গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা খেতে খুবই ভালো লাগে। তাই আমি মজাদার স্বাদের টাকি মাছের ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি টাকি মাছের ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।


🍚গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা:🍚

IMG20220129130053.jpg
Device-OPPO-A15
IMG20220129125908.jpg
Device-OPPO-A15
IMG20220129125820.jpg
Device-OPPO-A15


টাকি মাছের ভর্তা খেতে সকলেই অনেক পছন্দ করে। বিভিন্ন অঞ্চলে টাকি মাছ বিভিন্ন নামে পরিচিত। অঞ্চলভেদে এই মাছের নামের পার্থক্য রয়েছে। টাকি মাছ সাধারণত নদীতে বেশি পাওয়া যায়। তাই টাকি মাছ খেতে অনেক সুস্বাদু। আমি টাকি মাছের ভর্তা খেতে খুবই পছন্দ করি। সকালবেলায় গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। সকালবেলার গরম গরম ভাত সাথে যদি হয় টাকি মাছের ভর্তা তাহলে এই খাবারের স্বাদ অতুলনীয় হয়ে যায়। তাই আমি আমার প্রিয় টাকি মাছের ভর্তা রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি মজাদার স্বাদের টাকি মাছের ভর্তা রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:

  • টাকি মাছ ২০০ গ্রাম।
  • পেঁয়াজ কুচি ১ কাপ।
  • হলুদের গুঁড়া ১/২ চামচ।
  • রসুন ৫ থেকে ৭ কোয়া।
  • লবণ পরিমাণমতো।
  • সয়াবিন তেল ৩ চামচ।
  • কাঁচামরিচ পরিমান মত।
  • ধনিয়া পাতা পরিমাণমতো।

IMG20220129121624.jpg

IMG20220129122337.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:

ধাপ-১

IMG20220129122553.jpg

IMG20220129122620.jpg


মজাদার স্বাদের টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি টাকি মাছ গুলো ভালোভাবে কেটে ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টাকি মাছের ভর্তা করার জন্য প্রথমে একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর কিছুক্ষন পরে সয়াবিন তেল দিয়েছি।


ধাপ-২

IMG20220129122713.jpg

IMG20220129122745.jpg


আমি যেহেতু টাকি মাছের ভর্তা করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিবো তাই তেল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর মাছগুলো গরম তেলের মধ্যে দিয়েছি।


ধাপ-৩

IMG20220129122821.jpg

IMG20220129122846.jpg


এবার টাকি মাছের ভর্তা দেখতে যেন ভালো হয় সে জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া হয়তো খাবারের স্বাদ বৃদ্ধি করে না তবে খাবার পরিবেশন এবং দেখতে সুন্দর করার জন্য হলুদের গুঁড়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি টাকি মাছ ভাজার মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি।


ধাপ-৪

IMG20220129122921.jpg

IMG20220129123059.jpg


এবার চামচ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করেছি। মাছ গুলো যাতে ভালোভাবে ভাজা হয় সেজন্য নাড়াচাড়া করেছি।


ধাপ-৫

IMG20220129123125.jpg

IMG20220129123149.jpg


এবার আমি মাছগুলো ভাজা হওয়ার পর পেঁয়াজকুচি দিয়েছি। এরপর পরিমাণমতো কাঁচামরিচ ও রসুনের কোয়া দিয়েছি। সবকিছু পরিমাণ মতো দিয়েছি।


ধাপ-৬

IMG20220129123213.jpg

IMG20220129123306.jpg


এবার সব গুলো একত্রে ভালোভাবে মেশানোর জন্য নাড়াচাড়া করেছি। পেঁয়াজ, মরিচ, রসুন ভালোভাবে তেলের মধ্যে ভাজার জন্য কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করেছি।


ধাপ-৭

IMG20220129123324.jpg

IMG20220129123357.jpg


টাকি মাছের ভর্তার একটি গুরুত্বপুর্ণ উপকরন হলো ধনিয়া পাতা। টাকি মাছের ভর্তা মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তাই আমি যখন মাছগুলো প্রায় ভাজা হয়েছে তখন কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা গুলো টাকি মাছের মধ্যে দিয়েছি। এবার সব গুলো একত্রে মেশানোর জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করেছি।


ধাপ-৮

IMG20220129123426.jpg

IMG20220129123644.jpg


এবার টাকি মাছের ভর্তা খেতে সুস্বাদু করার জন্য কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করেছি। টাকি মাছ গুলো যেন ভালোভাবে ভাজা হয় সেজন্য হালকাভাবে মাছগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে মাছের ভেতরেও ভালোভাবে ভাজা হয়।


