নিজেকে ভালোবাসুন||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। ভালোবাসা শব্দটি খুবই ছোট। কিন্তু এর গভীরতা অনেক বেশি। ভালোবাসা ছাড়া পৃথিবীর সব কিছু যেমন অর্থহীন তেমনি নিজেকে ভালো না বাসলে এ জীবন বড়ই অর্থহীন। স্বার্থপর এই পৃথিবীতে সর্বপ্রথম প্রয়োজন নিজেকে ভালোবাসা। আমরা যদি নিজেকে ভালবাসতে না পারি তাহলে কখনোই সুখী হতে পারব না। আজ আমি আমার লেখার মাঝে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার এই লেখা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।


নিজেকে ভালোবাসুন:

beauty-gdaab97ff1_1920.jpg

Source


আমাদের এই মানব জীবনের বাস্তব প্রেক্ষাপটে আমি একটি কথাই বলতে পারি আমরা কখনোই নিজেকে ভালোবাসিনি। কারণ আমরা নিজেকে ভালবাসতে শিখিনি। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রিয়জনকে ভালোবাসার মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছি। সুখ-দুঃখ, হাসি আনন্দ সব কিছুকে আমরা মেনে নিয়েছি। আসলে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা হেলায় হারিয়ে ফেলেছি। যেখানে জীবনের সবটুকু সুখ খুজে পেতে চেয়েছি সেখানে হয়তো সুখ নামের মরিচিকা দূর আকাশের তারার মত চোখের দেখা হয়ে গেছে। দূর আকাশের তারা যেমন দূর থেকে দেখতে ভালো লাগে তেমনি জীবনের সুখ গুলো মাঝে মাঝে সেই দূর আকাশের তারার মাঝে হারিয়ে ফেলি। আর যদি আমরা নিজেকে ভালোবাসি তখন নিজের ভালো লাগা গুলো নিজের অজান্তেই নিজের হৃদয়ে জায়গা করে নিবে। হয়তো এভাবেই কেটে যাবে আমাদের বাকিটা জীবন। মাঝে মাঝে মনে হয় নিজেকে ভালোবাসলে হয়তো আজ অনেক সুখী হতাম। যদিও বা কেটে গেছে আমাদের জীবনের অনেকটা সময়। তবুও যদি আমরা জীবনের বাকি দিনগুলোতে নিজেকে ভালোবাসি তবে আমাদের আগামী দিনের চলার পথ আরো বেশি সুন্দর হবে। আজ আমার জীবনের জন্য যা গুরুত্বপূর্ণ এবং আনন্দের তা অন্যের কাছে বিরক্তিকর হতে পারে। তবে নিজের মতো করে যদি নিজেকে ভালোবাসতে পারি তবেই জীবনে ভালো থাকতে পারবো। আমাদের এই ক্ষুদ্র জীবনে সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজেকে ভালোবাসা। আমি যদি নিজেকে ভালোবাসি তবে প্রকৃত সুখের সেই স্বাদ গ্রহণ করতে পারব।


woman-g1550e69c1_1920.jpg

Source


আমাদের জীবন যেমন ক্ষণিকের তেমনি ক্ষুদ্র জীবনে আমরা যদি নিজেকে ভালোবাসি এবং ভালো থাকতে চাই তাহলে জীবনের প্রকৃত সার্থকতা আসবে। আসলে আমাদের মানব জীবন বড়ই বিচিত্র। বিচিত্র এই মানব জীবনে আমাদের চাওয়া পাওয়া ও ভালোবাসার কোন মূল্যই নেই। সত্যি কথা বলতে আজকাল সবকিছুই মূল্যহীন মনে হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যদি সফল হতে চাই তাহলে অবশ্যই নিজেকে ভালবাসতে হবে। নিষ্ঠুর এই পৃথিবীতে নিজেকে ভালোবাসলেই শুধুমাত্র ভালো থাকা সম্ভব। আসলে কিছু কিছু সম্পর্ক রয়েছে যা শুধুমাত্র মিথ্যে ভালোবাসার আবরণে ঢেকে রয়েছে। সেই আবরণ জীবন থেকে যেদিন সরে যাবে সেদিন সেই ঘৃণা, তিক্ততা সামনে এসে ধরা দিবে। সেদিন শুধু বারবার মনে হবে কেন নিজেকে ভালোবাসিনি। হয়তো নিজেকে ভালোবাসলে এই জীবন আরো বেশি সুন্দর হতো।


