Diy-সবাইকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। বাবা দিবস উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা এই কার্ড আপনাদের কাছে কেমন লাগবে। তবে এই কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার অনেক ভালো লেগেছে।


সবাইকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা:

IMG_20230618_133654.jpg
Device-OPPO-A15
IMG_20230618_134142.jpg
Device-OPPO-A15


বাবা শব্দটি খুবই ছোট। কিন্তু এর সাথে মিশে আছে আদর, স্নেহ এবং ভালোবাসা। বাবা পাশে আছে বলেই আমরা এই পৃথিবীতে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। বাবার ছায়ায় নিজের একাকীত্ব ভুলে যাই। বাবা পাশে আছে বলেই আজও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। বাবা আছে বলেই আমরা সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারি। বাবার পরিশ্রম আমাদেরকে সফলতা এনে দেয়। আর বাবার প্রতি ভালোবাসা থেকে আমরা সব সময় বাবাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই বিশেষ দিনে বাবা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কার্ড তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. চাল।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. তুলি।
৭. পোস্টার রং।

IMG20230618124206.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230618124331.jpg
Device-OPPO-A15
IMG20230618124518.jpg
Device-OPPO-A15


বাবা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে চাল নিয়েছি। এরপর রঙ দেওয়ার চেষ্টা করেছি। হালকা পানি এবং রং এর মিশ্রণে চাল রঙিন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230618124832.jpg
Device-OPPO-A15


চালগুলো সুন্দর করে রঙিন করে নেওয়ার চেষ্টা করেছি। যদিও কিছু রঙিন করা চাল এর আগে থেকেই আমার কাছে ছিল। তাই তো শুধু পদ্ধতি তুলে ধরার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে চাল রঙিন করতে হবে। রঙ এবং পানির মিশ্রণে সুন্দর করে রঙিন করে নেওয়া যাবে।


ধাপ-৩

IMG20230618125418.jpg
Device-OPPO-A15
IMG20230618125553.jpg
Device-OPPO-A15


চালগুলো সুন্দর করে প্রস্তুত করা হয়ে গেলে এবার সাদা কাগজ নিয়েছি এবং সাদা কাগজের উপরের অংশে বাবা দিবসের শুভেচ্ছা লেখাটি লিখে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230618125822.jpg
Device-OPPO-A15
IMG20230618130019.jpg
Device-OPPO-A15


এবার লেখাটা আরো সুন্দর করার জন্য লাল কলমের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230618130258.jpg
Device-OPPO-A15
IMG20230618130559.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সুন্দর করে লাল কলম দিয়ে লেখাটি আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230618130654.jpg
Device-OPPO-A15
IMG20230618130841.jpg
Device-OPPO-A15


এভাবে লেখাটি সুন্দর করা হয়ে গেলে এবার চারপাশের অংশে ডিজাইন করার জন্য প্রথমে আঠা লাগিয়েছি। এরপর রঙিন করে রাখা চাল গুলো আঠার উপর লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230618131212.jpg
Device-OPPO-A15
IMG20230618131348.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সম্পূর্ণ সম্পূর্ণ অংশে বিভিন্ন রঙের চাল গুলো লাগিয়ে দিয়ে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাতে করে এই শুভেচ্ছা কার্ড দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230618131616.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু অংশের কাজ করে সুন্দরভাবে সম্পূর্ণ অংশ তৈরি করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20230618_134417.jpg
Device-OPPO-A15


বাবা দিবসের এই বিশেষ দিনে বাবার প্রতি ভালোবাসা থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু করার চেষ্টা করেছি। যদিও খুব ভালো কিছু করতে পারিনি। তবুও চেষ্টা করেছি ভিন্ন ধরনের কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার জন্য। জানিনা আমার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কখনো প্রকাশ করা হয় না, কিন্তু সবারই বাবার প্রতি অন্যরকম একটি ভালোবাসা থাকে। আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি বাবা দিবস উপলক্ষে বাবা সম্পর্কে কিছু লিখছেন।পরে দেখলাম যে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। প্রথমে বুঝতে পারিনি যে এটি আপনার তৈরি করা। পরে দেখে বুঝতে পারলাম আপনি চাল দিয়ে সুন্দর ডিজাইনটি করেছেন। খুব ভালো লেগেছে আমার কাছে কার্ডটি।

 last year 

সত্যি আপু বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কখনো প্রকাশ করা হয় না। তবুও বাবা দিবসের বিশেষ দিনে সুন্দর কিছু করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু।

 last year 

আসলে ঠিকই বলেছেন আপনি, বাবা শব্দটা খুবই ছোট। কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছে অনেক আদর, ভালোবাসা। আর আপনি সেই বাবার ভালোবাসাকে তুলে ধরে অনেক সুন্দর একটা কার্ড তৈরি করেছেন। কার্ডের ভেতরের লেখাটা অনেক বেশি সুন্দর হয়েছে। যা দেখতে খুব সুন্দর লাগছে। আর চারিপাশের রঙিন চালগুলো লাগানোর কারণে অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। সব মিলিয়ে বেশ ভালো লাগলো সম্পূর্ণটা।

