রেসিপি- ধনিয়া পাতা দিয়ে মজাদার টাকি মাছের ভর্তা☘️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি ভর্তা প্রেমি মানুষদের জন্য মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে আমরা রেসিপি খুবই ভালো লাগবে। আমি নিজেও ভর্তা খেতে অনেক পছন্দ করি। তাই এইবার আমি ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তার মজাদার একটি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


☘️ধনিয়া পাতা দিয়ে মজাদার টাকি মাছের ভর্তা:

IMG_20220310_120440.jpg
Device-OPPO-A15
IMG_20220310_120520.jpg
Device-OPPO-A15


ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তা সাথে গরম গরম ভাত সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে আমার। তাই আজ আমি আমার এই প্রিয় রেসিপি সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যারা মাছের ভর্তা খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার পছন্দের রেসিপি সকলের মাঝে উপস্থাপন করার জন্য। ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের মজাদার ভর্তা সকলের ভালো লাগবে এই প্রত্যাশা করছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
টাকি মাছ২০০ গ্রাম
ধনিয়া পাতা১০০ গ্রাম
পেঁয়াজ কুচি১ কাপ
রসুনপরিমাণমতো
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৪ চামচ
কাঁচা মরিচপরিমাণমতো

IMG20220307173736.jpg

IMG20220307173755.jpg


☘️রেসিপি তৈরির ধাপসমূহ:


☘️ধাপ-১☘️

IMG20220307174206.jpg

IMG20220307174256.jpg


ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটি মাছ ভাজা কড়াই চুলার উপর দিয়েছি। এরপর মাছ ভাজার কড়াই গরম হলে সয়াবিন তেল দিয়েছি। এরপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করেছি।


☘️ধাপ-২☘️

IMG20220307174343.jpg

IMG20220307174433.jpg


তেল গরম হলে গরম তেলের মধ্যে টাকি মাছগুলো দিয়েছি ভাজার জন্য। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যাতে করে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এবার মাছ গুলো দেখতে যেন ভালো হয় সে জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি।


☘️ধাপ-৩☘️

IMG20220307174452.jpg


IMG20220307174604.jpg


এবার চামচ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে হলুদের গুড়ার সাথে মাছ গুলো ভালোভাবে মিশিয়েছি।


☘️ধাপ-৪☘️

IMG20220307174657.jpg

IMG20220307174751.jpg


এবার আমি কয়েক টুকরো রসুন ও কাঁচামরিচ মাছের মধ্যে দিয়েছি ভালোভাবে ভাজার জন্য। রসুন ও কাঁচামরিচ দিলে মাছ ভর্তা খেতে খুবই ভালো লাগে। তাই আমি তেলের মধ্যে রসুন, কাঁচা মরিচ ভাজার জন্য দিয়েছি।


☘️ধাপ-৫☘️

IMG20220307174915.jpg

IMG20220307175146.jpg


এবার রসুন ও কাঁচামরিচ তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজার জন্য মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ও খুব সুন্দর করে নাড়াচাড়া করছি।


☘️ধাপ-৬☘️

IMG20220307175225.jpg

IMG20220307175300.jpg


এভাবে আরো কিছুক্ষন সময় মাছগুলো তেলের মধ্যে ভাজা হলে ও অনেকটা ভাজা হয়ে এলে তখন আমি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়েছি।


☘️ধাপ-৭☘️

IMG20220307175353.jpg

IMG20220307175416.jpg


এবার পেঁয়াজগুলো অন্যান্য সবগুলো উপকরণের সাথে মেশানোর জন্য নাড়াচাড়া করেছি। আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজার চেষ্টা করেছি।


☘️ধাপ-৮☘️

IMG20220307175502.jpg

IMG20220307175547.jpg


এবার আমি ধনিয়া পাতা গুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কেটে রাখা ধনিয়া পাতাগুলো টাকি মাছের মধ্যে দিয়েছি।


☘️ধাপ-৯☘️

IMG20220307175610.jpg

IMG20220307175701.jpg


ধনিয়া পাতা গুলো খেতে যেতে ভালো লাগে তাই আমি টাকি মাছের সাথে ধনিয়া পাতা গুলো খুব ভালোভাবে মেশানোর জন্য একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশানোর চেষ্টা করেছি।।


☘️ধাপ-১০☘️

IMG20220307180350.jpg

IMG20220307180404.jpg


এবার আমি আরো কিছুক্ষণ সময় ধনিয়া পাতা গুলো মাছের সাথে মিক্স করে খুব সুন্দর ভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। ধনিয়া পাতা ভালোভাবে মাছের সাথে মেশানো হলে মাছের ভর্তা খেতে খুবই ভালো লাগে।


