টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি🍅||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি জাটকা ইলিশ মাছ দিয়ে অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছি। তাই আমার তৈরি করা মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার তৈরি করা মজাদার এই রেসিপি সকলের কাছে ভালো লাগবে।


🍅টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি:

IMG20220224171730.jpg
Device-OPPO-A15
IMG20220224171518.jpg
Device-OPPO-A15


টমেটো ইলিশের দোপেঁয়াজা আমার খুবই প্রিয় একটি রেসিপি। আমরা বাঙালিরা মাছ খেতে পছন্দ করি। বিশেষ করে ইলিশ মাছ বা ছোট ছোট জাটকা ইলিশ মাছ খেতে আমরা অনেক পছন্দ করি। আজ আমি জাটকা ইলিশ মাছ দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে ফেললাম। টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে এই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। গরম ভাতের সাথে টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি খেতে খুবই ভালো লেগেছে। গরম গরম ভাত সাথে টমেটো ইলিশের দোপেঁয়াজা খাওয়ার মজাই আলাদা। তাই আমি আপনাদের মাঝে এই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
জাটকা ইলিশ মাছ১ টি
টমেটো২০০ গ্রাম
পেঁয়াজ কুচি১ কাপ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
লবণপরিমাণমতো
সরিষার তেল৪ চামচ
কাঁচা মরিচপরিমাণমতো

IMG20220224163851.jpg

IMG20220224163933.jpg


🍅টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি তৈরির ধাপসমূহ:


🍅ধাপ-১🍅

IMG20220224164210.jpg

IMG20220224164234.jpg


টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি তৈরি করার জন্য প্রথমে ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছটি ভাজার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর খুব সুন্দর ভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি।


🍅ধাপ-২🍅

IMG20220224164306.jpg

IMG20220224164330.jpg


হাত দিয়ে মাখানোর পর হালকা একটু সরিষার তেল দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিয়েছি। এবার এই জাটকা ইলিশ মাছটি ভাজার জন্য একটি কড়াই চুলার ওপর দিয়েছি গরম করার জন্য।


🍅ধাপ-৩🍅

IMG20220224164402.jpg

IMG20220224164852.jpg


কড়াই গরম হওয়ার পর তেল দিয়েছি। এরপর কিছুক্ষন পরে যখন তেল গরম হয়েছে তখন এই জাটকা ইলিশ মাছটি দিয়েছি খুব ভালোভাবে ভাজার জন্য।


🍅ধাপ-৪🍅

IMG20220224164924.jpg

IMG20220224165013.jpg


মাছ ভাজা হয়ে গেলে এবার একটি পরিষ্কার প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমি খুব ভালোভাবে মাছ ভেজে নিয়েছি। এরপর দোপেঁয়াজা রেসিপি তৈরীর জন্য পেঁয়াজকুচি গুলো কড়াইয়ের মধ্যে দিয়েছি ভাজার জন্য।


🍅ধাপ-৫🍅

IMG20220224165209.jpg

IMG20220224165241.jpg


এবার আমি যেহেতু দোপেঁয়াজা রেসিপি তৈরি করব তাই পেঁয়াজ খুব ভালোভাবে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। পেঁয়াজ কিছুটা বাদামি রং হলে আমি পেঁয়াজ ভাজা গুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি।


🍅ধাপ-৬🍅

IMG20220224165450.jpg

IMG20220224165506.jpg


পেঁয়াজ ও জাটকা ইলিশ মাছ খুব ভালোভাবে ভাজা হওয়ার পর এবার দোপেঁয়াজা রেসিপি তৈরীর জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এরপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করেছি।


🍅ধাপ-৭🍅

IMG20220224165541.jpg

IMG20220224165605.jpg


যখন তেল গরম হয়েছে তখন গরম তেলের মধ্যে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা ও জিরা বাটা দিয়েছি। এরপর হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়েছি। এবার আমি পরিমান মত লবণ দিয়েছি। সব কিছু পরিমাণ অনুযায়ী দেওয়ার পর চামচ দিয়ে নাড়াচাড়া করেছি।


🍅ধাপ-৮🍅

IMG20220224165816.jpg

IMG20220224165829.jpg


সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করেছি ভুনা করার জন্য। আরো ভালোভাবে ভুনা করার জন্য একটি বাটির মধ্যে পানি নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য।


🍅ধাপ-৯🍅

IMG20220224165854.jpg

IMG20220224165925.jpg


সবগুলো ভালোভাবে ভুনা করার জন্য এবার সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর যখন মসলাগুলো একটু ভুনা হয়েছে তখন ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়েছি।


