জেনারেল রাইটিং-আপন মানুষ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। সময়টা বড্ড খারাপ যাচ্ছে। হয়তো সময়ের সাথে সাথে আপন মানুষগুলোও বদলে যাচ্ছে। এই পৃথিবীতে কে আপন আর কে পর বোঝা বড় দায়। তাইতো কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার এই পোস্ট আপনাদের ভালো লাগবে।


আপন মানুষ:

girl-6545058_1280.jpg

Source


আপন মানুষ কথাটির সাথে অনেক স্নেহ, আদর, ভালোবাসা মিশে আছে। একটা সময় যেই মানুষগুলো অনেক আপন ছিল সেই মানুষগুলোর থেকে যখন দূরে চলে আসতে হয় তখন জীবনটা বিষন্নতায় ভরে যায়। হয়তো তাদের আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার ইচ্ছে মানে থেকেই যায়। কিন্তু পরিস্থিতি কিংবা সময়ের ব্যাবধানে সবকিছুই বদলে যায়। হয়তো চাইলেও আর তাদের মুখ দেখিনা। হয়তো চাইলেও তাদের কাছে যেতে পারি না। আসলে জীবনের বাস্তবতা বড় কঠিন। কেন জানি সময়ের সাথে সাথে সবাই বদলে যায়। আর আপন মানুষগুলোর কাছে যেতে গেলেও অদৃশ্য একটি দেয়াল তৈরি হয়। হয়তো সময়টা বদলে গেছে কিংবা অন্য কারো মানসিকতা।


যেই মানুষগুলোর সাথে কেটেছে আমার শৈশব, কৈশোর সেই মানুষগুলোই নাকি আজ পর। যেই মানুষগুলোর ভালোবাসায় জীবন আমার সিক্ত সেই মানুষগুলোর কাছে আমি শুধু মাত্র অতিথি। সেই অতিথি কখনোই হতে চাইনি। আগের মতো ভালোবাসা ও স্নেহের চাদরে মোড়ানো সেই ছোট্ট বালিকাই থাকতে চেয়েছিলাম। হয়তো জীবনটা অনেক আনন্দের ছিল। হাসি, আনন্দ আর খুনসুটিতে কেটে যেত পুরোটা বেলা। কখন যে বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি। আর সেই সাথে পাল্টে গেল সম্পর্ক। হয়তো সময় বদলে গেছে কিংবা আমাদের মানসিকতা। তবুও কেন জানি ফিরে পেতে চাই সেই দিনগুলো। কেন জানি আবারো ফিরে যেতে ইচ্ছে করে সেই শৈশব কিংবা কৈশোর। যেখানে ছিল না কোন কষ্ট, ব্যথা, গ্লানি। শুরু ছিল আনন্দ আর উচ্ছ্বাস।


জীবনটা কিভাবে যেন বদলে যায়। আপন মানুষগুলোর মাঝে কেন জানি দূরত্ব তৈরি হয়। এতটা বছর যাদের সাথে কাটিয়েছি তারাই একসময় দূরে চলে যায়। কিংবা আমরা দূরে চলে আসতে বাধ্য হই। হয়তো পরিস্থিতি সবকিছু বদলে দেয়। মাঝে মাঝে এসব ভাবতে গিয়ে ভীষণ খারাপ লাগে। মাঝে মাঝে ছুটে চলে যেতে ইচ্ছে করে ওই শৈশবে। মাঝে মাঝে ইচ্ছে করে সব বাঁধা পেছনে ফেলে আপন মানুষগুলোকে বুকে ছড়িয়ে চিৎকার করে কাঁদতে। মাঝে মাঝে ইচ্ছে করে আপন মানুষগুলোর কাছে গিয়ে নিজের মনের যত গ্লানি আছে সেগুলো উজার করে দিতে। মাঝে মাঝে ইচ্ছে করে হাসি, গল্প আর আড্ডায় মেতে উঠতে। কিন্তু ওই যে বললাম সময় বড় অভিমানী। সময়ের সাথে সাথে মনের মাঝেও যে বড্ড বেশি অভিমান জমেছে। আর সেই অভিমানের চাদর হৃদয়টাকে বড্ড বেশি ক্ষতবিক্ষত করে দিয়েছে।


