্কিত ময়ূরের উপর লাগিয়েছি।



🦚ধাপ-৬🦚

IMG20211005171320.jpg
Device-OPPO-A15
IMG20211005171748.jpg
Device-OPPO-A15
IMG20211005172047.jpg
Device-OPPO-A15



এবার আমি ধীরে ধীরে আঠার সাহায্যে ডিমের খোসা গুলো ময়ূরের উপর বসিয়েছি। খুব সাবধানতার সাথে ডিমের খোসাগুলো বসিয়েছি।



🦚ধাপ-৭🦚

IMG20211005172507.jpg
Device-OPPO-A15
IMG20211005172947.jpg
Device-OPPO-A15



আমি ডিমের খোসা দিয়ে ময়ূরটি সুন্দর করে তোলার জন্য ময়ূরের অন্যান্য অংশে খুব ভালোভাবে ডিমের খোসা বসিয়েছি। এভাবে আমি আঠার সাহা্য্যে সম্পূর্ণ পেখমে ডিমের খোসা বসিয়ে নিয়েছি।



🦚ধাপ-৮🦚

IMG20211005173707.jpg
Device-OPPO-A15
IMG20211005175352.jpg
Device-OPPO-A15



এভাবে ময়ূরটির পেখমের সম্পূর্ণ অংশে ডিমের খোসা বসানো হয়ে গেলে পেটের অংশে ডিমের খোসা আঠার সাহায্যে বসিয়েছি। এভাবে আমি আমার অঙ্কিত ময়ূরের সম্পূর্ণ অংশে ডিমের খোসার ব্যবহার করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি।



🦚শেষ ধাপ🦚

IMG20211005175529.jpg
Device-OPPO-A15



আমার অঙ্কিত ময়ূরের সম্পূর্ণ অংশে ডিমের খোসা লাগানো হয়ে গেলে আমি আমার অঙ্কিত ময়ূরটি সুন্দর করে তোলার জন্য রঙিন কলম ব্যবহার করেছি। আমি রঙিন কলম দিয়ে ময়ূরের চারপাশ ভালোভাবে অঙ্কন করে নিয়েছি।



🦚উপস্থাপনা:🦚

IMG_20211005_180725.jpg
Device-OPPO-A15
IMG20211005181330.jpg
Device-OPPO-A15



"ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি" ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি ফেলে দেওয়া ডিমের খোসা কাজে লাগিয়ে সুন্দর ওয়ালমেটটি তৈরি করেছি। আমার পরিশ্রম ও প্রচেষ্টায় আমি খুব সহজেই এই ওয়ালমেটটি তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করি আমার এই সুন্দর ময়ূরটি আপনাদের অনেক ভালো লাগবে।



❣️ধন্যবাদ সকলকে❣️

Sort:  
 3 years ago 

আপু জানেন আমি কাল ই চিন্তা করছিলাম ডিমের খোসা দিয়ে কিছু একটা বানাবো।
একদম কাকতালীয় ভাবে মিলে গেলো।
অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

জি আপু আপনিও ট্রাই করতে পারেন ডিমের খোসা দিয়ে নতুন কিছু ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুব সুন্দরভাবে আর্ট করেছেন।দেখে মনে হচ্ছে একজন প্রফেশনাল আর্টিস্ট।ময়ূর পাখির ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

সুন্দর একটি কমেন্টস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ!! কি চমৎকার হয়েছে ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি। এত সুন্দর করে তৈরি করেছেন যা আমার খুব ভালো লেগেছে
শুভকামনা আপনার জন্য আপু মনি♥

 3 years ago 

ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক খুশী হলাম।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে সুন্দর ময়ুর বানিয়েছেন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্টস করার জন্য।

অসাধারণ হয়েছে আপু ডিমের খোসা দিয়ে তৈরি ময়ূরটি।এমন ক্রিয়েটিভ পোস্ট দেখতে অনেক ভালো লাগে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু সত্যি বলতে অনেক অনেক চিন্তা মাথায় আসে , অনেক সময় ভাবি বিভিন্ন রকম পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলবো আমার দক্ষতা কিন্তু আপনার মত এমন প্রখর চিন্তা ভাবনা আমার মাথায় আসে নাই যে ডিমের খোসা দিয়ে এত সুন্দর একটি ময়ূর পাখি তৈরি করার। সত্যি অসাধারণ হয়েছে আপু, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নতুন কিছু তৈরি মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। অনেক ভেবেচিন্তে যখন নতুন কিছু তৈরি করি তখন মনে হয় সবার কাছে ভালো লাগবে কিনা। আপনার কাছে ভালো লেগেছে এই কথা জেনে আমারও ভালো লাগলো।

 3 years ago 

এটাকেই বলে সৃজনশীলতা। সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আপু এতো দারুন আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো।অনেক শুভ কামনা এভাবে নতুন নতুন কিছু আমাদের কে উপহার দিবেন।

 3 years ago 

নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এই সুন্দর একটি কমেন্টস করার জন্য।

 3 years ago 

অনেক গোছালো উপস্থাপনার সাথে আপনার নিপুণতার সাথে বানানো ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি করেছেন diy টি সত্যিই অসাধারণ ।শুভেচ্ছা রইলো অনেক।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

কি চমৎকার হয়েছে ডিমের খোসা দিয়ে ময়ূর তৈরি।ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে সুন্দর ময়ুর বানিয়েছেন। শুভকামনা আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ডিমের খোসা দিয়ে ময়ূরের আর্ট।এমন ক্রিয়েটিভিটির পোস্ট দেখতে খুব ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

ডিমের খোসা দিয়ে ময়ূর আর্ট আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক খুশী হলাম। এত সুন্দর একটি কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40