woman-ga303bc249_1920.jpg

Source

জীবনের কঠিন বাস্তবতার কাছে আমরা সকলেই বড় অসহায়। সময় কেমন পরিবর্তন হচ্ছে তেমনি সম্পর্কগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে। সম্পর্কের মধ্যে বেড়াজাল ভালোবাসাকে বেরঙ্গিন করে দিচ্ছে। আজকাল সম্পর্কগুলোকে কেন জানি মরীচিকার মত মনে হয়। আর সেই ভালবাসার মধুর সম্পর্ক গুলো কেন জানি অনুভূতিহীন মনে হয়। যখন ভালোবাসার অনুভূতি হারিয়ে যায় তখন নিজেকে আর জীবিত মনে হয় না। মৃত এই জীবনে ভালোবাসার কোন অনুভূতি থাকে না। ধুকে ধুকে যখন ভালোবাসার মৃত্যু হয় তখন এই রঙিন জীবন নিমিষেই অন্ধকারে ছেয়ে যায়। সবটুকু ভালোবাসা দিয়ে যখন জীবনের সুখ ফিরে পাওয়া যায় না তখন এ জীবন বড়ই ব্যর্থ মনে হয়। জীবন বড় জটিল। জীবনের গোলকধাঁধায় নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। যে অস্তিত্বের মাঝে আছে শুধু হাহাকার ও কষ্টের সব স্মৃতিগুলো। হয়তো সেই স্মৃতিগুলি বারবার স্মৃতির পাতায় জমা হয়ে যায়।


woman-g8ebe09a6c_1920.jpg

Source

সুন্দর এই পৃথিবীতে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালোবাসলে তবে নিজের সত্তাকে ধরে রাখতে পারব। জীবনের বাস্তবতার কাছে যখন আমরা প্রতিটি পদক্ষেপে হার মেনে যাই তখন আমরা জীবনের কঠিন সত্যগুলো উপলব্ধি করতে পারি। হয়তো সেই সময়টায় কিছু করার থাকে না। হয়তোবা তখন খুবই দেরি হয়ে যায়। বাস্তব প্রেক্ষাপট ও জীবনের সবকিছুই যেন ভাগ্যের বিপরীতে চলে। এই মানব জাতি বরই স্বার্থপর। আমরা যেমন স্বার্থপর তেমনি স্বার্থপর হচ্ছে আমাদের চারপাশের মানুষগুলো। হাজার হাজার মানুষের ভিড়ে যদি নিজেকে ভালো রাখতে চাই তাহলে নিজেকে ভালোবাসতে হবে। নিজের প্রতি নিজের ভালবাসা থাকলেই জীবনে সুখী হওয়ার যাবে। সুখ যেমন কিনতে পাওয়া যায় না তেমনি সুখের অনুভূতিগুলো কখনো স্থায়ী হয় না। নিজের প্রতি ভালোবাসা থাকলে তা সারাজীবন রয়ে যায়। তাই ভালো থাকতে হলে অবশ্যই নিজেকে ভালোবাসুন।


violence-g0ccd37942_1920.jpg

Source

যখন জীবনে ঝড় বৃষ্টি এসে ভিড় করে তখন এই ক্ষুদ্র জীবন দিশেহারা হয়ে পড়ে। এই ঝড় থেকে রক্ষা করতে কেউ দুটি হাত বাড়ায় না। কারো বিপদে কেউ পাশে থাকে না। নিজের জীবনের সব ঝড় কাটিয়ে ওঠার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। সেজন্য সবসময় প্রয়োজন মানুষের দৃঢ় মনোবল। আমরা যদি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হই তাহলেই জীবনের সব ঝড় গুলো নিমিষেই দূর করতে পারব। হয়তো তখন কেউ এসে হাতটি ধরে পাশে দাঁড়াবে না। কিন্তু তখন সেই মনোবল এসে পাশে দাঁড়িয়ে সবকিছু মোকাবিলা করবে। নিজের অস্তিত্বই শুধুমাত্র নিজের সকল বিপদে পাশে দাঁড়াবে। যখন আমরা পরনির্ভরশীল হয়ে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবো তখন আমাদের বিপদে কেউ এসে দাঁড়াবে না। তাই নিজেকে ভালবাসতে শিখুন এবং নিজের অস্তিত্ব বজায় রাখুন।


woman-g2ae924f63_1920.jpg

Source

আমাদের এই ক্ষুদ্র মানব জীবন অস্তিত্বের লড়াইয়ে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছে তা বুঝতেই পারেনি। নিজের অস্তিত্বকে অনুভব করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে নিজের প্রতি নিজের ভালোবাসা। এই পৃথিবীর সকলেই বিপদে দূরে সরে গেলেও নিজের অস্তিত্ব কখনোই ধোঁকা দেবে না। কারণ আমরা যদি নিজেকে ভালোবাসি তবে নিজের অস্তিত্বকে গড়ে তুলতে পারব। কারণ নিজেদের প্রতি নিজেদের ভালোবাসা থেকেই এই অস্তিত্বের জন্ম হয়েছে। যা আমাদের একান্তই নিজের। যা শুধুমাত্র তৈরি হয়েছে নিজের প্রতি নিজের ভালোবাসা থেকে। ক্ষুদ্র এই মানব জীবনের হাসি, কান্না আনন্দ যেমন রয়েছে তেমনি সময়ের পরিক্রমায় যখন চারপাশের মানুষগুলো বদলে যায় তখন নিজের অস্তিত্ব মনকে সান্ত্বনা দেয়। তখন মনে হয় এই পৃথিবীতে আমি একা নই আমার ভেতরের সত্তা আমার পাশে রয়েছে। নিজের অস্তিত্ব ও সত্তাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই নিজেকে ভালোবাসুন।


