সন্তান||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আজ আমি আমার মনের আবেগ থেকে কিছু কথা আমার লেখনীর মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজ আমি যে বিষয়বস্তুর উপর লেখার চেষ্টা করছি সেটা হল "সন্তান"। পৃথিবীতে প্রত্যেকটি বাবা-মা তার সর্বোচ্চ দিয়ে সন্তানের মঙ্গল কামনা করে। কিন্তু সন্তানরা যদি তার বিন্দু পরিমান ভালবাসা থেকে তার বাবা মাকে ভালোবাসতো তাহলে হয়তো সম্পর্ক গুলো আরো বেশি সুন্দর হতো। তাই আমি আমাদের সমাজের প্রেক্ষাপটে "সন্তান" এই বিষয়বস্তুর উপর কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা কথাগুলো সকলের ভাল লাগবে।



সন্তান:

family-gb9db25aad_1920.jpg

Source



সন্তান এই কথাটি কয়েকটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এই শব্দটির বিশালতা কতটুকু তা শুধুমাত্র একজন বাবা মাই উপলব্ধি করতে পারে। বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তাদের সন্তান। বাবা-মা তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ মনে করে কিন্তু আমাদের সমাজে এমন কিছু সন্তান রয়েছে যারা সেই বাবা-মাকেই তুচ্ছ মনে করে। যখন একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে থাকে অনেক নিষ্পাপ। আর সেই নিষ্পাপ শিশুটিকে বড় করে তোলার জন্য তার বাবা-মা অক্লান্ত পরিশ্রম করে। একজন মায়ের শরীরের বিন্দু বিন্দু রক্ত থেকে একটি সন্তানের জন্ম হয়। আর সেই সন্তান একটা সময়ে এসে তার মায়ের রক্তকে অস্বীকার করে। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রেই এই চিত্রটি দেখতে পাওয়া যায়। একজন সন্তানকে ছোট থেকে বড় করতে তার মা-বাবা শরীরের ঘাম ঝরানো উপার্জন দিয়ে তার সন্তানকে বড় করে তোলে। সন্তানের ভালো থাকার কথা চিন্তা করে তার বাবা-মা সর্বোচ্চ উজার করে দেয়ার চেষ্টা করে। তাদের সন্তানকে একটি সুন্দর জীবন দান করার চেষ্টা করে। একটি সন্তান যেন সুন্দর এবং স্বাভাবিক জীবন পায় এই কামনা প্রত্যেকটি বাবা-মার। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়ার নামই হচ্ছে বাবা মা। নিজের খাবার সন্তানদের মাঝে ভাগাভাগি করে দেওয়ার মধ্যে যে কি আনন্দ রয়েছে তা শুধু বাবা মাই উপলব্ধি করতে পারে। একটা সময় সেই সন্তানরাই তাদের বাবা-মার জন্য খাবারের জোগার করতে অস্বীকার করে। আজ আমাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে। কারণ আমরা আমাদের সেই অতীত গুলোকে ভুলে গেছি। আমরা যদি আমাদের সেই অতীত গুলোকে মনে রাখতাম এবং বাবা মায়ের কষ্টের মূহুর্তগুলো মনে রাখতাম তাহলে হয়তো আমরা মনুষত্বহীন হতাম না।



people-g26809813a_1920.jpg

Source



একজন সন্তানের সফলতার পেছনে রয়েছে বাবা-মায়ের রক্তঝরা ঘামের গন্ধ। কারণ তাদের পরিশ্রম ঘাম হয়ে শরীর থেকে ঝরেছে। একজন বাবা মা তার সন্তানের ভবিষ্যত গড়ে দিতে নিজের জীবনের সবকিছু উজাড় করে দেয়। বাবা মারা নিজেদের সুখ গুলো বিলাসিতা মনে করে হাসিমুখে উড়িয়ে দেয়। তাদের কাছে মনে হয়েছে সুখগুলো শুধু বিলাসিতা। তারা তাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দিলে জীবনে প্রকৃত সুখী হবে। তাদের এই ভালবাসার মধ্যে কোন খাদ নেই। সন্তানের প্রতি বাবা মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর হয়েছে। পৃথিবীর মানুষগুলো যদি নিজের মানসিকতাকে সুন্দর করত তাহলে হয়তো বাবা মারা আরো বেশি সুখী হতো। হয়তো তখন সন্তান শব্দটি আরো বেশি মধুর হতো। সময়ের সাথে সাথে সন্তান শব্দটির সাথে তার বাবা-মা আরো বেশি জুড়ে যেতো। কিন্তু আমাদের সমাজের এই বর্তমান পেক্ষাপটে আমি অনেকটাই লক্ষ করেছি সন্তানের সাথে বাবা মায়ের ভালোবাসা ও সম্পর্ক দিনদিন ফ্যাকাশে হয়ে যায়। হয়তো ব্যস্ততার কারণে না হয় অকৃতজ্ঞতার কারণ। সেই বাবা-মা তার সন্তানের মঙ্গলের জন্য নিজের সুখগুলোকে বিলাসিতা ভেবে উড়িয়ে দিয়েছে। আজ তার সন্তানের বিলাসবহুল জীবনে বাবা-মায়ের অবস্থান ঠুনকো কাঁচের মত। হয়তোবা ছুঁড়ে ফেলে দিলে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে।



