Diy-শুভ দীপাবলী||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলীর শুভেচ্ছা। দীপাবলীর এই উৎসবে আমিও নিজের মতো করে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।


শুভ দীপাবলী:

IMG_20221024_151024.jpg
Device-OPPO-A15


দীপাবলীর এই সুন্দর দিনে চারপাশ সেজে উঠে আলোয় আলোয়। প্রদীপের আলোয় চারপাশ আলোকিত হয়। সবাই মিলে অনেক সুন্দর সময় কাটায়। আসলে বিভিন্ন উৎসবগুলো ঘিরে আমরা অনেক আনন্দ করার চেষ্টা করি। এই বিশেষ দিনে আমিও সবাইকে শুভেচ্ছা জানাতে এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। আশা করছি আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড সবার কাছে ভালো লাগবে। কিভাবে আমি এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি এবার চলুন দেখে নেয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20221024141534.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20221024141642.jpg
Device-OPPO-A15
IMG20221024141818.jpg
Device-OPPO-A15


সবাইকে দীপাবলীর শুভেচ্ছা জানানোর জন্য প্রথমে এই শুভেচ্ছা কার্ড তৈরীর চেষ্টা করেছি। এজন্য একটি সাদা কাগজ নিয়ে ও মাঝামাঝি অংশে ভাঁজ করে নিয়েছি। এবার শুভেচ্ছা কার্ডের ডিজাইন তৈরি করার জন্য লাল রঙের কাগজ নিয়েছি।


ধাপ-২

IMG20221024142037.jpg
Device-OPPO-A15
IMG20221024142426.jpg
Device-OPPO-A15


সুন্দর করে মাপ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20221024142545.jpg
Device-OPPO-A15
IMG20221024142819.jpg
Device-OPPO-A15


এবার লাল রঙের কাগজ সুন্দর করে ডিজাইন করার জন্য নিচের দিকে আঁকাবাঁকা করে কেটে নিয়েছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20221024142920.jpg
Device-OPPO-A15
IMG20221024142954.jpg
Device-OPPO-A15


এবার কাগজগুলো সুন্দর করে লাগানোর জন্য আঠা ব্যবহার করেছি। উপরের দিকে কাগজটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৫

IMG20221024143014.jpg
Device-OPPO-A15
IMG20221024143156.jpg
Device-OPPO-A15


এরপর ধীরে ধীরে নিচের দিকের অংশের কাগজটি সুন্দর করে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৬

IMG20221024143354.jpg
Device-OPPO-A15


এবার প্রদীপ তৈরি করার জন্য লাল রঙের কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। যাতে করে এই কাগজগুলো দিয়ে সুন্দর প্রদীপ তৈরি করা যায়।


ধাপ-৭

IMG_20221024_150619.jpg
Device-OPPO-A15
IMG20221024143632.jpg
Device-OPPO-A15


প্রদীপ তৈরি করার জন্য এবার কাগজগুলো সুন্দর করে ভাঁজ করেছি এবং প্রদীপ তৈরি করার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৮

IMG20221024143756.jpg
Device-OPPO-A15
IMG20221024144110.jpg
Device-OPPO-A15


প্রদীপের অগ্নিশিখা তৈরির জন্য হলুদ রঙের কাগজ নিয়েছি। হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি।


ধাপ-৯

IMG20221024144209.jpg
Device-OPPO-A15
IMG20221024144332.jpg
Device-OPPO-A15


এবার হলুদ রঙের কাগজ দিয়ে প্রদীপের অগ্নিশিখা তৈরির জন্য চেষ্টা করেছি। সুন্দর করে ভাঁজ করে কাগজটি প্রদীপের উপরের অংশের জন্য প্রস্তুত করেছি।


ধাপ-১০

IMG20221024144659.jpg
Device-OPPO-A15
IMG20221024144825.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে প্রদীপ গুলো আঠার সাহায্যে কার্ডটির উপর লাগিয়ে দিয়েছি। যাতে করে প্রদীপ দেওয়ার ফলে দীপাবলীর শুভেচ্ছা কার্ডটি দেখতে সুন্দর লাগে।