আমি আমার মনের অগোচরে লুকানো কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আমার লেখাগুলো আপনাদের ভালো লেগেছে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  

আমাদের এই ক্ষুদ্র জীবনে সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজেকে ভালোবাসা। আমি যদি নিজেকে ভালোবাসি তবে প্রকৃত সুখের সেই স্বাদ গ্রহণ করতে পারব।নিজের অস্তিত্ব ও সত্তাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই নিজেকে ভালোবাসুন।

লেখার উপাস্থাপন ভঙ্গি, ও শিক্ষনীয় উপলব্ধি গুলো আবেদনময় ছিল।সুন্দর।

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার লেখা আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো।

আবার আসবেন।

 2 years ago 

আমাদের এই ক্ষুদ্র জীবনে সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজেকে ভালোবাসা।

আপনি পুরোপুরিভাবে আপনার সাথে একমত আপু। একমাত্র নিজেকে ভালোবাসার মধ্যেই সুখ খোজা শ্রেয়। বিপদে কেউ পাশে থাকেনা, বিপদ চলে গেলেই যেন সাহায্যের হাত বাড়ায়। কিন্তু আমাকে বিপদে তাদেরকেই প্রয়োজন ছিল তারা কেউ পাশে ছিলনা। নিজেকে নিজেই ভালো রাখতে হয়। খুব সুন্দর একটি বিষয় শেয়ার করেছেন আপু।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আমাদের এই ক্ষুদ্র জীবনে নিজেকে ভালোবাসার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। তাই নিজেকে ভালো রাখতে হলে নিজেকেই ভালোবাসতে হবে। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমরা যদি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হই তাহলেই জীবনের সব ঝড় গুলো নিমিষেই দূর করতে পারব।

আমি সহমত পোষণ করছি। সত্যিই আমরা যদি মানসিকভাবে শক্ত থাকি তাহলে কোন বিপদ আমাদের গ্রাস করতে পারবে না। আর নিজেকে নিজেই সবথেকে বেশি ভালোবাসতে হবে না হলে সত্যিই খুব বিপদ।
যাক অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন 👌
ভীষণ ভালো লাগলো আপু।
এধরনের লিখা আরো চাই।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

জীবনের সব প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই মানসিকভাবে শক্ত থাকতে হবে। আমাদের মানসিক ভাবে সবকিছু মোকাবেলা করার চেষ্টা করতে হবে। অনেক সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপু অন্যের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ, নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসলে ,নিজের অস্তিত্ব সত্যি হারিয়ে যায়। এই অস্তিত্বকে কখন হারানোর ।উচিত না।নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য নিজেকে সবথেকে বেশি ভালবাসতে হবে নিজের যত্ন নিতে হবে। নিজেকে সময় দিতে হবে। ভালোলাগাকে মূল্যায়ন করতে হবে। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি পোষ্ট লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি একদম ঠিক কথাই বলেছেন আপু। নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। অনেক সুন্দর কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই কমেন্টসের মাধ্যমে। সে জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি আপনি ঠিক বলেছেন নিজেকে ভালোবাসুন আপনার কথায় আমি একমত। মে নিজেকে ভালোবাসতে জানে না সে কাউকেই ভালো বাসতে পারে না। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনার মনের কথা গুলো শেয়ার করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

 2 years ago 

কেউ যদি নিজেকে না ভালোবাসে , তাহলে অন্যকে ভালোবাসবে কিভাবে । ভালো লিখেছেন।

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার সুন্দর মন্তব্য আরো নতুন কিছু লেখার উৎসাহ দিবে আমাকে। আমার লেখা আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।🌹🌹

 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

নিজের জীবনের সব ঝড় কাটিয়ে ওঠার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। সেজন্য সবসময় প্রয়োজন মানুষের দৃঢ় মনোবল।

আপনি খুব ভালো লিখছেন। আমরা কোনো বিপদে পড়লে দিশেহারা হয়ে যাই। দিশেহারা হলে বিপদ আরো চেপে বসে। সব রকম অবস্থায় নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে। তবেই সব রকম অন্ধকার ফেলে আলোতে পৌঁছানো সম্ভব হবে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

সর্বপ্রথম মানুষের মুল কাজ হচ্ছে নিজেকে ভালোবাসা। আর নিজেকে ভালো যদি কেউ না বাসতে পারে তাহলে সে অন্যকে কিভাবে ভালবাসবে। অনেক বাস্তব সম্মত একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং উপস্থাপনা গুলো খুবই ক্লিয়ার ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে সবসময়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65771.81
ETH 3174.77
USDT 1.00
SBD 2.61