boy-ga44f68a57_1920.jpg

Source



সন্তান কথাটি শুনতে যতটা শ্রুতি মধুর এই শব্দটির পিছনে আমাদের অনুভূতি তার কিছুটা বিপরীত। কারণ আমাদের সমাজের চিত্র গুলো যখন নিজের চোখে দেখি তখন সন্তান শব্দটির প্রতি ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই সেই মানুষরূপী স্বার্থপর গুলোকে। যারা নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ কল্পনা করতে চায়না। আমরা যদি খুব কাছ থেকে সেই বৃদ্ধ মানুষ গুলোকে বোঝার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো তাদের সন্তানের প্রতি তাদের ক্ষোভ কতটুকু। হয়তো তারা তাদের ভেতরে জমানো কষ্ট কারো সামনে প্রকাশ করতে পারে না। কিন্তু বুকের মাঝে জমা চাপা কষ্টগুলো সন্তান শব্দটিকে বারবার ধিক্কার জানায়। কখন সন্তান নামক শব্দটি আর আপন মনে হয় না। সময়ের সাথে সাথে সেই প্রিয় শব্দটি বিলীন হয়ে যায়। তখন সেই অনুভূতিগুলো কালো চাদরের আড়ালে ঢাকা পড়ে যায়।



father-daughter-g6eeca0fa9_1920.jpg

Source



সন্তানের সফলতার পিছনে রয়েছে বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম এবং রক্ত জল করা অর্থ। সন্তানের সাফল্যের জন্য বাবা-মা তাদের নিজেদের সবটুকু উজার করে দেয়। আমরা মাঝে মাঝেই লক্ষ করি সন্তানের অসুস্থতার সময় তার বাবা-মা রাতভর জেগে বসে থাকে। কখন তার সন্তান সুস্থ হবে এবং সন্তানের হাসিমাখা মুখ দেখবে সেই প্রতীক্ষায় থাকে। কিন্তু আমরা সেই সময় গুলো মনে রাখতে চাই না। কারণ আমরা বড়ই স্বার্থপর। সন্তানদের কাছে হয়ত বাবা মায়ের কোন চাওয়া পাওয়া নেই। তাদের মুখে হাসি ফোটানো প্রত্যেকটি সন্তানের উচিত। সকলের উচিত তাদের বাবা-মাকে দুঃখ না দেওয়া। যারা আমাদের ভালোর জন্য তাদের নিজেদের সব সুখগুলো উজার করে দিয়েছে তাদেরকে ভালো রাখা আমাদের কর্তব্য। আমরা সন্তানরা যদি আমাদের বাবা মাকে সুখ দিতে না পারি তাহলে আমাদের এই জীবন বৃথা। বাবা মা যেমন তার সন্তানকে সর্বোচ্চ দিয়ে ভালবাসে তেমনি প্রত্যেকেরই উচিত তার বাবা মাকেও সর্বোচ্চ দিয়ে ভালোবাসার। যখনই এই ভালবাসার মধ্যে বিরক্তি চলে আসে তখনই সম্পর্কের রং বেরঙিন হয়ে যায়। কারণ আমরা নিজেরাই তৈরি করেছি এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক। বাবা মায়ের আশা-আকাঙ্ক্ষা রয়েছে তার সন্তানকে ঘিরে। তবে সেই সন্তানরা কখনো বাবা মায়কে ঘিরে স্বপ্ন দেখে না। হয়তো কিছু কিছু ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি ভিন্ন রয়েছে।



baby-g1b8c3e755_1280.jpg

Source



একজন বাবা-মা যখন সন্তানের মায়া ভরা মুখ দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তখন তারাই একমাত্র সুখী মানুষ। কারণ তাদের জীবনের সব সুখগুলো সন্তানের সেই হাসিমাখা মুখের মাঝে খুঁজে পায়। সত্যি কথা বলতে সেই হাসির মধ্যে অদ্ভুত মায়া রয়েছে। সেই মায়াজালে প্রত্যেকটি বাবা-মা আবদ্ধ। সন্তানের মায়া ভরা মুখের দিকে যখন বাবা মা তাকায় তখন তাদের জীবনের সব দুঃখ নিমেষেই দূর হয়ে যায়। নিজেদের জীবনের কষ্ট গুলোকে সাদরে গ্রহণ করেও সন্তানের মঙ্গল কামনা করে তারা সবসময়। সন্তানের সেই হাসিমাখা মুখের জন্য অক্লান্ত পরিশ্রম করে। শুধু তারা একটি জিনিসই চায় তার সন্তান যেন সবসময় ভালো থাকে। কারণ সন্তানের ভালো থাকার মাঝে বাবা-মা তার প্রকৃত সুখ খুঁজে পায়। কিছু কিছু সুখ রয়েছে যেগুলো হয়তো কাউকে বোঝানো যায় না। একজন বাবা মায়ের প্রকৃত সুখ রয়েছে সন্তানের হাসিমাখা মুখের মাঝে। আর সন্তানের হাসিমুখ হচ্ছে বাবা মায়ের জন্য বেহেস্ত। তারা সন্তানের সেই হাসি মুখ দেখলেই পৃথিবীতে বেহেশতের সুখ অনুভব করতে পারে। কিন্তু যখন সেই সন্তান বড় হয়ে তার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে ব্যর্থ হয় এর মত ব্যর্থতা জীবনে আর কোন কিছুতেই নেই। আমরা সন্তানরা বড়ই ব্যর্থ কারণ যারা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছি আমরা কখনোই তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি না। কারণ আমরা বড়ই স্বার্থপর। আমরা তাদের মত নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে শিখিনি।