ধাপ-৯

IMG20220129124055.jpg

IMG20220129124259.jpg

IMG20220129124416.jpg


টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য সবগুলো উপকরণ ভালোভাবে তেলে ভাজা হয়ে গেলে তখন আমি একটি প্লেট নিয়েছি মাছ ভাজা গুলো প্লেটের মধ্যে তোলার জন্য। এবার ধীরে ধীরে সবগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি।


ধাপ-১০

IMG20220129124450.jpg

IMG20220129124727.jpg


টাকি মাছের ভর্তা খেতে আরো বেশি সুস্বাদু করার জন্য এবার আমি মাছের কাটা গুলো বেছে নিয়েছি। মাছের কাটা সহ ভর্তা করলে খেতে ভালো লাগে না। তাই আমি খুব সাবধানতার সাথে মাছের কাটা গুলো বেছে আলাদা করেছি। এরপর ভেজে রাখা মরিচগুলো আলাদা করে নিয়েছি।


শেষ ধাপ

IMG20220129124835.jpg

IMG20220129124852.jpg

IMG20220129124923.jpg


এবার টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য পরিমাণমতো লবণ নিয়েছি। এরপর মরিচ গুলো ভালো ভাবে ভেঙে নিয়েছি। এবার টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য মরিচ ও লবণের সাথে টাকি মাছ ভাজা গুলো ভালোভাবে মাখিয়েছি এভাবেই আমি মজাদার স্বাদের টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG20220129130042.jpg
Device-OPPO-A15
IMG20220129125950.jpg
Device-OPPO-A15


মজাদার স্বাদের টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি হয়ে গেলে আমি সকলের মাঝে পরিবেশন করার জন্য প্রস্তুত করেছি। গরম গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা সকলের মাঝে পরিবেশন করেছি। আশা করছি গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার তৈরি করা এই মজাদার টাকি মাছের ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আশা করছি মজাদার টাকি মাছের ভর্তা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা নতুন নতুন রেসিপির স্বাদ গ্রহণ করতে পছন্দ করি। তাই এই মজাদার রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  

গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা এককথায় অসাধারন খাবার। আমি মাঝে মাঝে বাসায় খেতাম। ধন্যবাদ আপনাকে

খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছেন আপু। আমারও অনেক প্রিয় একটা খাদ্য।আপনি খুব সুন্দর করে তুলে ধরছেন।অনেক ধন্যবাদ।

 2 years ago 

গরম ভাতের সাথে পেঁয়াজ কাঁচা মরিচ শুটকি ভর্তা দিয়ে খেতে তো ওয়াও অসাধারণ লাগে। আপনি তো প্রায়ই আমার পছন্দের একটা খাবার তৈরি করলেন আজকে। শুটকি ভর্তা আমার অনেক পছন্দের। কালকেও আন্টি তৈরি করল আমরা সবাই মিলে অনেক মজা করে খেলাম। তেমনি আপনার রেসিপিটা ও উপস্থাপনা টা দেখে আমার কাছে অসাধারণ লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

টাকি মাছের ভর্তা হলে আর কি লাগে বলুন 😋
এই একটা ভর্তার প্রতি কখনো আমার অরুচি আসেনা। পুট পুরে খাওয়া যায় 😋
খুব ভালো উপস্থাপনা ছিল ♥️

 2 years ago 

টাকি মাছের ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে ভর্তাটি তৈরি করেছেন দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ভর্তা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা রেসিপি দেখে জিভে পানি চলে আসলো। টাকি মাছ আমার খুব প্রিয় একটি মাছ। টাকি মাছ ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। টাকি মাছ ভর্তা রেসিপি আপনি খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
  • টাকি মাছের ভর্তা রেসিপি আমার খুবই প্রিয়। আপনি খুবই সুন্দর ভাবে এই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে গরম ভাতের সাথে টাকি মাছ ভর্তা রেসিপি দিয়ে খেতে কি যে মজা লাগে। অনেক খেতে ইচ্ছা করছে। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

আপনি বেশ সুস্বাদু ও মজাদার একটা ভর্তা রেসিপি উপস্থাপন করেছে। আসলে এটি দেখে ভাল লাগল। তবে আমি এখন পর্যন্ত এমন কোনো মাছের ভর্তা খাওয়া হয়নি। তবে চেষ্টা করে দেখব। আপনার পোস্টটি দেখে খাবার ইচ্ছা জাগছে।

 2 years ago 

ভর্তার উপর মরিচের বিচি গুলো জেগে রয়েছে মনে হল। ঝাল ঝাল ভর্তা খেতে মন চায় । শীতের দিনে পারফেক্ট খাবার। খুবি ভাল লেগেছে। কিন্তু খেতে তো পারবো না। ধন্যবাদ আপু রেসিপি টি শেয়ার করার জন্য।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা আপনি অনেককে দারুণভাবে তৈরি করেছেন।আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42