স্মৃতির জানালায় শুধু তুমি💔||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আমাদের জীবনের সাথে মিশে আছে আমাদের নানান স্মৃতি। জীবনের প্রতিটি মুহূর্ত আজ বর্তমান। আর কিছুক্ষণ সময় পেরিয়ে গেলেই তা অতীত হয়ে যায়। সবকিছুই যেন স্মৃতির পাতায় জমা হয়ে যায়। তাই আজ আমি স্মৃতির জানালা শুধু তুমি এই বিষয়বস্তু নিয়ে আমার কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি।


স্মৃতির জানালায় শুধু তুমি:

broken-heart-gf392541d2_1920.jpg

Source


স্মৃতির জানালায় হয়তো তুমি আছো। তবে সবকিছুই আজ বড়ই অতীত। সময় যেমন সবকিছু বদলে দিয়েছে তেমনি স্মৃতির জানালায় আজও উকি দেয় সেই ভালোলাগা। হাজার মানুষের ভিড়ে হয়ত আমরা একা। কারণ নিজেকে বড় একা মনে হয়। হয়তো এই পৃথিবীর বুকে কেউ কারো নয়। হয়তো সবাই যে যার মত একাকিত্বে বসত করে। যখন একাকীত্ব এসে ভিড় করে চারপাশে তখন স্মৃতির জানালায় এসে দাড়াও শুধুই তুমি। স্মৃতি বড় আবেগপ্রবণ। স্মৃতির সেই মুহূর্তগুলো হয়তো আজ বেরঙিন। সময় যেমন সব কিছুকে বদলে দিয়েছে তেমনি স্মৃতির জানালায় দাঁড়ানো আবেগগুলো আজ বাস্তবতার কাছে হেরে গেছে। হয়তো সেই স্মৃতিগুলো আজ শুধু স্মৃতির পাতায় লেখা আছে। তাই তো তুমি আজও আছো স্মৃতির জানালায়।


sad-g5d52cad3a_1920.jpg

Source


স্মৃতির জানালায় সেই অতীত গুলো আজ ধোঁয়াশার মত আটকে আছে। হয়তো সেই অতীতের স্মৃতিগুলো ধোঁয়াশা কাটিয়ে আলোর মুখ দেখেনি। কারণ স্মৃতি সব সময় স্মৃতির পাতায় থেকে যায়। অতীতের স্মৃতি যখন স্মৃতির জানালায় এসে উঁকি দেয় তখন মাঝ পথে বাধা হয়ে দাঁড়ায় সেই ধোঁয়াশা ঘেরা স্বপ্নগুলো। হয়তো সেই স্মৃতিগুলো সারাজীবন স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে। তেমনি তুমিও স্মৃতির জানালায় আজও অমলিন হয়ে নিজের জায়গা রেখেছো। তবে তা শুধুই অতীত। অতীতের স্মৃতিগুলো হয়তো কখনো ফিরে দেখা হবে না তবুও মাঝে মাঝে অতীতকে ভাবতে ভালোই লাগে। প্রত্যেকের জীবনে অতীতের গল্প গুলো হয়তো অতীতের জানালায় এসে উঁকি দিয়ে যায়। হয়তো মনের অজান্তেই সেই প্রিয় মানুষগুলো হাজির হয়। তখন হাজারো স্বপ্ন হাজারো প্রত্যাশা এসে ভিড় করে। হয়তো সেই স্মৃতির জানালা চির জীবন স্মৃতি হয়ে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।


heart-g21f9f86fc_1920.jpg

Source

জীবনের প্রতিটি মুহূর্ত হয়তো তার প্রতীক্ষায় কেটে যায়। সময় যেমন নদীর ধারার মতো বয়ে চলে তেমনি আমাদের প্রতীক্ষার প্রহর গুলো হয়তো সময়ের সাথে বয়ে চলে। কিন্তু প্রতীক্ষার প্রহর হয়তো বেশী কঠিন। কারণ প্রতীক্ষা অতীত স্মৃতি গুলোকে আরো বেশি বাড়িয়ে দেয়। তখন বারবার স্মৃতির জানালায় এসে ভিড় করে সেই প্রিয় মুখ। এটা হয়তো ক্ষণিকের সেই ভালোলাগা হয়তোবা ক্ষণিকের সেই অনুভূতি। তবুও আমরা আমাদের অতীতের জানালা খুলে রেখেছি। কারণ অতীতকে ভাবলে নিজেকে আরও বেশি শক্তিশালী মনে হয়। অতীতকে সয়ে যাবার ক্ষমতা যখন আমাদের আছে তখন আমরা অবশ্যই নিজেকে এই পৃথিবীর বাস্তবতার কাছে টিকিয়ে রাখতে পারব। হয়তো সবকিছুকে দূরে সরিয়ে ভালো থাকতে পারবো। অতীতের জানালায় তার প্রতীক্ষার প্রহর হয়তো একদিন শেষ হবে। সেদিন হয়তো এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবন ভালোবাসায় ভরে উঠবে। যে ভালোবাসার ক্ষুদ্র আলো এই পৃথিবীকে আলোকিত করে যাবে।


