জেনারেল রাইটিং-নিজেকে সময় দিতে শেখো||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসলে মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখতে বেশ ভালো লাগে। হয়তো নিজের অনুভূতি তুলে ধরতে ভালো লাগে। তাইতো আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।


নিজেকে সময় দিতে শেখো:

clock-6332807_1280.jpg

Source


আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা হয়তো অন্যের জন্যই ব্যস্ত সময় পার করি। মাঝে মাঝে মনে হয় নিজের জন্য একটুখানি সময় পাওয়া বড় বেশি মুশকিল হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় নিজের জন্য একটু ভালো সময় ব্যয় করা অনেকটা বিলাসিতার মত। আসলে ব্যস্ততার মাঝে যখন অন্যের জন্য সময়টা উৎসর্গ করে দেই তখন মাঝে মাঝে মনে হয় সবকিছুই যেন শুধুই বৃথা। আসলে এই জীবনের বাস্তবতায় কেউ হয়তো কারো কথা ভাবে না। কেউ হয়তো অন্যের সময়ের মূল্য দিতে জানে না। হয়তো সময় মানুষকে বদলে দেয়।


মাঝে মাঝে মনে হয় কেন এই ব্যস্ততা? নিজের জন্য যদি সময় না দিতে পারলাম তবে এই জীবনের মূল্য কোথায়। মাঝে মাঝে মনে হয় শুধু নিজেকে নিয়ে বাঁচার মাঝে আলাদা রকমের প্রশান্তি আছে। মাঝে মাঝে মনে হয় নিজের জন্য একটু ব্যস্ত সময় কাটাতে পারলে হয়তো জীবনটা আরো বেশি সুন্দর হতো। স্বার্থের দুনিয়ায় সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আপনি কারো জন্য সবকিছু করলেন কিন্তু দিন শেষে সেই আপনাকে আঘাত দিতে দ্বিতীয়বার ভাববে না। হয়তো সময় মানুষকে চিনতে শেখায়। হয়তো সময়ের সাথে সাথে মানুষের সেই কুৎসিত চেহারা সামনে চলে আসে। আর তখন বারবার মনে হয় একটু যদি নিজের জন্য সময় দিতাম তাহলে হয়তো জীবনটা আর একটু গুছিয়ে নিতে পারতাম।


আমাদের এই ক্ষুদ্র জীবনে চলার পথে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়। কত মানুষ আমাদেরকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। কত মানুষের জন্য আমরা দৌড়ে বেড়াই। কিন্তু দিনশেষে নিজের জন্য হয়তো কাউকে খুঁজে পাওয়া একদমই মুশকিল হয়ে পড়ে। হয়তো দিন শেষে আমরা একাকিত্বের পাহাড়ে ডুবে মরি। কিংবা স্বার্থপরতার কষাঘাতে নিজেরা ক্ষতবিক্ষত হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় হয়তো আর একটু ভেবে যদি আমরা নিজের মূল্যবান সময় গুলো নষ্ট করতাম তাহলে সময়টা যেমন বেঁচে যেত তেমনি আঘাতের পাল্লাটাও হয়তো একটু হালকা থাকতো।


এই দুনিয়ায় আপন মানুষ খুঁজে পাওয়া যেমন মুশকিল তেমনি জীবনের বাস্তবতায় নিজেকে একটু ভালো রাখাও মুশকিল। আসলে স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। সময়ের সাথে সাথে মানুষ যেমন বদলে যায় তেমনি তাদের আচরণগুলো পাল্টে যায়। আর সেই সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা হয়তো নিজেকে বদলাতে পারি না। তাইতো নিজের ভেতরের অনুভূতিগুলো থেকেই যায়। কিন্তু ভেতর ভেতর বাস্তবতার সেই স্মৃতি চিহ্নগুলো মনে দাগ কেটে যায়। আর মনে হয় আবার যদি সময়টা ফিরে পেতাম তাহলে হয়তো জীবনটা আরো বেশি সুন্দর হতো।


আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে আমার কাছে বারবার মনে হয় নিজেকে সময় দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করা কিংবা নিজের মূল্যবান সময়গুলো অবহেলায় হারিয়ে ফেলা শুধুমাত্র বোকামি। সেই মূল্যবান সময়গুলো যদি নিজের জন্য ব্যয় করা যায় তাহলে নিজের জীবনটা যেমন পূর্ণতা পাবে তেমনি আমরাও ভালো থাকতে পারবো। আসলে স্বার্থপর এই দুনিয়ায় নিজেকে সময় দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আর সময় বদলানোর সাথে সাথে মানুষের সেই বদলে যাওয়া রূপ দেখে হৃদয় আহত হবে না। তখন আর বারবার বাস্তবতার কষাঘাত হৃদয়ে দাগ কেটে যাবে না। সবশেষে একটি কথাই বলতে চাই নিজেকে সময় দিতে শেখো। নিজেকে সময় দিলে হয়তো সেই ফল সব সময় মিষ্টি হবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 6 months ago 

আসলে এটা ঠিক যে, আমাদের নিজেকে সময় দিতে শেখা উচিত। কারণ বেশিরভাগ মানুষই অন্যের পেছনে সময় অপচয় করতেছে। আর অনেক সময় দেখা যায়, যে মানুষগুলোর পেছনে সময় অপচয় করতেছে, তারাই পেছন থেকে ছুরি মারতে এবং কি বিশ্বাসঘাতকতা করতে সময় নেয় না। একটুও সময় লাগে না তাদের এরকম কাজ করতে। তারা নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে থাকে। আর আমরাও তাদেরকে সাহায্য করি এবং তাদের জন্যই ছুটে চলি। তবে আমাদের নিজেদের একটু সময় দেওয়া বেশি প্রয়োজন। নিজেকেই যদি সময় দিতে না পারি আমরা তাহলে আর এই জীবনটাই বা কেন। এই ছোট্ট জীবনটাতে যদি সময় দিতে না পারি, তাহলে তো জীবনটা উপভোগ করতে পারবোনা।

 6 months ago 

সত্যি আপু এই স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। তাই নিজেকে নিয়ে ভাবা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর নিজেকে সময় দেওয়া অনেক বেশি দরকারি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 6 months ago 

আসলেই আপু এই দুনিয়ায় নিজের একজন আপন মানুষ খুজে পাওয়া কঠিন। যাকে নিয়ে আমরা ব‍্যস্ত সময় কাটাতে পারি। আমরা এতোটাই কাজের পেছনে ছুটে থাকি নিজেকে সময় দিতে ভুলে গিয়েছি। নিজের জন্য সময় দিতে গেলে সেটাকে মনে হয় সময়ের অপচয়। কিন্তু আমরা অনেকেই এটা নিয়ে সেরকম ভাবিও না।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এই দুনিয়ায় একজন আপন মানুষ পাওয়া খুবই কঠিন। তাইতো নিজেকে সময় দেওয়া অনেক বেশি দরকার। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 6 months ago 

একদম ঠিক বলেছেন আপু, সবকিছুর আগে নিজেকে সময় দেওয়াটা খুবই জরুরি।আমরা মানুষের ভালো করতে গিয়ে একটা সময় গিয়ে নিজের ভালো থাকাটাই ভুলে যাই।যখন বাস্তবতা সম্পর্কে বুঝতে পারি তখন আর সময় থাকে না।তাই এখন থেকেই সচেতন হতে হবে এবং নিজের ভালো থাকার জন্য নিজেকে প্রচুর সময় দিতে হবে।অনেক সুন্দর করে বাস্তবসম্মত একটি পোস্ট শেয়ার করেছেন আপু তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।❤️

Posted using SteemPro Mobile

 6 months ago 

সত্যি আপু সবকিছুকে পেছনে ফেলে নিজেকে সময় দিতে হবে। তাহলেই জীবনটা আমরা সুন্দরভাবে সাজাতে পারব। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 6 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন নিজেকে সময় দেয়া শিখতে হবে আমাদের। নিজেকে সময় দে আমাদের সকলের প্রয়োজন কারণ আমরা অনেকে আছি নিজেকে সময় দিতে পারি না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি থেকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আসলেই আমাদের প্রায় প্রত্যেকেরই বোধ হয় এমন মনে হয়। নিজের জন্য কোয়ালিটি সময় বের করা অনেকটা বিলাসিতার মতোই। অথচ, নিজেরই জীবন, নিজেকে একটু কোয়ালিটি সময় দিলে অন্যান্য কাজে উৎফুল্লতা আসে অনেকখানি। মন ভালো ঘাকলে যেমন কর্মদক্ষতা বাড়ে, তেমনি শরীরও ভালো রাখে। আমি চেষ্টা করি নিজেকে কিছু "মী টাইম" দিতে। আপনাকে ধন্যবাদ আপু, এমন দারুণ একটি টপিক নিয়ে নিজের মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সত্যি আপু নিজের জন্য একটু সময় বের করা অনেকটা বিলাসিতার মত মনে হয়। তবে আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা যতই ব্যস্ত থাকি না কেন নিজেকে সময় দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