☘️ধাপ-১১☘️

IMG20220307180442.jpg

IMG20220307180607.jpg


এবার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হলে ও ভর্তা তৈরির জন্য প্রস্তুত হয়ে গেলে একটি প্লেটের মধ্যে সবগুলো তুলে রেখেছি।


☘️শেষ ধাপ☘️

IMG20220307180825.jpg

IMG20220307180946.jpg


এবার ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তা খুব ভালোভাবে করার জন্য ভাজা কাঁচামরিচের টুকরোগুলো আলাদাভাবে বেছে নিয়েছি। এরপর লবণ দিয়ে ও মরিচগুলো ভেঙ্গে এরপর টাকি মাছের সাথে মিক্স করেছি। এভাবে আমি ধনিয়া পাতা দিয়ে মজাদার টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করেছি।


☘️উপস্থাপনা:☘️

IMG_20220310_120818.jpg
Device-OPPO-A15


ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তা খেতে খুব ভালো লেগেছে। টাকি মাছের ভর্তা খাওয়ার মজাই আলাদা। অন্যান্য মাছের ভর্তা খেতে আমি যেমন পছন্দ করি তেমনি টাকি মাছের ভর্তার প্রতি আমার আলাদা ভালোলাগা রয়েছে। তাই আমি মাঝে মাঝেই চেষ্টা করি মজাদার ভর্তা রেসিপি তৈরি করার। তেমনি আজ এই মজার ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 

টাকি মাছের ভর্তা খেতে অনেক সুস্বাদু লাগে। আমার টাকি মাছের ভর্তা অনেক পছন্দ। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আপু। এইরকম সুন্দর একটি টাকি মাছের ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

টাকি মাছ ভর্তা অনেক সুস্বাদু একটি রেসিপি। টাকি মাছ ভর্তা আমি ভীষণ পছন্দ করি।অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে।ধনিয়াপাতা দেওয়ার কারণে এর স্বাদ আরো অনেকগুণ বেড়ে গেছে।রেসিপি তৈরি সবগুলো ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন।শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

টাকি মাছের ভর্তা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার টাকি মাছের ভর্তা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। বছরের এই সময়টাতে ধনেপাতা পাওয়া যায় সে কারণে এই সময় টাকি মাছের ভর্তা সবচেয়ে বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধনিয়া পাতা দিয়ে আপনি অনেক মজাদার একটি টাকি মাছের ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। টাকি মাছ ভর্তা বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে ধনিয়া পাতা দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার এই রেসিপি আমার কাছে দেখে মনে হয়েছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

খুবই মজার ভর্তা রেসিপি তৈরি করেছেন আপু। টাকি মাছের ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়। আমিও ভর্তা অনেক পছন্দ করে থাকি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভর্তা খেতে আমি ভীষণ পছন্দ করি।আর টাকি মাছ দিয়ে ভর্তা তৈরি করলে খেতেও বেশ মজা লাগে। আপনার এই রেসিপিটি দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে আপু।আপনি এই ভর্তা তৈরি করে দেখিয়ে অনেকের জন্য সহজ করে দিলেন৷ আর সুস্বাদু এই ভর্তা দিয়ে এক নিমিষেই ভাত খেয়ে ফেলতে পারবে।

আপু আপনি ধনিয়া পাতা দিয়ে খুবই সুন্দর একটা টাকি মাছের বর্তা তৈরি করেছেন। টাকি মাছের ভর্তা খেতে আমার কাছে বেশ ভালই লাগে আমি অনেক খেয়েছি।ধনিয়াপাতা দেওয়ার কারণে টাকি মাছের ভর্তার শাব্দ দিগুণ বাড়িয়ে দিয়েছে। ধনিয়া পাতা দিলে যেকোন তরকারির স্বাদ বেড়ে যায় খেতে খুবই দারুণ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার খুবই পছন্দের একটি রেসিপি রান্না করেছেন আপনি। যদিও টাকি মাছ আমি এমনিতে খাইনা কিন্তু টাকি মাছের ভর্তা আমার ভীষণ প্রিয়। শুধুমাত্র এভাবে ভর্তা করলে আমি টাকি মাছ খাই। সুন্দর এই রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুব চমৎকার একটি রেসিপি তৈরি করে থাকতে। রেসিপিটি দেখে আমার খুবই ভালো লেগেছে। ধনিয়া পাতা দিয়ে মজাদার টাকি মাছের ভর্তা দেখেই আমার খুবই ভালো লেগেছে। টাকি মাছের রেসিপি এখন এত বেশি দেখা যায় না। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুবই মজাদার ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করেছেন আপনি। টাকি মাছের ভর্তা রেসিপি টা খুবই লোভনীয় লাগছে এবং আপনি রেসিপিটির প্রতিটা স্টেপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64