morning-gbf1527903_1920.jpg

Source



আমরা সন্তানরা বড়ই ব্যর্থ। কারণ আমরা নিঃস্বার্থভাবে ভালবাসতে শিখিনি। আমরা কখনই বাবা-মায়ের সেই কষ্টগুলোকে অনুভব করতে শিখিনি। আমরা সন্তানরা স্বার্থপর। এই পৃথিবীতে অনেক স্বার্থপর সন্তান রয়েছে কিন্তু এই সুন্দর পৃথিবীতে একটিও স্বার্থপর বাবা-মা নেই। তারা সন্তানের স্বার্থের কথা চিন্তা করে নিজেকে উজাড় করে দেয়। প্রতিটি ক্ষেত্রেই বাবা তার সন্তানের কথা চিন্তা করে। কিন্তু আমরা সন্তানরা সেই বাবা মাকে দূরে ঠেলে দিয়ে তাদেরকে আমাদের জীবনের বোঝা মনে করি। বিভিন্ন পত্রপত্রিকায় যখন এসব খবর ছাপানো হয় তখন নিজের প্রতি নিজের ধিক্কার জানাতে ইচ্ছে করে। কারণ আমাদের মতোই কোননা কোন সন্তান এই ঘৃণ্যতম কাজটি করেছে। এই কাজটির মাধ্যমে তারা নিচু মানসিকতার প্রমাণ দিয়েছে। আজকাল সন্তানের কাছে হাজার হাজার বাবা মা নির্যাতনের শিকার হচ্ছে। নিজের অস্তিত্বকে হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তারা। তবুও তারা সন্তানের মঙ্গল কামনা করে। আমরা বড়ই স্বার্থপর কারণ আমরা তাদের মত করে কখনোই ভাবিনি। আমাদের মাঝে আজও সেই নিঃস্বার্থ ভালোবাসার অনুভূতি তৈরি হয়নি। হয়তো সেই ভালোবাসা পেলে এই পৃথিবীর প্রত্যেকটি বাবা মা অনেক সুখি হতো।তাদেরকে অবহেলা ও অনাদরে জীবন কাটাতে হতো না। কিন্তু আমরা বড়ই নিচু মানসিকতার মানুষ। আমরা তাদেরকে পথে ফেলে দিয়েছি। তাই তো তাদের ঠাঁই হয়েছে রাস্তার পাশে বা বৃদ্ধাশ্রমে। আমরা মানুষ জাতি হিসেবে সবচেয়ে নিম্ন স্তরের। আমরা কখনও ভালো সন্তান হতে পারিনি।



বাবা-মা আমাদের সুখ-স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে নিজেদের জীবনের আনন্দ গুলোকে মাটি চাপা দিয়েছে। সেই সন্তানরা আজ তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। তবুও প্রত্যেকটি বাবা-মার কাছে সন্তান হলো অমূল্য সম্পদ। আর ভালোবাসার আরেক নাম হচ্ছে সন্তান। তাই আমি আমার লেখনীর মাঝে সন্তান নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার লেখনি সকলের কাছে ভালো লেগেছে।



ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 

🥺🥺🥺 খুব খারাপ লাগলো। কেমন একটা অদ্ভুত ফিল হয়েছে সত্যি। আপনার পোস্ট অনেক বড় হয়েছে কিন্তু আমার ভালোই লেগেছে। কারন আমি এই পোস্ট পড়ে নিজের বাবা মায়ের প্রতি ভালোবাসা বেরে গেলো। আমি চেষ্টা করবো আমার বাবা মায়ের মুখে যাতে ওই সন্তান নামটা শুনলে কষ্টের ছাপ চলে না আসে।

 3 years ago 

একজন পিতা মাতার কাছে তার সন্তান শ্রেষ্ঠ সম্পদ হলেও সন্তানদের কাছে পিতা মাতা শ্রেষ্ঠ হতে পারে না এইটা হলো আমাদের সমাজের বাস্তবতা। একজন পিতা মাতা জন্য তার সন্তানের ভালোবাসার চূড়ান্ত পর্যায় দেখানো প্রয়োজন। আপনার পোস্টটি পড়ে অত্যান্ত আনন্দিত হলাম ।লেখাগুলো খুব বাস্তবসম্মত আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58251.65
ETH 2369.70
USDT 1.00
SBD 2.37