"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-২৮||ম্যাচের কাঠি দিয়ে বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরি🏆

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমার বাংলা ব্লগ সবসময় ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। আর আমার বাংলা ব্লগের প্রত্যেকটি সদস্য নিজের প্রতিভা তুলে ধরার চেষ্টা করে। তাই আমিও নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় ম্যাচের কাঠি দিয়ে বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরি করার চেষ্টা করেছি।


🏆ম্যাচের কাঠি দিয়ে বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরি:

IMG_20221220_091622.jpg
Device-OPPO-A15
IMG_20221219_202701.jpg
Device-OPPO-A15
IMG20221219161413.jpg
Device-OPPO-A15


বাঙালিদের সর্বকালের সেরা খেলা হচ্ছে ফুটবল। ফুটবল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। যখন বিশ্বকাপ ফুটবল শুরু হয় তখন চারপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঘরে ঘরে যেন উৎসবের আমেজ লেগেই রয়েছে। আর এই উৎসবের আমেজের মাঝে দারুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেকেই হয়তো ভিন্ন কিছু তৈরির চেষ্টা করেছে। তাই আমিও অনেক চিন্তা করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। ম্যাচের কাঠি দিয়ে বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরি করতে সত্যি আমার ভালো লেগেছে। যদিও অনেকটা পরিশ্রম হয়েছে। তবে ট্রফি তৈরি করতে পেরে বেশ ভালো লেগেছে। আসলে নতুন কিছু তৈরির মাঝে সব সময় আনন্দ খুঁজে পাওয়া যায়। নতুন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি নতুন কিছু তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। তাইতো আমি ফুটবল খেলার আমেজ আরো বেশি বাড়িয়ে তুলতে এবং নিজের আনন্দ আরও বেশি বাড়িয়ে তুলতে নিজের মত করে এই ট্রফি তৈরি করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই ট্রফিটি তৈরি করতে আমার বেশ পরিশ্রম হয়েছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ট্রফি তৈরি করেছি এবং কি কি উপকরণের ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ম্যাচের কাঠি।
২. বাল্ব।
৩. বৈদ্যুতিক তার।
৪. কাগজ।
৫. আঠা।
৬. তুলি।
৭. কাঁচি।
৮. রং।
৯. হোল্ডার।

IMG20221219140545.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG_20221220_084019.jpg
Device-OPPO-A15


ম্যাচের কাঠি দিয়ে বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরি করার জন্য প্রথমে একটি বাল্বের নিচের দিকের অংশ কাজে লাগিয়েছি। যাতে করে ট্রফিটি সোজা হয়ে থাকে।


ধাপ-২

IMG_20221220_084043.jpg
Device-OPPO-A15
IMG_20221220_084103.jpg
Device-OPPO-A15


এবার এই ট্রফির নিচের দিকের স্ট্যান্ড তৈরি করার জন্য বাল্বের এই অংশটি সুন্দর করে রং করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20221219141630.jpg
Device-OPPO-A15
IMG20221219141858.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু অংশে রং করেছি। যাতে করে এই ট্রফিটির নিচের অংশ দেখতে আকর্ষণীয় হয়।


ধাপ-৪

IMG_20221220_084136.jpg
Device-OPPO-A15
IMG_20221220_084156.jpg
Device-OPPO-A15


এবার বাল্বের এই অংশটির উপরে যে লোহার মতো অংশ থাকে সেটি আলাদা করে নেওয়ার চেষ্টা করেছি। বেশ কিছুক্ষণ সময় লেগেছে এই কাজটি করতে।


ধাপ-৫

IMG_20221220_084215.jpg
Device-OPPO-A15
IMG20221219143250.jpg
Device-OPPO-A15


বাল্বের লোহার অংশ আলাদা করা হয়ে গেলে এবার একটি বাল্ব সেখানে সেট করে নিয়েছি। যাতে করে লাইটিং করতে সুবিধা হয়।


ধাপ-৬

IMG20221219143511.jpg
Device-OPPO-A15
IMG20221219143544.jpg
Device-OPPO-A15


এবার ট্রপিটি সুন্দর করে তোলার জন্য সাদা কাগজ নিয়েছি এবং কাগজ সুন্দর করে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20221219143759.jpg
Device-OPPO-A15
IMG20221219143924.jpg
Device-OPPO-A15


ট্রপিটি যাতে আকর্ষণীয় হয় সেজন্য কাগজটি সুন্দর করে বাল্বের সাথে লাগিয়ে দিয়েছি এবং আঠা দিয়ে ও টিপ দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20221219144554.jpg
Device-OPPO-A15
IMG20221219144628.jpg
Device-OPPO-A15


এবার আমি সাদা কাগজ নিয়েছি ও কাগজগুলো সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি। এবার আঠা ও ম্যাচের কাঠি নিয়েছি।


