রেসিপি-নদীর ছোট ছোট বেলে মাছ ভুনা রেসিপি🍲|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নদীর মাছ খেতে আমরা সকলেই অনেক পছন্দ করি। নদীর মাছ আমার খুবই প্রিয়। নদীর বেলে মাছ ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি নদীর বেলে মাছ ভুনা রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি।


নদীর ছোট ছোট বেলে মাছ ভুনা রেসিপি:

IMG_20220725_165345.jpg
Device-OPPO-A15


নদীর মাছ খেতে এমনিতেই অনেক সুস্বাদু তার ওপর যদি ছোট ছোট বেলে মাছ হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। বাজারে আজকাল চাষ করা বেলে মাছ পাওয়া যায়। যেগুলো খেতে খুব একটা ভালো লাগে না। হয়তো সাইজে একটু বড় হয় কিন্তু খেতে একদমই ভালো লাগেনা। নদীর ছোট ছোট বেলে মাছ ঝাল ঝাল ভুনা করলে খেতে দারুন লাগে। তাই এই রেসিপি তৈরি করেছি। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মজার রেসিপি তৈরি করেছি এবং এই রেসিপি তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
বেলে মাছ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি১ কাপ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG20220725112834.jpg

IMG20220725114040.jpg


নদীর ছোট ছোট বেলে মাছ ভুনা রেসিপি তৈরির ধাপসমূহ:


🍲ধাপ-১🍲

IMG20220725114303.jpg

IMG20220725114332.jpg


নদীর ছোট ছোট বেলে মাছ ভুনা রেসিপি তৈরির জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর তেল গরম করেছি। এবার ধীরে ধীরে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। এই রেসিপি তৈরিতে বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। যাতে করে বেলে মাছ খেতে ভালো লাগে এবং সুস্বাদু হয়।


🍲ধাপ-২🍲

IMG20220725114537.jpg

IMG20220725114601.jpg


এবার চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ তেলের সাথে হালকাভাবে ভেজে নিয়েছি। যাতে করে বাদামি রং হয়। পেঁয়াজ তেলের সাথে ভাজা হওয়ার পর এর মধ্যে রসুন বাটা ও জিরা বাটা দিয়েছি।


🍲ধাপ-৩🍲

IMG20220725114626.jpg

IMG20220725114651.jpg


এবার একটি চামচ দিয়ে তেলের সাথে রসুন বাটা ও জিরা বাটা ভালোভাবে মেশানোর চেষ্টা করেছি। যাতে করে সব মসলার উপকরণ তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়।


🍲ধাপ-৪🍲

IMG20220725114724.jpg

IMG20220725114752.jpg


এবার পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়েছি। এরপর লবণ দিয়েছি। এবার চামচ দিয়ে নাড়াচাড়া করেছি সব একত্রে মেশানোর জন্য।


🍲ধাপ-৫🍲

IMG20220725114813.jpg

IMG20220725115040.jpg


মসলা ভালোভাবে ভুনা করার জন্য পানি দিয়েছি। পানি দিয়ে আরো কিছুক্ষণ সময় রান্না করার পর মসলা ভালোভাবে ভুনা হয়েছে।


🍲ধাপ-৬🍲

IMG20220725115113.jpg

IMG20220725115135.jpg


এরমধ্যে বেলে মাছগুলো দিয়েছি। বেলে মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম।


🍲ধাপ-৭🍲

IMG20220725115156.jpg

IMG20220725115227.jpg


এবার মাছগুলো ভুনা মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যাতে করে বেলে মাছ খেতে ভালো লাগে এবং আলাদা রকমের টেস্ট হয়।


🍲ধাপ-৮🍲

IMG20220725115302.jpg


বেলে মাছ ভালো ভাবে ভুনা ভুনা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


🍲ধাপ-৯🍲

IMG20220725115843.jpg


এভাবে বেশ কিছুক্ষণ সময় রান্না করার পর যখন বেলে মাছ প্রায় ভুনা হয়ে এসেছে তখন হালকাভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি।


🍲ধাপ-১০🍲

IMG20220725120019.jpg


এভাবে আরো কিছুক্ষণ সময় রান্না করার পর নদীর ছোট ছোট বেলে মাছ ভুনা রেসিপি তৈরি হয়েছে।


🍲উপস্থাপনা:🍲

IMG_20220725_172730.jpg
Device-OPPO-A15


নদীর ছোট ছোট বেলে মাছ ভুনা রেসিপি তৈরি হয়ে গেলে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নদীর ছোট মাছ খেতে এমনিতেই অনেক সুস্বাদু তার উপর যদি ঝাল ঝাল ভুনা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আমার তৈরি করা এই রেসিপি খেতেও বেশ ভালো লেগেছিল।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

