Diy-ম্যাচের কাঠি দিয়ে চেয়ার তৈরি🪑||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। নতুন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু তৈরি করতে। তেমনি আজকে আমি ম্যাচের কাঠি দিয়ে চেয়ার তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


ম্যাচের কাঠি দিয়ে চেয়ার তৈরি:

IMG_20230117_210950.jpg
Device-OPPO-A15
IMG_20230117_201855.jpg
Device-OPPO-A15


ম্যাচের কাঠি দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার ভালো লাগে। যদিও এই কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। তবে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আসলে কোন কিছু দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বোঝা যায় কতটা সময় নিয়ে করতে হয়। ছোট ছোট ম্যাচের কাঠিগুলো দিয়ে সুন্দরভাবে চেয়ার তৈরি করা খুব একটা সহজ নয়। তবুও চেষ্টা করেছি। জানিনা আমার ম্যাচের কাঠি দিয়ে তৈরি চেয়ার আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে তাই মাঝে মাঝে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তাইতো ম্যাচের কাঠি ব্যবহার করে ছোট ছোট চেয়ার গুলো তৈরি করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই চেয়ারগুলো তৈরি করেছি এবং এজন্য আমি কি কি উপকরণের ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ম্যাচের কাঠি।
২. কাগজ।
৩. আঠা।
৪. কাঁচি।

IMG20230117133750.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230117133857.jpg
Device-OPPO-A15
IMG20230117133922.jpg
Device-OPPO-A15


ম্যাচের কাঠি দিয়ে চেয়ার তৈরি করার জন্য প্রথমে কাগজ কেটে নিয়েছি। সুন্দর লম্বা করে কাগজ কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20230117133942.jpg
Device-OPPO-A15
IMG20230117134015.jpg
Device-OPPO-A15


এবার কাগজগুলোতে সুন্দর করে আঠা লাগিয়ে নিয়েছি। যাতে করে কাঠিগুলো বসাতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20230117134037.jpg
Device-OPPO-A15
IMG20230117134114.jpg
Device-OPPO-A15


এবার আঠা লাগানো কাগজের উপর সুন্দর করে কাঠিগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230117134137.jpg
Device-OPPO-A15
IMG20230117134431.jpg
Device-OPPO-A15


চেয়ার তৈরি করার জন্য সুন্দর করে কাঠিগুলো লাগিয়ে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20230117134519.jpg
Device-OPPO-A15
IMG20230117134635.jpg
Device-OPPO-A15


এবার চেয়ারের অন্য অংশ তৈরি করার জন্য ম্যাচের কাঠিগুলো সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230117134728.jpg
Device-OPPO-A15
IMG20230117134738.jpg
Device-OPPO-A15


চেয়ারের দুটি পার্ট তৈরি করার জন্য সুন্দর করে কাগজগুলো প্রস্তুত করেছি এবং কাঠিগুলো লাগানোর চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230117134800.jpg
Device-OPPO-A15
IMG20230117134905.jpg
Device-OPPO-A15


এবার কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। কাগজ কিছুটা বাড়তি রেখেছি যাতে করে আঠা লাগাতে সুবিধা হয়।


ধাপ-৮

IMG20230117134937.jpg
Device-OPPO-A15
IMG20230117135000.jpg
Device-OPPO-A15


এবার চেয়ারের দুটি পার্ট একসাথে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230117135019.jpg
Device-OPPO-A15
IMG20230117135308.jpg
Device-OPPO-A15


বাড়তি কাগজ সুন্দর করে উপরের অংশে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে খুলে না যায় এবং কিছুক্ষণ সময় চাপ দিয়ে ধরে রেখেছি।


ধাপ-১০

IMG20230117135337.jpg
Device-OPPO-A15
IMG20230117135539.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে পায়ার অংশ তৈরি করার জন্য কাঠিগুলো সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG_20230117_200548.jpg
Device-OPPO-A15
IMG20230117135735.jpg
Device-OPPO-A15


আঠা দিয়ে কাঠিগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই কাজগুলো করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে। বেশ কিছুক্ষণ সময় লেগেছে।


ধাপ-১২

IMG20230117135829.jpg
Device-OPPO-A15
IMG20230117140003.jpg
Device-OPPO-A15


অনেকটা সময় নিয়ে চেয়ারের পায়াগুলো লাগানোর চেষ্টা করেছি। যাতে করে খুলে না যায় এবং দেখতে ভালো লাগে।


