DIY-ঈদ মোবারক||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের দিনে বিশেষ কিছু শেয়ার করবো না তা কি করে হয়। তাই তো আজকে আমি সুন্দর একটি শুভেচ্ছা কার্ড আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আর ঈদের শুভেচ্ছা জানানোর চেষ্টা করছি। আশা করছি আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড সবার ভালো লাগবে।


ঈদ মোবারক:

IMG_20240616_174650.jpg
Device-OPPO-A15


ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশাই করি। আর ঈদের এই বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করার সৃষ্টি করেছি। ঈদ উপলক্ষে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমি এই শুভেচ্ছা কার্ড আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। ঈদ উপলক্ষে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার খুবই ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20240616122942.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240616123125.jpg
Device-OPPO-A15
IMG20240616123201.jpg
Device-OPPO-A15


ঈদ উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ নিয়েছি। এরপর আকাশী রংয়ের কাগজ নিয়েছি। এবার পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।


ধাপ-২

IMG20240616123247.jpg
Device-OPPO-A15
IMG20240616123324.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের উপরের ডিজাইন করার জন্য কাগজ কেটে নিয়েছি। আর সুন্দর করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240616123333.jpg
Device-OPPO-A15
IMG20240616123505.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কাগজটি আঠা দিয়ে লাগিয়ে সেটিং করে নিয়েছি।


ধাপ-৪

IMG20240616123619.jpg
Device-OPPO-A15
IMG20240616123643.jpg
Device-OPPO-A15


এবার প্রজাপতি তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি।


ধাপ-৫

IMG20240616123727.jpg
Device-OPPO-A15
IMG20240616123800.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করার জন্য কাগজ ভাঁজ করে নিয়েছি। আর কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৬

IMG20240616123819.jpg
Device-OPPO-A15
IMG20240616123923.jpg
Device-OPPO-A15


এবার কাগজ কেটে কেটে প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240616124130.jpg
Device-OPPO-A15
IMG20240616124302.jpg
Device-OPPO-A15


প্রজাপতি তৈরি হয়ে গেলে এবার সুন্দর করে সেটিং করে নেওয়ার জন্য আঠা লাগিয়ে নিয়েছি। এরপর কার্ডের উপরে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৮

IMG20240616124531.jpg
Device-OPPO-A15
IMG_20240616_185531.jpg
Device-OPPO-A15


এবার একই পদ্ধতিতে আরো কয়েকটি প্রজাপতি তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG_20240616_185600.jpg
Device-OPPO-A15
IMG_20240616_185645.jpg
Device-OPPO-A15


এবার প্রজাপতি গুলো সুন্দর করে প্রস্তুত হয়ে গেলে কার্ডের উপরে লাগিয়ে নিয়েছি। এরপর ঈদ মোবারক লেখাটি লিখে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240616130315.jpg
Device-OPPO-A15
IMG20240616130715.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কার্ডের উপরে ডিজাইন করার জন্য সাদা কলমের ব্যবহার করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240616132121.jpg
Device-OPPO-A15


কার্ডের উপরে বিভিন্ন অংশের ডিজাইনগুলো করে আমার তৈরি করা এই সুন্দর কার্ড উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20240616_173829.jpg
Device-OPPO-A15


ঈদের দিনের শুভেচ্ছা জানানোর জন্য এই সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। ঈদ উপলক্ষে বিশেষ কিছু তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আর এই শুভেচ্ছা কার্ড তৈরি করতেও ভালো লেগেছে। ঈদের বিশেষ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমি নিজের মতো করে এই সুন্দর কার্ড তৈরি করেছি। আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবারো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ♥️ঈদ মোবারক♥️।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last month 

ঈদ মোবারক আপু।আজ ঈদ উপলক্ষে সবাইকে দেখলাম বেশ সুন্দর সুন্দরভাবে ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপু আপনিও তো দেখছি অসাধারণ একটি ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার ঈদ শুভেচ্ছা কার্ডটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

ঈদ উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যে জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

আপু ঈদ মোবারক। আপনি চমৎকার ভাবে একটি ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কার্ডটি কিন্তু দারুন হয়েছে।আপনি কার্ডটি তৈরি করার প্রতিটি ধাপ তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 last month 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। ঈদ মোবারক আপু। আপনার ঈদের শুভেচ্ছা কার্ড দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপু। কাগজের প্রজাপতি দেওয়াতে দেখতে বেশ সুন্দর লাগছে। এতো দুর্দান্ত ঈদের শুভেচ্ছা কার্ড শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌।

 last month 

ঈদ উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last month 

বাহ চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে নিলেন ঈদ মোবারক নিয়ে। সত্যিই আবার অনেক ভালো লাগলো। আপনি প্রতিটি বিশেষ দিনে বিশেষ মুহূর্তে এই ধরনের ডাই গুলো তৈরি করে থাকেন যা আমার অনেক বেশি ভালো লাগে। আজকে ঈদ মোবারক কার্ডটি তৈরি করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন অসংখ্য ধন্যবাদ।

 last month 

আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর কিছু করার। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

অসাধারন একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার তৈরি করা ঈদ শুভেচ্ছা কার্ড দেখে সত্যি রিতিমতো মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া কালার কম্বিনেশনেও খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

এই ধরনের কার্ড তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাইতো ঈদ উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করেছি ভাইয়া।

 last month 

আপু আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক ।ঈদ উপলক্ষে দারুন একটি কার্ড বানিয়েছেন। দেখতে ভীষণ ভালো লাগছে। একটা সময় এই কার্ড গুলোর কতই না কদর ছিল। আর এখন এগুলো আমরা ভুলতে বসেছি ।যাই হোক বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 last month 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু একটা সময় এই ধরনের কার্ড গুলো অনেক তৈরি করতাম। বর্তমানে এগুলো একদম মূল্যহীন। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

আমাদের সবাইকেই ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আপনি যে শুভেচ্ছা কার্ডটি তৈরি করেছেন তা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে আপু। এই ধরনের শুভেচ্ছা কার্ড গুলো বিভিন্ন উৎসবে হাতে পেলে অনেক ভালো লাগে। আপনার এই শুভেচ্ছা কার্ড তৈরির প্রক্রিয়াটি অনেক ভালো লাগলো আমার।আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে এটি তৈরির প্রক্রিয়া এখানে উপস্থাপন করেছেন যা দেখে অনেকটা মুগ্ধ হয়ে গেলাম আমি। আপনার এই সুন্দর কাজটি এখানে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 last month 

সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

আপনার কাছ থেকে কার্ডের মাধ্যমে ঈদের এই শুভেচ্ছা বার্তা পেয়ে অনেক ভালো লেগেছিল আপু আমার।

 last month 

ঈদ মোবারক, আপনি ঈদ উপলক্ষে বেশ সুন্দর ভাবে ঈদ শুভেচ্ছার ডাই প্রোজেক্ট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার ডাই প্রজেক্টটি। বেশ সুন্দরকরে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ঈদ উপলক্ষে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68643.84
ETH 3277.52
USDT 1.00
SBD 2.67