"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-২১||পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগ সব সময় ইউনিক ধরনের প্রতিযোগিতার আয়োজন করে তাই তো আজকে আমি পটল দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি:

IMG_20220815_165838.jpg
Device-OPPO-A15
IMG_20220815_104734.jpg
Device-OPPO-A15


পটল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। তবে আমরা হয়তো সচরাচর সেই রেসিপিগুলো তৈরি করি না। পটল দিয়ে টক ঝাল মিষ্টি আচার খেতে দারুন লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে পটলের আচার খেতে খুবই ভালো লাগে। সকালের গরম ভাতের সাথে কিংবা গরম গরম খিচুড়ির সাথে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। পটলের আচার এমনিতে খেতেও বেশ ভালো লাগে। মাঝে মাঝে যদি আমরা ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করি তাহলে খেতে খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি পটলের আচার খেতে আমার খুবই ভালো লেগেছে।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
পটল৪০০ গ্রাম
শুকনা মরিচপরিমাণমতো
তেঁতুলের টক১ কাপ পানির মিশ্রণ
খেজুরের গুঁড়পরিমাণমতো
মরিচের গুঁড়া১/২ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
পাঁচফোড়নপরিমাণমতো
জিরা গুঁড়া১/২ চামচ
সরিষার তেল৬ চামচ

IMG20220814134352.jpg

IMG20220814134244.jpg

IMG20220814134317.jpg


পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20220814135424.jpg

IMG20220814135444.jpg


পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি তৈরির জন্য প্রথমে পটল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কেটে নিয়েছি। এবার আচার তৈরির জন্য সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং ভেতরে খেতে ভালো লাগে। এবার পটল গুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি।


ধাপ-২

IMG20220814135454.jpg

IMG20220814135540.jpg


লবণ ও হলুদের গুঁড়া দিয়ে পটল গুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যাতে করে খেতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20220814135806.jpg

IMG20220814135824.jpg


এবার একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য। এরপর পটলগুলো তেলের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি।


ধাপ-৪

IMG20220814135954.jpg

IMG20220814140347.jpg


পটলগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। দুই পাশেই চামচ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর প্লেট এর মধ্যে তুলে নিয়েছি।


ধাপ-৫

IMG20220814140451.jpg

IMG20220814140519.jpg


এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এরপর তেল গরম হলে পাঁচফোড়ন দিয়েছি। এরপর শুকনা মরিচ দিয়েছি। টক মিষ্টি ঝাল আচার তৈরিতে শুকনা মরিচ দিলে খেতে বেশ ভালো লাগে। আর পাঁচফোড়ন দিলে আলাদা রকমের ফ্লেভার আসে।


ধাপ-৬

IMG20220814140644.jpg

IMG20220814140703.jpg


এবার পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়েছি। এরপর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি। সবগুলো মসলা ভালোভাবে ভুনা করার জন্য এখানে তেঁতুলের টক দিয়েছি


ধাপ-৭

IMG20220814140759.jpg

IMG20220814141042.jpg


এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে সবগুলো মসলা ভালোভাবে মিক্স করেছি এবং তেঁতুলের টক ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিয়েছি। তেঁতুলের টক আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম।


ধাপ-৮

IMG20220814141101.jpg

IMG20220814141111.jpg


এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়েছি। ধীরে ধীরে সবগুলো পটল এর মধ্যে দিয়েছি।


ধাপ-৯

IMG20220814141138.jpg

IMG20220814141217.jpg


এবার চামচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করেছি। যাতে করে মসলার সাথে পটলগুলো ভালোভাবে মিশানো হয় এবং তেতুলের টক এবং মরিচের ঝাল পটলের ভেতরে প্রবেশ করে। এবার সামান্য পরিমাণে পানি দিয়েছি।


ধাপ-১০

IMG20220814141241.jpg

IMG20220814141356.jpg


এবার একটি বাটির মধ্যে খেজুরের গুঁড় কেটে নিয়েছি। গুড় কেটে নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে হালকা একটু পানি নিয়ে খেজুরের গুঁড় গলিয়ে নিয়েছি।


ধাপ-১১

IMG20220814141408.jpg

IMG20220814141451.jpg


এবার পটলের টক মিষ্টি ঝাল আচার তৈরির জন্য খেজুরের গুঁড়ের মিশ্রণটি এর মধ্যে দিয়েছি।


শেষ ধাপ

IMG20220814142055.jpg

IMG20220814142415.jpg


কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আচারে বেশ সুন্দর কালার এসেছে এবং খেজুরের গুঁড় দেওয়াতে অনেকটা গাঢ় হয়েছে। এভাবে এই মজার পটলের টক মিষ্টি ঝাল আচার তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20220815_104813.jpg
Device-OPPO-A15