নদীর মাছ আসলেই খুবই মজার হয়। আর আমার খুবই পছন্দের, আজকে আপনি নদীর ছোট ছোট বেলে মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। এ ছোট ছোট বেলে মাছ গুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় খেতে আসলেই খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নদীর মাছ খেতে সত্যি অনেক মজার হয়। আর নদীর মাছ খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। বেলে মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে দারুন লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেকদিন হইল বেলে মাছ খাওয়া হয় না। আসলে শহরে খুব কম পাওয়া যায় বেলে মাছ। আপনার নদীর দিলে মাছের রেসিপি দেখে জিভে জল চলে আসলো। অসাধারণ হয়েছে আপনার রেসিপি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া শহরে এই মাছ খুব কম পাওয়া যায়। নদীর মাছগুলো গ্রামের দিকে বেশি পাওয়া যায়। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ওয়াও আপনি বেলে মাছ ভুনা রেসিপি করেছেন দেখে একবারে লোভ লেগে গেল। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছিল এবং তার জন্য অনেক সুস্বাদু হয়েছে। আপনার এই রেসিপি দেখে খুব সহজে যে কেউ তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার তৈরি করা বেলে মাছ ভুনা রেসিপি দেখে আপনার লোভ লেগে গেল জেনে ভালো লাগলো। আপনিও চাইলে এভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন আপু। মতামত প্রকাশের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু আপনার বেলে মাছ ভুনা রেসিপিটি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে।বেলে মাছ আমার কাছে খুবই ভালো লাগে।আপনার রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে।আপনাকে ধন্যবাদ আপু এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেলে মাছ ভুনা দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো আপু। এই রেসিপি বাসায় তৈরি করে খেতে পারেন। আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

নদীর ছোট ছোট বেলে মাছের খুব সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে তুলে ধরেছেন। এই ছোট বেলে মাছ আমার খুবই পছন্দ এবং এগুলো একটু ঝাল করে রান্না করলে খুব সুস্বাদু হয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেলে মাছ আপনার পছন্দের জেনে ভালো লাগলো ভাইয়া। বেলে মাছ ঝাল দিয়ে রান্না করবে খেতে সত্যি অনেক ভালো লাগে। ভাইয়া আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অতীব সত্য কথা বলেছেন একটু ঝাল করলে বেশিই মজা হয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নদীর ছোট ছোট মাছগুলো ঝাল ঝাল করে রান্না করলে আসলেই ঠিক বলেছেন খেতে দারুণ লাগে। পুরো রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। বাজার থেকে আমিও এই মাছটি এনে খাওয়ার খুব ইচ্ছে রয়েছে

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া নদীর ছোট মাছগুলো ঝাল দিয়ে রান্না করলে খেতে দারুন লাগে। আপনিও এই রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভাইয়া। মতামত প্রকাশ করার মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

বেলে মাছের চচ্চড়ি আমার খুব ভালো লাগে।কুচানো আলু ও টমেটো দিয়ে এই মাছের চচ্চড়ি অনেক সুস্বাদু হয়। আপনি অনেক মজাদার করে বেলেমাছ ভুনা করেছেন। অনেক ধন্যবাদ আপু মজাদার এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

বেলে মাছের চচ্চড়ির সাথে আলু বা টমেটো দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। আপু আপনি সুন্দরভাবে মন্তব্য প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

নদীর ছোট ছোট বেলে মাছ যেটা খুবই সুস্বাদ ু হয় খেতে। নদীর মাছ মানে সুস্বাদু আপনি খুব সুন্দর করে বেলে মাছের ভুনার রেসিপি তৈরি করেছেন যেটা দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া নদীর ছোট ছোট মাছ খেতে অনেক সুস্বাদু হয়। বিশেষ করে বেলে মাছ খেতে বেশি ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

নদীর বেলে মাছের রেসিপি দেখে জিভে জল চলে আসলো। নদীর মাছ এমনিতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর আপনি যেভাবে ভুনা করেছেন গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে।। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার এই রেসিপি দেখে আপনার জিভে জল চলে আসলো জেনে ভালো লাগলো। এই মাছ খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনিও চাইলে বাসায় এই রেসিপি তৈরি করে খেতে পারেন ভাইয়া।

 2 years ago 

আপু আপনার বেলে মাছের রেসিপি অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। নদীর মাছ খেতে তো সবসময় খুব ভালো লাগে। আপনি রেসিপি টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি মজার এই রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার তৈরি করা এই রেসিপি দেখে আপনি অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60880.32
ETH 3371.93
USDT 1.00
SBD 2.52