DIY-কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট❤️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি মান্ডালা আর্ট শেয়ার করতে যাচ্ছি। মান্ডালা আর্ট করতে আমি অনেক পছন্দ করি। তাই মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের মান্ডালা আর্ট করি। মান্ডালা আর্টের মাধ্যমে ভিন্ন কিছু তুলে ধরতে আমার অনেক ভালো লাগে। তাই আমি কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।
❤️কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট:
কৃষ্ণ বাঁশির অপরূপ সৌন্দর্য আমি আমার এই মান্ডালা আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কৃষ্ণ বাঁশি সকলের কাছেই পরিচিত। তাই আমি কৃষ্ণ বাঁশির নতুন একটি রূপদান করতে সুন্দর একটি মান্ডালা আর্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমার আর্টের মাঝে ভিন্নতা আনতে মান্ডালা আর্ট করতে খুবই ভালো লাগে। ভিন্ন ভিন্ন মান্ডালা আর্ট করে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই আজ আমি কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার তৈরি করা কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা কাগজ।
২. পেন্সিল।
৩. জেল পেন।
৪. রাবার।
৫. স্কেল।
কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট তৈরির ধাপসমূহ:
❤️ধাপ-১❤️
কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট করার জন্য প্রথমে আমি মুখের চিত্র অংকন করার চেষ্টা করেছি। আমি আমার আর্টের মাধ্যমে কৃষ্ণের প্রতিচ্ছবি তৈরি করার চেষ্টা করেছি।
❤️ধাপ-২❤️
আমি এবার কৃষ্ণ বাঁশির মান্ডালা চিত্র অংকন করার চেষ্টা করেছি। আমি অনেক সুন্দর করে স্কেল দিয়ে বাঁশির চিত্র অংকন করেছি।
❤️ধাপ-৩❤️
এবার আমি কৃষ্ণ বাঁশির মান্ডালা চিত্রটি দেখতে সুন্দর করার জন্য কিছু অংশের ডিজাইন করেছি।
❤️ধাপ-৪❤️
এবার আমি কৃষ্ণের মুখের প্রতিচ্ছবি সুন্দর করে তোলার জন্য চোখ, মুখ, নাক অংকন করেছি। এরপর আরও কিছু অংশে আর্ট করেছি।
❤️ধাপ-৫❤️
এবার আমি আরো কিছু অংশ সুন্দর করে তৈরি করার পর জেল পেন দিয়ে অংকন করার চেষ্টা করেছি। জেল পেন দিয়ে মান্ডালা আর্ট করতে আমার ভালো লাগে।
❤️ধাপ-৬❤️
এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ অংশ সুন্দর করে জেল পেন দিয়ে এঁকে নিয়েছি।
❤️ধাপ-৭❤️
ধীরে ধীরে কৃষ্ণের প্রতিচ্ছবির মাথার দিকের অংশ সুন্দর করে মান্ডালা আর্ট করার চেষ্টা করেছি।
❤️ধাপ-৮❤️
এভাবে ধীরে ধীরে আরো কিছু অংশে মান্ডালা আর্ট করেছি। মান্ডালা আর্ট করতে যেতেতু সময় লাগে তাই খুব সাবধানতার সাথে আরও কিছু অংশে মান্ডালা আর্ট করেছি।
❤️ধাপ-৯❤️
কৃষ্ণ বাঁশির প্রতিচ্ছবি সুন্দর করার জন্য আরো কিছু অংশে সুন্দর করে মান্ডালা আর্ট করেছি।
❤️ধাপ-১০❤️
এবার আমি আমার অংকন চিত্রটি দেখতে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এবং কৃষ্ণ বাঁশিটি সুন্দর করে উপস্থাপন করার জন্য ছোট-ছোট মান্ডালা আর্ট করেছি। এর মাধ্যমে আমি অংকন চিত্রটি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।
❤️শেষ ধাপ❤️
এবার আমি ধীরে ধীরে সম্পূর্ণ অংশের মান্ডালা আর্ট করে কৃষ্ণ বাঁশির চিত্রটি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি। এভাবেই ধীরে ধীরে আমি কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট সম্পূর্ণ রূপে শেষ করেছি।
❤️উপস্থাপনা:❤️
কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট সুন্দর করে তৈরি করার পর আমি সকলের মাঝে উপস্থাপন করার জন্য পুরোপুরি ভাবে তৈরি করেছি। ছোট ছোট অংশের বিভিন্ন কাজ গুলো একদম সম্পূর্ণরূপে শেষ করে সকলের মাঝে উপস্থাপন করেছি। আমি আমার অংকন চিত্রটির মাধ্যমে কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্টের অপরূপ সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি জানিনা আমার অংকন চিত্রটির মাধ্যমে আমি কতটুকু পেরেছি কৃষ্ণ বাঁশির অপরূপ সৌন্দর্য উপস্থাপন করার জন্য। তবে আমি চেষ্টা করেছি কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট করে এই চিত্রটি সুন্দর করে তৈরি করার। আশা করছি আমার অংকন চিত্রটি সকলের কাছে ভালো লেগেছে। আমার অংকন চিত্রটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং অনেক ভালো লাগবে।
সকাল সকাল মুগ্ধ হয়ে গেলাম এত মিষ্টি একটা কাজ দেখে। কত কারুকার্য দেখিয়েছেন। চমৎকার ছিল পুরো আয়োজন টা দিদি। ছয় নম্বর ধাপ থেকে প্রতিটা ধাপ এক কথায় অনবদ্য ছিল 🙏❤️।
আপু আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 6 নম্বর ধাপ থেকে প্রতিটি ধাপ আপনার ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো।😍😍😍
আপু আপনি কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো
কৃষ্ণ বাঁশির মান্ডালা আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
অনেক সুন্দর করে আর্ট করেছেন। সাথে আপনার উপস্থাপনা টা আরো বেশি সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু।
বাহ আপু কৃষ্ণ বাশির ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর করেছেন আপনি। অনেক ভালো লাগলো আপু আপনার আর্ট দেখে। যার জন্য প্রশংসা করতেই হবে। সঙ্গে সঙ্গে করে ফেললাম। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা।
আপু আপনার কৃষ্ণ বাশির ম্যান্ডেলার আর্টটি খুবই চমৎকার হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে ম্যান্ডেলার আর্টটি করেছেন। যার কারণে এটি দেখতে অনেক সুন্দর লাগছে। ম্যান্ডেলার আর্ট নিখুঁতভাবে না করলে এটা দেখতে এত চমৎকার লাগে না। আপনার ম্যান্ডেলার আর্টটি খুব ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনি একদম ঠিক বলেছেন মান্ডালা আর্ট নিখুঁতভাবে না করলে দেখতে ভালো লাগে না। মান্ডালা আর্ট নিখুঁত ভাবে করতে হয়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
➡️ ম্যান্ডেলা অংকন আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আপনি কৃষ্ণ বাঁশির ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর করে করেছেন। ম্যান্ডেলা অংক করতে অনেক সময় ব্যয় করা লাগে। বিশেষ করে ধৈর্য যদি না থাকে তাহলে ম্যান্ডেলা অঙ্কন করা যায় না। আপনার কাজ দেখে মনে হচ্ছে আপনি খুব অভিজ্ঞ। খুব ভালো অভিজ্ঞতা না থাকলে এটি তৈরি করা সম্ভব হতো না।
আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একদম ঠিক বলেছেন ধৈর্য না থাকলে ম্যান্ডেলা অঙ্কন করা সম্ভব নয়।
আপনার তৈরি করা কৃষ্ণ বাশির ম্যান্ডেলা আর্ট টি দেখতে খুব চমৎকার লাগছে। আপনি এই আর্ট টি একদম নিখুঁত ভাবে করতে সক্ষম হয়েছেন বিশেষ করে আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং কোন রং ব্যবহার না করেও অনেক আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলেছেন । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর ভাবে মেন্ডেলা অঙ্কন করেছেন। আপনার ম্যান্ডেলা অংকন এর কথা আর কি বলব সব সময় অসাধারণ কিছু ম্যান্ডেলা আমাদের মাঝে উপস্থাপন করেন। আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগে আপনার ম্যান্ডেলা অংকন গুলো। প্রথম নিখুঁত একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
কৃষ্ণ বাঁশির ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। কৃষ্ণের বাঁশির ম্যান্ডেলা আর্ট এর ডিজাইনটা অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।