এসো নিজে করি:🏠ডিমের খোসা দিয়ে তৈরি "গাছের ছায়ায় একটি কুঁড়েঘর"||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি নতুন ওয়ালমেট নিয়ে হাজির হয়েছি। আজ আমি ডিমের খোসা দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছি। আর এই সুন্দর ওয়ালমেটটির নাম দিয়েছি "গাছের ছায়ায় একটি কুঁড়েঘর"। আমি আমার ওয়ালমেটটি তৈরি করতে অনেক বেশি আনন্দ পেয়েছি। এর আগেও আমি ডিমের খোসা কাজে লাগিয়ে একটি ময়ূর তৈরি করেছিলাম। আপনাদের কাছে খুবই ভালো লেগেছিলো। তাই আজ আমি একটু ভিন্ন ধর্মী কিছু তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আমার ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।



🏠ডিমের খোসা দিয়ে তৈরি "গাছের ছায়ায় একটি কুঁড়েঘর":

IMG20211021154552.jpg
Device-OPPO-A15



ফেলে দেওয়া অনেক জিনিস থেকে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আজ আমি ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছি। এই সুন্দর ওয়ালমেটটির নাম দিয়েছি "গাছের ছায়ায় একটি কুঁড়েঘর"।আশা করি আমার তৈরি করা এই ওয়ালমেটটি আপনারা অনেক পছন্দ করবেন।



🏠"গাছের ছায়ায় একটি কুঁড়েঘর" ওয়ালমেটটি তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. আর্ট পেপার
২. ডিমের খোসা
৩. আঠা
৪. পেন্সিল
৫. কালো কলম
৬. রাবার

IMG20211020202620.jpg
Device-OPPO-A15
<centerIMG20211020202700.jpgDevice-OPPO-A15



🏠"গাছের ছায়ায় একটি কুঁড়েঘর" তৈরীর ধাপসমূহ:



🏠ধাপ-১🏠

IMG20211020205300.jpg
Device-OPPO-A15



"গাছের ছায়ায় একটি কুঁড়েঘর" ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি একটি আর্ট পেপার নিয়েছি। এরপর আমি আর্ট পেপারের উপর পেন্সিল দিয়ে গাছের চিত্র অংকন করার চেষ্টা করেছি।



🏠ধাপ-২🏠

IMG20211020205504.jpg
Device-OPPO-A15



এবার আমি গাছের নিচে একটি কুঁড়েঘর অংকন করার চেষ্টা করেছি। আমি পেন্সিল দিয়ে একটি কুঁড়েঘর অংকন করেছি।



🏠ধাপ-৩🏠

IMG20211020205734.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার তৈরী কুঁড়েঘরের পাশে একটি নারিকেল গাছের চিত্র অংকন করার চেষ্টা করেছি।



🏠ধাপ-৪🏠

IMG20211020210230.jpg
Device-OPPO-A15
IMG20211020210257.jpg
Device-OPPO-A15



আমি যেহেতু ডিমের খোসা ব্যবহার করে "গাছের ছায়ায় একটি কুঁড়েঘর" ওয়ালমেটটি তৈরি করবো সেজন্য আমি প্রথমে ডিমের খোসা গুলো ভালভাবে ধুয়েছি ও ডিমের খোসা গুলো ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এগুলো ওয়ালমেট তৈরির জন্য প্রস্তুত করেছি। এরপর আমি প্রথমে গাছের গোড়ার অংশে আঠা লাগিয়েছি।



🏠ধাপ-৫🏠

IMG20211020210451.jpg
Device-OPPO-A15
IMG20211020210742.jpg
Device-OPPO-A15



এবার আমি ধীরে ধীরে গাছের গোড়ার অংশ থেকে শুরু করে ডিমের খোসাগুলো আঠার উপর লাগিয়েছি।



🏠ধাপ-৬🏠

IMG20211020212823.jpg
Device-OPPO-A15
IMG20211020215308.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে গাছের উপরের অংশে আঠার সাহায্যে ডিমের খোসা লাগিয়েছি।



🏠ধাপ-৭🏠

IMG20211020222745.jpg
Device-OPPO-A15
IMG20211020225643.jpg
Device-OPPO-A15



এভাবে আমি ধিরে ধিরে আঠার সাহায্যে গাছের অন্যান্য অংশে ডিমের খোসার টুকরোগুলো লাগিয়েছি। পাতা তৈরি জন্য ডিমের খোসা খুব সুন্দর ভাবে লাগিয়েছি। এভাবে গাছটির সম্পূর্ণ অংশে ডিমের খোসা লাগিয়েছি।



