DIY-রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি||

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ওয়াল হ্যাংগিং শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আর ঘর সাজানোর জন্য কোন কিছু তৈরি করতে বেশি ভালো লাগে। তাই আমি রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি:

IMG_20240806_153832.png
Device-OPPO-A15
IMG_20240806_153744.png
Device-OPPO-A15


নিজের হাতে তৈরি করা কোন কিছু দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে। নিজের হাতে তৈরি জিনিস গুলো যখন ঘরে সাজিয়ে রাখা হয় তখন দেখতে আরো বেশি ভালো লাগে। কয়েকদিন থেকে কেন জানি ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিসগুলোর প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। তাই ভাবলাম একটি ওয়াল হ্যাংগিং তৈরি করি। এই ওয়াল হ্যাংগিং কয়েকদিন আগে তৈরি করেছিলাম। কিন্তু সময়ের অভাবে এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তাই আজকে ভাবলাম আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং আপনাদের মাঝে উপস্থাপন করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর ওয়াল হ্যাংগিং তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পুঁথি।

IMG20240723125139.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240723125349.jpg
Device-OPPO-A15
IMG20240723125531.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করার জন্য প্রথমে কিছু সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর সাদা কাগজগুলো পাইপের মতো আকৃতি করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240723125610.jpg
Device-OPPO-A15
IMG20240723125849.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে বেশ কিছু পাইপ তৈরি করার চেষ্টা করেছি আর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG20240723131638.jpg
Device-OPPO-A15
IMG20240723131726.jpg
Device-OPPO-A15


এভাবে বেশ কিছু পাইপ তৈরি করেছি আর সমান করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240723131939.jpg
Device-OPPO-A15
IMG20240723132028.jpg
Device-OPPO-A15


ওয়াল হ্যাংগিং এর ফ্রেম তৈরি করার জন্য বেশ কিছু টাইপ তৈরি করা হয়ে গেলে এবার ফ্রেম তৈরির জন্য প্রস্তুতি নিয়েছি।


ধাপ-৫

IMG20240723132119.jpg
Device-OPPO-A15
IMG20240723132253.jpg
Device-OPPO-A15


এবার ফ্রেমটি তৈরি করার জন্য সুন্দর করে সেটিং করে নিয়েছি। আর আঠা লাগিয়ে আটকে নিয়েছি।


ধাপ-৬

IMG20240723132452.jpg
Device-OPPO-A15
IMG20240723132525.jpg
Device-OPPO-A15


কিছুক্ষণ পর আঠা শুকিয়ে গেছে আর ফ্রেমটি সুন্দরভাবে তৈরি হয়েছে।


ধাপ-৭

IMG20240723132724.jpg
Device-OPPO-A15
IMG20240723132804.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেট তৈরি করার জন্য কিছু ফুল তৈরি করবো। এজন্য আমি কাগজ কেটে নিয়েছি। এরপর কাগজ ভাঁজ করেছি।


ধাপ-৮

IMG20240723132827.jpg
Device-OPPO-A15
IMG20240723133031.jpg
Device-OPPO-A15


এবার কাগজ কেটে কেটে সুন্দর করে লাল রঙের ফুল তৈরি করেছি।


ধাপ-৯

IMG20240723133140.jpg
Device-OPPO-A15
IMG20240723133355.jpg
Device-OPPO-A15


এবার কিছু কালো কাগজ নিয়েছি আর একই পদ্ধতিতে কিছু ফুল তৈরি করে নিয়েছি।


ধাপ-১০

IMG20240723133523.jpg
Device-OPPO-A15
IMG20240723133710.jpg
Device-OPPO-A15


এবার হলুদ রঙের কিছু কাগজ নিয়েছি আর সুন্দর করে আরো কিছু ফুল তৈরি করে নিয়েছি।


ধাপ-১১

IMG20240723133915.jpg
Device-OPPO-A15
IMG20240723134358.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো আরো সুন্দর করে সেটিং করে নিয়েছি। এরপর কিছু পাতা তৈরি করার জন্য সবুজ কাগজ নিয়েছি আর পাতা অঙ্কন করেছি।


ধাপ-১২

IMG20240723134519.jpg
Device-OPPO-A15
IMG20240723135311.jpg
Device-OPPO-A15


এবার কাগজ কেটে কেটে সুন্দর করে পাতাগুলো তৈরি করেছি।


ধাপ-১৩

IMG20240723135401.jpg
Device-OPPO-A15
IMG20240723140235.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের অংশের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আবারও সবুজ রঙের কিছু কাগজ নিয়েছি আর ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১৪

IMG20240723141354.jpg
Device-OPPO-A15
IMG20240723141429.jpg
Device-OPPO-A15


এবার বেশ কিছু কাগজ প্রস্তুত করেছি। আর সবকিছু প্রস্তুত করেছি। এরপর সেটিং করার চেষ্টা করেছি।


ধাপ-১৫

IMG20240723141618.jpg
Device-OPPO-A15
IMG20240723141926.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে ফুল, লতাপাতা এবং অন্যান্য অংশ সুন্দর করে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240723142246.jpg
Device-OPPO-A15
IMG_20240806_143702.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য অংশগুলোর কাজ করে আমার তৈরি করা ওয়ালমেট আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার চেষ্টা করেছি। ফুলের মাঝখানে পুঁথি ব্যবহার করেছি।


উপস্থাপনা:

IMG_20240723_224004.png
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। তবে এই ওয়াল হ্যাংগিং তৈরি করার সময় একটু সময় লেগেছিল। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। ওয়াল হ্যাংগিং তৈরি করার পর সাজিয়ে রাখতে বেশ ভালো লেগেছে। জানিনা আমার তৈরি করা এই ওয়াল হ্যাংগিং আপনাদের কেমন লেগেছে। আশা করছি ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 days ago 

রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি এত সুন্দর ও দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। আসলে এই ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখে তাই শিখার চেষ্টা করলাম।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 8 days ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট অসাধারণ হয়েছে। কালার গুলো দারুণ হয়েছে।সত্যি আপু রঙিন কাগজের তৈরি জিনিস এর তুলনা হয় না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। এই ধরনের কাজ গুলো করতে সময় লাগে এবং দেখতেও ভালো লাগে আপু।

 8 days ago 

দারুন ওয়ালমেট তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে এই সমস্ত জিনিস তৈরি করলে খুবই ভালো লাগে দেখতে। আমিও খুবই পছন্দ করি এই জাতীয় ওয়ালমেট এবং রঙিন কাগজের জিনিসগুলো।

 2 days ago (edited)

আমার তৈরি করা ওয়াল হ্যাংগিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 8 days ago 

বাহ্ আমি তো দেখা মাত্রই মুগ্ধ হয়ে গেছি আপনার অসাধারণ রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি দেখে।আসলে রঙিন যেকোনো জিনিস বানালে অনেক সুন্দর লাগে কিন্তু তার জন্য প্রয়োজন দক্ষতা ধৈর্য। আজ আপনার ওয়াল হ্যাংগিং তৈরি দেখে বোঝা যাচ্ছে অনেক দক্ষতা ধৈর্য্যের সাথে এত অসাধারণ ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে। চমৎকার ওয়াল হ্যাংগিং তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন বলে

 2 days ago 

আমার তৈরি করা ওয়াল হ্যাংগিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60843.64
ETH 2711.61
USDT 1.00
SBD 2.43