শেষ ধাপ

IMG20221024145107.jpg
Device-OPPO-A15
IMG20221024145417.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে অন্যান্য অংশের কাজগুলো করার পর দীপাবলীর শুভেচ্ছা বার্তা কার্ডের উপরের অংশে কলম দিয়ে লিখে নিয়েছি। এভাবেই আমি সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20221024_150930.jpg
Device-OPPO-A15


দীপাবলীর এই সুন্দর দিনে সবাইকে দীপাবলীর শুভেচ্ছা জানানোর জন্য এই কার্ডটি তৈরি করেছি। হয়তো খুব একটা ভালো হয়নি। তবে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাদের ভালোলাগাই আমার প্রশান্তি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আপনাকেও দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা আপু। শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন আপনি। কার্ডের মধ্যে প্রদীপ গুলোকে অসাধারণ লাগছে দেখতে। মনে হচ্ছে যেন সত্যিই আগুন জ্বলছে। কাগজের কালার কম্বিনেশনটার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

দীপাবলীর শুভেচ্ছা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সুন্দর কার্ড বানিয়েছি আপু। আমার তৈরি করা কার্ডের প্রদীপ গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সত্যি আপু আপনার সুন্দর প্রশংসার ফলে উৎসাহ পেলাম।

 2 years ago 

চমৎকার একটি দীপাবলীর কার্ড তৈরি করেছেন আপু। অসাধারণ আপনার নির্মাণশৈলী। আপনার জন্য দীপাবলীর শুভেচ্ছা রইল।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি দীপাবলীর সুন্দর একটি কার্ড তৈরি করার জন্য। আমার নির্মাণশৈলী আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

প্রথমেই জানাই শুভ দীপাবলীর শুভেচ্ছা ৷ আপনি এই শুভ দিনে সবার উদ্যেশে শুভ দীপাবলী কার্ড বানিয়েছন ৷ যেটা সত্যিই চমৎকার ছিল ৷ রঙিন কাগজ কেটে আঠা লাগিয়ে কি সুন্দর করে বানিয়েছেন ৷ সব মিলে ভালো ছিল ৷

ধন্যবাদ আপু

 2 years ago 

শুভ দিনের এই শুভক্ষণে সবাইকে দিপাবলীর শুভেচ্ছা জানাতে এই কার্ডটি তৈরি করেছি ভাইয়া। কাগজ দিয়ে এই সুন্দর কার্ড বানাতে ভালো লেগেছে। মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুভ দীপাবলির কার্ড বানিয়ে দেখালেন আপু,সত্যি অনেক ভাল লাগলো। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি কার্ড বানানো শেয়ার করলেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

দীপাবলির কার্ড আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম। অভিনন্দন ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

চারপাশে আলোয় আলোয় দেখতে বেশ ভালো লাগে।আপু দীপাবলির শুভেচ্ছা রইলো। যাই হোক দীপাবলি উপলক্ষে খুব সুন্দর করে কার্ড তৈরি করেছেন। কালার কম্বিনেশন বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

চারপাশে আলোয় আলোয় ভরে গেলে দেখতে সত্যি ভালো লাগে। তাইতো আমি দীপাবলির এই উৎসবকে ঘিরে সুন্দর একটি কার্ড তৈরি করেছি। প্রদীপের আলোয় চারপাশ আলোকিত করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপু দীপাবলি উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড দেখতে অনেক সুন্দর হয়েছে। হলুদ,লাল আর সাদা মিলে যেন একাকার হয়ে গিয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কার্ডের মধ্যে প্রদীপগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি তো দেখছি বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে দীপাবলির দারুন একটি কার্ড তৈরি করে দেখিয়েছেন। আপনার তৈরিকৃত এই কার্ড চমৎকার হয়েছে। আশা করি আপনার এত সুন্দর কাজ দেখে অনেকে খুশি হবেন। আর এরে মধ্য দিয়ে আপনার কারু কাজের দক্ষতার প্রকাশ ঘটেছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65