🍅ধাপ-১০🍅

IMG20220224165955.jpg

IMG20220224170019.jpg

IMG20220224170035.jpg


এরপর মাছের সাথে ভুনা মসলাগুলো ও টমেটোর টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


🍅ধাপ-১১🍅

IMG20220224170552.jpg

IMG20220224170602.jpg


এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন মাছ ভালোভাবে ভুনা মসলা সাথে ভুনা ভুনা হয়েছে তখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো মাছের উপর দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


🍅শেষ ধাপ🍅

IMG20220224170627.jpg

IMG_20220228_151526.jpg


পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তা গুলো মাছের উপরে দেওয়ার পর হালকা ভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। এভাবে আর অল্প কিছুক্ষণ রাখার পর যখন ঝোলগুলো মাখামাখা হয়েছে ও তরকারিতে সুন্দর কালার এসেছে তখন আমি চুলা বন্ধ করে দিয়েছি।


🍅উপস্থাপনা:🍅

IMG20220224171726.jpg
Device-OPPO-A15
IMG20220224171330.jpg
Device-OPPO-A15


টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি তৈরি হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি। টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি খেতে খুবই ভালো হয়েছিল। বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আসলে মাঝে মাঝে খাবারের একটু ভিন্ন স্বাদ আনতে ও নতুন কিছু খেতে মন চায়। তাই আমি নতুন খাবারের স্বাদ নিতে এই রেসিপি তৈরি করেছি। আশা করছি আমার তৈরি করা এই রেসিপি সকলের ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

টমেটো দিয়ে ইলিশ মাছের দোপেয়াজা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার রেসিপির উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ইলিশ মাছ তো এমনিতেই খেতে খুবই সুস্বাদু হয়। তারউপর ভেঁজে এভাবে টমেটো দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার ইলিশ মাছের দোপেঁয়াজি দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। খেতেও নিশ্চয়ই অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুস্বাদু রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ইলিশ মাছ আর টমেটো এদুটি খাবার খেতে আমার খুবই ভালো লাগে।ভালো লাগার রেসিপিটি এত সুন্দর ভাবে তৈরি করলেন যা দেখেই লোভ লাগছে। আপনার তৈরি টমেটো দিয়ে ইলিশ মাছের দোপেয়াজা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। আর এই মজাদার রেসিপি আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে । আমার কাছে অসম্ভব ভালো লেগেছে রেসিপিটি। যেকোন কিছু দোপেঁয়াজা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। এত অসাধারন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপু আপনি তো খুব লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন। মাছের সাথে টমেটো না ব্যবহার করলে যেন স্বাদ ই লাগে না ।আর আপনি তো আজকে টমেটো দিয়ে ইলিশের দোপেঁয়াজা করেছেন ।দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।খুব লোভ লেগে গেলো এটি দেখে।

 2 years ago 

ইলিশ মাছের নাম শুনলেই তো খেতে মন চায়। আর এত সুন্দর করে টমেটো দিয়ে ইলিশ মাছের দোপেঁয়াজি করেছেন না খেতে পেরে খুবই আফসোস লাগছে। অসাধারণ ছিল আপনার রেসিপিটি। আমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করেছেন টমেটো দিয়ে ইলিশ মাছের দোপেয়াজু রেসিপি। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ইলিশ হচ্ছে এমন একটি মাছ এটা আপনি যেকোন ভাবে খেতে পারবেন। তবে আপনার রান্নার ছবিগুলো এত সুন্দর এসেছে যে দেখেই লোভ লেগে গেলো। মনে হচ্ছে এখনই যদি খেতে পারতাম।

 2 years ago 

ভাইয়া আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। আপনি একদম ঠিক কথাই বলেছেন ইলিশ মাছ হচ্ছে এমন একটি মাছ যে মাছ যেকোনো ভাবে রান্না করলেই ভালো লাগে খেতে। তবে এই রেসিপি খেতে কিন্তু দারুণ হয়েছিল ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই টমেটো দিয়ে ইলিশ মাছের দোপেঁয়াজি দেখেই তো আমার খুব লোভ হচ্ছে 😋 ইলিশ মাছের দোপেঁয়াজি আমার খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপি টা দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। এই রেসিপিটা যেই দেখবে মনে হয় তারই খুবই ভালো লাগবে। আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

টমেটো ইলিশের দোপেঁয়াজা রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে আপু। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রেসিপি টা দেখে খুবই ভাল লেগেছে আমার কাছে । মাছ দেখে জিভে জল চলে আসার মত। রাতের খাবারের সাথে এটি ফেলে খুবই ভালো হতো। আপনি খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74