 6 months ago 

আপু আপনি চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। এটা খুব চিরন্তন সত্যি আমাদের সকল সব কাজের মাঝেও নিজেকে সময় দেয়া খুব জরুরী। দিনশেষে আমরা সবাই কিন্তু একা।স্বার্থপর এই পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে ঘোরে।তাই উচিত নিজেকে নিজের সময় দেয়া।নিজেকে ভালো রাখার চেষ্টা করা।তবেই কিন্তু নিজের ভালো থাকাটা সম্ভব হয়।

 6 months ago 

আপু আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি থেকে এই লেখাগুলো লেখার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সত্যিই আপু স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর।

 6 months ago 

আপনি কারো জন্য সবকিছু করলেন কিন্তু দিন শেষে সেই আপনাকে আঘাত দিতে দ্বিতীয়বার ভাববে না।

এটা একদম সত্যি কথা আপু, আপনি একটা মানুষের জন্য সবকিছু করলেও যদি একটা ভুল কাজ করেন তাহলে দেখবেন বাকি যা কিছু করেছেন তার জন্য, সব ভুলে যাবে। আজকের দিনে নিজেকে সময় দেওয়াটা সত্যি বিলাসিতায় পরিণত হয়ে গেছে। তবে তারপরও আমাদের নিজেদের জন্য সময় বের করে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করতে হবে। বেশ সুন্দর একটা টপিক্স নিয়ে আলোচনা করেছেন আপু। অনেকেরই কাজে লাগবে আজকের এই বিষয়টা।

 6 months ago 

সত্যি আপু আমরা যদি কারো জন্য কিছু করি সেই মানুষটি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আসলে সময় মানুষকে বদলে দেয়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 6 months ago 

আপু বর্তমান যুগে নিজের পরিবারের মানুষজনও কেমন যেন পরপর হয়ে যাচ্ছে। সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে। নিজের স্বার্থে বিন্দুমাত্র আঘাত লাগলেই আসল রূপ বের হয়ে যায়। তাই এই যুগে পরিবারের জন্য এতো গাধার খাটুনি না করে, নিজেকে একটু সময় দিলেও ভালো। অন্তত পক্ষে নিজের মনটা প্রফুল্ল থাকবে এবং শরীরটাও বিশ্রাম পাবে। কারণ ছোটবেলা দেখতাম পরিবারের কেউ অনেক পরিশ্রম করলে, সেই পরিবারের সবাই আফসোস করতো আর বলতো কতো কষ্ট করে লোকটা। এতে করে কিন্তু সেই লোকটার মানসিক শক্তি অনেকটা বৃদ্ধি পেতো। কিন্তু বর্তমানে যতই পরিশ্রম করুক না কেনো, পরিবারের লোকজন বলে যে এমনটা সবাই করে। আসলে এই স্বার্থপরের দুনিয়ায়, একটু স্বার্থপর না হলে ভালো থাকা অসম্ভব। তাই যথাসম্ভব নিজেকে সময় দেওয়া উচিত, তথাপি নিজেকে নিয়েও ভাবা উচিত। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ঠিক বলেছেন ভাইয়া নিজের পরিবারের মানুষগুলো যেমন পর হয়ে যাচ্ছে তেমনি সময়ের সাথে সাথে আমরা সবাই একাকিত্বের মাঝে ডুবে যাচ্ছি। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 6 months ago 

আমরা নিজেকে সময় না দিয়ে পরিবার পরিজন নিয়ে ব্যাস্ত থাকি।নিজেকে নিয়ে ভাবার সময় কই।আসলে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে সময় দেয়া কর্তব্য।ধন্যবাদ আপু অনেক কিছু লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন আপু আমরা নিজেকে সময় না দিয়ে পরিবারকে নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু শেষে নিজেদেরকে ঠকে যেতে হয়। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39