ধাপ-১৩

IMG20230117140850.jpg
Device-OPPO-A15
IMG20230117142652.jpg
Device-OPPO-A15


এভাবে কিছুক্ষণ সময় শুকিয়ে নেওয়ার জন্য রেখেছি। যাতে করে খুলে না যায়। চেয়ারটি ভালোভাবে সাবধানে রেখেছি।


শেষ ধাপ

IMG20230117144744.jpg
Device-OPPO-A15
IMG20230117145401.jpg
Device-OPPO-A15


পূর্বের পদ্ধতি অনুযায়ী আরো একটি চেয়ার তৈরি করে নিয়েছি। এভাবেই আমি সুন্দর চেয়ারগুলো তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230117_145949.jpg
Device-OPPO-A15
IMG_20230117_213317.jpg
Device-OPPO-A15


চেয়ার তৈরি করা হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করেছি। এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগেছে। তবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে ভালো লাগছে। জানিনা দেখতে কেমন হয়েছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

যে কোন কাজই প্রথমে করতে গেলে খুবই কঠিন মনে হয়। আর কোন কঠিন কাজ সহজ করে করতে প্রয়োজন সৃজনশীলতা। আপু আপনি আপনার সৃজনশীলতা কে ধরে রাখার জন্য প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করে যাচ্ছেন। আসলে এসব সৃজনশীল বিষয়গুলোর জন্য প্রয়োজন বেশ সময় নিয়ে এবং ধৈর্য্য নিয়ে কাজ করা। আমার মনে হয় এই দুইটি গুনই আপনার মধ্যে আছে। তবে আজকের ম্যাচের কাঠি দিয়ে আপনি খুব সুন্দর আর নিখুঁত করে চেয়ার বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যে কোন কাজ করতে গেলে প্রথমে ভীষণ কঠিন মনে হয়। তবে ধীরে ধীরে সহজ হয়ে যায়। কিন্তু কিছু কিছু কাজ আছে ধৈর্য নিয়ে করতে হয়। আপু আপনার প্রশংসা শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ আপনি তো দেখছি অসাধারণ এবং ইউনিক একটি আইডিয়া বের করেছেন। ম্যাচের কাঠি দিয়ে চেয়ার বানিয়ে দেখিয়েছেন। অনেকদিন পর ভিন্ন রকমের একটি ডাই পোস্ট দেখতে পেলাম। ম্যাচের কাঠি দিয়ে চেয়ার বানানোর পদ্ধতিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন চেয়ার টা কে নিয়ে শুধু একটু ম্যাচের খোলসের সাইডের অংশের সাথে একটু ঘষা দিতে হবে। তাহলে চেয়ারটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে। হা হা হা। একটু মজা করলাম কিছু মনে করবেন না।যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর ইউনিক আইডির পোস্টটি আমাদের।

 2 years ago 

কাঠিগুলো যদি এখন ঘষা দেওয়া হয় তাহলে একেবারে আমার মাথায় আগুন জ্বলে যাবে। কারণ অনেক কষ্টে তৈরি করেছি ভাইয়া। মজা করলাম আমিও🤪। ধন্যবাদ ভাইয়া মতামত প্রকাশের জন্য।

 2 years ago 

ম্যাচের কাঠি দিয়ে অনেক সুন্দর চেয়ার তৈরি করেছেন। কাঠি আর কাগজের সাথে আঠা লাগিয়ে কিভাবে চেয়ার তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। সাইডের লাল অংশের কারণে চেয়ারটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সম্পূর্ণ প্রসেস তুলে ধরার জন্য। যাতে করে যে কেউ বানাতে পারে। এক সাইডে লাল অংশ দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে সুন্দর হয়। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনার ম্যাচের কাঠি দিয়ে চেয়ার তৈরি ইউনিক হয়েছে। সত্যি আপু কোন কিছু দেখে মনে হয় যত সহজ, কিন্তু করতে গেলে ঠিক ততটাই সময় লাগে।আপনার চেয়ারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যাচের কাঠি দিয়ে তৈরি করা চেয়ার আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। আর কতটা সময় লাগে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