ধাপ-৯

IMG20221219144834.jpg
Device-OPPO-A15
IMG20221219150455.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কাঠিগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই কাজগুলো করতে বেশ কিছু সময় লেগেছে। আমি মাপ অনুযায়ী সবগুলো কাগজ কেটে নিয়েছিলাম। তাইতো বিভিন্ন সাইজের ম্যাচের কাঠি লাগানো অংশ তৈরি করেছি।


ধাপ-১০

IMG20221219150642.jpg
Device-OPPO-A15
IMG20221219150810.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে ম্যাচের কাঠি লাগানো কাগজগুলো সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20221219150939.jpg
Device-OPPO-A15
IMG20221219152205.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে বাকি অংশের ম্যাচের কাঠি লাগানো অংশ গুলো সুন্দর করে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি এবং এই ট্রফি আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১২

IMG20221219152458.jpg
Device-OPPO-A15
IMG20221219152852.jpg
Device-OPPO-A15


এবার উপরের অংশের বাল্ব দিয়ে তৈরি বলের অংশটি গোল্ডেন কালার করে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১৩

IMG20221219153826.jpg
Device-OPPO-A15
IMG20221219154456.jpg
Device-OPPO-A15


এবার সামনের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রথমে কাগজ কেটে নিয়েছি এবং একটি মানুষের চিত্র তৈরি করার চেষ্টা করেছি। এবার ম্যাচের কাঠি ব্যবহারে সেই অংশটি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20221219154543.jpg
Device-OPPO-A15
IMG20221219154616.jpg
Device-OPPO-A15


এবার সবকিছু সুন্দরভাবে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে ট্রফিটি দেখতে ভালো লাগে এবং বিশ্বকাপ ফুটবল ট্রফি আপনাদের কাছে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20221220_101029.jpg
Device-OPPO-A15
IMG20221219161402.jpg
Device-OPPO-A15


আমি ক্ষুদ্র মানুষ তাইতো ক্ষুদ্র প্রচেষ্টায় নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। ম্যাচের কাঠি দিয়ে যেকোনো কাজ করা সত্যিই অনেক কষ্টের ব্যাপার। তবুও নিজের কাজের মাঝে ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশা করছি বিশ্বকাপ ফুটবল ট্রফিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।


আমার পোস্ট পরিদর্শনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 2 years ago 

আহ আমি এ কী দেখলাম। বৈদ‍্যুতিক বাল্ব এবং দিয়াশলাই এর কাঠি দিয়ে বিশ্বকাপ ট্রফি তৈরি সত্যি দারুণ। চমৎকার তৈরি করেছেন আপু। সত্যি বলতে মাঠি কাঠ দিয়ে তো অনেকেই তৈরি করে কিন্তু এরকমভাবে। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া ম্যাচের কাঠি দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তবে নতুন নতুন আইডিয়াতে নতুন কিছু তৈরি করতে বেশি ভালো লাগে। যদিও এই আইডিয়াটি প্রথম এপ্লাই করলাম। তবে তৈরি করতে ভালই লেগেছে কিন্তু একটু সময় লেগেছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ফুটবল খেলা সর্বকালের বাঙ্গালীদের প্রিয় খেলা। এই খেলার শুরু হলে যে উত্তেজনা কাজ করে এমন উত্তেজনা অন্য কোন খেলায় ক্ষেত্রে দেখা যায় না । তাছাড়া খেলা উপলক্ষে আসলেই খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। সে উপলক্ষে খুব সুন্দর একটি কাপ তৈরি করেছেন আপনি মেসের কাঠি দিয়ে। একেবারে ইউনিক হয়েছে কাপটি। দেখে বোঝাই যাচ্ছে যে অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন। সবশেষে খুব ভালো লাগছে দেখতে।

 2 years ago 

জি আপু ফুটবল সর্বকালের বাঙ্গালীদের সেরা খেলা। তাইতো সবার মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সেই উপলক্ষে আমি সুন্দর একটি ট্রফি তৈরি করার চেষ্টা করেছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আপু।

 2 years ago 

ম্যাচের কাঠি দিয়ে অনেক সুন্দর করে বিশ্বকাপ ট্রফি তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি ম্যাচের কাঠির ব্যবহারে বিশ্বকাপ ট্রফিটি সুন্দর করে তৈরি করার জন্য। জানিনা কেমন হয়েছে। তবে আপনাদের মন্তব্য গুলো পড়ে ভালই লাগছে।

 2 years ago 

আসলেই তাই আপু, ফুটবল সর্বকালের বাঙ্গালীদের প্রিয় একটি খেলা। আপনি অসাধারণ একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বাল্ব এবং ম্যাচের কাঠি ব্যবহার করে খুব সুন্দর ট্রফির অরিগামি তৈরি করেছেন আপনি। গোল্ডেন কালার করার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম দিয়ে এটি তৈরি করেছেন।