heart-ge940eca27_1920.jpg

Source


স্মৃতির জানালায় শুধু তুমি আজীবন স্মৃতি হয়েই পাশে থাকবে। কারণ স্মৃতি কখনো মুছা যায়না। হয়তো নিস্তব্ধ নিরালায় সেই স্মৃতিগুলো বার বার ফিরে আসে। স্মৃতির সেই নীরবে ফিরে আসা কখনো হয় আনন্দের কখনোবা অনেক বেশি কষ্টের। কারণ আমাদের অতীতের জানালায় এসে ভিড় করা স্মৃতিগুলো সুখ দুঃখের মাঝে করা। হাজার স্মৃতি যখন জমা হয়ে থাকে তখন সুখ ও দুঃখ কে আলাদা করে অনুভব করা যায় না। কারণ সুখ-দুঃখ মিলেই আমাদের সেই অতীত জীবন। স্মৃতির জানালায় এসে অতীত যখন কড়া নাড়ে তখন বারবার মনে পড়ে সেই দিনগুলো। যখন দুঃখ এসে মনের দুকুল ভাসিয়ে দেয় তখন অতীতকে ভেবে ভালো লাগে। হয়তো অতীতের মধুর স্মৃতিগুলো স্মৃতির জানালায় উঁকি দেয় বলেই হৃদয়ের মাঝে ভালো লাগার সৃষ্টি হয়। হয়তো মনের আনন্দে ঠোঁটের কোনায় এক টুকরো হাসি ফুটে উঠে। আবার সেই স্মৃতির জানালায় যখন তুমি এসে ভিড় কর তখন সেই হাসির মাঝে অনাবিল আনন্দ উঁকি দেয়। কিন্তু কঠিন এই বাস্তবতার কাছে সেই ক্ষণিকের আনন্দ বড়ই বেমানান। কারণ সেই স্মৃতির জানালায় আবারো এসে ভিড় জমায় কষ্টের অনুভূতি গুলো।


heart-g493a9fc29_1920.jpg

Source


স্মৃতির জানালায় যখন তুমি এসে ভিড় করো তখন ক্ষণিকের জন্যে হয়তো ভালো লাগে। কিন্তু বাস্তবতার সেই নির্মমতা আবারও সেই ভালোলাগা কে বিলীন করে দেয়। জীবনের বাস্তবতার কাছে অতীত বড় অসহায়। অতীতের সেই মধুর স্মৃতি বাস্তবতার কাছে হার মেনে যায়। স্মৃতির জানালায় যখন তুমি এসে ভিড় কর তখন বাস্তবতার সেই গোলকধাঁধা স্মৃতিগুলোকে মলিন করে দেয়। হয়তো বাস্তবতার এই নির্মমতা আমাদের জীবনের অংশ। হয়তো এই বাস্তবতার কারণেই আজ আমরা নিজেদের অতীত গুলো কে হারিয়ে ফেলেছি। স্মৃতির জানালায় তবুও তুমি এসে ভিড় করো। তবুও আমরা স্মৃতির জানালায় তাকে খুঁজি। হয়তো জেনে বুঝে খুঁজি হয়তো মনের অজান্তেই খুঁজি তবুও আমরা তাকে খোঁজার চেষ্টা করি।


আজকে আমি পাঠক হৃদয়ের মনের কথা আমার লেখনীতে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো তাদের স্মৃতির জানালায় এসেও কেউ ভিড় করে। হয়তো তাদের স্মৃতির জানালা আজও কারো জন্য খোলা রয়েছে। তাই আজ আমি সকলের হৃদয়ের অভিব্যক্তি থেকে কিছু কথা উপস্থাপন করেছি। আশা করছি আমার এই লিখনী সকলের কাছে ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

আপনার লেখা পড়ে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর গুছিয়ে লিখতে জানেন। আমাদের অতীত জীবণ সুখ দুঃখেরই সংমিশ্রণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু। আপনার লেখা চালিয়ে যান।

 3 years ago 

বুক চিন চিন করছে হ্যায় মন তোমায় কাছে চায় 😁 । অনেক ভালো লিখেছেন আপু। বাস্তবতার কাছে প্রেম জানালা ভেঙ্গে পালায়। বফ চাকরি না পেলে তার কপালে তার গফ থাকে না । আমার দশাও তাই হবে কিনা খুবই চিন্তিত আমি। সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে এখন। কিছু করার নেই। 😶

 3 years ago 

চমৎকার লিখেছেন। আপনি বরাবরই সুন্দর সুন্দর লেখনি আমাদের সাথে শেয়ার করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি পোষ্ট পড়লাম খুবই ভালো লাগলো। বাস্তবতার সাথে মিল রেখে আপনি লেখাটা লিখেছেন ভালো লাগছে। আপনার পোস্ট পড়ে ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81515.37
ETH 3182.95
USDT 1.00
SBD 2.83