মাঝে মাঝে বড্ড বেশি হাসি পায়। আপন মানুষগুলোর কাছে যেতেও নাকি কারো অনুমতি প্রয়োজন হয়। কি নিষ্ঠুর বাস্তবতা। ভাবতে কেন জানি অবাক লাগে। আর বারবার মনে হয় এরই নাম বুঝি জীবন। কেউ কষ্ট দিয়ে আনন্দ পায়, কেউ ইচ্ছে করে কষ্ট দেয়। কথায় আছে আপন মানুষদের দেওয়া কষ্ট গুলো মনে বেশি আঘাত করে। হয়তো সেই কষ্টের আঘাতগুলো বড্ড বেশি ধারালো। আপন মানুষের কথার আঘাতে হৃদয় জুড়ে ক্ষত সৃষ্টি হয়। তখন হৃদয়ে বয়ে চলে রক্তক্ষরণ। হয়তো সেই রক্তক্ষরণ দু চোখের কোনে বৃষ্টি হয়ে ঝরে। হয়তো কখনো চেয়ে দেখে কেউ কখনো বা অবহেলায় মুখ ঘুরিয়ে নেয়। হয়তো কখনো কষ্ট দিয়েও আনন্দ পায়। সময় যেমন বদলে যায় তেমনি আপন মানুষগুলো ধীরে ধীরে বদলে যায়। এটাই হয়তো জীবনের বাস্তবতা।


নিজের এলোমেলো চিন্তাধারা থেকে কিছু কথা লেখার চেষ্টা করেছি। সব শেষে একটি কথাই বলতে চাই যারা আমার আপন ছিল তারা চিরটা কাল আপন থাকবে। আর যাদেরকে আপন করতে চেয়েছিলাম তারা চিরটা কাল কষ্টই দিবে। এটাই হয়তো জীবনের বাস্তবতা। জানিনা আমার এই লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে নিজের এলোমেলো চিন্তাধারা আপনাদের সবার মাঝে তুলে ধরেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 last year 

বাহ্ আপু এক কথায় অসাধারন লিখেছেন। এক কথায় মনের হৃদয়ের ভিতর লুকিয়ে থাকা অনেক চাপা কষ্টগুলো কে আপনার লেখনীর যাদুতে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আসলে আজ আমি আপন মানুষ নিয়ে কিছু বলবো না। বা বলতেও চাইনা। আজ আমি আপন মানুষের ভালোবাসা নিয়ে কিছু বলবো না। কেন যেন আপনার লেখাগুলো আমাকে নিশ্চুপ করে দিলো। আমারও দু, চোখ দিয়ে কখন যে পানি ছলছল করে বের হয়ে গেল বুঝতেই পারলাম না। শুধু বলবো ভালোই ছিলাম ছেলে বেলায়। কেন বড় হলাম বলেন তো আপু?

 last year 

মাঝে মাঝে মনে হয় হে সৃষ্টিকর্তা ফিরিয়ে দাও আমার শৈশব। এই জীবন বিষন্নতায় ভরা। তাইতো সেই শৈশব জীবনে ফিরে যেতে ইচ্ছা করে। অনেক অনেক ধন্যবাদ আপু নিজের মতামত তুলে ধরার জন্য।

 last year 

মাঝে মাঝে আমারও মনে হয় সব কিছু ফেলে শৈশবে ফিরে যাই। কিন্তু চাইলেই কি আর যাওয়া যায়। দূরের মানুষের কষ্ট তো মেনে নেয়া যায়। কিন্তু একান্ত কাছের মানুষের কষ্ট মেনে নিতে খুব বেশি কষ্ট হয়। তাছাড়া সময়ের কারণে অনেক কিছুই আর সম্ভব হয় না। খুব সুন্দর কিছু বাস্তব কথা তুলে ধরেছেন। ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি আপু মাঝে মাঝে শৈশবে ফিরে যেতে খুব ইচ্ছে করে। আর দূরের মানুষের দেওয়া কষ্ট মেনে নেওয়া যায় কিন্তু আমরা যাদেরকে আপন করে নিতে চাই তারা যদি কষ্ট দেয় সেই কষ্ট মেনে নেওয়া যায় না। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

আমরা সবাই কিন্তু শৈশবে ফিরে যেতে চাই।যেখানে দুঃখ, কষ্ট, না পাওয়ার কোন গ্লানি নেই।কাছের আপন মানুষের কষ্ট সত্যি ই সহ্য করা যায় না। মনের মাঝে কষ্টের যন্ত্রনা তখন খুব বেশি অনুভূত হয়।আপন মানুষ নিয়ে খুব সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

দুঃখ, কষ্ট আর গ্লানি মুছে দিয়ে শৈশব জীবনে ফিরে যেতে যদি পারতাম তাহলে সত্যিই ভালো হতো আপু। নিজের অনুভূতি থেকে কিছু কথা লেখার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