 last year 

সত্যিই আপু বাবা শব্দটি অনেক ছোট। কিন্তু এই শব্দটির সাথে মিশে আছে অনেক আদর, স্নেহ এবং ভালোবাসা। বাবা দিবসের এই বিশেষ দিনে চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপু।

 last year 

বাবা মানেই বেঁচে থাকার অনুপ্রেরণা। বাবা যার আছে সে বাবার শূন্যতা বুঝতে পারবে না, কিন্তু যার বাবা নেই সে ঠিকই বোঝে। আসলে বাবা থাকলে জীবনটা অন্যরকম হয়। বাবারা সবসময় সন্তানকে আগলে রাখে।

 last year 

সত্যি ভাইয়া বাবা মানেই বেঁচে থাকার অনুপ্রেরণা। বাবা পাশে থাকলে শূন্যতা বুঝতে পারি না আমরা। হয়তো কোন একদিন সেই শূন্যতা বুঝতে পারব। সেদিন ভীষণ কষ্ট হবে। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

আপু আপনি দেখছি অনেক সুন্দর করে বাবা দিবস উপলক্ষে একটি কার্ড তৈরি করেছেন।দেখে সত্যি খুব খুব ভালো লাগলো আপু।এই বিবস উপলক্ষে সকল বাবাকে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুক। আর কবরে শুয়ে থাকা সকল বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন।।

 last year 

আপু আমি চেষ্টা করেছি বাবা দিবসের শুভেচ্ছা সবাইকে জানানোর জন্য। তাই তো এই সুন্দর কার্ড তৈরি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য প্রকাশের জন্য।

 last year 

বাবা কথাটি যদিও ছোট কিন্তু এর মধ্যে মিশে আছে আপার ভালবাসা। বাবা আছে বলেই আমরা মাথা গোঁজার ঠাঁই পাই। বাবার ছায়ায় নিজের পায়ে দাঁড়ানো শক্তি পাই। যাদের বাবা আছে তারা বেশ ভাগ্যবা ।আর যাদের নেই তারাই জানে বাবা না থাকার কস্ট। বাবা দিবসে বেশ সুন্দর একটি কার্ড তৈরি করেছেন । দেখে বেশ ভালো লাগলো। বাবা দিবসে সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। অনেক ধন্যবাদ আপু।

 last year 

সত্যি আপু বাবা কথাটি ছোট হলেও এর সাথে অনেক ভালোবাসা মিশে আছে। বাবা মানেই মাথা গোজার নিরাপদ আশ্রয়। সত্যি আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনি অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন।সত্যি আপু বাবা শব্দটি ছোট কিন্তু এর গভীরতা অনেক। আপনার কাছ থেকে চাল গুলো কালার করা শিখে নিলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

বাবা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য এই কার্ড তৈরি করে শেয়ার করেছি আপু। চালগুলো কালারফুল করে দেওয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু মতামতের জন্য।

 last year 

প্রথমেই আমার বাংলা ব্লগের সবাইকে জানাই বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দর একটা কার্ড তৈরি করেছেন কিন্তু। ভিন্ন কালার দিয়ে চালগুলো রং করার কারণে অনেক বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে। অনেক সুন্দর করে আপনি সম্পূর্ণটা তৈরি করেছেন এবং সবার ভাগ করে নিলেন উপস্থাপনার মাধ্যমে। সম্পূর্ণটা জাস্ট অসাধারণ ছিল।

 last year 

বাবা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য আমি চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি কার্ড তৈরি করে উপস্থাপন করার জন্য। বিভিন্ন রঙের চাল ব্যবহার করেছি যাতে দেখতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কার্ড টি খুবই সুন্দর দেখাচ্ছে। চাল গুলো কে বিভিন্ন কালারের রং করে দেওয়ার কারণে কার্ডটি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সবার মাঝে তুলে ধরার জন্য আমি এই সুন্দর কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করেছি। আপু আপনার মতামত পড়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য।

 last year 

বাবা দিবস উপলক্ষে বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দারুন একটি কার্ড করে আজ শেয়ার করেছেন।খুব সুন্দর দেখতে হয়েছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। চাল দিয়ে কার্ডটি দেখতে অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কার্ড শেয়ার করার জন্য।

 last year 

বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের সবার আছে। হয়তো কখনো প্রকাশ করা হয় না। তবুও এই বিশেষ দিনে সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

ভাবছি. শুধু শুধু কি আর আপনি ব্লগার অফ দা উইক হন? আপনার ক্রিয়েটিভিটি আপনাকে এ পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করে। আশা করি এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আগামীতে আরো অনেক সুন্দর কিছু জয় করতে পারবেন।

 last year 

শুধু আমার ক্রিয়েটিভিটি নয় আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আপু। এভাবে সব সময় মন্তব্য করে পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68