DIY Event- এসো নিজে করি:একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র অংকন🌈||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার আঁকা একটি চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি "একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র" আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি একটি সুন্দর মেয়ের আবির দেয়ার চিত্র অংকন করার চেষ্টা করেছি। আমি আমার অংকন চিত্রটির প্রতিটি ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছি।



🌈একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র অংকন:🌈

IMG20211115184722.jpg
Device-OPPO-A15



"একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র" আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি খুব সুন্দর ভাবে ধীরে ধীরে প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আমার হাতের ছোয়া এবং রং পেন্সিল ব্যবহার করে এই দারুন চিত্রটি অংকন করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। একটি মেয়ে সুন্দরভাবে আবির দিচ্ছে এরকম একটি চিত্র আমি আমার অংকনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মেয়েটি খুব সুন্দরভাবে আবির দিয়েছে এই সুন্দর ছবিটির মাধ্যমে আমি এই চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি।



একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র অংকন করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. সাদা কাগজ।
২. পেন্সিল
৩. রাবার
৪. জেল পেন
৫. কালার পেন্সিল
৬. কম্পাস



🌈"একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র অংকনের ধাপসমূহ:🌈



🌈ধাপ-১🌈

IMG20211115163850.jpg
Device-OPPO-A15
IMG20211115164346.jpg
Device-OPPO-A15



চিত্রটি আঁকার জন্য সাদা কাগজ ও পেন্সিল নিয়েছি। এবার একটি মেয়ের মাথার অংশ পেন্সিল দিয়ে এঁকেছি।



🌈ধাপ-২🌈

IMG20211115164633.jpg
Device-OPPO-A15
IMG20211115165133.jpg
Device-OPPO-A15



এবার ধীরে ধীরে মেয়েটির অন্যান্য অংশের চিত্র অংকন করেছি এবং মেয়েটিকে সুন্দর করে তুলতে শাড়ির আঁচল অঙ্গন করেছি। এরপর মেয়েটির হাতে রংয়ের বাটি রয়েছে এরকম একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি।



🌈ধাপ-৩🌈

IMG20211115165340.jpg
Device-OPPO-A15



এবার আবিরের চিত্র অংকন করার জন্য প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে গোল গোল করে বিভিন্ন সাইজের দাগ দিয়েছি। আমি খুব সাবধানতার সাথে গোল গোল দাগ অংশ তৈরি করেছি।



🌈ধাপ-৪🌈

IMG20211115165758.jpg
Device-OPPO-A15
IMG20211115170303.jpg
Device-OPPO-A15



এবার বাইরের অংশে সুন্দর করে তোলার জন্য পেন্সিল দিয়ে পাতার আকৃতি ফুল তৈরি করেছি।



🌈ধাপ-৫🌈

IMG20211115170659.jpg
Device-OPPO-A15
IMG20211115171347.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার অংকিত চিত্রটি আকর্ষণীয় করে তোলার জন্য জেল পেন ব্যবহার শুরু করেছি। একটি মেয়ের চিত্র আমি সম্পূর্ণ অংশ জেল পেন দিয়ে অংকন করেনিয়েছি।



🌈ধাপ-৬🌈

IMG20211115172235.jpg
Device-OPPO-A15
IMG20211115172910.jpg
Device-OPPO-A15



এবার আমি আবিরের সার্কেল তৈরি করার জন্য পেন্সিল কম্পাস দিয়ে গোল গোল করে বৃত্ত অঙ্কন করেছি।



🌈ধাপ-৭🌈

IMG20211115173121.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার চিত্রটি রাঙিয়ে তোলার জন্য আবির এর শুরুতে হলুদ রঙের ব্যবহার করেছি। আমি মাঝের অংশ থেকে হলুদ রং দেওয়া শুরু করেছি।



🌈ধাপ-৮🌈

IMG20211115173324.jpg
Device-OPPO-A15
IMG20211115173637.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে আরো কিছু অংশে গোলাপি রং ব্যবহার করেছি। আমি ধীরে ধীরে রং ব্যবহার করেছি।



🌈ধাপ-৯🌈

IMG20211115173747.jpg
Device-OPPO-A15
IMG20211115174241.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে আমার অঙ্কিত চিত্রটির আরো কিছু অংশে রং করেছি।



🌈ধাপ-১০🌈

IMG20211115175043.jpg
Device-OPPO-A15
IMG20211115175416.jpg
Device-OPPO-A15



এরপর ধীরে ধীরে আমার অঙ্কিত চিত্রটি আরো বেশি সুন্দর করে তোলার জন্য আবির তৈরির অংশগুলোতে বিভিন্ন রঙের রং পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলেছি। এর ফলে আমার অংকিত চিত্রটি সুন্দর হয়েছে।



🌈ধাপ-১১🌈

IMG20211115175856.jpg
Device-OPPO-A15
IMG20211115180250.jpg
Device-OPPO-A15



এবার বাহিরের অংশ পাতার আকৃতি ফুলগুলো আবিরের রঙে সুন্দর করে তোলার জন্য রং পেন্সিল দিয়ে রাঙ্গিয়ে দিয়েছি।