আসলে সময়ের সাথে সাথে প্রত্যেকটা কাছের মানুষ যেন পর হয়ে যায়। আসলেই ছোটবেলাটা অনেক হাসি-খুশি, আনন্দ আর খুনসুটির মধ্যে দিয়ে কেটে যেত। আর এখন আপন মানুষগুলোর কাছে যাওয়াও যায় না। যেন অন্য একটা দেয়াল তৈরি হয় তার কাছে না যাওয়ার জন্য। আপন মানুষ গুলো অনেক পর হয়ে যায়। আর তখন আমি মনে করি পর মানুষগুলোই কাছে চলে আসে অর্থাৎ আপন হয়। খুব সুন্দর ভাবে লিখলেন পোস্টটি।

 last year 

কিছু কিছু মানুষ আছে যারা হয়ত আমাদের আপন হয়। কিন্তু তারা আমাদেরকে কতটুকু আপন করে নিতে পারে এটা ভাবা ভীষণ মুশকিল। কারণ অদৃশ্য এক দূরত্ব থেকেই যায়। ভালো লাগলো আপু আপনার মন্তব্য পড়ে।

 last year 

সময়ের সাথে সাথে আমাদের কাছের মানুষগুলোও পরিবর্তন হয়ে যায়। আর এই পরিবর্তনগুলো মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টের। আমাদের খারাপ সময়ে কয়জন আপন মানুষকেই বা আমরা কাছে পাই। আসলেই আপু আমাদের শৈশবের সময় টা অনেক বেশি সুন্দর ছিল। আমাদের জীবনে সোনালী কিছু মুহূর্ত আমরা শৈশবের পার করি। বড় হওয়ার পর আস্তে আস্তে বাস্তবতার অনেক কিছুই মেনে নিতে হয়। আপনার লেখাগুলো পড়ে আজকে বেশ কিছু মানুষের কথা মনে পড়ে গেল।
লেখাগুলো পড়ে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপন মানুষগুলো যখন আস্তে আস্তে পর হয়ে যায় তখন খুবই কষ্ট হয় এবং খুব খারাপ লাগে। সময়ের সাথে সাথে প্রত্যেকটা বিষয় এবং জিনিসের যেমন বদল ঘটে, তেমনি আপন মানুষগুলোও পর হয়ে যায়। তাদের কাছেও যাওয়া যায় না, যেন অদৃশ্য একটা দেয়াল সৃষ্টি হয়েছে এরকম মনে হয়। আমরা যাদেরকে চাই আপন করে নিতে, তারাই সবশেষে আমাদেরকে কষ্ট দিয়ে দূরে সরে যায়। আর এই বিষয়টা মনের গভীরে গিয়ে কষ্ট দেয়।

 last year 

আপন মানুষ, আপন বলতে যে লোকের সাথে আপনার ভালোবাসা লেনাদেনা সম্পর্ক ওঠাবসা সবকিছু তার সাথে শেয়ার করতে পারেন সেই হচ্ছে আপনার আপন মানুষ। সবাই নিজের আপন মানুষকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে চাই। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের কাছে আপন হওয়াটা অনেক কঠিন। অনেক সময় এই আপনজনের কাছ থেকে অনেক কষ্ট পেতে হয়। তাদের তিক্ত কথাবার্তায় নিজের অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো পর হয়ে যায়। এটাই বাস্তবতা আর এটা মেনে নিতে হবে।

Posted using SteemPro Mobile

 last year 

খুবই সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের চারপাশের মানুষের মন-মানসিকতা পরিবর্তন হয়ে যায়। যার কারণে আমাদের আপন মানুষগুলো পরের মতো আচরণ করে। আর ছোটবেলায় একসাথে খেলা করে আমরা সকলেই বড় হয়। কিন্তু বড় হওয়ার পরেই আমাদের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়। যার কারনে ছোটবেলার সেই আপন মানুষের কাছে যেতে আমাদের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু এটা কখনোই ঠিক নয়। যাহোক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে আগের দিন গুলোই খুব ভালো ছিলো। বেশিরভাগ মানুষ দিন দিন খুব স্বার্থপর হয়ে যাচ্ছে। নিজের দরকারে আপন মানুষও খুঁজে পাওয়া যায় না। আসলে বাস্তবতা সত্যিই কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপন বলে কি সত্যিই কেউ আছে পৃথিবীতে মা বাবা ছাড়া!!! আমার তো মনে হয় নেই। সবাই স্বার্থের পাগল আপু। জীবনে অনেক কিছুই তো দেখলাম। আপন শব্দটিই সব থেকে বড় মিথ্যে। সবাই প্রয়োজনে কাছে আসে, প্রয়োজন ফুরিয়ে গেলেই দূরে ঠেলে দেয়। হয়তো এই সব কিছুই জীবনের অংশ। আর এভাবেই আমাদের চলতে হয়। এটাই পৃথিবীর অলিখিত সংবিধান।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56159.14
ETH 2370.54
USDT 1.00
SBD 2.30