অসাধারণ একটি ডাইপোস্ট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।।
আসলে আপনার ডাই পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না যে ম্যাচের কাঠি ব্যবহার করে এত সুন্দর জিনিস প্রস্তুত করা যায়।।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ম্যাচের কাঠি দিয়ে সত্যিই অনেক কিছু তৈরি করা যায়। তাই তো মাঝে মাঝে ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

ওয়াও খুবই ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে চেয়ার বানানোর পদ্ধতি বর্ণনা করেছেন। আমার ইচ্ছে করছে আপনার চেয়ারে বসে থাকতে। ধন্যবাদ আপু ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ইউনিক কিছু তৈরি করে সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করি। আপু আপনি চাইলে চেয়ারে বসতে পারেন। তবে হাত-পা ভেঙে গেলে আমার দোষ নেই। 🤭

মানুষের কত প্রতিভা গো! 🙄🙄। গ্লু গান ছাড়াই নরমাল ভাবে আঠা দিয়ে কাজ করতে মনে হয় বেশ ঝামেলা পোহাতে হয়েছে তাইনা আপু? অনেক আগে আমি একবার করতে নিয়েছিলাম কিন্তু বিরক্ত হয়ে উঠে গেছি 😀। আপনার কাজের ফিনিশিং টা সত্যিই চমৎকার হয়েছে। আর আপনার ধৈর্যের প্রশংসা করতে হয় আপু। 👌👌। পরবর্তীতে আরো চমক নিয়ে আসবেন মনে হচ্ছে। অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এই কষ্ট কাকে বলি ভাইয়া। গ্লু গান ছাড়া এটা করতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। একবার তো বিরক্ত হয়ে বাদ দিয়ে বসে ছিলাম। পরে ভাবলাম অর্ধেক যখন হয়েছে চেষ্টা করি আরেকবার। আমার কষ্ট বোঝার জন্য ধন্যবাদ ভাইয়া। 😍😍

 2 years ago 

কি চমৎকারভাবে ম্যাচের কাঠি দিয়ে চেয়ার তৈরি করে দেখালেন। আসলে চেষ্টা থাকলে সব সম্ভব। নতুন কিছু উপস্থাপন করতে পারাটা অনেক বড় গুণ। জাষ্ট অসাধারণ ছিল আপনার ডাই প্রজেক্ট 👌

 2 years ago 

সত্যি ভাইয়া চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়। কিন্তু সেটার পাশাপাশি ধৈর্যেরও প্রয়োজন হয়। মাঝে মাঝে তো ধৈর্য হারা হয়ে যাই। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি ম্যাচ কাঠি দিয়ে চেয়ার বানিয়ে আমাদেরকে দেখিয়েছেন। আসলে মাঝে সাঝে এ ধরনের ইউনিক কিছু দেখলে বেশ ভালই লাগে। আপনি খুব সুন্দর করে কাঠিগুলো কাগজের উপরে রেখে আটা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। তবে আপনার তৈরি চেয়ার একটু আগুন দিতে ইচ্ছা করছে 😁😁।যাই হোক খুবই সুন্দর একটি ইউনিক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মাঝে মাঝে এমন কিছু তৈরি করে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করেছি ভাইয়া। আমার চেয়ারে আগুন দিতে এলে আপনার হাত জ্বলে যাবে। কারণ অনেক কষ্টে তৈরি করেছি। 😅

 2 years ago 

নতুন ধরনের একটি ডাই প্রজেক্ট এটা। বোঝাই যাচ্ছে অনেক সময় লেগেছে।আঠা লাগানো,আঠা শুকানোর জন্যে অপেক্ষা করা।অনেক ধৈর্যের বিষয়।আর চেয়ারের পা লাগানোএ প্রক্রিয়াটি তো বেশ জটিল।ধন্যবাদ আপু সুন্দর এই ডাই প্রজেক্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই সব সময় নতুন কিছু করার চেষ্টা করি ভাইয়া। সত্যি ভাইয়া অনেক সময় লেগেছে। আসলে আঠা শুকানো পর্যন্ত বেশ সময় অপেক্ষা করতে হয়েছে। আর চেয়ারের পা গুলো লাগানো খুবই কঠিন ছিল। আমার তো মাথা একেবারে গরম হয়ে গিয়েছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58647.58
ETH 2550.58
USDT 1.00
SBD 2.50