🌈ধাপ-১২🌈

IMG20211115180835.jpg
Device-OPPO-A15
IMG20211115180846.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ অংশ ও পাতাগুলোতে রং দিয়েছি। এর ফলে আবির দেখতে আরো সুন্দর হয়েছে।



🌈ধাপ-১৩🌈

IMG20211115182929.jpg
Device-OPPO-A15



এবার সেই মেয়েটিকে সুন্দর করে তোলার জন্য মেয়েটির শাড়ির আঁচলের অংশে ফুল তৈরি করেছি। শাড়ির আঁচলে জেল পেন ব্যবহার করে ছোট ছোট ফুলে এঁকেছি।



🌈শেষ ধাপ🌈

IMG20211115183042.jpg
Device-OPPO-A15
IMG20211115184448.jpg
Device-OPPO-A15



এবার সেই মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে তাকে একটি নীল রঙের শাড়ি উপহার দিয়েছি। আমি আমার রং পেন্সিল এর মাধ্যমে মেয়েটির শাড়ির নীলতে রং এঁকে দিয়েছি। আমি খুব সাবধানতার সাথে মেয়েটির শাড়ির সম্পূর্ণ অংশে নীল রঙের ব্যবহার করেছি।



🌈উপস্থাপনা:🌈

IMG20211115185727.jpg
Device-OPPO-A15
IMG20211115185540.jpg
Device-OPPO-A15



একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র অংকন করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি। এজন্য আমি আমার আঁকা ছবিটির নিচে আমার নামের সিগনেচার দিয়েছি।এভাবে আমি আমার চিত্রটি অংকন শেষ করেছি। আমি আশা করছি আমার অঙ্কিত এই সুন্দর চিত্রটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।



❣️আমার পোস্টটি পরিদর্শন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।❣️

Sort:  
 3 years ago 

একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র আপনি অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আমার খুবই ভালো লাগে। আপনার পোষ্ট গুলি আমার বরাবরই ভালো লাগে। আপনি খুব দক্ষতার সাথে পোস্টগুলো করে থাকেন এবং সব সময় সৃজনশীলতার উদ্ভব ঘটানোর চেষ্টা করেন। এটা খুবই ভালো দিক। আপনার জন্য শুভকামনা রইল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি পরিবেশন করেছেন।

 3 years ago 

আমার কাজ আপনার ভালো লাগে এটা জেনে আরো খুশি হলাম ভাইয়া। আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

ওয়াও,,আপু অনেক সুন্দর একটা ড্রইং করেছেন।
আবির দেওয়া মেয়ের ছবিটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনে অনেক সুন্দর ভাবে ছবিটা অংকন করেছেন এবং কালার করেছেন। কালারটা আমার বেশ ভালো লেগেছে।

শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

একটি মেয়ে ও আবির দেয়ার চিত্র অংকন অসাধারণ হয়েছে দেখতে। বিশেষ করে কালার কম্বিনেশন টা আমার কাছে বেশ ভালো লেগেছে।
সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল।

 3 years ago 

জ্বী ভাইয়া আমি কালার কম্বিনেশন টা সুন্দর করে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটি মেয়ের আবির দেওয়ার চিত্র অনেক সুন্দর হয়েছে আপু। প্রতিটি ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছেন। আবিরের রং গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। সবকিছু মিলিয়ে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

 3 years ago 

আপু অসম্ভব সুন্দর হয়েছে আপনার চিত্রাঙ্কনটি। অনেক কালারফুল লাগছে দেখে অনেক বেশি ভালো লাগছে। অনেক নিখুঁতভাবে আর্টটি করেছেন আপু। আর আপনার উপস্থাপনাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য এবং অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর একটি মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

ওয়াও অসাধারন একটি চিত্র অঙ্কন করেলেন। আপনি সব সময় অনেক সুন্দর চিত্র অঙ্কন করেন। আপনি একেবারে নিখুঁতভাবে চিত্র অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর ভাবে একটি মেয়ের আবির দেওয়ার চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকবেন।

 3 years ago 

দারুন একটি মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

ওকটি মেয়ে আবির দিচ্ছে আপনি বাস্তব এর ন্যয় দারুন ভাবে চিত্রটি অংকন করেছেন।আমার খুবই ভালো লেগেছে আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একটি মেয়ে ও আবীর দিয়ার চিত্রটিতো খুব সুন্দর হয়েছে আপু ।রংগুলো দারুন ফুটেছে অনেক বেশি কালারফুল লাগছে ।সত্যি মনে হচ্ছে একটি মেয়ে ফ্লোরে বসে আলপনা আকছে। অনেক ভালো লাগছে আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আর্টটি।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি রঙ গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু।

 3 years ago 

আবির দেওয়ার চিত্র অংকনটি সত্যিই দারুণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখেছে। এবং অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছে। মেয়েটির বসে বসে আভির দেয়া চোখ ধাধানো ছিল। আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপু

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একটি মেয়ে ও আবির দেওয়ার দৃশ্য অংকন অসাধারণ হয়েছে আপু। আপনার অঙ্কনের হাত অনেক ভালো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58387.03
ETH 2359.14
USDT 1.00
SBD 2.37