 2 years ago 

সত্যি আপু ফুটবল সর্বকালের বাঙ্গালীদের প্রিয় একটি খেলা। তাই তো সেই সেই ফুটবলের ট্রফি সুন্দর করে তৈরির চেষ্টা করেছি। বাল্ব এবং ম্যাচের কাঠি ব্যবহারে এই ট্রফিটি তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আহা আপু। আপনাদের এই অংশগ্রহন দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে। কি যে বলবো বুঝতে পারছিনা। আমি সেমিস্টার ফাইনালের প্যারাতে এখনো কিছু করতে পারলাম না। শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে পারবো কিনা দ্বিধায় আছি। সত্যি আপনার এই কাপ টা সুন্দর হয়েছে।

 2 years ago 

এখন যেহেতু প্রতিযোগিতার সময় বাড়ানো হয়েছে আশা করছি আপনার পরীক্ষা প্রায় শেষ হয়ে যাবে। আর অবসর সময় পেলেই তৈরি করার চেষ্টা করবেন। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু! আপনার আইডিয়ার তারিফ করতেই হয়! দেখেই বুঝা যাচ্ছে কতটা সময় নিয়ে কাজটি করেছেন। খুব সুন্দর হয়েছে। এবারের বিশ্বকাপের শিরোপাটাও এমনই ছিল মনে হচ্ছে!

 2 years ago 

সত্যি ভাইয়া এই ট্রফি তৈরি করতে অনেকটা সময় লেগেছে। জানিনা কতটুকু সার্থকভাবে করতে পেরেছি। তবে চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে কিন্তু ট্রফিটা।আর অনেক পরিশ্রম ও করেছেন।

 2 years ago 

সত্যি আপু এই ট্রফি তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়েছে। একবার সবকিছু সেটিং করে নিয়েছিলাম এরপর লাস্ট পর্যায়ে গিয়ে দেখি বাল্ব অন হচ্ছে না। পরে আবার সব খুলে আবার সেটিং করেছি। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক হয়েছে।♥️♥️♥️

সামনের বছর ফিফা এর সাথে যোগাযোগ করেন। পুরো অরজিনাল বিশ্বকাপের মতো লাগছে দেখতে। হা হা হা... তবে আপনার তৈরি করা বিশ্বকাপটা মনে হচ্ছে একটু আধুনিক। কারণ অরজিনালটায় তো আলো জ্বলে না, আপনারটা তো দেখছি আলোও জ্বলে। তবে একটা বিষয় মানতেই হবে সেটা হল, একদমই ইউনিকভাবে তৈরি করেছেন ব্যাপারটা।

 2 years ago 

জি ভাইয়া সামনের বিশ্বকাপের জন্য তৈরি করে রাখলাম। এটা আমাদের বাঙ্গালীদের ট্রফি আর কি 😅😅। ভাইয়া আমি চেষ্টা করেছি লাইটিং করে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

ওয়াও! অনেক কষ্ট করেছেন আপনি বিশ্বকাপ ফুটবলের ট্রফি তৈরি করার জন্য।ম্যাচের কাঠি এবং বাল্ব দিয়ে সুন্দর করে আপনি বিশ্বকাপ ফুটবলের ট্রফি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন।দেখেই বোঝা যাচ্ছে আপনার ট্রফিটি তৈরি করতে অনেক অনেক পরিশ্রম হয়েছে।আপনার তৈরি করার ধাপ এবং পরিশ্রম দুইটার তুলনা হয়না।ট্রফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এবং তৈরি করার ধাপ গুলো ইউনিক ছিল।অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আশাকরি আপনার সফলতা আসবে।

 2 years ago 

নতুন কোন কিছু তৈরি করতে গেলে সত্যিই অনেক কষ্ট করতে হয়। বিশেষ করে সেটিং করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তবুও শেষ পর্যন্ত পরিশ্রম সার্থক হয়েছে এজন্য আমি অনেক খুশি। আপনাদের ভাল লাগাই আমার প্রাপ্য। ধন্যবাদ আপু।

 2 years ago 

ও মাই গড আপু আপনি তো দেখছি বিশ্বকাপ হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। এটি কাতার পাঠিয়ে দিন। আপনার আইডিয়া দেখে আমি মুগ্ধ এত চমৎকার ভাবে এত কঠিন একটি কাজ আপনি সম্পন্ন করেছেন।দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বিশ্বকাপ নিয়ে বাঙ্গালীদের উৎসবের যেন শেষই নেই। তাইতো বাঙালিরদের জন্য এই ট্রফি তৈরি করেছি🤪🤪। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপু আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62613.64
ETH 2438.01
USDT 1.00
SBD 2.67