🏠ধাপ-৮🏠

IMG20211021010322.jpg
Device-OPPO-A15



সম্পূর্ণ গাছে ডিমের খোসা লাগানো হয়ে গেলে এবার আমি আমার তৈরি কুঁড়েঘরে ডিমের খোসা লাগিয়েছি। কুঁড়েঘরে ডিমের খোসা লাগানোতে ঘরটি অনেক সুন্দর হয়েছে। এরপর আমি কুঁড়েঘরের পাশে নারিকেল গাছের নিচের অংশে ডিমের খোসা লাগিয়েছি।



🏠ধাপ-৯🏠

IMG20211021012000.jpg
Device-OPPO-A15



এরপর আমি খুব সাবধানতার সাথে নারিকেল গাছের পাতার অংশে ডিমের খোসা লাগিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ অংশে ডিমের খোসা লাগানোর কাজ শেষ করেছি। তারপর লক্ষ করেছি কোন জায়গায় ফাঁকা রয়েছে কিনা। সেখানে পুনরায় ডিমের খোসা আঠা দিয়ে লাগিয়েছি।



🏠ধাপ-১০🏠

IMG20211021153243.jpg
Device-OPPO-A15



সম্পূর্ণ অংশে ডিমের খোসা লাগানো হয়ে গেলে এবার এই ওয়ালমেটটি সুন্দর করার জন্য আমি কালো কালির কলম ব্যবহার করেছি।



🏠শেষ ধাপ🏠

IMG20211021153355.jpg
Device-OPPO-A15
IMG20211021154244.jpg
Device-OPPO-A15



আমি খুব সাবধানতার সাথে ধীরে ধীরে সম্পূর্ণ অংশে কালো কালি দিয়ে অংকনের চেষ্টা করেছি। এভাবে আমি আমার এই সুন্দর ওয়ালমেট "গাছের ছায়ায় একটি কুঁড়েঘর" তৈরি শেষ করেছি।



🏠উপস্থাপনা:🏠

IMG20211021154555.jpg
Device-OPPO-A15



"গাছের ছায়ায় একটি কুঁড়েঘর" ওয়ালমেট তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আমি খুব সাবধানতার সাথে এবং সুন্দরভাবে গুছিয়ে এই ওয়ালমেটটি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আমার তৈরি "গাছের ছায়ায় একটি কুঁড়েঘর" ওয়ালমেটটি আপনাদের ভাল লেগেছে।



❣️ধন্যবাদ সকলকে❣️

Sort:  
 3 years ago 

আপনার কাজটি সত্যিই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসম্ভব সুন্দর হয়েছে আপু। আমি অবাক হয়ে গেছি আপনার হাতের কাছে আসলে অনেক চমৎকার। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার পোস্টটি সবার থেকে ইউনিক হয়ছে। পোস্টটি দেখে খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু আপনি খুবই ইউনিক একটি দৃশ্য বানিয়েছেন।ডিমের খোসা দিয়ে এত সুন্দর দৃশ্য করা যায় আমার জানা ছিল না।এর আগে কাউকে আমি এই ধরনের বানাতে দেখি নি।আনার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আপু এর আগেও আপনি ডিমের খোসার একটি কাজ আমাদের সাথে শেয়ার করেছিলেন। যা অনেক বেশি সুন্দর ছিল আর আজকেও একটি ডিমের খোসার অপরূপ কাজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যিই কাজটি একদম ইউনিক! আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ এটি খুব ভাল, এবং আপনি পদক্ষেপগুলি ভালভাবে ব্যাখ্যা করেছেন ..

 3 years ago 

আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারলাম না আপু!! ডিমের খোসা দিয়ে অসাধারনভাবে গাছের ছায়ার নিচে খুড়েঘর তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। শুভেচ্ছা নিবেন।

খুবই ক্রিয়েটিভ দক্ষতার পরিচয় দিয়েছেন আপু।আপনি যে কাজটি করেছেন সেটা আমি কখনো কল্পনাও করিনি।ডিমের খোসা দিয়ে এরকম ক্রিয়েটিভ আর্ট আমি আজ প্রথম দেখলাম।অনেক ধন্যবাদ আপু শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু,,,, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি আপু প্রশংসার দাবিদার। আমরা যে জিনিসটা ফেলে দিয়ে আপনি সেই অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এত সুন্দর একটি গাছের ছায়ায় একটি কুঁড়েঘর তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65800.35
ETH 3464.66
USDT 1.00
SBD 2.68