পটলের টক মিষ্টি ঝাল আচার তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের মাঝে এই রেসিপি উপস্থাপন করতে পেরে। আমি চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করে তুলে ধরতে। আশা করছি পটলের টক মিষ্টি ঝাল আচার রেসিপি সকলের ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

একদমই নুতন একটি রেসিপি সাথে পরিচিত হলাম। কখনোই এই পটলের আচার খাওয়া হয়নি। তবে এরকম নুতন রেসিপি দেখে খুবই ভালো লাগছে। পড়ে বাসায় তৈরি করে খেতে পারি খুবই ভালো লাগছে আপনার রেসিপিটি অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

নতুন নতুন খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে। তাই তো নতুন একটি রেসিপি শেয়ার করেছি। আপনি অবশ্যই এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

অসাধারণ অসাধারণ কি যে বলবো কথা খুজে পাচ্ছি না ৷আজকে আপনার কাছে নতুন কিছু দেখলাম ৷সত্যি অনেক সুন্দর ছিল পটলের টক ঝাল রেসেপি টি৷
ধন্যবাদ আপু

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি পটলের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে শেয়ার করার জন্য। মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জাস্ট অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপু। খেজুরের গুড় দিয়ে পটলের রেসিপি আজ প্রথম দেখলাম। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। অনেক মজাদার হবে দেখে বোঝা যাচ্ছে।

 2 years ago 

খেজুরের গুড় দিলে পটলের টক ঝাল মিষ্টি আচার খেতে আরো বেশি ভালো লাগে। আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল।

 2 years ago 

পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি দেখে প্রথমে ভেবেছিলাম ভুল দেখছি নাতো। রেসিপিটি ইউনিক তো বটেই, আমি নিজেও আজকে প্রথম দেখলাম। যাইহোক অসাধারণ হয়েছে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

না ভাইয়া আপনি একদম ভুল দেখেননি। আমি পটল দিয়েই এই মজার রেসিপি তৈরি করেছি।পটলের টক ঝাল মিষ্টি আচার দারুন হয়েছিল। আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

পটলের টক ঝাল মিষ্টি আচার আগে কখনো খাওয়া হয়নি। দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

পটলের টক ঝাল মিষ্টি আচার এবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপু। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরার জন্য। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপু এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি পটলের এত সুন্দর একটি আঁচার রেসিপি তৈরি করেছেন যা দেখে জিভে জল চলে আসলো। এভাবে কখনো পটলের আচার খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। এরকম আচার খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমিও একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন জেনে ভালো লাগলো। আপনি অবশ্যই এই মজার রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপু। মন্তব্য প্রকাশ করার মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি দেখে জিভে জল এসে যাচ্ছে। সত্যি অসাধারনভাবে আপনি পটলের রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ইউনিক একটি রেসিপি ছিল। ধাপগুলো অসাধারণ ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন ।ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পটলের টক ঝাল মিষ্টি আচার দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে ভালো লাগলো। আপনি অবশ্যই এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ও মাই গড! পটলের ও আচার হয় আপু। একদম নতুন ও ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম আসলে। আপনার পটলের আচার দেখেই তো টেস্ট করে খেতে ইচ্ছে করছে আপু।

 2 years ago 

যদি ইচ্ছা থাকে তাহলে ভিন্ন কিছু তৈরি করা যায়। তাইতো আমি পটলের মজার একটি রেসিপি তৈরি করেছি। আপনি চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন ভাইয়া। মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

পটলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি দেখে খুবই অদ্ভুত লাগছে কারণ এর আগে পটল দিয়া আচার বানানো আর দেখিনি পটলের টক ঝাল মিষ্টি আচার খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পেলাম।

 2 years ago 

এই পৃথিবীতে কোন খাবার একবারে তৈরি হয়নি। কারো ইউনিক আইডিয়া এবং ভিন্ন ধরনের আইডিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। যাই হোক আপু খাবার কখনো অদ্ভুত হতে পারে না। হয়তো ইউনিক হতে পারে।

 2 years ago 

আমি কখনো পটলের আচার খাইনি।কনটেস্ট উপলক্ষে এখন নানান ধরনের রেসিপি দেখতে পাব পটলের।আপনার আচারের রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে।যেকোন আচার ই আমার খুব পছন্দ।

 2 years ago 

পটলের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে খেয়ে দেখবেন আপু। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66384.36
ETH 3272.25
USDT 1.00
SBD 4.27